মজার কিছু অংকের গেম :: ছেলে-বুড়ো সবার জন্য!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্কুলে ক্লাসের প্রথম বেঞ্চের শিক্ষার্থী ছাড়া সবার মধ্যেই একটা অংকভীতি লক্ষ্য করা যায়। অংক প্রীতি আছে এমন স্টুডেন্ট পাওয়া দুষ্কর। এখন কি অবস্থা কে জানে তবে আমাদের স্কুল জীবনে এমন অবস্থা ছিলো। এজন্য ছাত্র/ছাত্রী, অংক শিক্ষক নাকি ম্যাথমেটিকসের আবিষ্কারক কে দায়ি আজ অবাধি বুঝতে পারছি না। আমার একটা সময় অংক ভিষন বিরক্তের বিষয় ছিলো। এখন নেই। রবীন্দ্রনাথের “ইচ্ছে পূরণ” গল্পের মতো আবারও স্কুলে যেতে ইচ্ছে হয়। কিন্তু ভাই সময় বড্ড ধুরন্ধর!!! যখন বোঝা উচিৎ তখন বুঝি না আর যখন বুঝি তখন সময় ব্যাটা হারিয়ে যায়।

যাই হোক, এখন যে টিউনটি দিচ্ছি তা মূলত বাচ্চাদের অংক শেখার কিছু গেমের সাথে পরিচয় করিয়ে দেয়া সংক্রান্ত। মজার ব্যাপার হচ্ছে এই গেমগুলো আমারও ভিষন প্রিয়। কিন্তু আমি তো বাচ্চা না ; আমার ভালো লাগবে কোন যুক্তিতে।

অংক শেখা সংক্রান্ত গেমগুলো দেখতে এখানে ক্লিক করুন।

ওয়েবসাইটিতে বিভিন্ন ধরনের গেমের সমারহ দেখতে পাবেন। কয়েকটিতে এজ রেঞ্জ দেয়া আছে। আপনার মনের মত করে বাছাই করে ক্লিক করুন।

আমি আপনাদের দেখানোর উদ্দ্যেশ্যে এই গেমটিতে ক্লিক করেছি। লোড হতে খুব অল্প সময় নেয়। নেট স্পিড কম হলেও দারুন ভাবে খেলতে পারবেন।
এই গেমটিতে শুধু পেন্সিল দিয়ে আঁকা আঁকি করে গোল্লা টি নিচে ফেলতে হবে।

তো.............? শুরু করেদিন খেলা আর শেখা।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও আসলে বাচ্চাদের জিনিস খুব প্রিয়।মাঝে মাঝে আমরা বড় হতে হতে ভুলে যাই আমরা বাচ্চা ছিলাম,কিন্তু অবচেতন মনে কেউ কেউ বাচ্চাই থেকে যায় মনে হয়,তাদের জন্য এসব উপকারি।

    @Ochena Balok: মানুষের শরীরের বয়স বাড়ে। মনের বয়স বাড়ে না তবে অভিজ্ঞতা বাড়ে। আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে জীবনের স্বাভাবিক রসবোধ ও আনন্দ গুলো গ্রহনের ক্ষমতা হ্রাস পেতে থাকে।
    যাদের মাথায় টাক তাদের পকেটে একটা চিরুনী থাকে। পিছনের চুলগুলো আচরাবার জন্য। চুল থাকতে চুলের মর্ম বুঝতে হয়।
    ভয় হচ্ছে কোনো টাক মাথার মানুষ যদি আমার উপর ক্ষেপে যায়!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: হা হা হা চমৎকার কমেন্ট করেছেন।টাক সম্পর্কে আমার ব্যক্তিগত একটা মতামতঃটেকো মানুষের মেয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। 😛

        @Ochena Balok: আমার পাশের বাড়ীতে কোনো এক ভ্যালেন্টাইন ডের দিন প্রেমিকাকে ভ্যান্টিলেটর দিয়ে গোলাপ ছুড়ে মেরে ছিলো। গোলাপটি পড়েছিলো মেয়েটির বাবার টাকে। এই নিয়ে বিচার শালিসি ইত্যাদি ইত্যাদি।
        [টাক পড়া মানুষ, চুলওয়ালা মানুষের চেয়ে বেশী সেলুনে যায় ও আয়না দেখে]

আপনার টিউন এর জোয়ারে ভাইসা গেলাম গা!!!!!!!!!!!!!!! 😀

আমার জন্য উপযোগী কারণ আমি পিচ্ছি … ধন্যবাদ ভাই

asif vaia bia korar por jokhon bby hobe tokhon tomar ai math er game gula kaje lagabo.:p akhon to dmc4 nia bg… 😛

asif vaia lag korci bby to biar por e hobe r 2in hobe na 2in lagbe na :/ amr akta futfute meye bby holai hobe umwha :*