গেমস জোন [পর্ব-৪] :: Kingdoms of Amalur: Reckoning (2012)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো? কেমন আছেন? 😛 গেমস জোন এর নতুন পর্ব হাজির।

আজকের গেমস Kingdoms of Amalur: Reckoning.

Kingdoms of Amalur: Reckoning একটি Action Role-Playing সিঙ্গেল প্লেয়ার গেম যা মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এ রিলিজ হয়েছে এ বছরের ০৭ই ফেব্রুয়ারী (২০১২)।

***********

Kingdoms of Amalur: Reckoning

Developer(s):

38 Studios,

Big Huge Games,

Publisher(s):

38 Studios,

Electronic Arts.

Platform(s):

Microsoft Windows,

PlayStation 3,

Xbox 360.

Release Date(s):

February 07, 2012 (on North America)

February 09, 2012 (on Europe)

Genre(s):

Action Role-Playing,

Hack and Slash,

Open World.

Mode:

Single-Player.

Rating(s):

BBFC: 15

ESRB: M

PEGI: 18

System Requirements:

Minimum:

*Windows XP SP3, Windows Vista SP2, Windows 7 SP 1

*Intel Core 2 Duo Running at 2.2GHz. OR AMD Athlon 64 X2 5000+ running at 2.6GHz.

* 2GB Ram for Vista/ seven. 1GB Ram for XP

* NVIDIA GeForce 8800 GT 512MB. OR ATI Radeon HD3650 512MB Graphic Card.

* Shader Model / Pixel Shader 3.0.

* Minimun Resolution supported is 1280×720

* Direct X 9.0C

* 10.5GB HardDisk Space.

Recommended:

* Windows XP SP3, Vista SP2, Seven SP1.

* Intel Core 2 Quad 2.4GHz OR AMD Phenom X4 2.6GHz.

* 4GB Ram for Vista & Seven. 3GB Ram for XP.

* NVIDIA GeForce GTX260 1GB OR ATI Radeon HD4850 1GB Graphic Card.

* Shader Model / Pixel Shader 3.0

* Direct X 9.0C

*10.5GB HardDisk Space.

Highest:

* Windows Seven SP1.

* Intel Core i5 3.2GHz.

* 6GB Ram

 

* 2GB Graphic Card

 

* Shader Model / Pixel Shader 4.0

* Direct X 10.

* 10.5 GB Free HardDisk Space.

এখানে বলে রাখি যে, গেমটি ডুয়াল কোর এর নিচে চালাতে পারি নি। গেমটি চালাতে হলে অবশ্যই আপনার কাছে কোর ২ কোয়ার্ড ৪ জিবি  RAM এবং ১জিবি গ্রাফিক্স কার্ড থাকতে হবে। শেডার মডেল / পিক্সেল শেডার ৩.০ থাকলেই হবে। তবে যারা ফুল স্পিড এবং সবোর্চ্চ গ্রাফিক্স দিয়ে খেলতে চান তাদের কাছে কোর আই ৫, ৬জিবি RAM এবং ২জিবি গ্রাফিক্স কার্ড এবং অবশ্যই উইন্ডোজ ৭ থাকতে হবে। আর শেডার মডেল / পিক্সেল শেডার ৪.০ এর সাথে ডাইরেক্ট এক্স ১০ থাকতে হবে।

শেডার মডেল / পিক্সেল শেডার ৬.০ বেরিয়েছে এই কিছুদিন আগে। আর ডাইরেক্ট এক্স ১১ ও বের হয়েছে ।

যারা এক্স পি চালান তাদের কাছে অবশ্যাই সাভির্স প্যাক ৩ থাকতে হবে।

Game-Play:

কিংডম অফ আমালুর ফিচার করে ৫টি ভিন্ন ভিন্ন জাতি, ৪টি প্লেয়েবল রেস এবং ৩টি ট্রিস যেটা ২২টি এবিলিটিস প্রত্যেকটি ট্রি এ।

৪টি প্লেয়েবল রেস গুলো হলো The Almain (Civilized Humans), The Dokkalfar (Dark Elves), The Ljosalfar (Light Elves), and The Varani (Nomadic Humans).

