পেন ড্রাইভ থেকে ছড়ানো ভাইরাসে আক্রান্ত হয়নি এমন পিসি খুবই কম।তবে এটি এখন আর কোন সমস্যাই না। ডাউনলোড করুন USB-BONDHU আর ভুলে যান পেন ড্রাইভ থেকে ছড়ানো ভাইরাস এর ইতিহাস।কারন এই সফটওয়্যারটি আপনাকে পেন ড্রাইভ ভাইরাস হতে প্রায় 100% সুরক্ষিত।মজার ব্যপার হল এটি বাংলাদেশে তৈরী এবং একবার ডাউনলোড করার পর এই সফটওয়্যারটি আর আপডেট করতে হয়না।
আমাদের পিসিতে ৯৫% ভাইরাস এবং ট্রোজান ছড়ায় ইউএসবি ড্রাইভের মাধ্যমে। সকল ভাইরাস এবং ট্রোজানের সাথে একটি অটোরান ফাইল থাকে যেটি সাধারনত অটোরান ভাইরাস হিসাবে পরিচিত। এটি পিসিতে কোন ইউএসবি ড্রাইভ কানেক্ট করলে, ওই ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রামকে চালু করে পিসিতে প্রবেশ করায় এবং পিসির ১২টা বাজায়। ওই অটোরান ফাইলটি ছাড়া সকল ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রাম অচল। শুধুমাত্র ডাবল ক্লিক ছাড়া এরা কোন সময়ই এক্টিভ হবেনা,এবং আপনি ম্যানুয়ালি এদের ডিলিট করতে পারবেন। সুতরাং যদি কোন উপায়ে ওই অটোরান ফাইলটি রিমুভ করা যায় তবে ভাইরাসের বাপের সাধ্য দুরের কথা দাদার সাধ্য নাই আপনার পিসিতে প্রবেশ করে।
একটু এডভান্স ইউজার হলে ইউএসবি ড্রাইভের কোন গুলো নরমাল ফাইল আর কোন গুলো ভাইরাস তা বুঝতে পারবেন।এবং চাইলে হাতে ডিলিট করতে পারবেন অথবা পিসিতে চাষ করতে পারবেন অথবা কারো দরকার হলে চরা দামে বিক্রি করতে পারবেন। অনেকে gpedit.msc পদ্ধতিতে পিসির অটোরান বন্ধ করে থাকেন আবার অনেকে Explore করে ব্রাউজ করেন,কিন্তু এগুলো করে কোন ফায়দা নাই। অটোরান ভাইরাস এই সব সিস্টেম ভেঙ্গে ফেলে পিসি ইনফ্যক্ট করে।তবে ইউএসবি-বন্ধু ব্যবহার করে আপনি যখন একটি পেন ড্রাইভ আপনার পিসিতে ঢুকাবেন তখন সাথে সাথে সফটওয়্যারটি রান করে Autorun ভাইরাস গুলো সনাক্ত করবে এবং ক্লিন করবে।
যে যে সুবিধা পাবেন সফটওয়্যার টি তে-
*World Fastest Scanning Engine . (বিশ্বের সবচেয়ে দ্রুত স্ক্যানিং মোড)
*50+ USB Virus Remover.(৫০ টিরও বেশি ইউএসবি ভাইরাস স্বয়ংক্রিয় ভাবে রিমুভ করে)
*Shortcut Virus Remove Forever.(শর্টকাট ভাইরাস সারা জিবনের জন্য রিমুভ করে)
*Restore Your USB Broken Files.(নষত হওয়া ফাইল রিকভার করে)
*Super USB Formater.(সুপার ইউএসবি ফরম্যাটার)
*Autorun Virus Remover Forever.(অটোরান ভাইরাস থেকে চিরতরে মুক্তি)
*USB Vaccine.(ইউএসবি ভ্যাকসিন)
*Auto USB Data Copier.(অটো ইউএসবি ডেটা কপিয়ার)
*Real Time Protection.(রিয়েলটাইম প্রোটেকশন)
*Attractive Metro GUI .(আকর্ষনীয় মেট্রো ইন্টারফেস)
*Online Support & Help.(অনলাইন সাপোর্ট এবং সহযোগীতা)
*Freeware & User Friendly .(সম্পুর্ণ ফ্রীওয়্যার এবং সহজে ব্যবহারযোগ্য)
*Only 5 MB HDD & RAM Share.(মাত্র ৫ মেগাবাইট মেমরী এবং হার্ডডিস্ক শেয়ার)
*Compatiblity With Windows XP/7/8/8.1 & Windows 10 (উইন্ডোজের সব ভার্সনেই চলে)
সবচেয়ে বড় কথা দেশী সফটওয়্যার ! তাই একবার হলেও ব্যবহার করে দেখতেই হয় 😀
আশা করি সবাই ব্যবহার করবেন এবং কোন সমস্যা হলে জানাবেন !
ধন্যবাদ !
যারা জানেন না তাদের জন্য –
টিম ইরর কি ?
টিম ইরর হলো বাংলাদেশের একটি ফ্রীওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম।এরা নতুন নতুন আইডিয়া থেকে সফটওয়্যার তৈরী করে এবং সবার জন্য উন্মুক্ত করে দেয়। এদের উদ্দেশ্য হলো দেশের সফটওয়্যার ডেভেল্মেন্ত কে এগিয়ে নিয়ে যাওয়া এবং এদের বেশ কিছু ওপেনসোর্স প্রোজেক্ত আছে যেগুলো থেকে নতুন নতুন প্রোগ্রামারদের ক্রিয়েটিভ আইডিয়া বের করতে সহায়ক হবে।পাশাপাশি সফটওয়্যারগুলো ডেভেলপও করতে পারবে।এরা কোনোরকম টাকা-পয়সা কিংবা স্বার্থ ছাড়াই কাজগুলো করে যাচ্ছে।আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাড়ানো এবং দেশের সফটওয়্যার ডেভেলপমেন্তকে এগিয়ে নিয়ে যাওয়া।
ধন্যবাদ J
USB-BONDHU লিঙ্ক- https://www.teamerror.org/thanks/usbbondhu.htm
টিউটোরিয়াল লিঙ্ক- https://youtu.be/Iy-Q6oGT6mc/
.
ফেসবুক পেজঃ- http://www.facebook.com/bd.terror/
অফিশিয়াল ওয়েবসাইটঃ- http://www.teamerror.org
অফশিয়াল মেইল- [email protected]
আজকের মতো বিদায় 🙂
আমি শিহাব সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।