কিছুদিন আগে টিটি ও অন্যান্য ব্লগে দেখলাম এক বাক্তি দেখলাম এনড্রয়েড এপ্লিকেশন ও গেমসের ডিভিডি বিক্রি করছেন। লাইকেন নাকি ফাইকেন বিডি নাম। দেখে খুবই খারাপ লাগল।
আমরা টিটি সদস্যরা যেখানে মুক্ত সফটওয়্যারে বিশ্বাসী, যেখানে গুণী টিউনাররা নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য করেন সেখানে এরকম পোস্ট!!!
যা হোক আমি হাল ছাড়লাম না। মনে মনে বললাম, "আরে বেটা তুই গেম বানাইসস নাকি......নাকি গেম কিনে আমাদের দিতাসেন??? ইন্টারনেট থেকেই তো নামাইসস......।খুজলাম আর একটা পেয়ে গেলাম......।
লাইকেণ মিয়ার ব্লগে এই গেমটা আসে কিন্তু তিনি invalid লিঙ্ক দিয়া রাখসেন।
এবার গেমটি নামাতে ও ইন্সটল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন>>>>>
*ডাউনলোডঃ
i. apk file
# প্রথমে ৯ এমবির apk ফাইলটা নামান নিচের লিঙ্ক থেকে-----------
http://www.mediafire.com/?tf0ocf8eh003sxc
ii. SD FILE [সেটআপ ফাইল আরকি 🙂 ]
#Gta III এর apk ফাইলটা নামানোর পর ৪০০ এমবির একটা চায়। আমি তো প্রথমেই ভয় পাইছি!! ৪০০ এমবি!! পরে খোঁজাখুঁজি করে সুপার কমপ্রেস করা ফাইল পাইলাম। মাত্র ৭০ এমবি :)। নিচে ঐ ফাইলটার লিঙ্ক>>>>>>>
http://www.mediafire.com/?992ou6xbx6t49r8
*এবার ইন্সটল 🙂
# apk ফাইলটি আপনার এনড্রয়েড স্মার্টফোনে ইন্সটল করুন। memory card এ কপি করে application installer দিয়ে ইন্সটল করুন।
#এবার SD ফাইলটি কম্পিউটারে ইন্সটল করুন। UP1.6 নামে একটা ফোল্ডার আনপ্যাক হবে। ফোল্ডারটি রিনেম করুন com.rockstar.gta3 নামে।
এবার মেমরি কার্ডে ঢুকে anroid নামের ফোল্ডারে ঢুকুন। anroid ফোল্ডারের ভিতর data ফোল্ডারে com.rockstar.gta3 ফোল্ডারটি কপি করুন[SDCard/Android/Data/]. কাজ শেষ। 🙂
** গেম অন করলে Accept Eula USER AGREEMENT দিন। তারপর আপনাকে আবারও ডাটা ডাউনলোড করতে বলবে। তখন back চাপুন এবং গেম মিনিমাইজ করে ফেলুন। এবার notification bar অথবা recent apps থেকে গেমটি চালান। উপভোগ করুন!!! 🙂
# গেমটির ট্রেইলার>> http://www.youtube.com/watch?v=e7bJxOBwtm8&feature=player_embedded
#আমার ফেসবুক আইডি#
http://www.facebook.com/mashfisarwar
#আমার ফেসবুক গ্রুপ
http://www.facebook.com/groups/mashfi.blacki/
##আমার এইচ এস সি পরীক্ষা চলতেসে। ১৭ তারিখ গণিত পরীক্ষা...।লম্বা ছুটি:).আমার ভাইয়ের কালকে এস এস সি পরীক্ষার রেজাল্ট দিবে। দোয়া করবেন। 🙂
আমি Mashfi sarwar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ki dorkar???
Thank u Bro!!!