গেমটির শুরু করতে হবে আপনাকে Blank Slate হিসেবে। তবে কিছুক্ষণ পর আপনি ফিচার করা ৩টি গেম টাইপ হতে একটি কে বেছে খেলতে পারেন।  ৩টি গেম টাইপ হলো Might, Finesse and Sorcery. এক একটি গেম টাইম এক এক রকম । যথাক্রমে Fighter, Rouge and Mage. আপনি লড়বেন এবং এক্সপেরিয়েন্স অর্জন করবেন এর সাথে এডিশনাল লেভেল আনলক করবেন।  প্রত্যেকটি লেভেল আনলক করার সাথে সাথেই প্লেয়ার ৩টি এবিলিটি পয়েন্ট অর্জন করে । গেমটিতে ২২টি এবিলিটি রয়েছে। সবগুলো এবিলিটি আনলক করার পর বোনাস হিসেবে প্লেয়ার Destinies অর্জন করবে।

কমবাট গুলো টাইমের সাথে বাটন প্রেসিং এর উপর নির্ভরশীল। গেমটি রয়েছে রিনকিং মোড, যা কমবাট এর সর্বশীর্ষে গিয়ে আনলক করতে হয়, রয়েছে স্লো-মোশন মোড।

প্লেয়ার ল্যান্ড এ ট্রাভেল করতে পারে, উঁচু পাহাড় থেকে লাফ দিতে পারে, পানিতে সাঁতার কেটে যু্‌দ্ধ করতে পারে।  পানির ভিতর যুদ্ধ টা চরম।

Main Characters:

The Fateless One,

Alyn Shir,

Agrath,

Fomorus Hugeus,

Gadflow,

Tirnoch.

Development:

গেমটির তৈরি এবং উন্নয়ন কাজ শুরু হয় ২০০৯ সালে ৩৮ স্টুডিও কোম্পনি দ্বারা। সর্বপ্রথম জানুয়ারি ১৭, ২০১২ সালে গেমটির ডেমো ভার্সন রিলিজ করা হয় উইন্ডোজ, এক্স বক্স ৩৬০ এবং প্লে-স্টেশন ৩ এর জন্য। ডেমো ভার্সন এ স্পেশাল আইটেম আনলক করা যায় যা ফুল ভার্সনে প্রয়োগ করতে পারবেন (Mass Effect 3 এর মতোই)।

ডেমো ভার্সনটি বাজারে এতই জনপ্রিয় হয় যে নির্মাতারা গেমটির রিলিজ নিয়ে বড় কোনো অনুষ্ঠান করবেন বলে ঠিক করেন।

মার্চ ১০, ২০১২ পর্যন্ত শুধুমাত্র আমেরিকায় গেমটির ৩,৩০,০০০ কপি বিক্রি হয়েছে।

Download Link: (7.4GB)

http://www.mediafire.com/?v6fbtltuw0o63

Or

http://filesmy.com/2nO7h

Or

http://filecastonline.com/gerh342ee/Kingdoms

Or

http://shareoutfile.com/s/download/54212235/z51592/Amalur.rar.html

How to Install The Game :
1st step : Download all parts of file and extract (Use Winrar).
2nd step : Then you can get a ISO or Other Format File and Mount ISO or Burn On DVD (Use Daemon Tools).
3rd step : Now you can install the game.
4th step : Find SKIDROW folder & copy all files to installation folder ( In program files).
5th step : Start play the Game.

আজকের গেমস জোন এখানেই শেষ করছি।

😀 ধন্যবাদ। 😀

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনটির উপাস্থাপনা চরম হয়েছে।
আপানি আলটিমেট টিউনার না দিয়ে আলটিমেট গেমার দিলে বেশি মানানশই হতো।

আপনার টিউন পড়ে এখন গেমসটি খেলতে ইচ্ছে করছে। 🙂

time management game chai