Angry Birds এর পিগ গুলোর কথা মনে আছে? হা হা 😀 প্রতিটি লেভেল এই সব কটাকে শেষ করতে অসফল হলে যাদের শয়তানি হাসি শুনেই আপনার গা জ্বলে যেত, আপনি হয়ে উঠতেন Angry 😛 এখন তারাই এসেছে আপনার মন জয় করতে!
জি হ্যাঁ, ঠিকই ধরেছেন। Bad Piggies এ আপনি একজন পিগলেট হয়ে খেলবেন! এই গেম ঠাণ্ডা মাথায় খেলা যায়, তাই আপনি Angry Birds সিরিজের অন্য গেমের মত উত্তেজিত না হলেও পারবেন। উত্তেজিত হলে চলবেও না! কারণ এই গেমটি তে আপনাকে Angry Birds এর চেয়েও বেশি মাথা খাটাতে হবে !!!
আমাদের সকলের অপ্রিয় পিগ গুলো একটি দ্বীপে অবস্থান করছে। উদ্দেশ্য হচ্ছে গুপ্তধন খুজে বের করা।
কেমন গুপ্তধন? হা হা হা 😀 আপনার কি মনে হয়?
ঠিক বুঝেছেন, ডিম! আর তারা কিন্তু খালি হাতে মাথে নামেনি, আছে খুব সুন্দর একটি প্ল্যান!
মানে, “ছিল” সুন্দর একটি প্ল্যান। কিন্তু ফ্যান এর মধ্যে ঢুকে তাদের নীলনকশার টুকরো গুলো গিয়ে পড়ে দ্বীপটির বিভিন্ন কোনায়। এখন তা খুঁজে বের করবে কিভাবে?
চিন্তার কোন কারণ নেই, আপনি আছেন না। আপনার সাহায্যে পিগ রা তাদের শখের ডিম পর্যন্ত পৌঁছাবে!
গেমের খেলার ধরণের সাথে Angry Birds এর গেম গুলোর তেমন কোন মিলই খুঁজে পাবেন না, খেলার চরিত্র এবং কিছু সরঞ্জাম ছাড়া। আপনাকে প্রতিটি লেভেলের শুরুতে বেশ কিছু সরঞ্জাম দিয়ে দেওয়া হবে, যেমনঃ কাঠের বক্স, চাকা, TNT, ফ্যান, হিলিয়াম বেলুন ইত্যাদি। এগুলোর সাহায্যে আপনাকে একটি গাড়ি তৈরি ও চালনা করতে হবে যাতে পিগটি ম্যাপের বিভিন্ন অংশ পর্যন্ত পৌঁছতে পারে। প্রতিটি লেভেল নতুন একটি করে চ্যালেঞ্জ নয়ে আসে, তাই প্রতিবারই আপনার মাথা খাঁটিয়ে ধাপ নিতে হবে 🙂
গেমটিতে ৪০০’রও বেশি লেভেল রয়েছে! আর প্রতিটি লেভেলই পূর্বের লেভেলের চেয়ে ভিন্ন। খেলার অন্যতম উত্তেজনাকর অংশ হচ্ছে (Angry Birds এর মতই), প্রতিটি লেভেলে থ্রী স্টার অর্জন করা। আর এর জন্য যে আপনাকে কত খেতে মুলা ফলাতে হবে, তা খেললেই টের পাবেন 😛
আমার কাছে গেমের যা সবচেয়ে আকর্ষণীয় লেগেছে, তা হল গেমের মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। এত গুলো লেভেল থাকা সত্তেও আপনি কখনই ক্লান্তি বা বিরক্তি বোধ করবেন না। আর দেখতেই পাচ্ছেন, এটি একটি HD গেম। তাই অ্যানিমেশন এবং গ্রাফিক্সও অত্যন্ত সুন্দর! লেভেল গুলোতে সফল বা অসফল যাই হন না কেন, প্রতিটি লেভেলই খুব মজাদার ভাবে শেষ হয়!!! 😀
Bad Piggies HD ফুল ভার্সন ডাউনলোড করুন।
আশা করি আপনারাও আমার মতনই আনন্দ পাবেন। আর হ্যাঁ, আমাকে আর একটু আনন্দিত করতে চিটচ্যাট করতে পারেন আমার ফেসবুক, টুইটার এবং ইউটিউব এ 🙂
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড করে ইন্সটল করলাম। অনেক মজা পেলাম গেমটা খেলে।
ধন্যবাদ শেয়ার করার জন্য। 😀