এখন 3D গেমস খেলুন গ্রাফিক্স কার্ড ছাড়াই!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ইমরানের কথা একটু আগেই লিখেছি, তার পিসি'তে গ্রাফিক্স কার্ড নেই, তাই বলে কি সে অধুনিক 3D গেমস খেলতে পারবেনা? আপনার হয়তো গ্রাফিক্স কার্ড আছে, কিন্তু পুরোনো হয়েছে, আরেকটু ভালো কেনার মতো এক্ষুনি তেমন টাকা নেই। আপনি কি তাহলে সুন্দর সুন্দর গেমস খেলতে পারবেন না? তাও কি হয়! এতোকিছুর সমাধান আছে, এরও সমাধান নিশ্চয় আছে। উপযুক্ত সফটওয়্যার পেয়ে গেলেই গ্রাফিক্স কার্ড ছাড়াও অনেক অনেক আধুনিক গেমস খেলতে পারবেন। ইমরানকেও আমি এই উপায় বলে দিয়েছি, সে খুব খুশী এখন। তার পিসি'তে গ্রাফিক্স কার্ড নেই, সেই দুঃখে সে এখন আর কাতর নয় একেবারেই। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। সব গেমস খেলা যাবে কিনা তা আমি বলতে পারছিনা কারন সব আমি পরীক্ষা করে দেখিনি, তবে চেষ্টা করতে ক্ষতি নেই তাইনা?

মূল ব্যাপারটা আগে বলে নিই। এই সফটওয়্যার আমাদের পিসি'তে যা RAM আছে তার কিছুটা অংশকে ব্যবহার করে গ্রাফিক্স মেমোরী হিসেবে এবং একটি Virtual Graphics Card সৃষ্টি করবে। বাকি RAM কমপিউটারের অন্যান্য কাজের জন্য ছেড়ে দেয়। কতোখানি RAM ব্যবহার করবে সেটা নির্ভর করবে আপনি কোন মডেলের গ্রাফিক্স কার্ড (ভার্চুয়াল) ব্যবহার করতে চাইছেন তার উপরে। আমি যে সফটওয়্যার আজকে দিচ্ছি, এইটা দিয়ে আপাতত চারটি মডেলের ভার্চুয়াল গ্রাফিক্স কার্ডের ব্যবহার করতে পারবেন - NVIDIA GeForce Ti4600, NVIDIA GeForceFX 5900 Ultra, ATi Raedon 8500 এবং ATi Raedon 9800 Pro। এইসব গ্রাফিক্স কার্ড মডেলের যাবতীয় তথ্য এদের নির্মাতাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেমন NVIDIA GeForce তথ্য পাবেন এইখানে। সেইগুলি একবার পড়ে নিতে পারেন।

সফটওয়্যারের নাম - 3D-Analyze - ডাউনলোড করুন মিডিয়াফায়ার লিঙ্ক থেকে

জিপ্‌ ফাইল থেকে exe ফাইল সেভ্‌ করুন ডেস্কটপে, তার পরে এটিকে extract করে নিন আপনার পছন্দের একটি ফোল্ডারে। এই ফোল্ডারটি অন্য কোনো ড্রাইভে সরিয়ে রাখতে পারেন। ফোল্ডারের মধ্যে 3DAnalyze.exe ফাইলের ডেস্কটপ শর্টকাট বানিয়ে রাখুন। চালু করুন প্রোগ্রামটি। নিচের মতো স্ক্রিন পাবেন। ছবিতে দেখানো সিলেক্ট বোতাম চাপুন।

3d-analyze-screen1

আপনি যে গেম খেলতে চাইছেন, সেইটার ফোল্ডারে চলুন, আমি সিলেক্ট করেছি Need For Speed 7 Underground, ভিতরের গেমের exe ফাইল সিলেক্ট করে নিন, আমার ছবির ক্ষেত্রে ফাইলের নাম speed.exe।

3d-analyze-screen2

এবারে আমরা সিলেক্ট করবো কোন মডেলের গ্রাফিক্স কার্ড নেবো। নিচের ছবিতে দেখানো অংশটিতে পাবেন, গ্রাফিক্স কার্ডের নামের নিচেই আছে দুটি তথ্য VendorID এবং DeviceID। সেই নির্দিষ্ট দুটি তথ্য লিখে দিন বাঁপাশের স্থানে, আমি নেবো NVIDIA GeForceFX 5900 Ultra তাই আমার ক্ষেত্রে VendorID হল 4318 এবং DeviceID হল 816।

