হেই গেম ভক্তরা! কেমন আছো? নিয়ে এলার গেমস জোনের স্পেশাল পর্ব। আজকের পর্বে থাকছে আমার প্রিয় একটি গেম। আজকের গেম পেইনকিলার: হ্যালএন্ডড্যামনেশন। নামটাই জটিল! তাই না!
পেইনকিলার: হ্যাল এন্ড ড্যামনেশন একটি ফার্ষ্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে দ্যা ফার্ম ৫১ এবং প্রকাশ করেছে নোরডিক গেমস। গেমটি পেইনকিলার গেমস সিরিজের ২য় গেম। গেমটি সিরিজের আগের গেম পেইনকিলার এর সিকুয়্যাল এভং রিমেক। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য অক্টোবর ৩১, ২০১২ সালে মুক্তি পেয়েছে এবং প্লে-স্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য ২০১৩ সালের ৫ই এপ্রিল মুক্তি পাচ্ছে।
পেইনকিলার: হ্যালএন্ডড্যামনেশন
নির্মাতা:
দ্যা ফার্ম ৫১
প্রকাশক:
নোরডিক গেমস
ইঞ্জিণ:
আনরিয়েল ইঞ্জিণ ৩
খেলাযাবে:
মাইক্রেসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
ধরণ:
ফার্স্ট পারসন শুটার
খেলারধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
রেটিং:
১৮+
সিরিজ:
পেইনকিলার
ট্রেইলারভিডিও:
http://www.youtube.com/watch?v=E3RQx4__Sg8
http://www.youtube.com/watch?v=1rWPdjpeiMY
http://www.youtube.com/watch?v=R7lF3YcWmDg
http://www.youtube.com/watch?v=TPn_sofLbPM
http://www.youtube.com/watch?v=yRq0yvGrZ8w
http://www.youtube.com/watch?v=QRxU-gtqX58
http://www.youtube.com/watch?v=hrbbrw6Ozec
http://www.youtube.com/watch?v=aXaaaG9xTKc
http://www.youtube.com/watch?v=MQCuO3_usaw
http://www.youtube.com/watch?v=2QsOqESggo8
সিস্টেমরিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম
ইন্টেল কোর ২ ডুয়ো ২.০ গিগাহাটর্স অথবা এএমডি এ্যাথলন ৬৪ এক্স২ প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৮৬০০ অথবা এটিআই রাডিয়ন এইচডি ২৬০০এক্সটি গ্রাফিক্স কার্ড
৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
ভালভাবেখেলতেহলে:
উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম,
২.৪ গিগাহার্টস কোর্য়াড কোর প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট এনভিডিয়া জির্ফোস ৯৮০০ জিটিএক্স অথবা এটিআই রাডিয়ন এইচডি ৪৮৫০ গ্রাফিক্স কার্ড (৭২০মেগাবাইটহলেভাল)
৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫.০
স্টোরিলাইন:
পেইনকিলার! সিরিজের ২য় গেম এটি। গেমটিতে তোমাকে ড্যানিয়েল গার্নার এর ভূমিকায় খেলতে হবে। ড্যানিয়েল এবং তার স্ত্রী ক্যাথরিন এর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় সিরিজের ১ম গেমে। আসলে ছাড়াছাড়ি নয় ড্যানিয়েল এর মৃত্যু হয়। এরপর ডেথ ড্যানিয়েল এর কাছে আসে, ড্যানিয়েলকে পুনরায় জীবিত করার জন্য। তার বিনিময়ে ড্যানিয়েল ডেথ এর কাছে ৭০০০ আত্মা বা সোলস দিতে হবে। উমম ড্যানিয়েল এতে রাজি হয়। তুলে নেয় তার সোলক্যাচার গান। যারা সিরিজের ১ম গেমটি খেলেছো তাদের কাছে গেম এর পরিবেশ পরিচিতই মনে হবে। গেমটিতে তোমাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। গেমটিতে তোমার সঙ্গ দিবে ইভ নামে একজন মহিলা (এর জন্যই গেমটি ১৮+ রেটিং পেয়েছে!!!!)। ইভ তোমাকে মনে করিয়ে দিবে ডেথ এর উপর বিশ্বাস রাখা যাবে না। কিন' তুমি জানো তোমাকে কি করতে হবে!
