পিসি গেমিং রিভিউ (পর্ব – ২) – Assassins’ Creed Brotherhood

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গত পর্বের পরঃ

Assassins' Creed - Brotherhood:

এই পর্বে এজিও আদিতোরে দ্য ফিরেনজে (এজিও) তার যাত্রা শুরু করে। তার চাচা মারিও'র মৃত্যুর পর সে বুঝতে পারে ওর উপর এখন বিশাল দায়িত্ব। সমগ্র Assassins' দের নেতৃত্ব দেবার দায়িত্ব তার উপরই এসে পড়ে। নিজ দেশ ফ্লোরেন্স থেকে পালাতে হয় তাকে। ভিলা আদিতোরে ধবংস করে দেয় পোপের সেনাবাহিনীর প্রধান চেসারে (Cesare)। চাচা মারিওর কাছে গচ্ছিত আপল-অফ-ইডেন নিয়ে যায় চেসারে। এজিও অনেক কষ্টে পালায়। রোমে গিয়ে Assassins' Brotherhood এর হাল ধরে সে। ওদিকে বোর্জিয়াদের অত্যাচারে সাধারন মানুষ বিদ্রোহী হয়ে উঠেছে। ওরা আক্রমন করতে থাকে বোর্জিয়াদের। এজিও সাহায্য করে ওদের। ট্রেনিং দিতে থাকে সাধারন মানুষকে। তৈরি করে একেকজন সফল Assassin। গেম এ দেখা যায় এজিও ইচ্ছে করতে ফাইটের সময় ওদের ডাকতে পারে। এটি খুবই মজার। একটি সুন্দর অপশন হল 'Arrow Storm' ! সামনে শত্রু? জাস্ট Arrow Storm দিন, উপর থেকে আপনার শিষ্যরা তীরের বন্যা বইয়ে দিবে।

সমাজের অবস্থা হয় খুব অস্থিতিশীল। এজিওর বন্ধু লিওনার্দো-দ্য-ভিঞ্চিকে বোর্জিয়ারা ধরে নিয়ে যায় যুদ্ধ সরঞ্জাম তৈরি করে দিতে। লিওনার্দো ওদের কামান বানিয়ে দেয়, যে কামান ওরই বন্ধু এজিওর বিরুদ্ধে ব্যবহার করা হবে। লিওনার্দোকে গোপনে দেখা করতে হয় এজিওর সাথে। ডাবল ব্লেড, প্যারাস্যুট ইত্যাদি দিয়ে তাকে সাহায্য করে।

ওদিকে ফ্রেঞ্চরাও দখল নিতে আসে ওর মাতৃভূমির। বন্ধু বারতোলোমেও ডি'আলভানোর সাথে মিলে তাদেরও প্রতিরোধ করে। বারতোলোমেওর স্ত্রীকে ধরে নিয়ে যায় ফ্রেঞ্চরা। এজিওর অসাধারন বুদ্ধিতে বেঁচে ফিরে আসে সে।

মাজিক জীবনে বিভেদ চরম আকার ধারন করে। কে যেন এসাসিনদের গোপন খবর বোর্জিয়াদের গোপনে দিয়ে দিচ্ছে। সবাই সন্দেহ করে এজিওরই বন্ধু থিফদের প্রধান 'লা-ভোলপে' কে। এজিও বিশ্বাস করত লা ভোলপে একাজ করতে পারেনা। প্রায় মারাই পড়তে যাচ্ছিল লা ভোলপে। শেষ মুহূর্তে তাকে মেরে ফেলা থেকে বাঁচায় এজিও।

গেইমের শেষের দিকে এজিওর ভালবাসার মানুষ কাতারিনা এজিওকে পুরো মানবজাতির গ্রেটার গুডের তাগিদে তার জীবনের পথে সফলতার তাগিদে পালিয়ে যেতে সাহায্য করে। কাতারিনা যুদ্ধ করতে করতে মারা যায়।বোর্জিয়াদের গোপন খবর জানতে কোর্টেসানদের ব্যবহার করতে হয়। এমন দুঃসময়ে এজিওর বোন ক্লদিয়া কোর্টেসানদেরপ্রধান হিসেবে আবির্ভূত হয়ে এজিওকে সাহায্য করে।

