চলুন প্রথমেই GTA San Andreas গেমটার System Requirements দেখে নি ।
Minimum System Requirements:
1GHz Intel Pentium III or AMD Athlon Processor
256MB of RAM
8x DVD-ROM Drive
3.6 GB of free Hard Disk space for a minimal install
64MB Video Card with DirectX 9 compatible drivers ("GeForce3" or better)
DirectX 9 compatible Stereo Sound Card
Keyboard & Mouse
Recommended System Requirements
Intel Pentium 4 or AMD Athlon XP processor (or better)
384(+) MB of RAM
16x DVD-ROM drive
4.7 GB of free Hard Disk space for a full install
128(+) MB Video Card with DirectX 9 compatible drivers ("GeForce4" or better)
DirectX 9 compatible Surround Sound Card
Game pad with twin axis analog controls (USB or Joystick Port)
Keyboard & Mouse
তাহালে গেমটা আপনার পিসিতে চলবে ? যদি চলে তাহলে এখুনি নামিয়ে নিন এখান থেকে তাও আবার SIZE মাত্র 648.28 MB । RAR ফাইল টা UNRAR করুন এরপর দেখুন মজা SIZE 648.28 MB থেকে 4.7 GB হয়ে গেছে । ব্যাস SETUP এর কোনও দরকারই নেই । RAR ফাইল টা UNRAR করলে gta_sa নামে একটা .exe ফাইল পাবেন , সেটা ওপেন করুন আর মজা করে খেলতে থাকুন GTA San Andreas .
TORRENT FILE টা DOWNLOAD করতে এখানে ক্লীক করুন । এরপর আপনি এটা zbigz.com এ upload করে সরাসরি idm দিয়ে ডাউনলোড করতে পারেন নাহলে utorrent তো আছেই ।
এরপর ধরুন যদি লেখে gta_sa has stopped working তখন আপনি কি করবেন ? মাথার চুল ছিঁড়বেন ?
আরে আরে আমি আছি তো এত চাপ নিচ্ছেন কেন ? নিচে এটার বিস্তারিত বিবরণ দিলাম ।
gta_sa has stopped working এই প্রবলেমটা দুই ভাবে সল্ভ করা যায় ।
প্রথম পদ্ধতিঃ প্রথমে COMPUTER OPEN করুন আর তারপর বামদিকে থাকা DOCUMENTS এ ক্লীক করুন ।
এরপর দেখতে পাবেন GTA San Andreas User Files নামে একটা ফাইল সেটাকে DELETE করে দিন । এরপর দেখুনতো চলছে কিনা !
যদি প্রথম পদ্ধতি কাজ না করে তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন .
দ্বিতীয় পদ্ধতিঃ COMPUTER OPEN উপরে SYSTEM PROPERTIES বলে একটা OPTION দেখতে পাবেন , সেটাতে ক্লীক করুন ।
এরপর একটা নতুন WINDOW খুলবে । সেটার ডাণ দিকে দেখতে পাবেন ADVANCED SYSTEM SETTINGS বলে একটা OPTION আছে সেটাতে ক্লীক করুন ।
এতে আর একটা নতুন WINDOW খুলবে সেখান থেকে ADVANCED TAB এ থাকা PERFORMANCE সিলেক্ট করুন ।
এরপর DATA EXCUTION PREVENTION বলে একটা TAB পাবেন সেটাতে ক্লীক করুন । সেখানে DEP TURN OFF থাকলে TURN ON করে দিন ।
এরপর gta_sa অ্যাড করুন । ব্যাস কাজ শেষ এরপর পিসি restart দিয়ে মজা লুটতে থাকুন গেমটার ।
