পিসি গেমিং রিভিউ – Assassins Creed সিরিজ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বাংলাদেশের প্রেক্ষাপটে পিসি গেমিং হল একমাত্র একটিভিটি যা সব বয়সের পিসি ইউজাররা পছন্দ করেন। পিসিতে যারা অনেক আগে থেকেই গেমস খেলেন তাদের খেলা প্রথম গেমগুলোর মধ্যে খুব জনপ্রিয় গেমগুলো হচ্ছে RoadRush, Need for speed 2, Fifa 98, Moto racer, Dx Ball, Virtual cop, House of dead । এসব গেমস ছিল পাইওনিয়ার সব গেম। এসব 2D/3D গেমগুলোর তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর উত্তরসূরীরাই আজ তৈরি করছে Need for speed - The Run, Call of DutyModern Warfare 3, Battlefield 3, Fifa 12, Medal of honor, Batman Arkham city, Assassins' creed - Revelations এর মত বিশ্বকাঁপানো সব গেমস। আজ সবার সামনে এসেছি Assassin's Creed নিয়ে।

Assassin's Creed সিরিজের গেমগুলো খেলে এর ভক্ত হন নি এমন গেমার মনে হয় ইহজগতে নেই। Assassin's Creed সিরিজের প্রথম গেইম Assassin's Creed  আসে ২০০৭ সালে। আমি অবশ্য এ বছরই প্রথম খেলেছি। এই সিরিজের প্রতিটি গেইমই একেকটা মাস্টারপিস! তবে আমার ব্যক্তিগত মত হল সিরিজের প্রথম গেইমটি খেলার দরকার নেই। এর দুর্বল গেইমপ্লে আপনাকে হতাশ করতে পারে। ২য় থেকে ৪র্থ (এখন পর্যন্ত বের হওয়া সর্বশেষ সিক্যুয়াল) পর্ব খেলে দেখুন। জীবনে মনে রাখার মত অভিজ্ঞতা থাকবে।

পূর্বপুরুষদের স্মৃতি আমাদের DNA সংরক্ষন করে রাখে। সেই স্মৃতি ঘেটে দেখার এমন সুপার কম্পিউটার হল অ্যানিমাস। এটি তৈরি করেছে মেগাকর্পোরেশন অ্যাবস্টার্গো। এই অ্যানিমাসের সাহায্যে বিলুপ্ত Assassin সম্প্রদায়ের উত্তরসূরী এক সাধারন বারটেন্ডার ডেসমন্ড মাইলসের DNA ঘেটে এক মহা শক্তিধর হস্তনির্মিত প্রত্নসামইগ্রী (artifact) The apple of Eden(The piece of eden)  যা এক বিশাল ক্ষমতার অধীকারি। এর অপরিসীম শক্তি মানব্জাতির ভাগ্য পরিবর্তন করে দেবার ক্ষমতা রাখে। এর সৃষ্টি হয়েছিল অনন্যসাধারন সত্বার মাধ্যমে যা আজকের বিভক্ত মানব সম্প্রদায়কে আবার এক করা যাবে ভবিষ্যতের সুন্দর ভবিষ্যতের জন্য। টেম্পলারদের উত্তরসূরীরা অ্যাবস্টার্গোর মাধ্যমে সেই আর্টিফ্যাক্ট খুঁজে বের করতে ব্যবহার করে ডেসমন্ডকে। সে দুজন গ্রেট Assassin-এর উত্তরসূরী। একাদশ শতাব্দীর সময়কার অ্যাসাসিন great Altair-Ibn-La’ahad ও রেনেসাঁ যুগের অনন্য ফাইটার Ezio Auditoure de Firenze যারা হল সেই অ্যাসাসিন যারা তাদের জীবদ্দশায় The apple of Eden-এর সংস্পর্শে আসে। এখান থেকেই শুরু হয় Assassin's Creed সিরিজের সূচনাঃ

