গেমস রিভিউঃ স্নাইপার গোস্ট ওয়ারিওর ।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন।  এটি  টেকটিউন্সে আমার প্রথম টিউন। তাই সকলের মতামত আশা করছি।

আজকে আমি যে গেইমটি নিয়ে রিভিউ দিব সেটা এককথায় অসাধারন একটি গেম ।

গেইমটির নাম  স্নাইপার গোস্ট ওয়ারিওর । আমি অনেক ব্লগে অনেক গেইম এর রিভিউ দেখেছি, কিন্তু কোথাও এই গেইমটির রিভিউ দেখি নাই । তাই ভাবলাম আমি একটা রিভিউ দেই ।

স্নাইপার গোস্ট ওয়ারিওর গেইমটি স্নাইপার গোস্ট ওয়ারিওর সিরিজের প্রথম গেইম। এটি বাজারে এসেছে জুন ২০১০ এ । এই সিরিজের ২য় গেইম স্নাইপার গোস্ট ওয়ারিওর ২  মার্চ ১২, ২০১৩ তে বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।

এবার গেমটির কিছু বর্ণনা দেই । গেমটি একটি  ফার্স্ট পারসন মিলিটারি স্নাইপার শুটিং গেইম । গেইমটিতে আপনাকে অধিকাংশ সময় একজন মিলিটারি স্নাইপার হিসাবে খেলতে হবে। তবে কিছু কিছু সময় আপনাকে অন্যান্য ফার্স্ট পারসন শুটিং গেম এর মত একজন সোলজার বা এজেন্ট (যার নাম সার্জেন্ট  টাইলার ওয়েলস) হিসাবেও খেলতে হবে । গেইমটিতে Single Player এবং Multiplayer দুটি মোডই রয়েছে। গেইমটির স্থান হিসাবে নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকান দ্বীপ Isla Trueno  কে । যেখানে একজন স্বৈরাচারী সামরিক শাসক যার নাম General Vasquez সেখানকার গণতান্ত্রিক সরকার বাজেয়াপ্ত করে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে ।  গোপন কমান্ডো একটি গ্রুপ সেট করা হয় এই General Vasquez  কে আটক করার জন্য । এখানে আপনাকে কমান্ডো টিমের একজন টিমমেট হিসাবে পাঠানো হয়। কিন্তু টিমটি  দ্বীপে এসে পৌঁছলে, শীঘ্রই স্পষ্ট হয় যে তাদের পরিকল্পনা ভুলপথে গেছে। এইখানে আপনাকে বুদ্ধি ও যুদ্ধ দক্ষতার মাধ্যমে মিশন কমপ্লিট করতে হবে। মিশন কমপ্লিট করতে পারলেও General Vasquez  ঐখানথেকে পালিয়ে যায়। এইখান থেকে গেইমটির মূল কাহিনি শুরু হয়। এরপর আপনাকে বিভিন্নও মিশনে  বিভিন্নও অবজেক্টিভ নিয়ে খেলতে হবে। এরপর আপনাকে একটি নিউক্লিয়ার প্ল্যান এর ডাটা ফাইল চুরি করতে পাঠাবে। এইখানে আপনি সফল ভাবে মিশন শেষ করলেও আপনার সহযোগী আন্ডারকভার এজেন্ট Mike Rodriguez মারা যাবে। এরপর আপনাকে একাই গেইমটি খেলতে হবে। আপনার টিমমেটদের কাছ থেকে মাঝে মাঝে সাহায্য পাবেন। তবে আপনাকে একাই শেষ মিশন এ একটি স্পেশাল স্নাইপিং স্পটএ পৈছাতে হবে এবং এখান থেকেই আপনাকে  General Vasquez  কে মারতে হবে। এভাবেই গেইমটির কাহিনি শেষ করা হয়েছে।

