আমি আজিজুর রহমান আসিফ। Tips & Tricks House এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ফেইসবুক লাইভে আপনাদের পিসির স্ক্রীন দেখাবেন। আপনারা খেয়াল করে দেখবেন ভিবিন পেইজে মিভি চালায় খেলা দেখায়। আপনিও এখন এ কাজ টী খুব সহজে করতে পারবেন। আপনি আপনার পিসিতে যা করবেন ফেইসবুক পেইজ এ লাইভ এ তাই শো করবে।
এই কাজ টি করার জন্য আপনার পিসিতে একটি সফটও্যার লাগবে। সফটও্যার ডাওনলোড করার জন্য নিচের লিঙ্ক এ যান। গিয়ে ডাওনলোড জিপ এ ক্লিক করে ফাইল্টি ডাওনলোড করুন।
ডাওনলোড শেষ হলে ফাইল্টি ইন্সটল দিন। ইন্সটোল দিয়ে ওপেন করুন। এখন কিছু সেটিং করা লাগবে। নিচের ভিডিও টি দেখে কীভাবে সেটিং করা লাগবে শিখে নিন।
ভিডিও টি দেখলে আপনারা তাহলে এত্তক্ষণে শিখে গিয়েছেন কিভাবে কি করবেন। টিউন টি ভালো লেগে থাকলে টিউমেন্ট করে জানান। খারাপ লাগলেও জানান। আর যদি এখনো না বুঝেন তাহলে টিউমেন্ট করে জানান কি নুঝেন নি। আমি আছি আপনাদের সাথে।
সৌজন্য
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।