  • Assassin's Creed এর কাহিনী শুরু হয় ক্রুসেড যুদ্ধের সময়কার এক Assassin আলতাইর-ইবনে-লা'আহাদ এর কাহিনী দিয়ে। আলতাইর ছিল অত্যন্ত দক্ষ, জ্ঞানী কিন্তু গোঁয়ার এক তরুন Assassin যাকে আরো দুজন সংগী সহ কিং সলোমনের এক গুহাতে পাঠায় তাদের শিক্ষক আল-মুয়াল্লিম এক রহস্যময় ট্রেজার উদ্ধার করতে। আলতাইর জানত না সেটি ছিল অসীম ক্ষমতা ও অনবদ্য সুন্দর  The piece of Eden - The apple। কিন্তু  গিয়ে দেখে ইতিমধ্যেই টেমপ্লাররা সেখানে উপস্থিত। ক্রুসেডার ক্রিস্টিয়ানরা ছিল টেম্পলার। আলতাইরের অসাবধানতায় The piece of Eden - The apple উদ্ধার করতে পারে না Assassin-রা। তার শিক্ষক আল-মুয়াল্লিম অত্যন্ত ক্ষিপ্ত হয়। আলতাইরকে মেরে ফেলতে চায়। পরে আলতাইরকে আরেকটি সুযোগ দেয় তার সম্মান ফিরে পাবার। সেটা হল ৯জন টেমপ্লারকে মেরে ফেলতে হবে। আলতাইর সবাইকে এক এক করে মেরে ফেলে। কিন্তু সবাই মারা যাবার সময় একই কথা বলে, তারা নাকি এক নতুন পৃথিবীর জন্য লড়াই করছিল।আলতাইর খুব চিন্তায় পড়ে যায়। শেষ শত্রু তাকে মারা যাবার আগে বলে যায় ওরা আসলে ৯ জন নয়, ১০ জন। আর ১০ নাম্বারজন হচ্ছে তারই শিক্ষক আল-মুয়াল্লিম। তখনি আলতাইর বুঝে ফেলে তাকে মুয়াল্লিম ব্যবহার করেছে। সে তখন আল-মুয়াল্লিমের কাছে আসে এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। কিন্তু ততক্ষনে মুয়াল্লিম আলতাইরকে মেরে ফেলার জন্য প্রস্তুত। সে তার কাছে রাখা The apple of Eden(The piece of eden) এর মাধ্যমে সেই ৯জনকে জীবিত করে আলতাইরকে মেরেফেলার জন্য। এরপর মুয়াল্লিম নিজেকে বার বার ভাগ করে ৫ জন মুয়াল্লিম তৈরি করে। শেষ পর্যন্ত অনেক কষ্টে আলতাইর মুয়াল্লিমকে হত্যা করে The apple of Eden নিজের কাছে নিয়ে নেয়। আপনি পাবেন জেরুজালেম, আক্রার মত বিখ্যাত শহরে খেলার সুযোগ।