 এখন এক নজরে গেমটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ।

নির্মাতা                              ঃ                   সিটি ইন্টারএকটিভ ।

ডেভেলপার                        ঃ                   সিটি ইন্টারএকটিভ ।

 পাবলিশার                            ঃ                    সিটি ইন্টারএকটিভ ।

রিলিজ ডেট                          ঃ                      ২৪-০৬-২০১০ ইং ।

ইঞ্জিন                                ঃ                                 ক্রমইঞ্জিন ।

প্লাটফরম                                ঃ       উইন্ডোজ, এক্সবক্স, প্লেস্টেশন ।

গেইমটির ট্রেইলার দেখতে ক্লিক করুন এইখানে

এবার আসুন জানা যাক, স্নাইপার গোস্ট ওয়ারিওর খেলতে আপনার কম্পিউটার কনফিগারেশন লাগবে;

Minimum System Requirements:

* OS: Windows XP, Vista or Windows 7
* CPU: Core 2 Duo 2.0GHz or Athlon 64 X2 Dual Core
* RAM: 2 GB
* HDD: 10 GB free disk space
* Graphics: 256 MB Graphics Memory
* Sound Card: DirectX 9 Compatible
* DirectX: Version 9

Recommended System Requirements:

* OS: Windows XP, Vista or Windows 7
* CPU: Any 2.6 GHz quad core
* RAM: 4 GB
* HDD: 10 GB free disk space
* Graphics: 512 MB Graphics Memory
* Sound Card: DirectX 9 Compatible
* DirectX: Version 9

Supported Graphics Cards:
Minimum – GeForce 7900 GT or Radeon X800 XT
Recommended – Nvidia 8800 GT or AMD Radeon 3850 or better

গেইমটির গ্রাফিক্স নিসন্দেহে আপনাকে মুগ্ধ করবে।

গেইমটিতে আপনার হেড শট গুলা দেখাবে দারুন রিপ্লেতে। এরকম হেডশট এর একটি ভিডিও দেখুন এইখানে

এবার দেখুন গেইমটির রেটিং ঃ  

nuGame         :     7.5 out of 10.

IGN                :

  •              Presentation-----6
  •              Graphics---------7.5
  •              Sound-----------6.5
  •              Gameplay------5.5
  •              Lasting Appeal---7
  •              OVERALL------5  (Mediocre out of 10, not an average)

Gamespot    :    5.5 out of 10.

গেইমটির রেটিং এতও কম হয়ার কারন হিসাবে আমি মনে করি - গেইমটির প্রেজেনটেশন এবং ইন্ডিং টা ভাল হয়নি।

গেইমটি সম্পর্কে আমার বাক্তিগত কিছু কথা ঃ 

ভাল দিক  ঃ 

  • গেইমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন।
  • গেইমটিতে সর্বাধিক উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করা হয়েছে।
  • গেইমটির সাউন্ড কোয়ালিটির কথা না বললেই নয়।
  • গেইমটির স্টোরিলাইন খুবই ডীপ।
  • গেইমটির স্লোমোশন হেড শট ভিউ টা খুবই ভালো।
  • গেইমটি খুবই বাস্তবধর্মী ।

খারাপ দিক  ঃ

  • গেইমটিতে আপনাকে এনিমি যে কোন এঙ্গেল থেকে হিট করতে পারবে, যেটা আপনি পারবেন না।
  • গেইমটির গ্রাফিক্স ভালো করতে গিয়ে স্ক্রীন এর প্রতিটি অংশ (যেমন  ঃ গাছ পালা, সমুদ্র, পানি, রোড ইত্যাদি) ফুটিয়ে তুলতে গিয়ে গ্রাফিক্স হার্ড করে ফেলছে যার কারনে বেশিরভাগ লো কোয়ালিটির পিসি তে গেইমটি চলবে না।
  • গেইমটির ফিনিশিং টা অতটা ভালো হয় নি।

