হ্যালো? কেমন আছেন? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের গেমস জোনে থাকছে তরতাজা নতুন একটি সিরিজ। 😀
আজকের গেমস Mass Effect 3. 😛
Mass Effect 3. একটি একশন রোল-প্লেয়িং ভিডিও গেম যেটি বায়োওয়ার দ্বারা ডেভেলপ করা হয়েছে এবং ইলেকট্রনিক আর্টস দ্বারা পাবলিশ করা হয়েছে। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ পিসি, প্লে-ষ্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য রিলিজ হয়েছে এ বছরের ৬ই মার্চ (২০১২)। গেমটি ম্যাশ ইফেক্ট গেমস সিরিজের সর্বশেষ গেম। যারা সিরিজের আগের ২টি গেমস খেলেছেন তাদের জন্য এবারের সিরিজে থাকছে ব্যাপক চমক। কমবাট সিস্টেম , কভার সিস্টেম এবং artificial intelligence এ ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এছাড়াও ৪ জন মাল্টিপ্লেয়ার কো-অপ মোড টিও যুক্ত করা হয়েছে।
********
Mass Effect 3
Developer:
BioWare
Publisher:
Electronic Arts
Series:
Mass Effect
Engine:
Unreal Engine 3
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360
Release Date(s):
March 06, 2012 (on North America)
March 08, 2012 (on Australia)
March 09, 2012 (on Europe)
March 15, 2012 (on Japan)
Genre(s):
Action Role-Playing,
Third-Person Shooter.
Mode(s):
Single-Player,
Co-op Multiplayer (third-person view)
Rating(s):
ACB: MA15+
BBFC: 15
ESRB: M
PEGI: 18
USK: 16
System Requirements:
Mode | OS | Processor | Ram | V-Ram | HardDisk |
Minimum | Windows XP, Vista or Seven | Core 2 Duo 2.04GHz | 1GB, 2GB for Vista/Win7 | 256MB | 15GB Free |
Normal | Core i3 2.0GHz | 2GB for XB, 4GB for Vista/Win7 | 512MB | ||
Highest | Win7 | Core i7 3GHz | 5GB | 2GB | |
DirectX 9.0c for XP , DirectX 10 for Vista and DirectX 11 for Win7 + Pixel and Vertex Shader 3.0 Support. |
গেম-প্লে:
গেমটির অধিকাশং গেম-প্লে কনসেপ্টস সিরিজের আগের দুটি গেমস (ম্যাশ ইফেক্ট এবং ম্যাশ ইফেক্ট ২) থেকে আনা হয়েছে। এখানে কোনো নতুন গল্প নেই। ম্যাশ ইফেক্ট ২ এর অমিমাংসিত কাহিনী থেকেই ম্যাশ ইফেক্ট ৩ এর গল্প শুরু। গেমটিতে নতুন করে ক্যারেক্টার ডিজাইন অপশনটি যুক্ত হয়েছে। গেমটিতে ৮২ মিনিট কাট-সিন রয়েছে।
ম্যাশ ইফেক্ট ৩ গেমটি তে তিনটি প্লে মোড রয়েছে।
Action Mode,
Story Mode,
RPG Mode.
একশন মোড এ গল্পের কাহিনীর ডিফিকাল্টি নরমাল থাকবে।
স্টোরী মোড এ ম্যানুয়্যার বার্তা দিতে হবে এবং ডিফিকাল্টি ৮০% হার্ড থাকবে।
এবং আর.পি.জি মোড এ ডিফিকাল্টি থাকবে সুপার হার্ড (৩০০%)। সাথে থাকবে এক্সট্রিম গ্রাফিক্স আপডেড।
সবগুলো মোড ই অস্ত্র থাকবে মোট ২৫ প্রকার এর। প্রত্যেকটি অস্ত্র ৫ প্রকার। ক্যারেক্টার এ থাকছে আরো আকর্ষণীয় মোড। রমজানে এসব এডাল্ড জিনিস নিয়ে বিস-ারিত না বলাই ভাল। (লুল)
গেমটির লাষ্ট লেভেল পার করতে হলে আপনাকে অবশ্যই গেমটির Effective Military Strength (EMS) পাওয়ার বৃদ্ধি করতে হবে। ই.এম.এস বৃদ্ধির অনেক উপায় রয়েছে। যেমন, কত তাড়াতাড়ি প্রত্যেকটি মিশণ কমপ্লিট করবেন, কত শার্প গেম-প্লে খেলবেন, কতগুলো শত্রু কে পরাস- করবেন ইত্যাদি।
গেমটির ডেভেলপমেন্ট এর কাজ সিরিজের ২য় গেম (ম্যাশ ইফেক্ট ২) রিলিজের আগের শুরু হয়। ডিসেম্বর ১০, ২০১০ এ ইলেকট্রনিক আর্টস এর ওয়েবসাইট এ সর্বপ্রথম ম্যাশ ইফেক্ট ৩ এর ট্রেইলার দেখা যায়।
ম্যাশ ইফেক্ট ৩ গেমটি ২০ এপ্রিল ২০১১ তে রিলিজ হবার কথা ছিল। কিন' তখন বায়োওয়ার কোম্পানি ব্যাটলফিল্ড গেমটি তে জোড় দেবার কারণে গেমটির রিলিজ তারিখে প্রায় এক বছর পিছিয়ে যায়। তারপরও রিলিজের প্রথম মাসেই ২০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়।
Download Link: (200MB per Part - 13.7 GB Total)
যেভাবে ডাউনলোড করবেন:
http://ncrypt.in/folder-026DNiGW
গেমটি একেবারে নতুন , তাই অনেক কষ্টে একটি সচল মিডিয়াফায়ার লিংক পেয়েছি।
১। ডাউনলোড লিংক এ ক্লিক করুন।
২। ক্যাপচা সঠিক ভাবে এন্ট্রি করুন।
৩। ৬৯টি ফাইল সহ একটি নতুন পর্দা আসবে।
৪। সবগুলো ফাইল এ ক্লিক করে ডাউনলোড করুন। (এবার সরাসরি আপনাকে মিডিয়া ফায়ারে নিয়ে যাবে।)
৫। সেটআপ.ইএক্সই ফাইলটি রান করে গেমটি ইন্সটল করুন।
😀 ধন্যবাদ। 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আমার wwe’12 pc edition লাগবে please help me