টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব দারুণ একটি সফটওয়্যার নিয়ে যার মাধ্যমে আপনার ডাউনলোড স্পীড পাবে ৫০০% পর্যন্ত।
অনেকে আছেন যারা কোন ফাইল ডাউনলোড দিতে ব্রাউজারের ডেফল্ট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন। কিন্তু ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার গুলোতে আলাদা কোন ফিচার থাকে না বলে প্রায়ই পড়তে হয় বিভিন্ন সমস্যায় যেমন, বড় ফাইল ডাউনলোড না হওয়া, ডাউনলোড resume না হওয়া, এবং স্লো গতিতে ডাউনলোড হওয়া ইত্যাদি।
আজকে আমি এমন একটি সফটওয়ার নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি পাবেন, resume ডাউনলোড এবং দ্রুত গতির ডাউনলোড ছাড়াও আরও অনেক সুবিধা।
XDM একটি ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার যা মেজর ইন্টারনেট ব্রাউজার এবং Windows, macOS এবং Linux অপারেটিং সিস্টেমে দারুণ কাজ করে। অফিসিয়াল সাইটে দাবি এটি আপনার ডাউনলোড স্পিডকে প্রায় ৫০০% বাড়াতে সক্ষম।
Xtreme Download Manager
ডাউনলোড লিংক @ Xtreme Download Manager
প্রথমে Xtreme Download Manager ডাউনলোড দিয়ে ইন্সটল করে নিন। চলুন দেখে নেয়া যাক কি কি ফিচার থাকছে এতে।
আপনি যখন Xtreme Download Manager ইন্সটল দেবেন তখন এর Tools থেকে Browser Monitor এ যান, এক্সটেনশন ইন্সটল দেওয়ার অপশন পাবেন। ফায়া-ফক্স ক্রোম এবং অন্য ক্রোমিয়াম ভার্সন গুলোতেও পেয়ে যাবেন এখান থেকে।
বর্তমানে Xtreme Download Manager এর একটি ইন্টারফেসই আছে। এটি ডার্ক থিমের দিয়ে তৈরি। যাতে আপনি পাবেন, menu bar, tab bar, Search box, side bar এবং toolbar।
Xtreme Download Manager দিয়ে ডাউনলোড করা খুবই সহজ যেকোন ব্রাউজার থেকে ডাউনলোড দিলেই এর মাধ্যমে শুরু হবে। চাইলে সরাসরি Url দিয়েও ডাউনলোড দেয়া যায়। এখানে আরও পাবেন Batch অপশন যার মধ্যমে একাধিক ফাইল একসাথে ডাউনলোড দিতে পারবেন।
Xtreme Download Manager এর ডাউনলোড ম্যানেজার দিয়ে যেকোনো ফাইল, pause, resume অথবা restart করা যায় এবং এখানে পাবেন শিডিউল ডাউনলোড অপশন যার নির্দিষ্ট সময়েও ডাউনলোড করতে পারবেন।
Xtreme Download Manager এর সেটিংস এ পাবেন বিভিন্ন ধরনের কনফিগারেশন। যেমন ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা, একই সাথে কত গুলো ফাইল ডাউনলোড হবে তা নির্দিষ্ট করা, পাসওয়ার্ড ম্যানেজ করা ইত্যাদি।
এটি আপনার ফাইল গুলোর ধরন অনুযায়ী বিভিন্ন ফোল্ডারে (Documents, Compressed, Music, Video and Programs) রাখবে।
এখানে এন্টিভাইরাস ও চালু করে দিতে পারবেন যার মাধ্যমে ফাইল ডাউনলোড হয়ে স্কেন হবে।
Xtreme Download Manager আপনি আরও পাবেন বিভিন্ন টুল যা আপনাকে ফাইল ডাউনলোড আরো সহজ করে দেবে।
ভিডিও আছে এমন কোন ওয়েবপেজ থেকে সরাসরি ডাউনলোড দিতে পারবেন আপনার দিয়ে Xtreme Download Manager দিয়ে। এজন্য আপনার ব্রাউজারে এক্সটেনশন ইন্সটল থাকতে হবে এবং Browser Monitor অন থাকতে হবে।
এখানে ভিডিও ডাউনলোড দেয়ার পাশাপাশি পাবেন ভিডিও কনভার্ট ও। আপনার ডাউনলোড করা ফাইল গুলোতে গিয়ে 3GP, 3G2, MP4, MP4 HQ এমনকি MP3 ফরমেটেও ভিডিও কনভার্ট করে নিতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন Xtreme Download Manager এবং এর দারুণ কিছু সুবিধা।
ফ্রি সফটওয়্যার হবার পরেও এই Xtreme Download Manager আপনাকে Internet Download Manager এর মত যে সুবিধা গুলো দিচ্ছে তা অবশ্যই অবাক হবার মতই। মজার বিষয় হচ্ছে এটি এমন এমন ফিচার অফার করছে যা এই পর্যন্ত কোন ডাউনলোড ম্যানেজার দিতে পারে নি। আমি জানি আপনি হয়তো Internet Download Manager ব্যবহার করেন কিন্তু চাইলে ব্যবহার করে দেখতে পারেন Xtreme Download Manager, আশা করছি ভাল লাগবে।
কেমন হল আজকের টিউন তা জানাতে টিউমেন্ট করুন। জানান আপনার কাছে কেমন লেগছে এই ডাউনলোড ম্যানেজারটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
Android a install kora jabe vai