দারুন একটি পিসি গেইম । এটা একটা অ্যাকশন গেইম । এটাতে প্লেন দিয়ে শত্রু ধ্বংস করতে হয় । এই গেইম এ স্টেপ বাই স্টেপ খেলতে হয় । প্রত্যেক লেভেলে একটি করে বস থাকে । সেই বস ধ্বংস করে পরবর্তী লেভেল এ যেতে হয় । আর কি বলব এক কথায় সুপার একটা অ্যাকশন গেইম । গেইমটির নাম - Star Sword । গেইমটির সাইজ মাত্র ৩৩ মেগাবাইট । আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন Star Sword ।
ডাউনলোড লিঙ্ক - Star Sword
ভালো লাগলে অবশ্যই জানাবেন ।
ধন্যবাদ সবাইকে ।
আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।