নানান সংঘাতের সাথে ক্ষমতাধরদের মধ্যেও দেখা যায় অন্তর্দ্বন্দ। রড্রিগো বোর্জিয়াকে মারতে গিয়ে দেখে বোর্জিয়ারই ছেলে চেসারে তাকে বিষাক্ত আপেল খাইয়ে মেরে ফেলেছে। এজিও সেসারেকে ধরতে ভিয়েনা আসে। সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের পর চেসারেকে এজিও এসাসিনেট করে।

ওদিকে, এনিমাসের বাইরে লুসি, ডেসমন্ড দেখতে পায় এজিও আপল অফ ইডেনকে রোমান কলেসিয়ামে লুকিয়ে রেখেছে। ওরা রওনা হয় কলেসিয়ামের পথে। উদ্ধার করে Apple-of-eden। কিন্তু মিনার্ভা এসে ডেসমন্ড সহ সবাইকে প্যারালাইসড করে দেয়। বলে, পরবর্তী ধাপে যেতে হলে একজনকে sacrifice করতে হবে। ফলে মিনার্ভার প্রভাবে ডেসমন্ড লুসিকে ছুরি মারে। মারা যায় লুসি।

 

 

 

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর গেমসটা।গেম অভার দিয়েছিলাম।তবে এই গেমটার মাল্টিপ্লেয়ার মুডটা সবচেয়ে জোস লেগেছে আমার কাছে। 🙂 Thank U

হুম এই গেমটা আমারও অনেক পছন্দের। ৩-৪ খেলছি। বাকিগুলা পাইলেও খেলবো।
আমার কাছে সব চেয়ে ভাল লাগে শিষ্য যোগার করা। আমি আগে সব গুলারে মাস্টার বানাই। তারপরে মিশনে নামি 😀

ভাই আপনাত কাছে Chess Board (দাবার game )টা থাকলে দিবন?

help dorkar….need for speed hot persuite aktu problem kortese
opening thik ase…but jokhon game start hoy thokhoni ordhek
screen black hoye jai…tobe game cholse
akhon ki korbo, amar khub priyo game….please bondhura aktu help
korben ki??????

Intel® HD Graphics (Core i3)
Report Date: 12/25/2011
Report Time[hr:mm:ss]: 11:20:12
Driver Version: 8.15.10.2104
Operating System: Windows 7 (6.1.7600)
Default Language: English (United States)
DirectX* Version: 10.0
Physical Memory: 2930 MB
Minimum Graphics Memory: 32 MB
Maximum Graphics Memory: 1273 MB
Graphics Memory in Use: 55 MB
Processor: Intel64 Family 6 Model 37 Stepping 2
Processor Speed: 2261 MHz
Vendor ID: 8086
Device ID: 0046
Device Revision: 02

* Accelerator Information *

Accelerator in Use: Intel(R) HD Graphics
Video BIOS: 1994.0
Current Graphics Mode: 1366 by 768

* Devices Connected to the Graphics Accelerator *

Active Notebook Displays: 1
* Built-in Display *

Monitor Name: Generic PnP Monitor
Display Type: Digital
Gamma Value: 2.2
DDC2 Protocol: Supported

Maximum Image Size:
Horizontal: 13.78 inches
Vertical: 07.87 inches

Monitor Supported Modes:
1366 by 768 (60 Hz)

আপনার বর্ণনা খুব সুন্দর হইছে

assassin creed এর মুভি টা কেও দেখছেন???

একটা টিউন করে ফেললাম আপনাদের জন্য

Please,Someone help me with games running too slow…

assassin-s-creed-4-black-flag-pc

Recommended configuration:

Operating System: Windows Vista SP2 or Windows 7 SP1 or Windows 8 (both 32/64bit versions)
Processor: Intel Core i5 2400S @ 2.5 GHz or AMD Phenom II x4 940 @ 3.0 GHz or better
RAM: 4GB or more
Video card: Nvidia GeForce GTX 470 or AMD Radeon HD 5850 (1024MB VRAM with Shader Model 5.0) or better

আমার কম্পিউটার এর কনফিগারেশন..
Intel(R) Core(TM) i7 CPU 870 @ 2.93GHz

Memory (RAM) 6.00 GB
Graphics ASUS EAH5450 Series
Gaming graphics 3806 MB Total available graphics memory

    @zobaerhossen: Use the V4 Skidrow Crack
    এটা আপনি স্কিডরোর সাইটেই পাবেন