স্ক্রিনশট গুলো IGN থেকে নেয়াঃ

ভিউ পয়েন্টে বসে পুরো শহর পাখির চোখে দেখে নিন
এভাবে বেয়া উঠতে হবে উচু সব মিনার

এসাসিনেট করার মুহূর্তে আলতাইর
লিপ অফ ফেইথ
ব্লেন্ডিং
ঘোড়ায় চড়ে যুদ্ধ
একসাথে ক'জন তাড়া করে বেড়াচ্ছে আলতাইরকে? 😀
  • Assassin's Creed ২ দিয়ে আমার যাত্রা শুরু হয়। ইতালির রেনেসাঁর যুগে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মত ছড়িয়ে পরে দুর্নীতি। সেসময় কিছু লোক ছিল যারা লড়ত দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে। যাদের তলোয়ার ও ব্লেড লড়ত সম্মান ও মর্যাদার জন্য। যারা ছিল Assassin । গল্পের শুরুটা হয় রেনেসাঁর যুগের এক Assassin জিওভান্নি আদিতোরে'র কাহিনী দিয়ে। সে ছিল ২ছেলে ২মেয়ের বাবা ও প্রেমময়ী স্বামী। তাকে তারই বন্ধু বিশ্বাসঘাতক উবার্তো রাস্ট্রদ্রোহীতার অভিযোগে ফাঁসিয়ে দেয়। সে ছিল একজন ছদ্মবেশি টেম্পলার। ক্রুসেডার আর্মিরা ছিল টেম্পলার। তার বড় ছেলে, ছোট্ট মেয়েটি সহ ফাঁসি হয় তার, জনসম্মুখে। ছোট ছেলে তরন 'এজিও আদিতোরে বাবার সিক্রেট জানতে পারে। তুলে নেয় বাবার তুলে রাখা পোষাক ও ব্লেড তলোয়ার। তাকে সাহায্য করেন বিখ্যাত চিত্রকর, প্রকৌশলী লিওনার্দো-দা-ভিঞ্চি!!! একসময় দেখা যায় টেম্পলাররা ভয়ানক ষড়যন্ত্রে মেতে ওঠে। রড্রিগো বোর্জিয়া ছিল সেই বাহিনীর প্রধান। সে তার কূটকৌশলের মাধ্যমে The apple of Eden হস্তগত করার চেষ্টায় থাকে। তার পথের সকল বাঁধা সে মুছে দিত দ্বিধাহীত চিত্তে। সে ছিল ভয়ংকর ঠান্ডা মাথার খুনি। তার নির্দেশেই উবার্তো, জিওভানি আদিতোরেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এজিও বাবা-ভাই-বোনের খুনের প্রতিশোধ নিতে ছুটে বেড়ায়। উবার্তোকে সে হত্যা করে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে ঘটনার ব্যাপ্তি কত বিশাল। সে একে একে জানতে পারে পিস-অফ-ইডেনের কথা। একে একে ষড়যন্ত্রের সাথে লিপ্ত সকলকে হত্যা করে সে প্রতিশোধ পূর্ণ করে যায়, কিন্তু রড্রিগো বোর্জিয়া পালিয়ে যায়। পিস-অফ-ইডেনের আবির্ভাবের পর সে বুঝতে পারে এই কাহিনীর সমাপ্তি এখনো হয় নি। এ তো কেবল শুরু। গেমে পাবেন ইতালির ফ্লোরেন্স ও ভেনিস নগরীর শাশ্বত রূপ। ভেনিস এত সুন্দর লাগবে যে আপনি হা হয়ে যাবেন। অপূর্ব গেইমপ্লে আপনাকে মাতাল করে দেবে। এসাসিন্স ক্রিড ১ এর থেকে ২ সবদিকেই revolutionary change নিয়ে এসেছে। ভাল লাগবেই।
ফাঁসি দেয়া হচ্ছে এজিওর বাবাকে

স্ক্রিনশট নেয়া হয়েছে IGN থেকেঃ

গার্ডদের হাত থেকে এভাবেই পালিয়ে বাঁচতে হবে
অপূর্ব ভেনিসে
বিল্ডিংগুলোর কার্ণিশ দিয়ে ছুটে পালানো
গার্ডদের সাথে সোর্ডফাইট
নৌকায় ভেনিসে
চোরদের ভাড়া করে ওদের দিয়ে গার্ডদের ডিস্ট্রাক্ট করা
রাতের ইতালি

--->আগামী পর্বে থাকবে Assassin's Creed 3 – Brotherhood  ও Assassin's Creed 4 – Revelations নিয়ে বিস্তারিত।

[নানান কারনে বেশকিছুদিন ধরে কোন পোস্ট দিচ্ছি না। ভার্সিটিতে পড়ার সময় বেশ সময় পেতাম লেখার। এখন পাই না। এই ছোট লেখাটা তৈরি করতেই যে সময় লেগেছে তাতেই বাসা থেকে প্রচন্ড গালমন্দ সহ্য করতে হয়েছে। তাই গঠনমূলক আলোচনা আশা করছি। আপনারাও আপনাদের প্রিয় গেম ও সেগুলো সম্পর্কে জানাবেন সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। ]

