ফার্স্ট পারসন শুটিং গেম দিয়ে বাজিমাত করা ফার ক্রাই সিরিজে নতুন অতিথি হিসেবে এবার সংযোজিত হয়েছে তৃতীয় পর্ব 'ফার ক্রাই৩'। অ্যাসাসিন ক্রিড খ্যাত বাফটা পুরস্কার বিজয়ী গল্পকার জেফরি ইয়োহালেমের গল্প অবলম্বনে গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে উবিসফট। গত বৃহস্পতিবার বাজারে আসা ফার ক্রাই৩ গেমটি এক্সবক্স৩৬০, প্লেস্টেশন৩ এবং মাইক্রোসফট উইন্ডোজচালিত পিসিসহ প্রায় সব ধরনের গেমিং কনসোলেই উপভোগ করা যাবে।
কাহিনী :ফার ক্রাই সিরিজের তৃতীয় পর্বের কাহিনী নির্মাণে অনেকটা প্রথম পর্বের মতোই স্থান নির্বাচন করা হয়েছে। ফিরে যাওয়া হয়েছে সেই গ্রীষ্মকালীন দ্বীপে। এবারের পর্বের মুখ্য চরিত্রে আছেন জ্যাসন ব্রুডি। সে বন্ধুদের সঙ্গে অবসরে ছুটি কাটাতে আসেন আফ্রিকান দ্বীপাঞ্চলে। জলপথ ভ্রমণের সময় একসঙ্গে বের হওয়ার নির্দেশ থাকলেও হঠাৎ কাউকে না জানিয়ে সে বের হয় জলপথে। এদিকে জ্যাসনকে আগেভাগেই অনুসরণ করছিল একদল ক্রীতদাস পাচারকারী জলদস্যু।
একপর্যায়ে জলদস্যুদের পাতানো ফাঁদে আটকে যায় জ্যাসন। হাত-পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় জলদস্যু নেতা ভ্যাসের আস্তানায়। এদিকে জ্যাসনকে নিয়ে আসার পরপরই দলের অন্য সদস্যরা কলহে জড়িয়ে পড়ে। অবশেষে নেতার আশ্বাসে সিদ্ধান্ত হয়, জ্যাসনকে ফেলে দেওয়া হবে একটি গভীর কূপে। তবে ভাগ্যগুণে সে আস্তানা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় জ্যাসন। জানতে পারে, তার বন্ধুদের ধরার জন্য একই রকমভাবে ওত পেতে আছে জলদস্যুরা। যেভাবেই হোক, বন্ধুদের সঙ্গে মিলে এই চক্রের হাত থেকে বাঁচতে হবে। এখানে গেমারকে খেলতে হবে জ্যাসনের ভূমিকায়। উদ্ধার করতে হবে অপহরণ হওয়া বন্ধুদের। পালাতে হবে শত্রুদের সীমানা থেকে। খুঁজতে হবে নিরাপদ আশ্রয়স্থল।
যা যা লাগবে :ইন্টেল কোর-টু-ডুয়ো ২.৬৬ গিগাহার্টজ প্রসেসর, জিফোর্স জিটিএক্স ৮৮০০ জিএস অথবা রেডন এইচডি ২৯০০ জিটি সিরিজের ৫১২ মেগাবাইট গ্রাফিকস কার্ড, ৪ গিগাবাইট র্যাম, ১২ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস এবং ডাইরেক্ট এক্স-৯।
আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।
দুই দিন ধরে ডাউনলোড দিয়েছি ! দেখা যাক … ফার ক্রাই ১ খেলেছিলাম ! এজন্যেই এটি নামাচ্ছি । আশা করি ভালো হবে ।