গেইমারদের জন্য সুখবর, এসে গেছে স্যামসাং এর অসাধারন গেইমিং ল্যাপটপ সেভেন গেমার!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আচ্ছালা মু ওলাইকুম ।কেমন আছেন আপনারা? টেকটিউনস এটি আমার প্রথম পোস্ট । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । কম্পিউটার এ গেম খেলে না এমন মানুষ খুজে পাওয়া ভার!  আর ভাল  মেশিন না হলে গেম খেলাটাই  যেন বৃথা হয়ে যায়! আর  তাই গেম পাগলদের(আমি এবং আর যারা আছেন)!! জন্য নিয়ে এলাম বিশাল সুখবর!


গেমার দের কথা মাথায় রেখে  স্যামসাং নিয়ে এসেছে অসাধারন গেমমিং ল্যাপটপ  সেভেন গেমার। গেমিং এর জন্য তৈরি এই ল্যাপটপটির অসাধারন ভিজুয়াল ও স্টাইলিশ পারফমেন্স অবাক করার মত। চলুন দেখে নিই এর পুরো রিভিউ!

স্যামসাং সিরিজ সেভেন গেমারের কনফিগারেশন বেশ চমকে দেবে গেমারদের। এতে আছে সর্বাধুনিক প্রযুক্তির ২.৩ গিগাহার্জ ক্ষমতা সম্পন্ন কোর-আই সেভেন প্রসেসর, ১৬৩৩ মেগাহারজ বিশিশট ডিডিআরথ্রি ১৬ গিগাবাইট র‍্যাম, ১.৫ টেরাবাইট ৭২০০ আরপিএম হার্ডডিস্ক, ২ মেগা পিক্সেল ক্যামেরা এবং blue-ray অপটিকাল ড্রাইভ।

এটি কানেকটিভিটিতেও পিছিয়ে নেই। এতে আপনি পাবেন ২টি ইউ এস বি ২.০, ইউ এস বি ৩ পোর্ট, এইচডিএমআই, ভিজিএ আউট ডিসপ্লে পোর্ট, মাল্টি ফরম্যাট কার্ড রিডার, গিগাবিট ইথারনেট পোর্ট এবং ওয়্যারলেস কানেকশনের জন্য পাবেন ওয়াই-ফাই এবং ব্লুটুথ ফোর।

চমৎকার গ্রাফিক্স এর জন্য এতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির গ্রাফিক্স কার্ড (NVEDIA’S GeForce GTX 675M); যা এই গেমার মেশিনে এনে দিয়েছে অনেকটা ডেস্কটপ শক্তি। এর স্ক্রীনে আপনি পাবেন ৬০ মিলিয়ন রং এবং ৪০০ নিট ব্রাইটনেসের সমন্বয়ে এক অবিশ্বাস্য গ্রাফিক্স যা আপনাকে দেবে গেমসের এক জীবন্ত অনুভূতি।

এছাড়াও রয়েছে গেমিং ব্যালেন্স ব্যাটারি এবং ইকো মোড। এর টার্বো কুলিং টেকনোলজি আপনাকে দেবে অবিরাম গেমস খেলার সুযোগ । আপনি যখন ল্যাপটপকে গেমিং মোড এ নিয়ে আসবেন অসাধারণ গ্রাফিক্স আপনার চোখ ধাঁধিয়ে দেবে,আপনার কার্সরের আকার বদলে যাবে, কি বোর্ড উজ্জ্বল নীল রং ছড়াবে আর টার্বো লাইট ফ্ল্যাসিং শুরু করবে । সব মিলিয়ে আপনি পাবেন এক জীবন্ত অনুভূতি ।

এর ১৭.৩ ইঞ্চি সাইজের হাইডেফিনেশন মনিটর যা আপনাকে দেবে জিবন্ত গেম খেলার অভিজ্ঞতা ! এর ওজন ৪.০৮ কেজি । অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন গেমের মেশিনগুলোর তুলনায় এই ওজন কিছুটা কম হলেও এটি বহন করা খুব সহজ নয় । এবার আসুন আসল কথায়!!!! দাম কত এই মেগা গেমারের? এখানেই কবি নীরব 🙁  ।এর জন্য আপনাকে গুণতে হবে কমপক্ষে ১ লক্ষ ৫৬ হাজার টাকা  ।
তবে চমৎকার একটি গেমিং ল্যাপটপের জন্য ক্রেজি গেমারদের কাছে দামটি খুব বেশী মনে হবে না বোধহয়  !!:)
স্যামসাং সিরিজ সেভেন গেমার কনফিগারেশন

মূল্য    ১ লক্ষ ৫৬ হাজার টাকা (প্রায়)
প্রসেসর    ২.৩ গিগাহার্জ ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর-(3610QM)
মেমোরি    ১৬৩৩ মেগাহারজ ডিডিআরথ্রি ১৬ গিগাবাইট র‍্যাম
হার্ড ড্রাইভ    ১.৫ টেরাবাইট ৭২০০ আরপিএম (২ x ৭৫০ গিগাবাইট)
চিপসেট    ইন্টেল এইচএম৭৭

গ্রাফিক্স    এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 675M
অপারেটিং সিস্টেম    উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম(৬৪ বিট)
ডাইমেশন    ১৬.১ বাই ১১.২ ইঞ্চি
উচ্চতা    ১.৩ - ২ ইঞ্চি
স্ক্রিন    ১৭.৩ ইঞ্চি
ওজন / (অ্যাডাপ্টর সহ)    ৯ পাউন্ড / ১১.১ পাউন্ড

অসাধারন কনফিগার সমৃদ্ধ এই মেশিনে আপনি যে কোন গেম খেলতে পারবেন আনায়সে!

আজ এখানেই শেষ করছি! সামনে আর চমৎকার পোস্ট আপনাদের উপহার দিতে পারব বলে আশা রাখি। ধন্যবাদ।

Level 0

আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am littel boy but cute and wise


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaisab koi paisen aita….. ?????

hahaha……. r kisu bollam na….

Level 0

এইটা স্যমসাং এর নিউ গেমিং ল্যাপটপ

hmmmmmm………… valo laglo, but ato dam hoile kivabe nibo ????

hahahaha

Level 0

Ato tk Dia jodi kew kine tyle faltu samsung er laptop kano nite jabe….oi tk dia “3r generation Alienware” easily kena jabe…r gaming performance nia Alienware nia kisu bolar ni………

Screen shot -এ দেয়া ATI আর আপনে কইলেন Nvidia. হে হে আহা ।

Level 0

Taka থাকলে এমনিতেই গেমিং ল্যাপ্টপ কেনা যায়। dell এর এলিয়েনওয়ার এর মধ্যে বেস্ট। কারো এই samsung কেনার দরকার পড়ে না।

আর টিউনে দুইটা জিনিস ঠিক করেন। graphics card এটার ATI not NVEDIA(এই জিনিসটা কি তাও বুঝলাম না)

এক্কেবাড়ে চরম ল্যাপটপ, দামের জন্য কিনতে পারমু না :'( 🙂