সময় পেলে TechSpate এ ঘুরে আসবেন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমিও এই বছরেই পার্ট ১ টা অনেক অনেক কষ্টে গেইম ওভার দিয়েছি । ১ নাম্বার পার্ট-টা খুবই কঠিন ছিলো । পরশুদিন ২নাম্বার পার্ট-টা সেটাপ দিলাম, এক কথায় অসাধারণ লাগছে খেলতে । এর পরের পার্ট, মানে ব্রাদারহুড টাও এনে রেখেছি খেলার জন্য । কিন্তু ৫১২ মেগাবাইট গ্রাফিক্সে ভালোমতো খেলতে পারবো কিনা বলতে পারছি না । কারণ এন.এফ.এস-দা রান খেলতে একটু আটকে আটকে যাচ্ছিলো 🙁
ব্রাদারহুড টা যে কেমন আটকাবে, কে জানে 🙁 🙁
আর আপনার পোস্টের জন্য অনেক ধন্যবাদ, দিহান ভাই ।

    @Rohan: NFS RUN অনেক ভারি গেইম। ব্রাদাহুড একদম আটকাবে না। এমনকি পরেরটা মানে রেভেলেশনও আটকাবে না। ৫১২ মেগাবাইট এজিপি ভালই পারফর্ম করবে।

    আপনি ১ দিয়ে শুরু করেছেন? ১ হল দুনিয়ার কঠিন। কিন্তু ২ খেলে দেখেন ঐসব আজাইরা ইনভেস্টিগেশন বা চুরি বা হেন তেন করা লাগে না। এমনিতেই এসাসিনেট করা যাবে যখন সময় আসবে। অনে এ এ এ এ ক মজা পাবেন। আর ৪নম্বরটার লাস্ট মিশন (ঘোড়ার গাড়ি+প্যারাস্যুট) খেইলা আপনি আমারে বইলেন এইটা কি চিজের গেইম !!

ভাই খুব চমৎকার ভাবে লিখছেন। খুব ভাল লাগলো আপনার টিউন টি
আমি এই গেম এর সব গুলা পার্ট ই খেলছি। তবে চার নাম্বার তা এখন পাই নি। তবে আসায় আছি অতি সিঘ্রই খেলবো
আপনার কি চার নাম্বার টা খেলা শেষ?

    @Tanvir Sarkar: হ্যা খেলা শেষ লাস্টের টায় বোমা আনা হয়েছে । আরো কিছু মজার জিনিস আছে। grappling hook আছে। অনেক নতুন অনেক ডেডলি এজিও

খুব চমৎকার ভাবে লিখছেন।

আমি ২,৩ খেলেছি এবং এখন ৪ খেলছি। গেইমটি আমার অসাধারন লাগে। আর সবগুলোতে Full Synchronization করার চেষ্টা করবেন, তাহলে অনেক বোনাস পাবেন।

চমৎকার, আমার পছন্দের গেম নিয়ে টিউন করার জন্য অশেষ ধন্যবাদ।
ব্রাদারহুড পর্যন্ত খেলেছি পিসি তে, ৪ নাম্বার টা এখনো খেলার সুযোগ হয়ে উঠে নি ,মোবাইল ভার্সন ছাড়া…।
ভালো থাকবেন।

Level 0

ভাইয়া পানির নিচে কীভাবে থাকতে হয় বললেন না। আমি গেমটা কমপ্লিট করে নিয়েছি। থ্যাংকস ফর তিস টিউন।

    @Amiyo: ভুলে গিয়েছি। আপনি স্পেস বার চেপে রেখে দেখুন তো…

Level 0

call of duty MW3 game 50% complete mane mission complete kintu aka aka j shoot kore $ orjon korte hoi seta val lage na. Again, thanks for the tune

Level 0

ভাই Assassin’s Creed 1 দিয়া আমার Assassin’s Creed খেলা শুরু । আলতাইর-ইবনে-লা’আহাদ ।he is my hero.ভাই ২০০৭ দিয়া তো ২০০৯,২০১০,২০১১ তুলোনা করা যাই না।তবে এইটা ঠিক Assassin’s Creed 2,Assassin’s Creed Brotherhood,Assassin’s Creed Revelation এর Game Play ভালো।তবে আমার কাসে Assassin’s Creed 2 এর গ্রাফিক্স ভালো লাগসে।
No school like old school & fast always fast.If it or he don’t.Its make him or her self FAST.If you guys want proves must play Assassin’s Creed then just play Assassin’s Creed 2,Assassin’s Creed Brotherhood,Assassin’s Creed Revelation there is always আলতাইর-ইবনে-লা’আহাদ .Who help you to figure out ,What really going on. Thanks for your TUNS bro.REST & PEACE .

