কি খবর? ভাল আছেন? আশা করি এই গরমের ভিতরেও সুস্থ আছেন (!)। নিয়ে এলাম গেমস জোন এর নতুন পর্ব।
******************
Halo 2.
Developers:
Bungie Studios (for Xbox),
Microsoft Game Studios (for Microsoft Windows),
Pi Studios (for PC editing tools and two new maps)
Publishers:
Microsoft Game Studios
Release Date:
November 9, 2004.
Genre:
First-person shooter
Mode’s:
Single-player, multiplayer, Xbox Live, co-op and system-link
হালো ২, একটি ফাস্ট পারসন শুটিং গেমস যা নভেম্বর ৯, ২০০৪ সালে রিলিজ হয়। বরাবরের মতই এবারো আগের সিরিজ এর থেকে উন্নত গ্রাফিক্স, উন্নত অস্ত্র এবং কঠিন প্রতিপক্ষ নিয়ে হাজির হয় হালো ২ গেমসটি।
হালো ২ গেমসটি হালো গেমস সিরিজের ২য় গেম। এবং গেমটি ২০০১ সালের Halo: Combat Evolved এর সিকুয়্যাল।
গেমটিতে নতুন অস্ত্র, নতুন গাড়ি, মাল্টিপ্লেয়ার এর জন্য ২টি নতুন ম্যাপ এবং একটি সম্পূর্ণ নতুন এলিয়েন জাতি Arbiter যুক্ত করা হয়।
Halo: Combat Evolved ব্যাপক সাফল্যের পর মাইক্রোসফট গেমস স্টুডিও এর পরবর্তী গেমস হালো ২ তে ব্যাপক জোড় দেন।
২০০৪ সালের ৪ নভেম্বর এর হালো ২ রিলিজ হবার পর এক্স.বক্স কনসোল এর সবচেয়ে জনপ্রিয় অবস্থানটি ধরে রাখে ২০০৬ পযর্ন্ত গিয়ার অফ ওয়ারস গেমটি রিলিজ হবার আগে।
এবং ২০০৭ সালে হালো ২ গেমসটি সবচেয়ে best-selling first-generation Xbox game খেতাবটি পায়। ২০০৭ পযর্ন্ত গেমটি ভাল ব্যবসা করে এবং প্রায় ৬ দশমিক ৩ মিলিয়ন কপি সারা বিশ্বে বিক্রি করতে সক্ষম হয়।
গেমপ্লে:
হালো ২ একটি শুটিং গেম। যেখানে আপনাকে মানব জাতির রক্ষক হয়ে খেলতে হবে বিভিন্ন এলিয়েন গোষ্ঠীর বিপক্ষে। গেমটিতে নতুন ডুয়াল মোড অস্ত্র যোগ করা হয় যেখানে প্লেয়ার একই সাথে দুটি ভিন্ন অস্ত্র নিয়ে দারুণ ভাবে খেলতে পারবে। এবং গ্রেনেড ও হাতের মার এ আরো পাওয়ার যোগ করা হয়।
গেমটিতে অস্ত্র মোট দুই প্রকারের। একটি হল মানব ফোর্স এর অস্ত্র এবং আরেকটি হল এলিয়েন গোষ্ঠীর অস্ত্র। এলিয়েন অস্ত্রগুলো রিলোড করা সম্ভব নয় । আর মানব ফোর্স এর অস্ত্রগুলো রিলোড করা যায় এবং এগুলো দ্রুতগতির তবে এটি এলিয়েন অস্ত্রগুলোর চেয়ে কম শক্তিশালী।
গেমটিতে গ্রেনেড সিস্টেম ও দুই প্রকার। একটি মানব ফোর্স এর গ্রেনেড এবং আরেকটি এলিয়েন গ্রেনেড। মানব ফোর্স এর গ্রেনেড তাড়াতাড়ি বিস্ফোরিত হয় তবে এরং শক্তি কম । আর এলিয়েন গ্রেনেড গুলো প্রচুর শক্তিশালী তবে দেরী করে বিস্ফোরিত হয়।
গেমটিতে প্লেয়ার সবোর্চ্চ ৩টি অস্ত্র এবং ৮টি গ্রেনেড বহন করতে পারবে।
গেমটি খেলতে হলে আপনার পিসিতে যা যা থাকতে হবে:
Operating System:
Any Windows Operating System Excepts Windows 95, 97, DOS and Windows XP.
CPU:
Intel Pentium 4, 2GHz or AMD Athlon XP , 2 GHz.
(Intel or AMD 3GHz Dual-Core Recommended)
Ram:
1GB , 1.5 GB for Windows 7.
(2.5 GB for windows seven & 2GB for Vista Recommended)
VGA:
NVIDIA GeForce 6100 (NVIDIA GeForce 7800 Recommended) – 128MB
ATi Radeon X700 (ATi Radeon X1800 Recommended) – 128 MB
(256 MB Recommended)
Hard Drive Space:
ডাউনলোড লিংক: (২ জিবি ডাইরেক্ট লিংক)
http://games.gol.ge/Halo_2/Halo_2.iso
Crack:
http://www.mediafire.com/?w43c80l8s604i3a
ফাইলটি ডাউনলোড করে উইনরার দিয়ে ওপেন করুন এবং ফাইলটি ডি-কমপ্রেস করুন। এরপর গেমটি যথা নিয়মে ইন্সটল করুন এবং Crack ফাইল দিয়ে খেলুন।
তো গেমটি খেলুন আর উপভোগ করুন। যারা ক্রাইসিস খেলতে পারেন নি তারা হালো সিরিজের গেমগুলো খেলে দেখতে পারেন। 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
chomotkar ekti game!
thx!
btw…bhai.. ” CRISIS ” er dl link dite paren? crisis 1 er .