আসসালামুয়ালাইকুম,আশা করি আল্লাহ্র রহমতে সকলেই ভালো আছেন।আপনারা সকলেই গত বছরের সেরা মোবাইল গেম Angry Birds এর সাথে পরিচিত আছেন।গত বছর তারা Angry Birds,Angry Birds Rio&Angry Birds Season ৩টি সিরিজ বের করে,এই বছরের ২২শে মার্চ Angry Birds এর নতুন সিরিজ Angry Birds Space বের হয়।আমি আপনাদের জন্য এই গেমটির পিসি ভার্সন নিয়ে আসলাম।আপনাদের জন্য কিছু স্ক্রীনশট দিয়ে দিলাম।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?8shyfzr69448jn3
গেমটি ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে ইন্সটল করে নিন।ইন্সটল শেষ হলে গেম রান কইরেন না।Patch file টি ওপেন করে C>Program Files>Rovio>Angry Birds Space Select করে Patch করে নিবেন।তারপর গেম ওপেন করে Patch file এর ভিতর থাকা সিরিয়ালটি কপি-পেস্ট করে গেমটি ফুল ভার্সন করে নিন আর ডুবে যান Angry Birds Space এর নেশায়।কষ্ট করে টিউনটি যারা পড়েছেন তাদেরকে ধন্যবাদ।
আমি সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবসময় সকলকে সাহায্য করতে ভালোবাসি।
গেমসটির অনেক নাম শুনেছি কিন্তু খেলি নাই কখনো 😀 আপনার রিভিউ দেখে ভালো লেগেছে অনেক। দেখি সময় করে খেলবো।