এক ব্যাগ মিনি গেমস ( ডাউনলোড করতে ভুলবেন না )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের পোস্টটি শুরু করছি। আশা করি, আপনারা সবাই ভাল আছেন।
গেমগুলো একবার খেলে দেখতে পারেন। আশা, করি আপনাদের ভাল লাগবে।

NFS Hot Pursuit ফ্রী ডাউনলোড

সবাই কে আমার পক্ষ হতে সালাম ও শুভেচ্ছা।  
আশা করছি আপনারা সবাই ভাল আছেন,দোয়া করি সবাই সব সময় ভাল থাকেন।
Need For Speed Hot Pursuit 2 গাড়ি গেমস টি নিয়ে আমার পোস্ট।আমারা সবাই এই গেমস টার সাথে কম বেশী পরিচিত ।
ছোট বড় সবার প্রিয় একটি গেমস বলা যায়।গেমসটির ওজন মাত্র ৫১ মেগা।ডাউনলোড করার পর  ইন্সটল করার জন্য Installation Guide নামের একটা পেজ আছে সেটা দেখে খুব সহজেই ইন্সটল করতে পারবেন। আশা করছি আপনাদের ভাল লাগবে


Patch: The Alamo Version 1.01
[Click Here to download  the latest patch] pactch

ডাউনলোড করুন ও খেলুন মজার Chicken Invaders 1,2,3,4 কালেকশন [মিডিয়াফায়ার লিঙ্ক]

সাইভাইবার

 মজার মিনি সাইজ গেম সারভাইভার।
এই গেমে আপনাকে একজন সারভাইভার হিসেবে খেলতে হবে। আপনি সাগরের পানিতে পরে থাকা নানারকম জিনিসপত্র তুলে নেবেন। এতে আপনার পয়েন্ট বারবে। আর ভুল জিনিশ তুললে পয়েন্ট করবে। এভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত খেলার পর আপনার স্কোর দেখা যাবে। গেমের লক্ষ্য হল, আপনাকে হাই-স্কোর করতে হবে।
এক কথায়, অল্প সাইজের গেমের মধ্যে মোটামুটি ভাল গেমটি।
তাই, ডাউনলোড করে খেলে দেখতে পারেন।

মাত্র ১ এমবি এর মজার একটি গেম 'থ্রি ফুট নিনজা' এখনই ডাউনলোড করুন।

                                        থ্রি ফুট নিনজা

 মজার একটি গেম থ্রি ফুট নিনজা। এটি একটি ফ্ল্যাশ গেম। গেমটি আকারে একদম ছোট কিন্তু, খেলে মজা পাবেন নিশ্চয়ই।
এখানে আপনার চরিত্র হল একজন নিনজা যে খুব খাটো। কিন্তু, তলোয়ার চালানোয় পটু! আপনাকে একে নিয়ে শত্রুদের মারতে হবে। এভাবেই খেলতে হবে গেমটি।
গেমটির সাইজ মাত্র ১ এমবি! তাই, এখনই ডাউনলোড করুন ও খেলতে থাকুন।

ডাউনলোড করুন ও খেলতে থাকুন ভুতের গেম 'হাউস অব ডেড'!![মিডিয়াফায়ার লিঙ্ক]

হাউস অব ডেড গেমটা আমরা অনেকেই হয়তো আগে খেলেছি। কিন্তু, আমার কাছে গেমটি খুব ভাল লাগে!আপনাদের অনেকেরই হয়তো গেমটি ভাল লাগে। এই গেমটি একটি ফার্স্ট পারসন শুটার গেম। গেমটিতে আপনি মারতে হবে এই সব ভুতদের! আর সব ভুত মারার পর আসবে বস! আর এখানেই গেমের আসল মজা। প্রত্যেকটি লেভেল শেষ করার পর আপনি একটি বস পাবেন। বসকে কিছু নির্দিষ্ট জায়গায় মারলেই ঘায়েল করতে পারবেন।আর এভাবেই খেলতে হবে গেমটি।তাই, খেলে দেখতে পারেন গেমটি আরেকবার।
নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। ধন্যবাদ।


ডাউনলোড করুন একটি মজার গেম 'এলিয়েন শুটার' মিডিয়াফায় লিঙ্ক!

