Far Cry 3
কাহিনী :ফার ক্রাই সিরিজের তৃতীয় পর্বের কাহিনী নির্মাণে অনেকটা প্রথম পর্বের মতোই স্থান নির্বাচন করা হয়েছে। ফিরে যাওয়া হয়েছে সেই গ্রীষ্মকালীন দ্বীপে। এবারের পর্বের মুখ্য চরিত্রে আছেন জ্যাসন ব্রুডি। সে বন্ধুদের সঙ্গে অবসরে ছুটি কাটাতে আসেন আফ্রিকান দ্বীপাঞ্চলে। জলপথ ভ্রমণের সময় একসঙ্গে বের হওয়ার নির্দেশ থাকলেও হঠাৎ কাউকে না জানিয়ে সে বের হয় জলপথে। এদিকে জ্যাসনকে আগেভাগেই অনুসরণ করছিল একদল ক্রীতদাস পাচারকারী জলদস্যু। একপর্যায়ে জলদস্যুদের পাতানো ফাঁদে আটকে যায় জ্যাসন। হাত-পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় জলদস্যু নেতা ভ্যাসের আস্তানায়। এদিকে জ্যাসনকে নিয়ে আসার পরপরই দলের অন্য সদস্যরা কলহে জড়িয়ে পড়ে। অবশেষে নেতার আশ্বাসে সিদ্ধান্ত হয়, জ্যাসনকে ফেলে দেওয়া হবে একটি গভীর কূপে। তবে ভাগ্যগুণে সে আস্তানা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় জ্যাসন। জানতে পারে, তার বন্ধুদের ধরার জন্য একই রকমভাবে ওত পেতে আছে জলদস্যুরা। যেভাবেই হোক, বন্ধুদের সঙ্গে মিলে এই চক্রের হাত থেকে বাঁচতে হবে। এখানে গেমারকে খেলতে হবে জ্যাসনের ভূমিকায়। উদ্ধার করতে হবে অপহরণ হওয়া বন্ধুদের। পালাতে হবে শত্রুদের সীমানা থেকে। খুঁজতে হবে নিরাপদ আশ্রয়স্থল।
Far Cry 3 v1.03 (2012/MULTi2/Repack by R.G. Catalyst)
Year: 2012 | PC | Eng Rus | Developed by: Ubisoft Montreal | Published by: Ubisoft | 4.92 GB
System requirements:
Operating system: Windows XP, Windows Vista and Windows 7
Processor :: Intel Core ® 2 Duo [email protected] GHz or AMD Athlon64 X2 6000 + @ 3.0Ghz or better
Memory :: 2 GB
Video Card: 512MB Video RAM (1GB Video RAM), DirectX9c (DirectX11) Shader Model 3.0 (Shader Model 5.0)
Sound Card: Sound device compatible with DirectX ®
Free hard drive space: 15 GB
Download Link :
5 parts - 1 gb.link http://files.indowebster.com/download/files/bb_fc3_part1 http://files.indowebster.com/download/files/bb_fc3_part2 http://files.indowebster.com/download/files/bb_fc3_part3 http://files.indowebster.com/download/files/bb_fc3_part4 http://files.indowebster.com/download/files/bb_fc3_part5 Pass : www.blackboxrepack.com
===========================================================================================
One Link : Download(7.30 GB)
Torrent : Link
আমি আসাদ চৌধুরী দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পালাইতে পারতেছি না , কি করব।