আমার desktop টা তে এই গেম টা চালাতে গেলে crash করত তখন আমি এই উপায় টা বের করি । এই process এ গেম টা খুব সুন্দর আর smoothly চলত আর ল্যাপটপটা তে তো এমনিই চলে কোন প্রবলেমই হয়নি ।
যাক ভালো থাকবেন খুশিতে থাকবেন , আবার দেখা হবে ।
ও আর সফটওয়্যারটার কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম , আজ আপনাদের জন্য যে সফটওয়্যারটা নিয়ে এসেছি সেটার নাম TUNE UP UTILITIES 2013 . এটা আপনার পিসি এর জন্য খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এটা পিসি কে সুস্থ রাখবে , স্পীড বাড়াবে , আরও ভালো কাজ করতে সাহায্য করবে । নীচে কয়েকটা SCREENSHOT দিলাম । ডাউনলোড করতে এখানে ক্লীক করুন । ও আবার PATCH FILE ও লাগবে তো । ঠিক আছে PATCH ফাইল ডাউনলোড করতে এখানে ক্লীক করুন । তবে আমার মতে PATCH FILE ব্যবহার না করাই ভালো , কারণ এটাতে আপনি ১৫ দিনের TRAIL VERSION পাচ্ছেণ । আমি এই FILE টা VIRUSTOTAL এ স্ক্যান করেছি ওখানে ৪৬ টা ANTIVIRUS এর মধ্যে ২৫ টা DETECT করছে বাকীগূলো করছে না । তবে PATCH USE করতে গেলে তো একটু VIRUS এর মুখোমুখি হতেই হবে না ? তবে আমি SURE এই PATCH টা আপনাদের পিসি এর খুব একটা ক্ষতি করবে না ।আজ এ পর্যন্তই , আশা করি সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে ।
এই টিউনটা করতে আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে তাই কমেন্ট মাস্ট । ১৫ + কমেন্ট পড়লে পরের টিউন পাবেন নাহলে এটাই লাস্ট । ভালো থাকবেন । ধন্যবাদ ।
আমার আগের টিউনগুলো পড়ে নিতে পারেন । ১) দেখে নিন ১০ টি চরম ওয়েবসাইট URL স্ক্যান করার জন্যে (আপনার অবশ্যই কাজে লাগবে) ২)ডাউনলোড করে নিন চরম একটি গেম Hitman 4 Blood Money সুপার কমপ্রেসড ( চলবে না , দৌড়াবে) ৩)চলুন বানাই 3D চশমা খুব সহজে ( যা ভাবছেন তা না , একবার খুলেই দেখুন না ) ৪)এখন যে কোনও মোবাইল এই দেখুন যে কোনও ভিডিও আর সাথে বোনাস সবার জন্য ( না পড়লে হইত অজানাই রয়ে যাবে ) ৫) দেখে নিন লোভনীয় VAIO(SONY) ল্যাপটপ গুলি পর্ব ৪ ৬)দেখে নিন লোভনীয় ডেল ল্যাপটপ গুলি পর্ব ৩ ৭)দেখে নিন লোভনীয় এইচপি ল্যাপটপ গুলি পর্ব ২ ৮)দেখে নিন লোভনীয় লেণোভো ল্যাপটপ গুলি পর্ব ১ ৯)স্ক্রীনশটের জন্য আর কোনও সফটওয়ার লাগবে না ( না পড়লে স্ক্রীনশটের জন্য সফটওয়ার তো ব্যবহার করতেই হবে )
১০)জেনে নিন আপনি কি অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন ৩২ বিট নাকি ৬৪ বিট ? সাথে জেনে নিন আপনি আপনার পিসি তে কি ধরনের গেম খেলতে পারবেন আর পিসির DIRECT X VIRSION আর পিসি এর স্পীড বাড়ানোর টিপস কোনও সফটওয়ার ছাড়া ( না দেখলে চরম মিস )
১১)ডাউনলোড করে নিন উইন্ডোস 7 এর জন্য 15 টি অসাধারণ থিম আর সাজিয়ে তুলুন আপনার পিসি কে মনের মত করে ( না দেখলে চরম মিস )
আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.
সুন্দর টিউন।চালিয়ে যাও।