আশাকরি সবাই ভাল আছেন। ইউটিউব নিয়ে যারা কাজ করেন তারা অনেক সময় স্ক্রিন রেকর্ড সফটওয়্যার নিয়ে অনেক জামেলায় পড়ে থাকেন। Screen Record অনেক সফটওয়্যার েআছে যা দারা সঠিক ও ভাল মানের ভিডিও রেকর্ড করা যায় না। আজ আমি ২টি খুবই ভাল মানের স্ক্রিন রেকর্ড সফটওয়্যার দিলাম যার মাধ্যমে ভাল মনের স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন।
এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই ভাল মানের স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরী করতে পারবেন। এই সফটওয়্যারটি দিয়ে আপনি Puse করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। িএবং ভিবিন্ন ফরমেটে এই ভিডিও তৈরী করতে পারবেন।
Software Download – Click Here
৫ টি সেরা ভিডিও প্লেয়ার ও ডাউনলোড লিংক নিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন
Camtasia Studio 9 এই সফটওয়্যারের সাথে অনেকেই পরিচিত আছেন। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা Camtasia সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন কিন্তু Camtasia Studio 9 এই সফটওয়্যারটি দেয়ে খুবই সহজে ভাল মানের স্ক্রীন রেকর্ড ভিডিও তৈরী করতে পারবেন।
Download – Click Hare
উপরের যে কোন একটি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন।
আমার টিউনটি যদি ভাল লাগে তাহলে নিচে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করতে ভুলবেন না। আমার চ্যানেলটি মূলত আইটি বিষয়ক। আপনাদের কম্পিউটার, ইন্টারনেট বিষয়ক সকল সমস্যা নিয়ে আমার চ্যানেল এ ভিডিও তৈরী করে থাকি। আমার ভিডিও গুলো পেতে আমার চ্যানেল ভিজিট করুন, ভিডিওতে টিউমেন্ট করুন ও ভিডিওগুলোতে লাইক দিবেন প্লিজ।
আমার আরেকটি টিউন দেখে নিতে পারেন = আপনার Computer এর জন্য যে Program গুলো খুব দরকার ও প্রয়োজনীয়
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রন জানাচ্ছি। প্রযুক্তির সাথে থাকুন সব সময়।