গেইমিং পিসি (Buying Guide & Suggestion)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

হ্যালো Tuners, Techtunes এ এটি আমার প্রথম পোস্ট (Hope আপনাদের কাজে আসবে)
আজকে আমার এই Tune টি Perfect Gaming Pc নিয়ে, তার সাথে Buying Guide এবং Suggestion ... (Hard Core Gamer)

আমাদের মাঝে অনেকেই আছে যারা তাদের লিমিটেড Budget এর মধ্যে একটা বেস্ট Gaming Pc চায় - এবং তাদের জন্যই আজকে আমার এই Tune. আমি আবারো বলছি, আমার Tuneটি শুধুমাত্র Gaming সাথে High End Graphical Work.
আমার এই Tune এ Cooling Fan অথবা Over-Clock করার কোন Kit নিয়ে কথা বলব না - কেন না আপনি Stock Performance দিয়ে সব গেম আরামে চালাতে পারবেন।

তাহলে দেরি না করে, শুরু করে আজকের  Guide এবং Suggestion.

০১। Purpose - প্রথমেই আপনার Decision নাওয়া লাগবে যে আপনি PC দিয়ে কি রকমের গেম টাইপ খেলতে চান। যদি আপনি Hardcore গেমার হয়ে থাকেন, তাহলে আপনাকে atleast একটি "Quad Core" CPU ইউস করা লাগবে। আপনি যদি চিন্তা করেন যে, একটি "Core i7" Processor তার সাথে কোন Graphics Card ইউস করবেন না, তাহলে হয়ে যাবে - এটা সম্পূর্ণ ভুল। একটি ভাল মানের Graphics Card এর সাথে অবশ্যেই  আপনাকে একটি ভাল প্রসেসর ইউস করতে হবে।

০২। Graphics (GPU) Before Processor (CPU) - গেমিং এর জন্য অবশ্যেই আপনাকে একটি ভাল মানের GPU ইউস করতে হবে। সেই ক্ষেত্রে আমার দাওয়া নিচের ফর্মুলাটি আপনাকে সাহায্য করবে -

Low End CPU : Medium End GPU
Medium End CPU : Mid-High GPU
High End CPU : High End GPU

০৩। Understanding Display Resolution - আমাদের মাঝে অনেকেই আছে যারা True HD মনিটর ইউস করতে চায় - তাহলে তারা ভাল রেজোলিউশান এবং উন্নত মানের Graphics পাবে অথবা ১০৮০ পিক্সেলের মনিটরের একটি ভাবই অন্যরকম। কিন্তু সত্যিকারে - আমরা অনেক জঘন্য FPS পাই, সেইকারনে আমাদের গেইমের রেজোলিউশান এবং Quality কমিয়ে দিতে হয় - ১৯২০x১০৮০ তে  Games খেলতে হলে, অবশ্যেই আপনাকে একটি Hign-End GPU ইউস করতে হবে।
আমি আপনাদের Suggestion দিবো, যদি পারেন একটি ২০" মনিটর (১৬০০x৯০০) কিনতে কারন 16:9 Ratio আপনার GPUতে বেশি জর দেয়না, এবং আপনি একটি Mid-End GPU দিয়ে আরামে সব গেম খেলতে পারবেন।

Entry Level

CPU - Dual Core g620 @ 2.60Ghz - Around ৫০০০ টাকা
Mainboard - Gigabyte H61-S2PV - Around ৫২০০ টাকা
Ram - 2GB+2GB (4GB 1333Mhz) DDR3 - Around ১৮০০ টাকা
HDD - 500GB SATA II - Around ৬০০০ টাকা
ODD - Asus 24x DVD-Rw - Around ১৭০০ টাকা
GPU - Sapphire AMD Radeon HD 6670 1GB GDDR5 - Around ৮০০০ টাকা
Case - any (On Choice) ২২০০ টাকা - ২৫০০ টাকা
PSU - STOCK

Medium End Gaming:
CPU: Intel Core i3 2100 3.10GHz – 10000 tk.
Mainboard: MSI H61M-P23 – 5000 tk.
RAM: 2 GB + 2 GB 1333MHz DDR3 - 1800 tk.
HDD: 500 GB SATA II – 6000 tk.
ODD: Asus 24x DVD-R – 1700 tk.
GPU: Gigabyte AMD Radeon HD 7770 – 11500 tk.
Case: Thermaltake V4 Black Edition – 3500 tk.
PSU: Cooler Master GX-450 – 4700 tk.