    @shawn1995: হুম। আলতাইরকে আমিও খুবই পছইন্দ করি।
    Requescate e pace Altair

দিহান ভাই, আপনার সাথে একমত না। Assassins Creed খেলার সৌভাগ্য হয় আমার ২০০৮ সালের ২৪ জানুয়ারি। আপনি সেটা ২০১১ তে খেলসেন। ২০০৭ এ যখন রিলিজ হল তখন খেললে আপনি একে অন্য কোন সিরিজ এর সাথে তুলনা করতেন না।, আপনি যদি ১ম পার্ট না খেলেন, তাহলে দুর্বলটা আপনার চোখে পড়বে না। তাইলে আপনি তো ২য় পর্ব খেলে পুরা মজা পাবেন না। আর আপনি হয়ত জানেন না যে ২০০৭-০৮ সালে এর ১ম পার্ট, এর গেমপ্লে এর কারনে এতোটা জনপ্রিয়তা পায়। তবে নতুন সিরিজ টি খেলে আমি সম্পূর্ণ আশাহত।

    Level 0

    @HyBrid Tanvir: এখানে আমি কিছু কথা বলতে চাচ্ছি। দিহান ভাই প্রথম গেমটি খেলেছেন দ্বিতীয়টি খেলার পর। দ্বিতীয়টি প্রথমটার সঙ্গে তুলনা করলে অনেক change করেছে। অনেক নতুন নতুন feather add করেছে। সে কারনে দ্বিতীয়টি খেলার পর প্রথমটা খেলতে ভাল লাগেবে না। কারন দ্বিতীয় এর পর প্রথমটা খেলতে গেলে সবাই ওই feather গুলা খুজবে। সে কারনেই উনি বলেছেন খেলার দরকার নাই। প্রথমটা প্রথমে খেললে একমাত্র মজা পাওয়া যাবে। আমার খেত্রেও সেম। আমি আগে দ্বিতীয়টা খেলেছি। এর পর আর প্রথমটা ভাল লাগে নাই। বেক্তিগত ভাবে আমি দিহান ভাই এর সাথে একমত। কারন এখন গেমটার এত গুলা version বের হয়েছে, আর এক এক টা যে লম্বা, মনে হয় না প্রথমটা এখন আর খেলার দরকার আছে।

      @tech_no: আপনার কথা ঠিক কিন্তু মনে রাখবেন যে ১ এর পর ২ হয়। এই গেমের প্রতিটি সিরিজে কাহিনি আলতেয়ার কে নিয়ে এমনকি শেষ পার্টেও ইজিও, আলতেয়ার এর গোপন লাইব্রেরি এর সমাধান করে। আর শেষ পার্ট এ তো আলতেয়ার এর কাহিনির সমাপ্তি করা হয়েছে যা যার শুরু হয় ১ম পরবের শেষ থেকে মুয়াল্লিম এর মৃত্যুর পর ও তার আগের একটি কাহিনি নিয়ে। এমনকি ২য় পার্টেও মারিয়া কে দেখান হয়েছে আলতেয়ার এর সাথে। তাহলে এটা না খেললে কাহিনি তো অসমাপ্ত হয়ে থাকবে। তাই ১ম পার্ট সমান গুরুত্ব পাবে।

      Level 0

      @tech_no: আমি তো অস্বীকার করি নাই। কিন্তু বললাম দ্বিতীয়টা খেলার পর আর প্রথমটা খেলতে ইচ্ছা হবে না

      @HyBrid Tanvir: আমি ২ খেলার পরই ১ খেলেছি। কিন্তু ফিচার না পেলেও খেলেছি। কেননা ধরে নিয়েছি ১ হল ১১শতক আর ২ হল ১৪শতকের কাহিনি। ঐখানে ফিচার কম থাকবেই।
      ১এর উপর মেজাজ গরম হইছে ২টা কারনেঃ
      ১. শুরুর দিকে দেখায় আলতাইরের পিঠে ক্রস বো, খেলার সময় আর পাওয়া যায় না।
      ২. ব্লক করা মারাত্মক কষ্ট
      ৩. বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে এসাসিনেট করা যায় না।

