গেমস জোন [পর্ব-২৩] :: (প্রিভিউ) Delta Force: Angel Falls

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হুমম! ডেলটা ফোর্স গেমস সিরিজের আপকামিং গেম এঞ্জেল ফলস নিয়ে আজকের গেমস জোন। ডেলটা ফোর্স একটি জনপ্রিয় মিলিটারী শুটিং গেমস সিরিজ। ১৯৯৬ সাল থেকে তারা নিয়মিত ভাবে গেমস প্রকাশ করে যাচ্ছে। গেমটি ডেলটা ফোর্স গেমস সিরিজের ১০তম গেম।

ডেলটা ফোর্স: এঞ্জেল ফলস একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। নির্মাণ করেছে নোভালজিক। গেমটি ২০০৮ সালে মুক্তি পাবার কথা থাকলেও উন্নত গ্রাফিক্স এবং আপগ্রেডেড গেম-প্লে এর জন্য গেমটি ২০১৪ সালে মুক্তি পেতে পারে।

ডেলটাফোর্স: এঞ্জেলফলস

CVXXC

নির্মাতা:

নোভালজিক

সিরিজ:

ডেলটাফোর্স

খেলাযাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০

ইঞ্জিণ:

হ্যামারহেড

মুক্তিপাবে:

২০১৪

ধরণ:

ফার্স্ট পারসন শুটার,

একশন

খেলারধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলারভিডিও:

http://www.youtube.com/watch?v=Cf0t5qejg28

http://www.youtube.com/watch?v=MfZZUdWTlPQ

http://www.youtube.com/watch?v=3CyC15sSsV4

সিস্টেমরিকোয়ারমেন্টস:

উইন্ডোজ এক্স পি সার্ভিস প্যাক ৩,

২.৬ গিগাহার্টস কোর্য়াড কোর প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

এনভিডিয়া ৭৯০০+ অথবা এটিআই ১৯০০+ সিরিজের গ্রাফিক্স কার্ড,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ডেলটা ফোর্স। খুবই জনপ্রিয় গেমস। ১৯৯৮ - ২০০০ সালের দিকে ডেলটা ফোর্স সিরিজের গেমস গুলো বাজার মাতাতে থাকে। পরে অন্যান্য মিলিটারী গেমস (কল অফ ডিউটি, ব্যাটলফিল্ড ইত্যাদি) সময়ের সাথে সাথে গ্রাফিক্স এবং গেম-প্লে উন্নত করলেও ডেলটা ফোর্স গেমস সিরিজগুলো সব গেমস মানে এ পর্যন- রিলিজকৃত সবগুলো গেমস ই তুমি পেন্টিয়াম ৪ সাথে ১ গিগাবাইট র‌্যাম এবং ২৬০ মেগাবাইট গ্রাফিক্স দিয়ে খুউবই ভালভাবে খেলা যায়। তবে ডেলটা ফোর্স: এঞ্জেল ফলস গেমটিতে গ্রাফিক্সকে মুখ্য বিষয় হিসেবে দেখা হয়েছে। যদিও বর্তমানের অন্যান্য গেমস ভালভাবে খেলতে কোর আই ৩ মানের প্রসেসর এর দরকার হয় সেখানে এঞ্জেল ফলস তুমি কোয়ার্ড কোর এ ভালভাবে খেলতে পারো।

ডেলটা ফোর্স এঞ্জেল ফলস গেমটির পটভূমি সেট করা হয়েছে সাউথ আমেরিকা, মধ্য আমেরিকার বিভিন্ন জায়গায়। গেমটিতে একদম নতুন ইঞ্জিণ হ্যামারহেড ব্যবহার করা হয়েছে। গেমটি ২০০৮ সালে মুক্তি পাবার কথা থাকলেও বর্তমানে গেমটি কখন মুক্তি পাবে তা এখনো জানানো হয় নি। সিরিজের জয়েন্ট অপারেশন গেমটি মূলত ফ্লপ হয় ব্যাটলফিল্ড ২ গেমটির কারণে। তাই নির্মাতারা তাদের পরবর্তী রিলিজের জন্য জোর দিচ্ছেন সব জায়াগাতেই। মূলত ব্ল্যাক হক ডাউন গেমটি তাদের সবচেয়ে জনপ্রিয় গেমস ছিলো। এরপর ডেলটা ফোর্স আর বাজার মাতাতে পারেনি।

SC1

SC2

SC3

SC4

SC5

SC6

SC7

SC8

SC9

ডেলটা ফোর্স একটি ক্ল্যাসিক গেমস সিরিজ। ছোটবেলার গেম। তাই হৃদয়ে আছে এখনো। আমি অপেক্ষা করছি গেমটির জন্য। যারা ডেলটা ফোর্স সিরিজের গেমসগুলো খেলোনি তারা অবশ্যই খেলে দেখবে গেমগুলো। বিশেষ করে ব্ল্যাক হক ডাউন: টিম সাবরি, এক্সট্রিম এবং এক্সট্রিম ২ ।

http://www.facebook.com/games.zone.bd

Print

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গ্রাফিক্স পুরাই বাজে!

Level 0

২০১৪ সালে যদি এই গ্রাফিক্স হয় তাললে আর অপেক্ষা করতে হবে না।২০০৮ সালেই ছাড়লে মনে হয় ভালো হত।কিছুটা হলেও বাজার পেত।

Level 0

Xtrem খেলিছ Metal Hammer মিশনটা একটু কঠিন মনে হয়

এক দমই বা‌জে না গ্রা‌ফিক্স । যারা খেল‌তে পা‌রে না ,তারাই এমন ব‌লে