Hardcore Gaming:
CPU: Intel Core i5 3450 3.10GHz – 17500 tk.
Mainboard: MSI Z77 G43 – 12000 tk.
RAM: 2 GB + 2 GB 1600MHz DDR3 – 3500 tk.
HDD: 1 TB SATA III – 8500 tk.
ODD: Asus 24x DVD-R – 1700 tk.
GPU: Sapphire AMD Radeon HD 7850 2 GB DDR5 – 22000 tk.
Case: Thermaltake Spacecraft/Commander MS-i/InWin Mana 136 – 5000 tk .
PSU: Thermaltake Smart 550 watt – 7200 tk.
Total: 77400 BDT

Extreme Gaming:
CPU: Intel Core i7 3770 3.40GHz – 28000 tk.
Mainboard: AsRock Z77 Extreme 4 – 14500 tk.
RAM: 4 GB + 4 GB 1600MHz DDR3 – 5500 tk.
HDD: 1 TB SATA III – 8500 tk.
ODD: Asus 24x DVD-R – 1700 tk.
GPU: Sapphire AMD Radeon HD 7950 3 GB DDR5 – 33000 tk.
Case: Cooler Master 690 II – 10500 tk.
PSU: Thermaltake Smart 650 watt – 10000 tk.
Total: 110,000 BDT

Level 0

আমি Mízu ΛΉMΣD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dual Core দিয়া গেমিং পিসি?হায় রে !এখনকার মিনিমাম ষ্ট্যান্ডার্ড Core i3।আর কারো সাজেশন শুনে পিসি কিনতে যাওয়াটা বোকামিই মনে করি।গেমিং পিসি কিনতে হলে হার্ডওয়্যার সম্পর্কে ভালো ধারনা থাকা উচিত।এক্সেসরিজ সম্পর্কে ভালো ধারনা না থাকলে দোকানদার তার ইচ্ছেমত জিনিস আপনাকে গছিয়ে দিতে চাইবে।অনেকেই আছেন যারা ধারনা না থাকার কারনে ৩০/৪০ হাজার টাকা দিয়ে পিসি কিনে এনে এমন ভাব কি না জানি কি কিনে এনেছি।অথচ সদ্য কেনা সেই পিসিতে যখন আরো ৫ বছর আগের গেমও ফ্রেমরেট স্কিপ করতে করতে চোখের বারোটা বেজে চৌদ্দটা বাজবার দশা তখন টনক নড়ে তার পিসির পারফরমেন্স সম্পর্কে।ধারনা না থাকলে আপনার আসলে পিসি কেনাই উচিত নয়।কারন আপনি নিজের ও বন্ধুবান্ধবদের(যারা আপনার চেয়ে ভালো বুঝে) ঘুম হারাম করবেন।মূল কথা হল যদি হার্ডকোর সাইকো গেমিং এর আনন্দ পেতে চান তাহলে আপনার টাকা খরচের হাতটিও “হার্ডকোর” হতে হবে।সবগুলা কম্পোনেন্টগুলাকেই সমান গুরুত্ব দিতে হবে।অনেকেই আছেন যারা হয়তো ৪০ হাজার টাকা খরচ করে মোটামুটি পিসি কিনলেন আর পাওয়ার সাপ্লাই লাগালেন নন-ব্রান্ডেড ৬০০/৭০০ টাকা দামের।দুই দিন পর দেখা গেল এই বাজে পাওয়ার সাপ্লাই এর কারনে আপনার হার্ডডিক্স টি আর power up হচ্ছেনা।এগুলাতে আসলে হার্ডডিক্সের পাওয়ার সাপ্লাই ক্যাবলটিতে ১২ ভোল্টের বেশি থাকে।পরিনামে হার্ডডিক্সের মোটরটির বা সার্কিটবোর্ডটির মৃত্যু।আবার অনেকেই আছেন যারা 5450 সিরিজের গ্রাফিক্সকার্ড (আমার দেখা সবচে” নিকৃষ্ট মানের কার্ড)লাগিয়ে সন্তুষ্ট।যেটাতে বিল্ট ইন র‌্যাম নেই।এটা আপনার সিস্টেম কে আরো স্লো করে দিবে সিস্টেমের র‌্যাম থেকে শেয়ার করে।আসলে বাজেট আর পারফরমেন্স এই দুইটা জিনিষ সমানুপাতিক।

    @Mobstar:

    Bro, please don’t mind 🙂
    আপনি maybe আমার পোস্টটা ভাল করে পড়েন নায় ।

    Apni ki Dual Core er Budget ta Dekhsen ? its 30000tk ? ohkay ? oviously jader budget 30000tk tader jonno ei config..
    Please..jeta na janen…oita niye kotha bolben nah..

    anyway..amar next post er moddeh dekhte paren..Hardcore PC er list ta dibo..age e bolsi..
    Comment na korle o khusi hoitam..

