সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আমরা দৈনন্দিন কাজে নানা সফটওয়্যার ব্যবহার করি। এ রকমই কিছু সফটওয়্যার নিয়ে আমার এই সিরিজ।
**ফেসবুকে লেখালেখি বিষয়ক পেজ এর সাথে যুক্ত থাকতে পারেন লাইক দিয়ে **
কপিরাইট আইনের আওতায় থাকা সফটওয়্যার গুলোর ব্যবহারে নানা প্রতিবন্ধকতা থাকায় মুক্ত সফটওয়্যার আন্দোলন আজ প্রকট হয়ে উঠেছে। কপিরাইট আঈণেড় আওতায় থাকা সফটওয়্যার গুলোতে দেখা যায় নানা নিয়মনীতি যেমনঃ এগুলো আদান প্রদান, পরিবর্তন ও সংস্করণ করা যায় না। কিন্তু বর্তমান বিশ্বের মানুষের কাছে এই আইনকানুন সৃষ্টি করছে নানা বিব্রতর পরিস্থিতি। আর এর পরিস্থিতি-ই প্রযুক্তির যুগে মুক্ত সফটওয়ার আন্দোলনকে এক বিশাল সাফল্য এনে দিয়েছে। মুক্ত দর্শনের আওতায় এই আন্দোলন প্রথম ১৯৮৪ সালে রিচার্ড স্টলম্যান শুরু করেন। তিনি চেয়েছিলেন সকল বাধা-নিষেধ থেকে বেরিয়ে এসে মুক্ত একটি সফটওয়্যার জগত গড়ে তুলতে। কেননা মুক্ত সফটওয়্যার মানে ই যে কেউ তা বযভার,পরিবর্তন, ও নতুনত্য দিতে পারবে। এর-ই ধারাবাহিকতায় বর্তমানে তৈরি হয়েছে হাজার হাজার মুক্ত সফটওয়্যার।
কিছু প্রয়োজনীয় মুক্ত সফটওয়্যার ঃ
১। উবুন্টু
২। ওপেন অফিস অর্গ
৩। ভি আল সি
৪। জুমলা
৫। ব্লেন্ডার
৬। পিজিন
৭। বানসী
৮। ওয়ার্ডপ্রেস
৯। জেনকার্ট
১০। ফাইলজিলা
আগামী পর্বে থাকছে প্রত্যেকটি সফটওয়ার নিয়ে আলাদা আলাদা আলোচনা ও ডাউনলোড লিংক।
**ফেসবুকে লেখালেখি বিষয়ক পেজ এর সাথে যুক্ত থাকুন **
সম্পূর্ন সিরিজটি আগে প্রকাশ হবে আমার ব্লগে। ঘুরে আশ্তে পারেন আমার ব্লগে।
আমি তানভীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।