3d-analyze-screen3

এবারে ইচ্ছে করলে আপনি একেবারে নিচে Save Batch File বোতামে চেপে নতুন এই ব্যাচ ফাইল সেভ করতে পারেন, না করলেও অসুবিধা নেই। এর পরে সিলেক্ট বোতামের নিচে RUN চেপে খেলা শুরু করে দিন! নিচে একটি তালিকা দিচ্ছি যেসব গেমস এটা দিয়ে খেলা যাবে -

->  Alexander
->  Act of War: Direct Action
->  Advent Rising
->  Attack on Pearl Harbour
->  Battlestations: Midway
->  Black & White 2
->  Black & White 2: Battle of the Gods
->  BloodRayne 2
->  Boiling Point: Road to Hell
->  Brothers in Arms: Earned in Blood
->  Brothers in Arms: Road to Hill 30
->  Caesar IV
->  Call of Cthulhu: Dark Corners of the Earth
->  Chaotic
->  The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe
->  The Chronicles of Riddick: Escape from Butcher Bay
->  Colin McRae Rally 2005
->  Company of Heroes
->  Darkstar One
->  Deus Ex: Invisible War
->  Devil May Cry 3
->  Earth 2160
->  Empire Earth 2
->  Empire Earth 2: The Art of Supremacy
->  Eragon
->  Fable: The Lost Chapters
->  F.E.A.R.
->  Half-Life 2: Episode Two
->  Heroes of Might and Magic V
->  Heroes of Might and Magic V: Hammers of Fate
->  Heroes of Might and Magic V: Tribes of the East
->  Just Cause
->  Knight Of The Temple 2
->  Lego Star Wars: The Video Game
->  Lego Star Wars II: The Original Trilogy
->  Lord of the Rings Online
->  Lord of the Rings: The Return of the King
->  Marc Ecko’s Getting Up: Contents Under Pressure
->  Marvel: Ultimate Alliance
->  Medal of Honor: Pacific Assault
->  Medieval II: Total War
->  Medieval II: Total War Kingdoms
->  Mega Man X8
->  Men of Valor
->  Need for Speed Carbon
->  Paws & Claws Pet Vet 2 Healing Hands
->  Pirates of the Caribbean: The Legend of Jack Sparrow
->  Portal
->  Project: Snowblind
->  Prince of Persia: The Sands of Time
->  Psychonauts
->  Richard Burns Rally
->  Roboblitz
->  Serious Sam 2
->  Silent Hill 3
->  Silent Hill 4
->  Silent Hunter III
->  Sniper Elite
->  Spellforce 2: Shadow Wars
->  Star Wars: Republic Commando
->  Sudeki
->  Team Fortress 2
->  Test Drive Unlimited
->  The Godfather: The Game
->  The House of the Dead III
->  The Lord of the Rings: The Battle for Middle-Earth II
->  The Matrix: Path of Neo
->  Thief: Deadly Shadows
->  Titan Quest
->  Titan Quest: Immortal Throne
->  Toca Race Driver 3
->  Tom Clancy’s Rainbow Six: Lockdown
->  Tom Clancy’s Splinter Cell: Chaos Theory
->  Tom Clancy’s Splinter Cell: Pandora Tomorrow
->  Tony Hawk’s American Wasteland
->  Top Spin
->  Total World Demo
->  Wildlife Park 2
->  Winning Eleven/ Pro Evolution Soccer series on PC
->  Worms 4: Mayhem
->  Virtua Tennis 3
->  Crazy Taxi 3
->  Command & Conquer 3: Tiberium Wars
->  F.E.A.R. Extraction Point
->  F.E.A.R. Perseus Mandate
->  Genesis Rising: The Universal Crusade
->  Loki: Heroes of Mythology
->  The Settlers: Rise of an Empire
->  X3: Reunion
->  Battlefield 2
->  Battlefield 2: Special Forces
->  Battlefield 2142
->  Battlefield 2142: Northern Strike
->  Hitman: Blood Money
->  Star Trek: Legacy

Need For Speed Carbon/Undercover/ProStreet এইগুলি খেলা যাবেনা এটা দিয়ে।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপু Wheel Man খেলা যাবে কি?

