সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। আজকে একটি খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখতে বসলাম। একটি কম্পিউটারে যে ২২ টি প্রোগ্রাম আপনার জন্য খুবই উপকারী আর প্রয়োজনীয়। এবং এই প্রোগ্রামগুলো আপনার পিসিকে রাখবে সুরক্ষিত। এবং কাজ করতে প্রচুর ফার্স্ট হবে। নিচে আমি ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় উল্লেখ করলাম।
Ninite এই সফটওয়্যারটি একের ভিতর সব পাবেন। আপনার Computer এ কি কি সফটওয়্যার বা ব্রাউজার চান সেগুলো সিলেক্ট করে এটি ইন্সস্টল করতে পারেন। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমেই আপনি সকল ধরনের সর্ভিস পাবেন। এটি ব্যবহারে আপনি পিসির লোড কমে যাবে। এই সফটওয়্যারটি ফ্রি ইন্সস্টল করতে পারেন। নিচে ডাউনলোড দেওয়া আছে।
AVG Antivirus হল ফ্রিতে ব্যবহার করার জন্য একটি ভাল মানের এন্টি ভাইরাস। এই এন্টিভাইরাসের প্রিমিয়াম ভার্সনও আছে। যারা ফ্রিতে ভাল মানে এন্টিভাইরাস ব্যবহার করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন। এবিজি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই এন্টিভাইরাস ব্যবহারের সুবিধা হল এটি পিসিকে স্লো করে না এবং এর লোডিং টাইম খুবই কম। যারা ব্যবহার করতে চান তারা নিচে ডাউনলোড লিংক থেকে ব্যবহার করতে পারেন।
Malwarebyes হল এমন একটি সফটওয়্যার যার আপনার পিসিতে বা ইন্টারনেটের সর্ব্বোচ্চ নিরাপত্তা দিবে। আপনার পিসিতে সরাক্ষন Malware মুক্ত রাখবে। এন্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি আপনি এটি ব্যবহার করতে পারেন। অনেক সময় আপনি একটি সফটওয়্যার ডাউনলোড করছেন কিন্তু তার সাথে আপনি পিসিতে বিভিন্ন Malware ঢুকে পড়ছে। সেটা নিয়ন্ত্রন এর জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন।
Pc Decrapifier একটি কম্পিউটারের জন্য খুবই দরকারী। আপনি যখন পিসিতে কোন কাজ করেন। আপনার এই কাজগুলো সাময়িকভাবে তা আপনার পিসির একটি জায়গায় জমা হয়ে থাকে। এই সফটওয়্যারটি ইন্সষ্টল থাকলে এই Temporary ফাইলগুলো সে টাইম টু টাইম ডিলিট করবে। আপনার সেই Junk ফাইলগুলো ডিলিট করার দরকার নাই। নিচে এর ডাউনলোড লিংক দেওয়া আছে।
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রন জানাচ্ছি। প্রযুক্তির সাথে থাকুন সব সময়।