গেমপ্লে রেকর্ড করুনঃ ৩৭ ডলার ফ্রী। মিথ্যা নয়।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আস সালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালই আছেন। এটি আমার দ্বিতীয় টিউন।

যারা গেম খেলেন তাদের জন্য তো বটেই যারা খেলেন না তাদের জন্যও হয়ত দরকারি একটা সফটওয়ার শেয়ার করব।কারণ কেউ না খেললেও তার ছোট ভাই বা বোন ঠিকই খেলেন। গেম খেলার সময় মনে হয় যদি আপনার সাফল্যটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারতেন, তাহলে কতই না মজা হত । তাই না? আমি আপনাদের সাথে Fraps নামের একটি সফটওয়ার শেয়ার করব যার বর্তমান বাজার দর ৩৭ ডলার। বাজার দর চেক করে দেখতে পারেন তাদের ওয়েবসাইট থেকে । আমি আপনাদের দিব রেজিস্টার্ড ভার্সন। crack,keyzen এর কোন খাওয়া নেই। তাই যার দরকার তিনি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে

সফটওয়ার চালু করে গেম খেলা শুরু করতে হবে। গেম চালু অবস্থায় গেম রেকর্ড করার জন্য বা রেকর্ড বন্ধ করার জন্য f9 চাপুন। screenshot নেয়ার জন্য f10 চাপুন। সাধারণত c ড্রাইভে সেভ হবে আপনি ইচ্ছা করলে সেভ লোকেশন চেঞ্জ করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ । কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফিজ।

Level 2

আমি মাসুম রাহমান তোহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে।
গেমারদের জন্য কাজের টিউন। পরের টিউনের অপেক্ষায় রইলাম।

সুন্দর !

dhoinnaaaaa

খুব সুন্দর সফত্বারে।তবে সফটওয়্যার এর মুল্য আসলেই ৩৭ ডলার কিনা এতো ঘটা করে বলতে হবেনা।আপনি এই সফটওয়্যার টি আমাদের জন্য ক্র্যাক সহ দিয়েছেন সেটাই অনেক বড় কিছু।