এবার আসি গেইমটি ডাউনলোড এর ব্যাপারে। আমি বাংলালায়ন ৫ জিবি প্যাক ব্যবহার করি তাই গেইম ডাউনলোড করতে পারি না। আমি এই গেইমটি বাজার থেকে সংগ্রহ করে খেলেছিলাম। তবে আপনাদের সুবিধার জন্য আমি এইখানে টরেন্ট লিঙ্ক দিলাম। আর সকলেই জানেন গেইম ডাউনলোড এর জন্য টরেন্ট সবথেকে নির্ভরযোগ্য।

গেইমটির টরেন্ট ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কএ । যারা টরেন্ট সম্পর্কে জানেন না তারা টরেন্ট সম্পর্কে জানতে দেখুন দিহান ভাইয়ের এই টিউনটা

গেমটি আশা করি আপনারা সকলেই খেলবেন। খেলে কেমন লাগলো , এবং রিভিউ টি কেমন হলো জানাতে আশা করি ভুলবেন না।

ফেসবুকে আমাকে পাবেন এখানে। 

আমার স্কাইপ আইডি ঃ moin...khulna

টেকটিউন্স এডমিন এর দৃষ্টি আকর্ষণ করছি। যদি কোন কারনে কোন টিউনার এর পোস্ট ডিলিট করা হয়, তবে টিউনারকে কোন নীতি ভঙ্গের জন্য টিউনটি ডিলিট করা হল সে সম্পর্কে অবগত করার জন্য অনুরোধ করছি। 

সবশেষে পোস্ট টি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাই হোক! আরেক জন টিউনার পাওয়া গেল!!! ফাঁকা মাঠে গোল দিতে ভাল লাগে না। আশা করবো আপনি সামনে আরো গেমস এর টিউন দিবেন। হে হে হে আর আমি তো দিবই!! 😀

    Level 0

    ধন্যবাদ গেমওয়ালা ভাই, তবে আমি আপনার মতো অত বড় মাপের গেম খেলোয়াড় নই। আমার পিসির কনফিগারেশন ভালো না। তাই ভালো মানের গেম খেলা হয়ে ওঠেনা। অনেক কষ্টে টাকা জমিয়ে একটি পিসি কিনেছি। তখন গেম সম্পর্কে খুব বেশি জানতাম না(অবশ্য এখনও কিছুই জানি না)। এইজন্য গ্রাফিক্স কার্ড কেনা হয় নি। আর এখনও কেনা সম্ভব নয়। যার ফলে এখন কোন গেম খেলতে পারি না। শুধু অন্যদের খেলা দেখি। আমি আপনার টিউন এর একজন নিয়মিতও পাঠক। আপনার টিউন আমি খুবই পছন্দও করি। আপনার মতো অত ভালো রিভিও দিতে পারবও না। সুতরাং আমার টিউনটির ভুল ত্রুটি ধরিয়ে দিলে অনেক খুশি হব। এই গেমটি আমি আমার পিসি তে খেলতে পারি নি। জানিনা কি প্রব্লেম শুধুমাত্র ব্লাক স্ক্রীন হয়ে থাকে। অথচ এর থেকে অনেক বেশি গ্রাফিক্স এর গেইমস আমি আমার পিসিতে খেলেছি। আমি আমার একটি ফ্রেন্ড এর পিসিতে খেলেছিলাম। ভাবলাম আমি অন্যদের সাথেও গেইমসটি শেয়ার করি।

bolen ki !!! sniper 2 ber hoye geche !! ami ei game tar birat FAN.Apni ki amake Sniper ghost warrior 2 tar link dite parben ?!

    Level 0

    শ্যাম সুন্দর ভাইয়া আমি সত্যি খুবই দুঃখিত। আমি স্নাইপার গোস্ট ওয়ারিওর এর রিভিও দেওয়ার কারনে স্নাইপার গোস্ট ওয়ারিওর ২ টা নিয়ে বেশি খোঁজ নিতে পারিনি। এখন আপডেট করে দিয়েছি। গেইমটি বাজারে আসবে এই বছরের মার্চ বা তার পরে। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

pic gulo may be ager sniper er ??