    @HyBrid Tanvir: আমি সবগুলাই খেলেছি। সিরিয়াল্লি খেলার চেয়ে ২ আগে খেলে এরপর ১ খেলা উচিত। নাহলে ১ এর কোন কাহিনি আগা মাথা মানুষ বুঝবেনা। ১ এর কাহিনী আরো সুন্দর হতে পারত। ২০০৭ একটা বড় ফ্যাক্টর। আমার প্রথমে ১ ছিল, একটু খেলেই বিরক্ত হইছি আগা মাথা বুঝি নি।আমারই দুর্বলতা। ২ খেল্লাম। আলতাইরের প্রতি অসম্ভব আকর্ষন জন্মাল। ১ খেল্লাম। অনেক এনজয় করলাম। ১ একটু বোরিং। কারন ৯ জঙ্কে এসাসিনেট করার আগের অংশটুকু একই রকম ও বোরিং। ঐযে ইনভেস্টিগেশন বা চুরি বা evesdropping এগুলা রাগ লাগে। কারন এগুলা খুজে বার করা বিশাল কষ্ট ছিল। ম্যাপ ছিলনা ভাল। ২ থেকে ম্যাপের কি উন্নতি দেখেছেন??
    আর ৪ যদি আপনার ভাল না লাগে, কোনটা ভাল লাগতে পারে আমার বুঝে আসছেনা। ৪এর কাহিনী মোটামুটি। কিন্তু গেইমপ্লে দেখেছেন। কত আপগ্রেড?

      @দিহান: সেটাও ঠিক, তবে ২য় টা দিয়েই এই গেমটি তুমুল জনপ্রিয়তা পায়। আর আমার ইজিও ও আলতাইর দুইজনকেই ভালো লাগে।

      ৪ নং এ কাহিনিকে আমি অসাধারন বলবো। গেমপ্লে চরম। কিন্তু অনেক ছোট। আমার মাত্র ১১ ঘণ্টার মত অর্থাৎ ২দিন লাগসে। আর টাকা কম দেয় গেমে। টাকা কম দিলে কন, ভালো লাগে কারো?? বর্ম, তলোয়ার, খুব একটা সুবিধার না। ডেসমণ্ড এর চেহারা ভালো লাগে নাই। আর ইজিও এর কাছের কাওকে না পেলেও অন্তত লিওনারদ কে আশা করেছিলাম। গেমের গ্রাফিক্স আহামরি হয়নাই। কিন্তু ২য় ও ৩য় পার্টের গ্রাফিক্স অসাধারন হয়েছিল। ইজিও এর পোশাক আরও সুন্দর হতে পারতো। আর যখন Crossbow কেনার টাকা হল, দেখলাম গেম প্রায় শেষ। আর গেমে শহরগুলা আরও বড় ও আরও সুন্দর করা যেতে পারতো। কিন্তু আলতাইর এর লুকানো চাবিগুলার জায়গা আমার কাছে অসাধারন লাগসে,। আপনার কাছে কোনটা ভালো, আর দুর্বল লাগসে তা বলতে পারেন।

    @দিহান: @HyBrid Tanvir: আসলে এসাসিন ২ এর ভেনিস দেইখা আমি কাইত হইয়া গেছিলাম!! হাহা আসলেই ২ এর সিটিটা অনেক সুন্দর ছিল। ৪ এ এই জন্য আমি ৪/৫ দিন লাগায়া খেলে টাকা জমাইছি। ফলে মজাইয় শেষ করছি। মাত্র ৩টা করে বোমা দিয়া কিচ্ছু হয় বলেন? আমার আরো লাগবে মনে হইছে। বোমা প্রতি টাইপের ৩টার বেশি নেয়া যায় না উফ
    ৪এর ফিচার বেশি, কাহিনী ফাটাফাটি। চাবির মিশন গুলা আরো চমৎকার
    কিন্তু এজিওরে এমন কইরা বুড়া কইরা দিল ভাল্লাগেনাই আমারো, কিন্তু ট্রেলারের সময় হুড খোলা অবস্থায় নায়ক লাগছে!!!

