হ্যালো, কেমন আছো গেমার রা? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ২০১৩ সালের প্রথম গেমস জোন টিউন করতে যাচ্ছি। আজকের গেমস জোনে থাকছে একটি আপকামিং গেম এর প্রিভিউ। আজকের গেম মেট্রো: লাস্ট লাইট ।
মেট্রো: লাস্ট লাইট (ফরমালি মেট্রো ২০৩৪) একটি আপকামিং একশন বেসেইড ফাস্ট পারসন হরর শুটিং গেম। গেমটি ২০১২ সালের গরম কালে রিলিজ পাবার কথা। তবে খবর পাওয়া যায় ২ই ফেব্রুয়ারী, ২০১২ তে। সেদিন কনফার্ম করা হয় যে মেট্রো: লাস্ট লাইট রিলিজ ২০১৩ সালের প্রথম দিকে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্রথম গেমটির নাম রাখা হয়েছিল মেট্রো ২০৩৪। গেমটি মেট্রো ২০৩৩ গেমের সিকুয়্যাল।
মেট্রো: লাস্ট লাইট
নির্মাতা:
৪এ গেমস
প্রকাশক:
টিএইটকিউ
ইঞ্জিণ:
৪এ ইঞ্জিণ
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে।
মু্ক্িত পাবে:
মার্চ, ২০১৩ সালে।
ধরণ:
সুরভাইভাল হরর,
ফার্স্ট পারসন শুটার।
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
Trailer Video:
http://www.youtube.com/watch?v=CZkUnciopl0
http://www.youtube.com/watch?v=PWTo7HLkMiM
http://www.youtube.com/watch?v=hI8wbMEM04Y
সিস্টেম রিকোয়ারমেন্টস:
মেট্রো: লাস্ট লাইট গেমটির সিস্টেম রিকোয়ারমেন্টস মেট্রো ২০৩৩ গেমটির প্রায় সমতুল্যই। যেহেতু গেমটি একই ইঞ্জিণ দিয়ে তৈরি। গেমটি ডাইরেক্ট এক্স ৯, ১০, ১১ সার্পোট করবে।
কমপক্ষে:
২.০ গিগাহার্টস ডুয়াল কোর বা এএমডি ফিনোম এক্স ২ গতির প্রসেসর,
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) অপারেটিং সিস্টেম,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট এনভিডিয়া ২০০ অথবা রাডিয়ন ৩০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
৭.৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস।
ভালভাবে খেলতে চাইলে:
২.৬ গিগাবাইট ইন্টেল কোর আই ৫ অথবা এএমডি ফিনোম এক্স ৪ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট এনভিডিয়া ৪০০ অথবা রাডিয়ন ৫০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড (**২ জিবি হলে ভাল**)
উইন্ডোজ ৭ অথবা ৮ অপারেটিং সিস্টেম,
ডাইরেক্ট এক্স ১০ (১১ হলে ভাল) সাথে শেডার মডেল ৫.০।
মেট্রো: লাস্ট লাইট গেমটি একটু ব্যাতিক্রম ধর্মী। কারণ গেমটিতে কোনো মিনিম্যাপ বা হাড নেই যা তোমাকে বলে দিবে যে কোথায় যাবে। নেই কোনো সাবটাইটেল অপশন। একটু হার্ড হবে গেমটি। মেট্রো ২০৩৩ গেমটি যা হোক কিছু সাহায্য ছিল কিন' লাস্ট লাইট গেমটিতে সব সাহায্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে একটি অক্সিজেন মাক্স পড়ে থাকতে হবে। যেখানে তুমি পাবে লিমিটেড অক্সিজেন। তাই তোমাকে তোমার ঘড়ির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে কখন জানি অক্সিজেন শেষ হয়ে যায়!!!
এ ব্যাপারে নির্মাতা বলেন, “আমরা গেমটি যতটা সম্ভব রিয়েল করতে চাই, তাই আমাদের কে এই উপাদান (হেড আপ ডিসপ্লে) গুলোকে বাদ দিতে হয়েছে। এতে আপনি গেমটিতে রিয়েল মজা পাবেন”
গেমটিতে তোমাকে ইমোশন এর উপর ও খেলতে হবে। মেট্রো ২০৩৩ গেমটিতে দুটি শেষ ছিলো। ভাল এবং খারাপ। তাই এবারো লাস্ট লাইট গেমটিতে তোমাকে দুটি অপশন দেওয়া হবে। তোমার কাছে জীবন ভিক্ষা করছে এমন শত্রুদের তুমি মারবে না বাঁচিয়ে রাখবে এটা তোমার ইচ্ছে।
গেমটির প্রথম খোঁজ পাওয়া যায় ২০১১ সালের ই৩ শো তে। সেখানে গেমটির ঊইই ইউ ভার্সন ও প্রদর্শন করা হয়। গেমটির ট্রেইলার এ পর্যন- ৩.৭ মিলিয়ন বার দেখা হয়েছে।
তো যারা মেট্রো গেমস সিরিজের ভক্ত রয়েছো তারা অবশ্যই হয়তো অপেক্ষা করছো সিরিজের নতুন এই গেমটির জন্য। যদিও আমি সিরিজের কোনো গেম খেলি নি তবে আজ একটু ডিভিডির দোকানে যাব মেট্রো কালেকশন কিনতে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Nice tune! Brother