      Level 0

      @Mízu ΛΉMΣD: আপনেরে খুশি করার আমার ঠেকা পড়ছে তো।মিয়া ছেপ দিয়া লেপ দিয়া গেমিং পিসি বানাইতে চান।

    @Mobstar:

    R By the way bro ? apnare kon pagol bolse ? ekjon jodi 40000tk diya PC kine..oviously oita teh..Graphics card er Price Atleast 12000-15000tk Hobe..

    so Kon pagol bolse ? ekta 12-15 er graphics card Normal 500-600takar PSU teh cholbe ?
    Jodi DX10 er card hoi..6pin connector ki Gach theke aashbe ?

    r Suppose 7770 1GB er kotha boli..oikhane atleast Thermal tech er TR2 430/500W use korte hobe ohkay bro..
    age o bolsi.. na jene comment korben nah..U CAN ASK FOR SUGGESTION FROM ME 🙂 will help u

      Level 0

      @Mízu ΛΉMΣD: 30\40 k তো উদাহরন।যে ১৫০০০ দিয়া গ্রাফিক্স কার্ড কিনবে তার বাজেট নিশ্চয় ৪০ এর চে বেশি।

    @Mobstar: আমি PART-02তে আপনাদের PSU (Power Supply), Graphics (nVidia or AMD) এবং ৪টি Gaming পিসি এর Suggestion –

    * Budget Gaming,
    * Medium End Gaming,
    * Hardcore Gaming এবং
    * Extreme Gaming দিবো

    Level 0

    vai kisu mone niben na…sobar budget soman na…akhane post a sob dhoroner budget ar gaming pc dia ase…r post a lakha ase atleast quad core processor lagbe…kintu bazare quad core to dure thak core2 duo-e nai…

      @Akil Jawad: ami bolsi..hard core gamer der jonno atleast quad core processor,

      maneh..core 2 quad, core i5, core i7.. ei guli er moddeh..quad core ase..
      quad core means..4TA core..AMD er o quad core processor ase…

      hope u got it

যেহেতু গেমিং পিসি নিয়ে লিখেছেন সেহেতু কিছু পাকনা পাবলিকের কথা শুনার জন্য প্রস্তুত হয়ে যান। যারা নিজেরা টিউন করতে পারে না কিন্তু ঠিকই অন্যের কষ্ট করা টিউনে বাজে মন্তব্য করতে পারে।

আশা করি তাদের কথায় কিছু মনে করবেন না।
টিউন অনেক ভাল হয়েছে। ধন্যবাদ। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):

    Hahaha, yeah right..already dekhtasi…azaira comment ditase..unare mone kore .. core i series e shob…but main thing kichu e bujhe nah… anyway really thanks for ur support 🙂
    + amar Budget er dike kew kheyal na kore comment dei…

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): Kono rokom ektu manush theke shune 😛 lafaite thake..but kichu e bujhe nah..

    @জনাব হাসান যোবায়ের (আল-ফাতাহ্): সুশীল বেশ ধরে “অসাধারণ টিউন” মন্তব্য করা খুবই সহজ, জনপ্রিয়তা কমারও আশংকা নেই সেক্ষেত্রে। কিন্তু এই টিউন পড়ে ১০০ জন মিসগাইড হলে সেটার দায় কে নেবে? ৫০০০ টাকার ডুয়াল কোর যদি গেমিং পিসি হয় আর ‘কোয়াড কোর’ ছাড়া গেমিং পিসি হবেনা তা বললে টিউন এবং টিউনারের মান কেমন হচ্ছে তা সহজেই আন্দাজ করা যায়। মনে রাকবেন, টিউনের কোয়ালিটি ভাল হলে সুন্দর মন্তব্যের অভাব হয়না, উল্টা ক্ষেত্রেও তাই।