                           মজার একটি গেম এলিয়েন সুটার। এখানে  আপনাকে এলিয়েন দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রচুর এলিয়েন দের বিরুদ্ধে  যুদ্ধ করা ও টিকে থাকাই আপনার লক্ষ্য। এখানে আপনি বিভিন্ন বন্দুক, অস্ত্র  পাবেন এলিয়েন দের মারার জন্য। বর্তমানে, মিনি গেমগুলর মধ্যে এই গেমটি খুবই জনপ্রিয়। এর  গ্রাফিক্স ও শব্দ খুব সুন্দর। তাই, আশা করি খেলতে ভাল লাগবে গেমটা।

ডাউনলোড করুন জনপ্রিয় ANGRY BIRD'S SPACE ফুল ভার্সন!!(মিডিয়াফায়ার লিঙ্ক)

কেমন আছেন আপনারা?
আজ আমি নিয়ে এলাম জনপ্রিয় ANGRY BIRDS সিরিজের একদম নতুন গেম ANGRY BIRDS SPACE। গেমটি ২০১২ সালে রিলিজ হয়েছে।
ANGRY BIRDS সিরিজ সম্পর্কে আমরা অনেকেই জানি।গেমটির কাহিনিঃ
কিছু পাখির ডিম একদল শুয়োর বার বার খেয়ে ফেলে। এতে পাখিগুল ভীষণ রেগে জায়। তারা, সিদ্ধান্ত নেয় শুয়োরগুলোকে ধ্বংস করবে। তাদের শায়েস্তা করার জন্য পাখিগুল গুলতিতে চরে ছুটে যায় ও শুয়োরদের ধ্বংস করে।
নতুন এই গেমটিতে আপনাকে এই মিশনটি খেলতে হবে মহাকাশে! গেমটি খুব মজার।
তাই, নতুন এই গেমটির স্বাদ নিতে চাইলে এখনি ডাউনলোড করুন ও খেলতে থাকুন।কিভাবে ফুল ভার্সন করবেনঃ
১) প্রথমে WINRAR সফটওয়্যার দিয়ে ডাউনলোড করা গেমটি ওপেন করুন।
২) এরপর অকাহ্নে PATCH নামে একটি ফাইল দেখতে পাবেন।
৩) সেটি ওপেন করুন ও আপনি যেখানে আপনার গেমটি ইন্সটল করেছেন সেখানে গেম প্লে করার(.exe) ফাইলটি সিলেক্ট করে দিন।
৪) এরপর গেম প্লে করুন ও Registration বাটনে ক্লিক করুন এবং Registered বাটনে ক্লিক করুন।
৫) দেখুন আপনার গেমটি ফুল ভার্সন হয়ে গেছে!
৬) এখন গেমটি খেলুন ও ইনজয় করুন।আশা করি, গেমটি আপনাদের ভাল লাগবে।


আলাদিন ম্যাজিক কার্পেট রেসিং গেমটি ডাউনলোড করুন! (মিডিয়াফায়ার লিঙ্ক)

মজার একটি গেম আলাদিন ম্যাজিক কার্পেট রেসিং।
এই গেমটি তে আপনাকে রেসিং করতে হবে তাও, আবার উরে উরে কার্পেটে!
হ্যা, আপনাকে উরে উরে রেসিং করে জিততে হবে রেসে অন্যদের সাথে, এটাই গেমের মিশন।
তাই, যদি এই ব্যাতিক্রম ধর্মী রেসিং গেমটি খেলে দেখতে চান তাহলে এখনি ডাউনলোড করুন ও খেলতে থাকুন।
নিচে মিডিয়াফায়ার লিঙ্ক দেওয়া হল।
সবাইকে ধন্যবাদ। 🙂 🙂

ডাউনলোড করুন ভৌতিক গেম "ZOMBEX"

কেমন আছেন আপনারা? ব্ল্যাকহ্যাস গেম পাগলদের জন্য নিয়ে এলাম দ্বিতীয় গেম Zombex।
গেমটি একটি ফার্স্ট পারসন শুটার গেম। এখানে আপনাকে গুলি করে মারতে হবে জম্বিদের।

এক কথায় এটি একটি মিনি গেম।
আপনারা যারা অল্প সাইজের গেম পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। তাই, একবার খেলে দেখুন গেমটি।
গেমের মিডিয়াফায়ার লিঙ্ক দেওয়া আছে তাই, আপনাদের ডাউনলোড করতে কোন সমস্যা হবে না।
কমেন্ট করতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ।

Picture

Level 0

আমি Mr.রোবট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

link koi?

Level 2

1 ta game ar o link nai