    আপনি একটু চেষ্টা করে দেখুন। সাফল্য পেলে এখানে জানান যাতে অন্যেরাও জানতে পারে। আমি সব গেমস নিজে পরীক্ষা করে দেখিনি, সেটা একলা পারবোনা। যেটুকু তালিকা পেয়েছি সেটা দিয়েছি লিখে। আপনাদের কাছে যা যা গেমস আছে সেইসব নিয়ে চেষ্টা করে দেখুন, ফলাফল এখানে জানান 🙂

    না ভাই খেলতে পারবেননা।

আশা করি ভালো কাজে আসবে টিউন টি। 😀

আমি এ ব্যাপারে এক্সপার্ট। আপনারা http://www.forums.tomorrowsgaming.com এ যেয়ে এ ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা পোস্ট করতে পারেন!

Level 0

NVIDIA GeForce 6200(128MB)………………….?

Level 0

নিশ্চয় আমার ফুফুর ছেলে তানিমের খুব কাজ লাগবে, ও বোধহয় কএকদিন না খেয়ে থাকতে পারবে গেইম খেলার জন্য

রিয়া তোমার বয়স কত? তুমি কি এখনো গেম খেল, তুমি কি ছোট বাচ্চা?

    ছোট হয়ে থাকতে পারলে আমি খুব খুশী হতাম, সেইসব নিশ্চিন্তের শান্তির দিনগুলি আমরা কেউ আর ফিরে পাবোনা 🙂
    খুব অল্প কিছু মানুষ আছেন যারা তাদের মনের মধ্যে শৈশবকে ধরে রাখতে পারেন বুড়ো বয়স পর্যন্ত, তারা অনেক সমস্যামুক্ত থাকতে পারেন। আমিও কিছুটা পারি, সবটা পারিনি। আবার যদি মায়ের কোলে ফিরে যাওয়া যেতো…

আমার মতে এখনকার সবচেয়ে জানপ্রিয় গেম হল জিটিয়ে ৪। সেটা কি খেলা যাবে?

আমার সবচে পছন্দের গেমস হল “এসাসিন ক্রিড”(পকেট মারের মিশন টা পারিনাই) তার পর ”নিড ফর স্পিড মোষ্ট ওয়ান্টেড”। বর্তমানে খেলছি “বার্ন আউট প্যারাডাইস সিটি আল্টিমেট বক্স” (লাইসেন্স “এ” ক্লাস) মজাই আলাদা।

রিয়া আপু,
এই টিউনটা গেমারু ভক্তদের জন্য সত্যিই অনেক উপকারে আসবে। এরকম একটা অজানা টিউন Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি, পরে এ ধরনের আরও অনেক ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।

josh

দারুন টিউন । আমার উপকারে লাগবে । Thanx …

Level 0

খুবই কাজের টিউন, ধন্যবাদ দিলে কম হয়ে যাবে

Level 0

Assassin’s Creed খেলা যাবে?????????
অথবা Prototype?????
আমার RAM কতটুকু খালি আছে তা বুঝব কি করে???? আমার মাদারবোডর্ Gigabyte Ga-G31M-S2L । আমার পিসিতে RAM ১ গিগা তার মানে কোন চিন্তা নাই Assassin’s Creed অথবা Prototype খেলতে হলে ২৫৬ এমবি গ্রাফিক্স কাডর্ এর দরকার হয়। আমার বতর্মানের অন বোডর্র গ্রাফিক্স কাডর্ মনে হয় ১২৮ এমবি।
রিয়া আমার নামটা মনে রাখবে Ku-Klux-Klun মানে ভয়াভহ সন্ত্রাসী। উত্তর দিতে দেরি হলে>>>>>>>>>Kill

Ria apu you are not in regular Tune section . Please Tune regularly we miss you .

Level 0

ভাই, Prince of Persia: The Sands of Time গেমটা আপনার কথা মতো খেলতে পারলাম না । এটা মনে হয় Unsupported…

Level 0

link is death.

Level 0

আমার Nvdia GeForce 5200 মডেলের Graphics card আছে । এখন আমি কি এই সফটওয়ারটি বেবহার করতে পারব ?