    একটা পকেটমারও সারাদিন কষ্ট করে পিকপকেট করে, তাই বলে পকেটমারাকে আমি কোনমতেই ভাল পেশা বলে প্রশংসা করতে পারিনা।

    ধন্যবাদ।

      @মিনহাজুল হক: আপনি এই বিষয়ে যথেষ্ট জানেন তা আপনার টিউন দেখলেই বুঝা যায়।
      এখন কথা হচ্ছে গেমিং পিসি নিয়ে এই পর্যন্ত আমি যত টিউন দেখেছি সেখানেই বাজে মন্তব্য দেখেছি। কিন্তু যারা ভুল ধরছে তারা কেন সঠিক তথ্য দিয়ে টিউন করছে না? তাহলেই তো মানুষের হাজার হাজার টাকার লস আর হয় না।
      AMD নিয়ে অনেক বিতর্ক দেখলাম কিন্তু কই এই বিষয়ে কোন সঠিক পোস্টতো এখন পর্যন্ত দেখলাম না! তাহলে আমরা জানবো কার কাছ থেকে? ভুল লিখেছে ঠিক আছে কিন্তু সেই ভুলগুলো ছাড়া আমরাতো সঠিক গাইড লাইনও পাচ্ছি না।
      সমালোচনা যে কেউ করতে পারে। আমি এখানে কোন কৃতিত্ব দেখি না। কিন্তু যেটা সবাই পারে না বা করে না তা হচ্ছে ঐ কাজটা করে দেখানো।
      আপনি অনেক বিস্তারিত পোস্ট করেন। তাই আপনার কাছেই গেমিং পিসি নিয়ে ভাল একটা পোস্ট আশা করতে পারি। 🙂

        Level 0

        @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): যারা ভুল ধরেছে তারা ভালমতই জানে দেশে কিরকম ভালো হার্ডওয়্যার পাওয়া যায়। 😉
        কিরকম পিসি কিনব এই টাইপের অনেক পোস্ট আছে যেগুলো মানসম্পন্ন। সেগুলো দেখলেই হয়।
        আর যখন কেউ পিসি কেনার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বাজারে কি পাওয়া যায় সে অনুসারে বলতে হয়। কোন প্রোডাক্ট এর স্টক শেষ হয়ে গেলে সেইটা রি-স্টক হতে অনেক টাইম লাগে।
        আর প্রোডাক্ট নিয়ে মনোপলির কথা তো বাদই দিলাম। খুব খারাপ লাগে যখন দেখি ৮~৯ হাজার টাকার জিনিস দেশে ১৩~১৪ হাজারে বেচতেছে।
        আর বাজে মন্তব্য ???
        আমরা ক্রমাগত ব্লগ/ রিভিউ সাইট এর উপর নির্ভর হচ্ছি কোন কিছু সম্বন্ধে ধারণা নেয়ার জন্য। সেই দিন আর নেই যে দোকানে গেলাম আর বিক্রেতা বলল, “এই(বস্তা-পচা) প্রোডাক্টা অনেক ভালো করছে।” এইটা ২ গিগাবাইট এজিপিম এইটা ভালো বেশী।”
        সো, যারা ব্লগিং করে তাদের দায়িত্ব অনেক। ইচ্ছা করলেই তারা আউল-ফাউল পোস্ট দিতে পারে না। কারণ, ঐ পোস্ট দেখে অনেকেই ভুল বুঝতে পারে।

        Level 0

        @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
        আরেকটা কথা বলি, এদেশের কোন ওয়েবসাইট বা পেপার মনে হয় না হার্ডওয়্যার রিভিউ করেছে। ডিলাররাও আগ্রহী না দেশের সাপেক্ষে প্রোডাক্ট এর পারফরমেন্স টেস্ট এর ব্যাপারে। প্রচুর টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়ার চেয়ে হার্ডওয়্যার রিভিউ অনেক বেশী কাজে দেয়।
        এটা করা গেলে আরেকটি সুবিধা হত। এইরকম ভুল তথ্যসম্পন্ন পোস্ট দেয়া বন্ধ হয়ে যেত 🙂

