গেমস জোন [পর্ব-১৫] :: Ace Combat: Assault Horizon (২০১১-২০১৩)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো? কেমন আছো গেমাররা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। অনেকদিন আগে একজন আমার কাছে শুধু প্লেন চালানো যায় এমন একটি গেম খুঁজে দিতে বলেছিল। তবে শুধু মাত্র প্লেন ভিক্তিক গেম “ভার্চুয়াল পাইলট থ্রিডি” এর ডাউনলোড লিংক না পাওয়ায় দিতে পারিনি। আসলে গেমটি এখনো নির্মাধীন রয়েছে। তবে আজকের গেমস জোনে একটি প্লেন ফাইটিং গেম নিয়ে এসেছি। আজকের গেম Ace Combat: Assault Horizon

Ace Combat: Assault Horizon একটি  Ace Combat আর্কেইড কমবাট ফ্লাইট ভিডিও গেমস সিরিজের একটি গেম নির্মাণ করেছে প্রজেক্ট এইসস এবং প্রকাশ করেছে ন্যামকো । গেমটি এক্সবক্স ৩৬০ এবং প্লে-স্টেশন ৩ গেমস কনসোলের জন্য ২০১১ সালের অক্টোবরে মুক্তি পেয়েছে। গেমটির মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন ২০১৩ সালের শেষের দিকে বাজারে মুক্তি পাবে।

Ace Combat: Assault Horizon

নির্মাতা:

প্রজেক্ট এইসস

প্রকাশক:

ন্যামকো বানডাই গেমস

সিরিজ:

এইস কমব্যাট

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০

মুক্তি পেয়েছে:

অক্টোবর, ২০১১ (প্লে-স্টেশন এবং এক্সবক্স ৩৬০ এর জন্য)

নভেম্বর, ২০১২ (প্লে-স্টেশন নেটওর্য়াক এর জন্য)

জানুয়ারী, ২০১৩ (এক্সবক্স গেমস অন ডিমান্ড এর জন্য),

২০১৩ সালের শেষের দিকে (মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য)

ধরণ:

আর্কেইড,

কমব্যাট ফ্লাইট সিমুলেটর

 

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

 www.youtube.com/watch?v=3MNYruNnBzc

http://www.youtube.com/watch?v=QN6DHx-XME8

http://www.youtube.com/watch?v=8-I0FcZ4P2w

সিস্টেম রিকোয়ারমেন্টস:

**এখনো প্রকাশ করা হয়নি**

Ace Combat: Assault Horizon  গেমটি এইস কমব্যাট গেমস সিরিজের প্রথম গেম যেটির পটভূমি আসল পৃথিবীতে সেট করা হয়েছে। গেমটির পটভূমি ২০১৫ এবং ২০১৬ সালে। গেমটিতে তোমাকে আমেরিকার এয়ার ফোর্স এর হয়ে খেলতে হবে। গেমটির পটভূমিতে রয়েছে মায়ামি, ইস্ট আফ্রিকা, ডুবাই, মিডেল ইস্ট, রাশিয়া , ওয়াশিংটন ডিসি সহ আরো অনেক জায়গা। এছাড়াও ফিকশনাল সিটিও রয়েছে। যেমন: মোগা ডিয়ো, ক্যারুথ এবং বেলয়ি বেইস। নির্মাতারা গেমটিকে নির্মাণ করতে গিয়ে স্যাটালাইট ইমেজ এর ব্যাপক ব্যবহার করেছেন। যাতে গেমটিকে আরো জীবন- করে তোলা যায়। মায়ামি, ইস্ট আফ্রিকা, ডুবাই, মিডেল ইস্ট, রাশিয়া , ওয়াশিংটন ডিসি এই জায়গাগুলো মাল্টিপ্লেয়ারও পাবে তুমি এবং এরই সাথে প্যারিস, টোকিও এবং হনোলুলু সিটি ম্যাপগুলো ডাউনলোড করে ইন্সটল করে খেলতে পারো।

গেমটির গেমপ্লে সিস্টেম কে সাজানো হয়েছে "Close-Range Assault" (CRA),  দিয়ে। যেখানে তুমি একশনসমূহ খুবই কাজ থেকে উপভোগ করতে পারবে। গেমটিতে ডগফাইট এবং এয়ার স্ট্রাইক মোড রয়েছে। তবে তুমি চাইলে একই সাথে এই দুটি মোডে খেলতে পারো। গেমটির কনট্রোল সিস্টেম কে দুই ভাগে সাজানো হয়েছে। অপটিমাম এবং অরিজিনাল। অপটিমাম কনট্রোল ব্যবহার করে যে কেউই গেমটি খেলতে পারবে। তবে তুমি যদি এইসব জেট ফাইটিং গেমস এ এক্সপার্ট হউও তাহলে অরিজিনাল কনট্রোল ব্যবহার করতে পারো।

SC1

SC2

SC3

SC4

SC5

গেমটির কথা প্রথম শোনা যায় এপ্রিল ২০১০ সালে। গেমটি খবর অফিসিয়াল ভাবে ট্রেইলার সহ প্রকাশ পায় আগষ্ট ৯, ২০১০ সালে। গেমটির প্রথম ফ্রি ডেমো ভার্সন সেপ্টেম্বর ১৩, ২০১১ সালে মুক্তি পায় প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য। ডোমোটি তে মিশন ১ এবং ৩ দেওয়া ছিল।

আমি অপেক্ষা করছি গেমটির জন্য। ট্রেইলারগুলোতে গ্রাফিক্স খুবই চমৎকার। এইরকম গেম এয়ার স্ট্রাইক গেমস সিরিজ ছাড়া খেলিনি। তবে ধারণা করা হচ্ছে যে কোর আই ৫ সাথে ১ জিবি গ্রাফিক্স কার্ড লাগবে গেমটি ভালভাবে খেলতে হলে।

Skull COD

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস