খেলুন মজার মজার গেম :: ইন্টারনেট স্পিড কম হলেও অসুবিধা নেই!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

যে গেমের খপ্পরে একবার পড়েছেন, বুঝেছেন গেমের কি মজা। আমি জীবনে খুব একটা গেম খেলিনি। যেটুকু খেলেছি তার মধ্যে বেশী খেলেছি নিড ফর স্পীড-২। আর যে গেম খেলেছি বেশীর ভাগই চিট কোড ব্যাবহার করে। এত দিন পরও কমপক্ষে ৫০টি জনপ্রিয় গেমের চিটকোড আমার মাথায় সেইভ করা আছে। কেউ জিজ্ঞেস করলে অকপটে বলে দিতে পারবো। তবে চেজ মাস্টারে দাবা খেলেছি প্রচুর।

যাই হোক একটি অনলাইন গেমিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে অগনিতো গেমের ছড়াছড়ি। যারা এ্যাপল ব্যাবহার করেন তারাও অনায়াসে এখান থেকে গেম খেলতে পারবেন। তার সাথে রয়েছে কমেন্ট সহ বিভিন্ন গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহনের ব্যাবস্থা।

এখানের গেমগুলো ফ্লাস বেইজড। ধীরগতির ইন্টারনেট স্পিডেও গেম খেলতে তেমন একটি অসুবিধা হবে না।

গেম খেলতে এখানে ক্লিক করুন।

আপনার পছন্দের গেমটি বেছে নিন। যে গেমটি খেলতে চান তাতে ক্লিক করুন।

যেমন আমি মিনিং ট্রাক গেমটি খেলতে চাচ্ছি।

এখানে থেকে প্লে দিন। ইচ্ছে করলে স্কোরে একটা ঢু  মেরে দেখতে পারেন।

বেশ আনন্দের সাথে গেমটি খেলছি। এখানে কী-বোর্ড দ্বারা বেশ ভালোভাবে কন্ট্রোল রাখা যায়।

আমার এই টিউনটি গেম পাগল ভাইদের জন্য উৎসর্গ করা হলো।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার অনলাইনে হাতে খড়ি ফোনফ্যাক্স এর দোকানে এসকল সাইটে গেমস খেলে। আলফি নামে একটা সাইট ছিল অনেক সুন্দর। ধন্যবাদ টিউনটি করার জন্য।

    @swordfish: গেমের সাথে অনেক মজার মজার স্মৃতি জড়িয়ে থাকে। আপনার আগমনে আমি মুগ্ধ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!!

আসিফ ভাই আপনার “এখানে ক্লিক করুন” এ কিলকাইলে ব্লাংক পেজ আসে । ঘটনা কি ?

পরথম বার আইছিল না । এই বার আইছে । কি আর কমু মিয়া ভাই খালি কই ” খাইছে আমারে “!!! এইডা ঠিকানা আমার চাচাত ভাইডা পাইলে আমি আগামী কয়েক সপ্তাহ আর পিসির আসেপাশেও যেতে পারব না । তারপর আমার লাইন আসবে আর কি ।lol. জটিল ।

    @জ্ঞান-অন্বেষী: অনেক ধন্যবাদ ভাই। আমার প্রতি এত কেয়ার নেয়ার জন্য। আপনাকে অনেক আপন আপন লাগে।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আরে ভাই আপন মানুষ তো আপনই হবে । কি যে বলেন না আপন আপন লাগে । আমরা আপনার মত একজন মানুষকে আমাদের সাথে পেয়ে গর্বিত ।

        @জ্ঞান-অন্বেষী: শুনে অনেক ভাল লাগলো। আপনার চাচতো ভাইয়ের জন্য মায়া দেখে আমার বেশ কৌতহল হচ্ছে। ঐ দিন বেচারার দরকার ছিলো মোবাইলে পিডিএফ পড়ার।
        আসলে আপন ভাই না থাকলে অনেক কষ্ট। আফটার অল, আপনি আমার ডিজিটাল ভার্চুয়াল ভাই!!!

আমি আগে অনলাইনে এই সাইটে গেম খেলতাম,আমার অনলাইন জগত সম্ভবত গেম খেলেই তৈরি অনেক স্মৃতি জরান।মনে করিয়ে দিলেন,আপনাকে ধন্যবাদ

ভাই, সামনে পরীক্ষা, তাই আপনার টিউনটি পরলাম না.