      @মিনহাজুল হক: Ajob bro ? tune ta pura porte paren nah ? eta full tune na..part ase..
      plus ami Bolsi..HARDCORE GAMER DER JONNO ATLEAST QUAD CORE..
      Please Dictonary check koren..HARDCORE maneh ki..pore reply den..please…

      r quad core maneh..COre 2 Quad nah..shudhu

Level 0

হা হা হা হাসাইলেন ভাই, প্রথমত Dual Core CPU এর আর্কিটেকচার DDR3 RAM সাপোর্ট করেনা তার উপর 1333Mz লুল। 2GB+2GB (4GB 1333Mhz) DDR3 – Around ১৮০০ টাকা!!! আমি তিনটা কিন্মু ভাই কিনা দেন। আর মুরির টিনের সাথে Sapphire AMD Radeon HD 6670 1GB GDDR5। আপনি কি মনে করেন একটা PCI পোর্টে যে কোন একটা গ্রাফিক্স কার্ড লাগাইলেই মুরির টিন রকেট হয়ে যাবে। পিসি বেঞ্ছ মারকিং সফটওয়্যার ইউজ করে দেখেন ১০০ তে ৫০ রেটিং দিবে কিনা সন্দেহ। আরও একটা কথা http://www.tomshardware.com/ থেক ঘুরে এসে বাকি টিউন গুলা কইরেন।

    Level 0

    @iamnayem: Dual Core CPU এর আর্কিটেকচার DDR3 RAM সাপোর্ট করেনা<<কথাটা ভুল। আমি ইন্টেল এর মাদারবোর্ড দেখছিলাম যেটাতে ডুয়েল কোর আর ddr3 লাগানো।মডেল টা মনে নাই।আর DDR3 4gb র‌্যামের দাম ১৮০০/১৯০০ টাকাই।

      @Mobstar:

      Bro..please… age ektu market theke motherboard er Idea shiken 🙂
      Any g41 from ASROCK, Gigabyte, Intel, Biostar… je gulir price 4500TK er moto
      oi guli..SHOB DDR3+ebong Socket 775 🙂

        Level 0

        @Mízu ΛΉMΣD: আমার মনে হয় আপনের চোখে সমস্যা রয়েছে।ডুয়েল কোরের ddr3 সমর্থন করার ব্যাপারে তো আমি একই কথা বলছি।

    @iamnayem:

    Lmfaooo :O BRo.. G41, H61 er num shunsen ? 😀 r market a 2GB er price 900-950TK MAX 🙂
    r 30k budget er moddeh… Dual core With 6670 Best combination.ask any gamer 🙂
    r PC Bench-Mark bujhle 🙂 ei comment ta korten nah…

    onek e ase..Dual core diya HD 7770, 5850, GTX 560 use korse..jegulir price shob 14000tk+
    still it works perfect…but processor er jonno BOTTLENECK kore..but PCI er sathe kono relaton nai

    @iamnayem:
    Apni maybe Pentium 3/4 Use koren ryt ?
    TAi DDR3 er board num shunen nai for dual core/quad/core2duo.

    r Apni h61 – jeguli teh 2nd Genartion i3/i5/i7 cholbe..oi guli shob guli teh..dual core 2nd genaration use korte parben..
    oikhane 1333Mhz nah.. 1600Mhz/1866(OC) use korte parben

    @iamnayem: একটা ভুল বললেন Dual Core a DDR3 Ram সাপোর্ট করে

@হাসান যোবায়ের – জটিল বলেছেন ভাই। পাকনারা অলরেডি ঠোকাঠুকি শুরু করে দিছে। ভুল থাকলে শুধরে দেয়া ভাল কিন্তু অপমানের সুরে কথা বলা ঠিক না।

    @Goriber Pola:

    Eikhane jara comment korse.. Maximum e PC er Kono Idea nai .. gaming toh durer kotha..
    Ektu manush theke shune..oita niya..lafaitase.. 🙂

    Thanks for ur comment.. 😀

      Level 0

      @Mízu ΛΉMΣD: হমম সব আপনারাই জেনে বসে আছেন।আপনের টিউন দেখে একটা বাংলা বাগধারা মনে পড়ে গেল”বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি”।

Level 0

vaiera, apnara jodi ekmot na hon tahole to public confused hoe jabe!!!

Level 0

Low end gaming PC hisebe apnar spec 100% ok & explationation sundor. tobe ektu add korbo etai je ei config the graphics mid detail or low detail e khelte hobe. Akta kotha bola joruri je GAMING PC te monitor include thake na…hp & dell alienware er website dekte paren verification er jonnow.

