আসসা লা মু আলাইকুম আমি রেদোয়ান মাসুদ। আমি আজ প্রথম এখানে লিখতে বসেছি। তাই আমার কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যদিও টাইটেলেই লিখা আছে, যে আমি আজ কি নিয়ে লিখব তারপরও আমি আবার বলছি, আজ আমি দেখাব কি করে কম্পিউটারে কোন রকম সফটওয়্যার ছাড়া একটি ফোল্ডার লকার (Folder Locker) তৈরি করতে হয়। আমি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে স্ক্রীন শর্ট (Screenshort) দিয়ে দেখাব।
১। নোটপ্যাড (Notepad) যেকোন।
২। কিছু কম্পিউটার চালানোর সাধারণ জ্ঞান।
আমরা বোঝার সুবিধার্থে কম্পিউটার ডেক্সটপ এ করে দেখাব আপনি চাইলে যেকোনো জায়গায় করতে পারেন। এমন কি আপনি ডেক্সটপ এ করে অন্ন জায়গায়ও নিয়ে যেতে পারেন।
ডেস্কটপের যেকোনো খালি জায়গায় Right Click করে New > থেকে Text Document অপশনটিতে Click করুন।
তাহলে একটি New Text Document নামে একটি ফাইল তৈরি হবে। আপনি আপনার পছন্দ মত নাম দিতে পারেন কিন্তু আমি Locker নাম দিলাম।
আমরা যে ফাইলটি তৈরি করলাম অর্থাৎ Locker.txt ফাইলটি ওপেন করে নিচের কোড গুলো বসিয়ে দেব।
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==HERE YOUR PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto END
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
কোড গুলোর মধ্যে লক্ষ করবেন লিখা আছা HERE YOUR PASSWORD। সেখানে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিবেন।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফাইলটি সেভ করা।
সেব করার জন্য আপনাকে উপরের বাম কোনায় File এ click করতে হবে এবং সেখান থেকে Save as এ ক্লিক করুন।
তাহলে দেখবেন একটি widows ওপেন হয়ছে।
সেখানে File Name এর জায়গায় আগের লিখা গুলো মুছে লিখুন Locker.bat। আপনে চাইলে যেকোনো নাম দিতে পারেন তবে মনে রাখবেন নামের শেষে যেন.bat লিখা থাকে অর্থাৎ ফাইলটি হবে Batch ফাইল। তারপর Save বাটনে ক্লিক করুন।
আপনার Locker File তৈরি।
এখন আপনি Locker.bat ফাইল এ ক্লিক করলে দেখবেন একটি নতুন ফোল্ডার তৈরি হয়ছে Locker নামে।
তারপর আবার Locker.bat ফাইল এ ক্লিক করলে একটি Window ওপেন হবে সেখানে লিখা আশাকরি ভিডিও দেখতে হবে না। কারো প্রয়োজন হলে নিচের থেকে দেখেনিতে পারেন। ভিডেওতে Code গুলো কিছু টা Explain করা হয়েছে। আর একটি কথা এই লকার ফাইল টি তে সিকিউরিটি একটু সমস্যা আছে। সেটা নিয়ে আমি পরের টিউনে বলব কারন এটাই আমার প্রথম টিউন চাইলে নিচের লিংক এ গিয়ে সেই সমস্যা টি ও সমাধান করতে পারেন।
লিংকঃ https://goo.gl/xF98Dv
ভিডিওঃ https://goo.gl/r5Rbrk
এটা আমার প্রথম লিখা যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে টিউমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন [email protected]
আমি রেদোয়ান মাসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।