বিট কয়েন আয় উত্তোলনে সেরা কয়েকটি ওয়ালেট সম্পর্কে পরিচিত হই! টিপস হিসাবে থাকছে কোনটি আপনার জন্য নিরাপদ ও সাশ্রয়ী!!

 😆 সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। আজকের আলোচ্য বিষয় হিসাবে থাকবে আপনার বিট কয়েন আয় উত্তোলন করার জন্য কোন প্লাফফরমটি ব্যবহার করবেন। যাইহোক টিটিতে বিট কয়েন আয় নিয়ে আমি প্রায় ২০ টির বেশী টিউন করেছি। 🙄
এর মধ্য টিউটোরিয়াল অনুযায়ী অনেকেই কাজগুলো করতে পেরেছেন ও করছেন। হাল সময়ে অনেকের অভিযোগ শুনছি যে, ব্রাদার বিট কয়েন ওয়ালেট হিসাবে কোনটি ব্যবহার করব কিংবা কোনটির সুবিধা/অসুবিধা আছে। এবার সংক্ষেপে আলোচনা করি আপনাদের বুজবার সুবিধার্থে-

বিট কয়েন ওয়ালেট কি?

বিট কয়েন ওয়ালেট হল এমন একটি ট্রানজেকশন পদ্ধতি যেখানে বিটিসি আয় করছেন সেটিকে উত্তোলন করতে কিংবা কোথাও লেনদেন করতে যে ২য় পক্ষের প্রয়োজন হয় সেটিই হল ওয়ালেট। উদাহরন হিসাবে বলি যেমনঃ আপনি ফ্রিবিটকো ইন সাইট হতে আয় করছেন এবং সেটি ওয়ালেট হিসাবে ব্যবহার করছেন কয়েনবেইজ সাইট। এবং কয়েনবেইজ সাইট হতে প্রয়োজনের তাগিদে বিটিসি গুলো প্রেরন ও গ্রহন করছেন। যারা এই পূর্ব হতে এই দুটি বিষয়ের সাথে রিলেটেড হিসাবে কাজ করছেন তারাই সুবিধাটা বুঝতে পেরেছেন।

বিভিন্ন প্রকার বিটিসি ওয়ালেটের সাথে পরিচয়

বর্তমানে বিটিসি ওয়ালেট হিসাবে ২০ টির মত এক্সচেঞ্জ রয়েছে। অবশ্য আপনাদের কাছে সবচেয়ে বেশী পরিচিত হল কয়েনবেইজ। অবশ্য এটি ছাড়াও বেশ কিছু ওয়ালেট সাইট গুলো হলঃ

সংক্ষেপে আলোচনা

কয়েনবেজ সাইটের পর বহুল প্রচলিত দুটি সাইট হলঃ Blockcahin & Xapo
  • Blockcahin

যুক্তরাজ্য ও অসলো ভিত্তিক প্রতিষ্ঠান ব্লকচেইন একটি জনপ্রিয় ওয়ালেট। এই সাইটের পার ভিজিটর প্রায় ২১০,০০০ জন, এলেক্সা র‌্যাংক ১৬১৯। সিকিউরিটি ও হ্যাকার প্রটেকশনের দিক হতে এটির নিরাপত্তা বলয় অধিক শক্তিশালী। মূলত এখানে লগইন করতে গেলে আপনাকে ৩ টি ধাপ পার করতে হয়। এখান হতে যে কোন ট্রানজেকশন বাই/সেল করতে পারবেন। এবং প্রয়োজনে উইথড্র করা যাবে। মূলত একটি ইমেইল ঠিকানাতে একাধিক বিট কয়েন ঠিকানা ওপেন করা যায়। তথাপি আপনার যদি মোবাইল এলার্ট চালু থাকে তাহলে প্রতি নিয়তই মোবাইলে জানতে পারবেন কত আয় করছেন!
 