Level 0

অসম্ভব সুন্দর হয়েছে। খুব সুন্দর উপস্থাপন। কিন্তু একই সাথে আমার জন্য খারাপ। কয়েক দিন আগে আমার গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গেসে :'(
i am gonna miss the new 1….

Level 0

এসাসিন খেইলা ভাই কইয়েন না ইউবিসফটের জন্য দোয়া আইসা পড়ছে মন থেইকা। ভাই আমি এখন রেভুল্যাশন খেলতাসি কিন্ত ব্রাদারহুড শেষ করতে পারিনাই সিকুয়ান্স ৭ পর্যন্ত গিয়া আটকাইয়া গেছি। মানে এক জনকে ফলো করতে হইবে কিন্ত সামনে গেলে ডিটেক্টেট আর একটু আড়াল হইলেই টার্গেট লস্ট দেখায় !!! এর আগের সিকুএন্সেও এরকম ফলো করেছি কিন্ত এইবার কোন মতেই পারতাছিনা। কি করা যায়

    Level 0

    @arifbd2015: আমি brotherhood শেষ করসি 😀

    @arifbd2015: ও বুঝছি কোনটা। এখানে একটা ব্যাংকারকে ফলো করা লাগে ঐটা নাকি? এটা খুব সাবধানে খড়ের গাদা গুলায় লুকাইয়া লুকাইয়া আগানো লাগে। বিল্ডিং এ উঠবেন না। জাস্ট পিছে পিছে ফলো করেন আমারো ৩ বার লাগছিল এটা পার করতে

Level 0

আরেকটা কথা, আমি কি আমার ল্যাপটপ এর built-in graphics এ খেলতে পারব? আমারটা intel hd 3000 (64mb dedicated+719mb shared=783mb) windows 7 experience index এ gaming graphics e 5.8 দেয়। এটা দিয়ে nfs hot pursuit খেলেছি। যদিও একটু আটকায়। cob mw2 এ 25-30 fps পাই। মতামুতি খেলা যায়। জানাতে পারলে উপক্রিত হতাম

@tech_no ভাই মনে হয় না খেলতে পারবেন কারন nfs hot prsuit মোটামুটি নরমাল কোয়ালিটির গ্রাফিক্স কার্ডেই(built in) চলে আর assassins তো nfs হতে আরো অনেক high মানের গেম তাই external গ্রাফিক্স কার্ড ছাড়া চলবেনা

    Level 0

    @Tanvir Sarkar: তাহলে call of duty modern warefare 2 কিভাবে চলে?

    @Tanvir Sarkar: NFS এর কথা বাদ দিন। nfs run চালাইতে আমার ১গিগা এজিপি, ৩গিগা র‍্যামেও আটকায়। তারা মনে হয় চায়না তাদের গেইম কেউ খেলুক

আচ্ছা কেউ কি জানেন আমার DDR2 motherboard G41 এ কি DDR3/DDR5 গ্রাফিক্স কার্ড চলবে???
প্লিজ কেউ জানান। ঐসব গ্রাফিক্স কার্ডের requirements এ লেখা থাকে PCI 2.0 x16 স্লট লাগবে। এইটা তো আছে।
তাইলএ হবে????????????????????????????????????????????????????????????????????????????????????

@tech_no ভাই call of duty modern warefare 2 টাও গ্রাফিক্স কার্ড ছারা খেলছি। assassin 1st পার্ট ও গ্রাফিক্স কার্ড ছারা খেলছি, কিন্তু পরের গুলা আর ট্রাই করি নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়ত external গ্রাফিক্স কার্ড ছাড়া পরের পার্ট গুলা না চলার ই কথা

@Roni Mmi2: এর মানে কি?

হুম এই গেমটা আমারও অনেক পছন্দের। ৩-৪ খেলছি। বাকিগুলা পাইলেও খেলবো।
আমার কাছে সব চেয়ে ভাল লাগে শিষ্য যোগার করা। আমি আগে সব গুলারে মাস্টার বানাই। তারপরে মিশনে নামি 😀

ata kivabe kelbo?kotai pabo???download nki online