সরাসরি ইন্টারনেটে ইউরো ২০১২ এর ফাইনাল স্পেন-ইতালি দেখুন।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

euro 2012 এর ফাইনাল  লাইভ দেখতে এ লিঙ্ক এ যান।

http://gamecircle24.com

ফাইনাল নিয়ে কিছু খবরঃ

- আজ জিতলে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জয়ের জার্মানির রেকর্ডে ভাগ বসাবে স্পেন।
- ৪৪ বছর পর ২০০৮ সালের ইউরো জিতেছিল স্পেন। আজ ইতালি জিতলে সেটাও হবে ৪৪ বছর পর ‘আজ্জুরি’দের ইউরোপ-শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার।
- ইউরোর ফাইনাল টাইব্রেকার দেখেছে একবারই। শেষ দুটি ফাইনালের নিষ্পত্তিও একমাত্র গোলে। ২০০৪ সালে গ্রিস হারায় পর্তুগালকে, ২০০৮ সালে স্পেন জার্মানিকে।
- ইউরো ও বিশ্বকাপে সাতবার ইতালির মুখোমুখি হয়ে স্পেন সরাসরি জিততে পারেনি একবারও। তাদের একমাত্র সাফল্য টাইব্রেকারে, ২০০৮ ইউরোর শেষ আটে।
- ২০০৮ ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশ দলের আট সদস্য আছেন এবারের স্প্যানিশ দলেও।
- জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ২ গোল করে ইতালির জয়ের নায়ক বালোতেল্লি আর একটি গোল পেলেই চার গোল নিয়ে হতে পারেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। স্পেনের পক্ষে ২টি - করে গোল করেছেন তোরেস, ফ্যাব্রিগাস ও আলোনসো।
- ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে অপরাজিত স্পেন। ইউরো ও বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত ১৯ ম্যাচের ১৭টিতেই জিতেছে।
- এই ১৯ ম্যাচে মাত্র ৮টি গোল খেয়েছে স্পেন। চলতি ইউরোয় শেষ চার ম্যাচে কোনো গোল খায়নি।
- এবারের টুর্নামেন্টে স্পেনের জালে একমাত্র গোলটি দিয়েছেন ইতালির আন্তোনিও ডি নাতালে। গ্রুপ পর্বে দ্বিতীয়ার্ধে নেমে পাঁচ মিনিটের মধ্যেই গোলটি করেছিলেন বদলি স্ট্রাইকার নাতালে ।

Level 0

আমি cheapratedomain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস