যখন প্রথম কম্পু কিনি, উদ্দেশ্য একটাই ছিল..... শুধু গেম খেলব, আর গেম খেলব। কারণ ততদিনে রাস্তার ভিডিও গেমগুলা খেলতে খেলতে প্রায় মুখস্ত।সেই থেকেই খেলে যাচ্ছি একের পর এক গেম। হয়ত ভেবেছিলাম একসময় থেমেযাবে এই গেমযাত্রা। কিন্তু না এই ভার্সিটি লাইফেও আমার গেমিং এর নেশা কাটে নি।কম্পুতে একা একা খেলার চেয়ে ল্যান করে বা অনলাইনে বন্ধুদের সাথে খেলার মজাই অন্যরকম। কয়েকদিন আগেও ফিফা খেলতাম ল্যান করে কিন্তু সর্বশেষ এডিশনে ল্যান বন্ধ করে দেয়ায়, আমার মাথায় হাত।মাস দুএক আগে এক ক্লাসমেটের কাছে শুনলাম এই গেমের কথা। সেই থেকে খেলেই যাচ্ছি, খেলেই যাচ্ছি।
আমি Sanaullah Tushar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খেলুম!!!