ছোট কিন্তু মজার কয়েকটি গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা অনেকেই গেমস খেলার ভক্ত কিন্তু বর্তমান অবস্থা দেখলে খুব কষ্ট হয় কেননা বর্তমানের গেমস গুলো হাই কোয়ালিটির কম্পিউটার চায় । এজন্য আমরা অনেক গেমস খেলা খেলতে পারি না । কিন্তু অনেক গেমস আছে যেগুলো পেন্টয়াম ৩ থেকে কোর টু ডু পর্যন্ত কম্পিউটারে চলবে এজন্য আলাদা কোন গ্রাফিক্স কার্ড বা অন্য কিছুর প্রয়োজন নেই । আর গোমস গুলোর সাইজ দেখলে বুঝবেন এই জামানায় এত ছোট সাইজের গেমস পাওয়া খুব টাফ বেপার । হয়ত অনেকেই গেমসগুলো খেলে থাকতে পারেন কিন্তু যাদের কালেকশনে নেই তাদের জন্যই আমার এই টিউনটি করা ।

১ . Snake Magic 2 :

গেমসটির নাম শুনেই বুঝতে পারছেন যে গেমসটি একটি সাপের । সাধারনত আমরা মোবাইলে এই ধরনের গেমস দেখতে পাই । কিন্তু এর গ্রাফিক্স দেখার মত আর খেলতেও বেশ মজার । আর এতে দিন রাত অটোমেটিক ভাবে চেন্জ হবে । যা সত্যিই খুব আকর্ষনীয় । আপনারা এখান থেকে গেমসটি ডাউনলোড করতে পারবেন । জিপ করা গেমসটি মাত্র ২.৫৪ মেগাবাইট ।

sd

২ . Highway Pursuit :

আমার মনে হয় সবাই কম বেশী এই গেমসটির সাথে পরিচিত । কেননা এই ধরনের গেমস সর্বপ্রথম VCD তে বের করেছিল । গেমসটি একটি রেসিং গেমস এই গেমসটিউ পেন্টিয়াম ৩ থেকে কোর টু ডু পর্যন্ত কম্পিউটারে চলবে । গেমসটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ৩.০৫ মেগাবাইটের ।

sdd

৩ . Rat Ball :

এই গেমসটিও খুব মজার একটি গেমস । যেখানে একটি ইদুর একটি বলের মধ্যে থাকবে এবং তাকে সিড়ি থেকে আস্তে আস্তে নামাতে হবে এবং লক্ষ্যে পৌছতে হবে । কিন্তু খেয়াল রাখতে হবে টাইমের দিকে । এই গেমসটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি জিপ করা মাত্র ৭.০৭ মেগাবাইটের ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস