কয়েকদিনের প্রিভিউ শেষে আমি গেমওয়াল গেমস জোনের অন্যান্য পর্বগুলো নিয়ে এসেছি। আজকের সকলের জন্য গেমস জোনে থাকছে একটি মিলিটারী শুটিং গেম। আজকের গেম সোল্ডারঅফফরচুন: পেব্যাক।
সোল্ডার অফ ফরচুন: পেব্যাক গেমটি সোল্ডার অফ ফরচুন গেমস সিরিজের ৩য় গেম। নির্মাণ করেছে ক্লাউড্রন এইচকিউ। ব্যবহার করা হয়েছে ক্লোক-এন-টি ইঞ্জিণ। পেব্যাক গেমটি সিরিজের প্রথম গেম যেটি প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য বানানো হয়েছে। গেমটি ১৪ই নভেম্বর, ২০০৭ সালে মুক্তি পেয়েছে।
সোল্ডারঅফফরচুন: পেব্যাক
নির্মাতা:
ক্লাউড্রন এইচকিউ
প্রকাশক:
এক্টিভিশন
ইঞ্জিণ:
ক্লোক এনটি৩
ভার্সন:
১.১
সিরিজ:
সোল্ডারঅফফরচুন
খেলাযাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
এক্সবক্স ৩৬০ এবং
প্লে-স্টেশন ৩ গেমস কনসোলে
মুক্তিপেয়েছে:
নভেম্বর ১৪, ২০০৭ সালে
ধরণ:
ফাস্ট পারসন শুটার
খেলারধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলারভিডিও:
http://www.youtube.com/watch?v=CwKgJuT5yKAb
http://www.youtube.com/watch?v=rgZQ2rxfJW8
http://www.youtube.com/watch?v=N_FpgH8XjOU
http://www.youtube.com/watch?v=q1QcgaBvlhU
http://www.youtube.com/watch?v=fiWtptHI3mI
http://www.youtube.com/watch?v=bcAYA7U93nE
http://www.youtube.com/watch?v=-w98r9twNJo
http://www.youtube.com/watch?v=ZC8cTSNae-c
সিস্টেমরিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
২.৫ গিগাহাটর্স পেন্টিয়াম ৪ প্রসেসর,
৫১২ মেগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৬৮০০ অথবা এটিআই রাডিয়ন এক্স৮০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
৩.৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০
ভালভাবেখেলতেহলে:
২.০ গিগাহার্টস কোর ২ ডুয়ো প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট এনভিডিয়া জির্ফোস ৭৯০০ অথবা এটিআই রাডিয়ন এক্স১৯০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
৩.৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৩.০
অনলাইন ফিচার এর জন্য ইন্টারনেট সংযোগ।
অরিজিনালমূল্য:
৪,৩২০ টাকা (৫৩.৯৯ US $)
রেটিং:
এম (M = Mature)
সিরিজের আগের ২টি গেমস এর জন মুলিনস এর চরিত্রে গেমটিতে খেলা যাবে না। গেমটিতে তোমাকে নতুন চরিত্র টমাস মেইসন এর ভূমিকায় খেলতে হবে। মেইসন ডাবল-ক্রস প্রাপ্ত লোক এবং সে বড় হয়েছে বিশ্ব ক্রিমিনাল গোষ্ঠির সাথে।
সোল্ডার অফ ফরচুন: পেব্যাক গেমটিতে সিরিজের আগের গেমসগুলোর মতো গেম-প্লে দেখা যায় যেখানে রিফাইনড কনট্রোল, টেনসন-প্যাকড ওয়ারজোন এবং এনিমি ড্যামেজ সিস্টেম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৩০টির বেশি অস্ত্র। এদের মধ্যে রয়েছে সাব-মেশিন গান, এ্যাসাল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, প্রজেক্টিল এক্সপ্লোসিভ ইত্যাদি। গেমটির পটভূমিতে গৃহযুদ্ধের উপর জোড় দেওয়া হয়েছে। যার পটভূমিতে রয়েছে মিডল ইস্ট, আফ্রিকা, এশিয়া ইত্যাদি ।
ফিচারসমূহ:
* নেক্সট জেনারেশন হারনেস দিয়ে তৈরি। যা দ্বারা একুরেট হিট ডিটেক্টশন এবং ড্যামেজ মডেলিং আপগ্রেড করা হয়েছে।
* অনেকগুলো অস্ত্রের সমাহার। ৩০টির বেশি অস্ত্র রয়েছে গেমটিতে। এদের মধ্যে নতুন, পুরোনো এবং ফিউচার মডেলের অস্ত্রও রয়েছে।
* পৃথিবীর সবচেয়ে ভয়ংকর গৃহযুদ্ধের পটভূমির উপর গেমটি নিমির্ত। যেখানে খেলে তুমি মজা নিতে পারো গৃহযুদ্ধের।
* গেমটিতে ১৫টির বেশি শত্রু দল রয়েছে। এদের মধ্যে রয়েছে টেরোরিষ্ট, মোবস্টারস, ইনসার্জেন্টস, এনেমি সোল্ডার ইত্যাদি।
* অনলাইনে মাল্টিপ্লেয়ার খেলার জন্য রয়েছে ইনডিভিডুয়াল এবং টিম বেইসড গেম মোড।
* অনলাইনে সবোর্চ্চ ১২ মিলে খেলতে পারবে।
* নতুন স্টোরিলাইন, যেখানে মিশনগুলো তোমাকে খেলতে হবে গ্লোবাল চাপের উপর থাকা একটি মানুষের হয়ে।
উচ্চমাত্রার ভায়োলেন্স এর জন্য অস্ট্রেলিয়া এবং জার্মানীতে গেমটি নিষিদ্ধ।
ডাউনলোড:
http://kat.ph/soldier-of-fortune-payback-avenged-www-severedbytes-net-t1165902.html
OR
http://kat.ph/soldier-of-fortune-payback-avenged-t1368096.html
এত বড় গেম ডাউনলোড না করে দোকানে গিয়ে ডিভিডি কেনাই উত্তম!
http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
রক্তপাতের গেম আমার খুবই অপছন্দ!!