 অসুবিধাঃ

এই সাইটের অসুবিধার মধ্য অন্যতম হল আপনি যদি আপনার পাসওয়ার্ড ভূলে যান তাহলে কখনো রিকভার করার সুযোগ পাবেন না। কিংবা এডমিনকে জানালে সহায়তা করতে পারবেনা (সাইট অনুযায়ী)। এই জন্য তাদের পরামর্শ হল আপনার পাসওয়ার্ড ও রিকভার শব্দ কোথাও লিখে রাখা কিংবা প্রিন্ট করা। এই সাইট ব্যাকআপ হিসাবে আপনাকে প্রায় ১২ টি শব্দ দিবে। এই শব্দদ্বয় আপনাকে সেইভ করে রাখতে হবে। তথাপি অারেকটি সমস্যা হল এর লেনদেন রেট অনেক বেশী। যেমনঃ প্রায় ১০ ডলার কোথাও সেন্ড করলে ২.৫৫ ডলার ফি কেটে রাখে। সুতরাং বর্তমানে এই ওয়ালেটটি ব্যবহার বন্ধ রেখেছি।
 এটি আমার ২য় পচ্ছন্দ। এর নিরাপত্তা বলয়ও যথেষ্ট ভাল। এবং ব্যবহার বিধি সবচেয়ে সহজ। কারন আপনার মোবাইল নম্বরটি এখানে পাসওয়ার্ড হিসাবে কাজ করে। তথাপি Blockcahin সাইট হতেও এর চার্জ ফি কিছুটা হলেও কম। ২য় পচ্ছন্দ হিসাবে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই সাইটের পার ভিজিটর প্রায় ৪০,০০০ মত। এটি একটি কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান।
  • Coinbase

এটি অামার পচ্ছন্দের শীর্ষে এবং নতুন করে আলোচনা করার প্রয়োজন নাই।এটি একটি ইউএসএ ভিত্তিক প্রতিষ্ঠান। এই সাইটের পার ভিজিটর প্রায় ২১০,০০০ জন, এলেক্সা র‌্যাংক ১৬৫০। এটির নিরাপত্তা বলয় অধিক শক্তিশালী। তথাপি পাসওয়ার্ড ভূলে গেলেও একাউন্ট সহজেই রিকভার করা যায়।
আরেকটি বিষয় হল এখানে আপনার ওয়ালেট ঠিকানাকে আপনার ওয়বসাইট অনুযায়ী সাব ডোমেইনে ব্যবহার করতে পারবেন। এই সাইটকে আমি সবচেয়ে বেশী ভালবাসি তার অন্যতম কারন হচ্ছে অন্য যে কোন সাইট হতে চার্জ ফি অনেক কম। এই যেমন গতকালকে প্রায় ১১ ডলারের লেনদেন করতে গিয়ে ফি কেটেছে ০.৮৬ ডলারের মত।
তাছাড়া এখানে আপনার সমস্ত দিনের লেনদেনের একটি তালিকা যুক্ত হতে থাকে। যেখান হতে ৩ বছরেরও কার্যাদি বাহির করতে পারবেন। কিভাবে কয়েনবেইজ সাইট ব্যবহার ও ঠিকানা ওপেন করতে হয় আমার প্রকাশিত এই টিউন দেখুন এখানে

পরামর্শ ও সার কথা

 🙄 উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বুঝতে পেরেছেন ওয়ালেটের তাৎপর্য। পরীক্ষা কিংবা শখের বসে আপনারা যে কোন ওয়ালেট ব্যবহার করতে পারেন। তবে আমার অভিজ্ঞতাতে সবচেয়ে ভাল দেখা ওয়ালেট হল কয়েনবেইজ ওয়ালেট। যদিও বেশ কয়েকটি ওয়ালেট এখনো সচল আছে কিন্তু চার্জ ফি ও রিকভারি সুবিধা থাকর কারনে কয়েনবেইজ ওয়ালেট আমার শীর্ষে। 😛

Save

Save

Save

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for review. You can cotract to me with facebook at: https://www.facebook.com/Abdullah.Biodata

প্রিয় এএমডি আব্দুল্লাহ্,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।