আসলে অনেক বার টিউন টি করা হয়েছে তা ও করার কার হলো যারা এখনো মাস্টার কার্ড পাই নি তাদের জন্য করলাম। আসা করি নতুন দের ভাল লাগবে।।
আমরা যারা অনলাইনে কাজ করি তারা জানি যে একটি মাস্টার কার্ড আমাদের কত টা প্রয়োজন হয়ে থাকে। তাই যারা যানে না যে মাস্টার কার্ডের সুবিধা কী তাদের জন্য আজকের টিউটরিয়াল
একটি মাষ্টার কার্ড পেতে কী কী লাগবে ?
০১.আপনার একটি ইমেল লাগবে যেমন : [email protected]
০২. আপনার বয়স ১৮ + হতে হবে।
০৩. আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসর্পোট লাগবে। বি:দ্র: পাসর্পোট দিয়ে করলে ভাল।
কী ভাবে শুরু করব, আপনাকে নিচের ৪টি ধাপ অনুসরণ করতে হবেঃ
০১. পেওনিয়ার মাষ্টার কার্ডের জন্য এখানে প্রবেশ করুন।
০২. আপনার পরিচয়ের প্রমান দিন।
০৩. কার্ড Active করুন।
০৪. ডলার যোগ করুন।
ধাপ-১ : কার্ডের জন্য আবেদন করুন
প্রথমে পেওনিয়ার এর ওয়েব সাইটে প্রবেশ করুন এই ওয়েবসাইটে যাবেন তারপর Sign Up লেখায় ক্লিক করুন।
এরপর Please select your preferred withdrawal method লেখা আসবে। এখান থেকে Please select your preferred withdrawal method লেখা সিলেক্ট করুন।
এর পর sing up এ কিল্ক করুন।
Personal Details – এ সঠিক তথ্য দিন। জাতীয় পরিচয় পত্রে যেভাবে আছে সেভাবে দিবেন বা পাসর্পোট এর বিস্তারিত দিন।
আপনার নাম যদি Md. Maksudur Rahaman হয় তাহলে লিখুন Md Maksudur Rahaman (ডট বাদ দিয়ে)
ধরুন আপনার নাম Md. Maksudur Rahaman তাহলে First Name = Md Maksudur :: Last Name = Rahaman
আপনার টিউনাল কোড ভুলে গেছেন? কাউকে ফোন দিন অথবা টিউন অফিসে যান অথবা এখানে দেখুন
Bangladesh Post Office online –এ দেখুন।
Next ii তে ক্লিক করুন এবং তথ্য পূরণ করুন
Next iii তে ক্লিক করুন এবং তথ্য দিন। Finish ক্লিক করুন। সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপ শেষ হলো।
যেকোনো সময় Payoneer -এ লগিন করে আপনার application status দেখতে পাবেন।
চার টি ধাপ শেষ করার পর আপনি আপনার ইমেল প্রবেশ করুন ২৪ ঘন্টার মধ্যে ২ টি ইমেল আসবে। ইমেল এর মাধ্যমে আপনাকে আপনার কার্ড পাওয়ার সময় এবং বিস্তারিত তারা জানিয়ে দিবে।
আসা করি যাদের মাষ্টার কার্ডে প্রয়োজন শুধু তারাই আবেদন করবেন শুধু শুধু আবেদন করবেন না।
ভাল লাগলে জানাবেন আর সময় থাকলে আমার সাইট টি কেমন হয়েছে তা দেখে আসবেন।। আমার সাইট
আগে প্রকাশিত হয়েছে এই সাইটি
আমি বাদন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami saudi te thaki,kisu din age apply koresi,ebong email kore amake janeache januarer 4-11 tarikher moddhe Ami card hate pabo.wait korcho dekhi pai naki.