সোলক্যাচার গান আত্মায় পূর্ণ হয়ে গেলে ড্যানিয়েল ডেথ এর কাছে ফিরে আসে। ডেথ এতে খুশি হয় না! কারণ অস্ত্রে ৬,৯৯৯টি আত্মা রয়েছে। মানে আরো একটি আত্মা লাগবে। ডেথ ড্যানিয়েল কে আদেশ দেয় যে ইভ এর আত্মা নিয়ে আসতে। ড্যানিয়েল এতে রাজি না হয়ে ডেথ এর বিপক্ষে যু্দ্ধ করে এবং তাকে হারিয়ে ড্যানিয়েল নিজেকে জীবিত অবস'ায় একটি হাসপাতালে বিছানায় আবিস্কার করে। আসলে এতদিন সে জীবিতই ছিল, কোমায়। কিছুদিন পর ইভ হাসপাতালে এসে ড্যানিয়েল কে জানায় যে, অনেকগুলো আত্মা (৬,৯৯৯) ডেথ এর কাছে দিয়ে আসায় ডেথ এবং তার ভাই পৃথিবীতে আক্রমণ করতে আসছে। এরপর . . . . .. . . .
গেমপ্লে:
গেমটিতে তোমাকে শুরু থেকে শেষ অবধি খেলতে হবে। গেমটি কয়েকটি চ্যাপ্টার এ বিভক্ত। প্রত্যেকটি চ্যাপ্টার এ রয়েছে কয়েকটি লেভেল। প্রতিটি লেভেল এ রয়েছে নতুন পটভূমি এবং শত্রু। গেমটি অস্ত্র হিসেবে পাচ্ছ পেইনকিলার, স্টেকথ্রোয়ার, শটগান, ইলেকট্রোড্রাইভার, সোলক্যাচার, সাকিং গান ইত্যাদি। গেমটি ক্যামপেইন খেলা যাবে ২ জন মিলে। ২ জন মিলে খেললে অবশ্যই গেম-প্লে একটু কঠিন হবে। সুরভাইভাল মোডে একত্রে ৮ জন মিলে খেলা যাবে। এছাড়াও অন্যান্য ফার্স্ট পারসন শুটিং গেম এর মাল্টিপ্লেয়ার এর মতই গেমটি রয়েছে মাল্টিপ্লেয়ার গেম মোড।
রিলিজভার্সন:
গেমটি সিরিজের আগের গেমটির মত কয়েকটি এডিশনে মুক্তি পাবে। এদের মধ্যে রয়েছে:
* রেগুলার এডিশন: এটিতে “টোটালি আনকাট” হিসেবে মুক্তি দেওয়া হয়েছে।
* টোনড এডিশন: এই এডিশনে ভায়োলেন্স এর মাত্রা বেশি থাকবে। জামার্নিতে গেমটির এই এডিশনটি নিষিদ্ধ।
* কালেক্টর এডিশন: এই এডিশনে গেমটি বিস-ারিত বিবরণ দেওয়া রয়েছে।
ফিচারসমূহ:
১। ক্লাসিক শুটার গেম পেইনকিলার এর মর্ডান রিমেক।
২। ১৪ টি ভিন্ন ভিন্ন লেভেল সাথে ৪টি বস লেভেল মোট ১৮টি লেভেল।
৩। ইউনিক টাইপের অস্ত্র।
৪। কো-অপারেটিভ ক্যামপেইন।
৫। হেভি মেটাল ধাঁচের সাউন্ড।
৬। তৈরি করা হয়েছে আনরিয়েল ইঞ্জিণ ৩ দিয়ে।
৭। কোনো হাড / পপ-আপ ডিসপ্লে নেই।
৮। অটো হিল সিস্টেম নেই।
৯। ৩০টির বেশি ভিন্ন ভিন্ন শত্রু।
ডাউনলোডকরুন:
পেইনকিলার: হ্যাল এন্ড ড্যামনেশন - কালেক্টরইডিশন:
এইএডিশনেবোনাসহিসেবেথাকছে:
* গেমটি স্ট্রিম কপি,
* গেমটি সাউন্ড ট্রাক এমপিথ্রি ফরমেটে আলাদা ফোল্ডারে,
* মেকিং অফ পেইনকিলার ২, ভিডিও
* আর্টবুক, পোস্টার, স্টিকার, পোস্টকার্ড পিডিএফ ফাইলে,
* সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার আপগ্রেড।
লিংক:
http://www.tunerpage.com/archives/203127
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
sundor post……………..