    Level 0

    @Tutul: হম।অ্যালিয়েনওয়্যারে আছে কিভাব ডুয়েল কোর আর ও রেডিওন 6670 দিয়ে গেমিং পিসি বানাতে হয়।

      Level 0

      @Mobstar: @Mobstar eki kothai bolbo apnaew ja ami Mízu ΛΉMΣD: ke bolc. Just oi person take ami bolc

    @Mízu ΛΉMΣD: @Tutul:

    Ekhane monitor include korse ke ?
    BTW Ei year er Shob game.. 6670 diya 1366×768 a Monitor a khela jabe 🙂 High Setting (No Ultra)..
    So amar Valo Idea ase… r 1st a e Bolbo..Budget ta Dekhben…er Pore Suggestion > Thn Comment please 🙂

      Level 0

      @Mízu ΛΉMΣD: @Mízu ΛΉMΣD: bhai, gotokal ratt e akta comments chilo jetate khub baje word use kore hoiclo; may admin seta remove korce ami takei bolc

    @Tutul: আমি PART-02তে আপনাদের PSU (Power Supply), Graphics (nVidia or AMD) এবং ৪টি Gaming পিসি এর Suggestion –

    * Budget Gaming,
    * Medium End Gaming,
    * Hardcore Gaming এবং
    * Extreme Gaming দিবো

আমি PART-02তে আপনাদের PSU (Power Supply), Graphics (nVidia or AMD) এবং ৪টি Gaming পিসি এর Suggestion –

* Budget Gaming,
* Medium End Gaming,
* Hardcore Gaming এবং
* Extreme Gaming দিবো

@টিউনার: হার্ডওয়্যার কেনার গাইড লাইন দিতে গিয়ে জাষ্ট কয়েকটা মডেলের নাম দিয়েই খালাশ??!! এটাকে বায়িং গাইড বলেনা!! যদি বায়িং গাইড দিতেই চান তো কোন হার্ডওয়্যার, কি কাজে, কেন কিনতে হবে, হার্ডওয়্যার এর কোন কোন ফিচার গেমে কি কাজে লাগবে এটার ব্যাপারে বলে দিন। এরপর গেমার রা সেই ফিচারগুলো বিবেচনা করে তাদের জন্য এক্সপেক্টেড মডেল কেনার সিদ্ধান্ত নেবে। এরকম ফাকিবাজি পোষ্ট দিয়ে মূলত আপনি অনেক নীরিহ মানুষকে মিসগাইডেড করছেন, যারা আপনার এই “মুই কি হনুরে” মেন্টালিটির চক্করে পড়ে ধোকা খাবে!!!

@কিছু মন্তব্যকারী: হার্ডওয়্যার নিউজ এর ব্যাপারে আপডেটেড না হয়ে “আউলা ঝাউলা” কমেন্ট না করে দয়া করে অফ যান।

    @স্বপ্নবিলাসী: @ EVERYONE… PLEASE AMI POST TA NOTON KORE UPDATE DIYE DISI.. PLEASE..BUDGET DEKHE COMMENT KORBEN 🙂 HOPE IT HELPS..

    @nOOB. pLEASE ALPO JAINA JARA LAFAN..PLEASE EI POST A COMMENT KORBEN NAH..
    AMI BUDGET ONOJAIYI..4TA BEST PC ER LEVEL DISI 🙂
    I KNOW BETTER..

    THANKS 😀

Level 0

@লেখক, আপনি টেকটিউনস এর পূর্বের পোস্টগুলো পড়ে দেখুন। এর আগেও অনেকে গেমিং পিসি নিয়ে অনেক পোস্ট দিয়েছে। কিন্তু গুটিকয়েক বাদে কারোরটাই মানসম্পন্ন হয় নি। প্রথম পোস্ট হিসেবে আপনার যত্নসহকারে লেখা উচিত ছিল।
High End Graphical Work, True gaming, Perfect Gaming Pc ইত্যাদি ইত্যাদি; বাংলা ইংলিশ একসাথে গুলিয়ে ফেলা কোন অভিজ্ঞ ব্লগারের লক্ষন না।
পারফেক্ট কোন গেমিং পিসি নেই। কারণ এমন কোন হার্ডওয়্যার নাই যেটা সকল গেমে ঠিকমত ফ্রেমরেট দিতে পারবে।
গ্রাফিক্স কার্ড সম্বন্ধে ধারণা থাকলে জোর কম পাবে না বলে বলতেন, ফ্রেমরেট ড্রপ করবে। গ্রাফিক্স কার্ড এর ক্ষমতা কম দেখে মনিটর ছোট কিনতে বলা এক ধরনের বোকামী। কারণ গেম খেলা ছাড়াও পিসিতে অনেক কাজ করা যায়।
আর মনিটরের রেজুলেশন তো কমান যায়।
প্রসেসর ও গ্রাফিক্স কার্ড এর তিনটা ক্যাটাগরিতে সাধারনত ফেলান যায়। এন্ট্রি লেভেল, মিড রেঞ্জ ও হাই রেঞ্জ।
এমন কোন কথা নাই যে, এন্ট্রি লেভেল এর প্রসেসরে হাই রেঞ্জ এর জিপিউ লাগানো যাবে না।সো, গেম খেলতে যে আমার কোয়াড কোর সিপিউ লাগবে ,দামী সিপিউতে দামী গ্রাফিক্স কার্ড লাগবে এমন কোন কথা নাই। আমার থার্ড জেনারেশন আনলকড কোর আই ফাইভ এ কিন্তু আমি সেই পুরানো ৯৬০০জিটি চালাই। জিপিউ বটলনেক কোর ২ সিরিজের প্রসেসর আর এএমডির প্রসেসরে এই প্রব্লেমগুলো হয়।
বর্তমানের অনেক গেমই জিপিউ ইন্টেন্সিভ। মানে হল, এইসব গেম এর পারফরমেন্স মূলত জিপিউ এর উপর বেশী নির্ভর করে। যেমন ফ্রস্টবাইট ইঞ্জিনের গেমগুলোঃ মেডেল অফ অনার, এনএফএস দ্যা রান, ব্যাটেলফিল্ড থ্রি, মোস্ট ওয়ান্টেড ২০১২।
আপনি কেসিং এর ব্যাপারে কোন কথাই বলেননি। যেটা অনেক গুরুত্বপূর্ন। কারণ মাত্র ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা এর ডিফারেন্স এর জন্য আপনার পিসির একটা পার্টস এর আয়ু ১ বছর বাড়তে বা কমতে পারে।
তারপর আসি পাওয়ার সাপ্লাই।
পাওয়ার সাপ্লাই কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ন জিনিস। এই জিনিসের অবহেলা করা উচিত না। কারণ এটার সমস্যার কারণে কম্পিউটারের অন্যান্য পার্টস নষ্ট হয়ে যেতে পারে। একটা ক্যাল্কুলেশন আছে একটা সিস্টেমের পাওয়ার সাপ্লাই এর পিছনে ইনভেস্ট এর পরিমান। কেসিং, মনিটর বাদ দিয়ে বাকি পার্টস এর মোট দামের ৯-১৫% খরচ করা। আর আমার মনে হয় না, আপনি যে কনফিগ দিয়েছেন তা টেস্ট করে দেখেছেন। এইভাবে তখনই আপনি আইডিয়া দিতে পারেন, যখন আপনি সিস্টেমটা টেস্ট করে দেখেছেন। টেস্ট না করলে বেছে বেছে ভাল প্রোডাক্টগুলা সাজেস্ট করবেন। আর হ্যা বর্তমানে জি৬২০ এর বদলে জি৮২০ ইউজ করাটাই বেটার।

বাই দা ওয়ে ৩০ হাজার টাকার পিসির মধ্যে তো মনিটরের দাম আছে। ওটা কই ???
আর হ্যা——-“”””””আমার Tuneটি শুধুমাত্র Gaming সাথে High End Graphical Work.”” এই লাইনটার ব্যাখা পেলে ভাল হয়।

    @knightfall: কর্ছেন কি নাইটফল বাই!!! 😮 আপনের সাহস তো কম্না!! 😉 আপনে একজন “টুরু” গেমাররে জ্ঞান দিতে গেলেন??!! 😉 আপনারে তো মিয়া বাংলাদেশী দন্ডবিধি ৪২০(!) ধারা অনুযায়ী কচুগাছের সাথে টাঙ্গায়া ফাঁসি দেওন দর্কার!!! 😉

    @knightfall: @ EVERYONE… PLEASE AMI POST TA NOTON KORE UPDATE DIYE DISI.. PLEASE..BUDGET DEKHE COMMENT KORBEN 🙂 HOPE IT HELPS..

    @nOOB. pLEASE ALPO JAINA JARA LAFAN..PLEASE EI POST A COMMENT KORBEN NAH..
    AMI BUDGET ONOJAIYI..4TA BEST PC ER LEVEL DISI 🙂
    I KNOW BETTER..

    THANKS 😀

    @Mobstar: @knightfall: @ EVERYONE… PLEASE AMI POST TA NOTON KORE UPDATE DIYE DISI.. PLEASE..BUDGET DEKHE COMMENT KORBEN 🙂 HOPE IT HELPS..

    @nOOB. pLEASE ALPO JAINA JARA LAFAN..PLEASE EI POST A COMMENT KORBEN NAH..
    AMI BUDGET ONOJAIYI..4TA BEST PC ER LEVEL DISI 🙂
    I KNOW BETTER..

    THANKS 😀

Level 0

হায় রে,কোন নব্য গেমার এই পোষ্ট দেখলে পিসি কিনা থুয়া পলাইব

সম্মানিত ভাইজানেরা আমি অতিশয় অনভিজ্ঞ একজন মানুষ। টিটিকে ভালোবাসি কারণ এখানে অনেক কিছু শেখা যায়। অনেক কষ্ট করে প্রায় তিন বছর ধরে টাকা জমিয়েছি একটি ভালো মানের পিসি কিনবো এই স্বপ্ন বুকে লালন করে। আমার বাজেট কম বেশি ৫৫০০০ টাকা। কিন্তু এখন কি হার্ডওয়্যার কিনবো সে বিষয়ে কিছু গাইড লাইনের জন্য যখনই প্রিয় টিটিতে চোখ রাখি, দেখি প্রায় প্রতিটি টিউনই প্রকাশের সাথে সাথেই তীব্র সমালোচনার মুখে পড়ছে তা অভিজ্ঞ টিউনার আকাশ ভাইয়েরই হউক বা আজকের নতুন টিউনার মিজু আহামেদের টিউনই হউকনা কেনো। একটি টিউন প্রকাশের সাথে সাথেই তার কমেন্ট পড়ে বুঝি যে টিটিতে যা–তা– মার্কা টিউন করে পাড় পাবেনা কেউ কারণ এখানে অনেক অভিজ্ঞ সুধীজনের পদচারণ আছে নিয়মিত। কিন্তু দুঃখ আমার একটাই সেই সকল সম্মানিত অভিজ্ঞ সুধীজনদের কাছ থেকে একটি পূর্ণাজ্ঞ টিউন পাইনা। এখন আমার দশা হলো পুরাই কনফিউসড্ । এখন আমি কিনবোটা কি ???

@ EVERYONE… PLEASE AMI POST TA NOTON KORE UPDATE DIYE DISI.. PLEASE..BUDGET DEKHE COMMENT KORBEN 🙂 HOPE IT HELPS..

@nOOB. pLEASE ALPO JAINA JARA LAFAN..PLEASE EI POST A COMMENT KORBEN NAH..
AMI BUDGET ONOJAIYI..4TA BEST PC ER LEVEL DISI 🙂
I KNOW BETTER..

THANKS 😀

Level 0

Vai ,ami pc somporke khubi kom jani….tobe post ta amar mote perfect hoisa…ami ata andaze bolsi na….amar pc ta dual core 2.8Ghz,ram 4GB DDR3,GPU 2GB,HDD 500GB…

    @Akil Jawad: Yeap ami o jani perfect…kin2 kichu..NOOB ase..jara post na pore/ na bujhe lafaitase 🙂

Level 0

vai jader badget nia problem tara ai link thaka budget jante parben-http://www.ryanscomputers.com

Level 0

আচ্ছা নুব বলতে কাদের বুঝাইলেন ?? আর এইটা বিজি না । সো বাংলায় লেখলে ভালো হয়

Level 0

ভাই আমার পিসির কনফিগারেশন
Intel Core 2 Duo E7500@ 2.93 Gigahertz.
Ram 4 GB (2.97 Usable )
Intel G41 Express Chipset
Video Memory 1.26 GB (No External Graphics Card)
HDD 500GB.

আমি একটি গ্রাফিক্স কার্ড কিনতে চাই। আমার বাজেট ৫০০০ টাকা। আমার পিসির জন্য কোন ব্রান্ডের কোন গ্রাফিক্স কার্ডটা ভাল হবে একটু বলবেন।