১জিবি/২জিবি নয়, পুরো ৪ জিবি ইন্টারনেট লুফে নিন মাত্র ৪৫ টাকায়, গ্রামীণফোনের বন্ধ সিম চালু করে। পদ্ধতি আমি শেখাচ্ছি– (মেগা টিউন)

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের সুভেচ্ছা। আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ পদ্ধতি। যাদের জিপি সিম গত ৩ মাস বা তার বেশি সময় যাবত বন্ধ আছে তারা আমার এই পদ্ধতিতে মোট ৪ জিবি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায় নিতে পারবেন। এর জন্য আপনাকে ২ টি ধাপে এগুতে হবে। ১ম ধাপে আপনি পাবেন ১০.৩৫ টাকায় ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)=২জিবি ডাটা। এবং ২য় ধাপে আপনি মাত্র ৩৫ টাকায় পাবেন ২জিবি(রেগুলার) ডাটা।
আসুন কিভাবে করবেন দেখে নিন---

১ম ধাপঃ
আপনার বন্ধ সংযোগটি ২০ টাকা রিচার্জ করে চালু করুন(বিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে প্রথমে কার্ড রিচার্জ করতে হবে)। তারপর ডায়াল করুন *৫০০*৯১#।
আপনার বালেন্স থেকে ১০.৩৫ টাকা কেটে নিবে এবং ২জিবি ডাটা পাবেন যার ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)।মেয়াদ ৩০ দিন।

২য় ধাপঃ
এবার রিচার্জ করুন ২৯ টাকা। আপনার মোট টাকা হবে ৯.৬৫+২৯.০০= ৩৮.৬৫ টাকা। এখন আপনাকে জিপি ৭৫ এম্বি প্যাক কিনতে হবে। যার মুল্য ৩৫ টাকা + ভ্যাট। এর জন্য 75MB লিখে 5000 নাম্বার এ পাঠিয়ে দিন। সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ৭৫ এম্বি। কিন্তু... ২ জিবি কোথাই পাবেন???
...

হ্যাঁ অবশ্যই পাবেন। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ৭২ ঘন্টা। ৭২ ঘন্টার মদ্ধেই আপনি পেয়ে যাবেন বাকি ২জিবি (রেগুলার) প্যাক। মেয়াদ হবে ৩০ দিন।

তাহলে আপনার মোট ডাটার পরিমান হলো- ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)+২জিবি (রেগুলার) = ৩জিবি রেগুলার + ১জিবি ফেসবুক = ৪জিবি ডাটা...!!!!!

এটা আমি কয়েকটি সিম এ ট্রাই করে সফল হয়েছি। এবং ৪ জিবি করে ডাটা উপভোগ করছি।

যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই জানাবেন।
ফেসবুকে আমি

 

 

 

 

Level 0

আমি মিরাজ খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 263 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আজ খুব দুঃখ পেলাম।কারন এতদিন আমি জানতাম আমার জন্ম তারিখ ১২ ই ডিসেম্বর। কিন্তু আজ জানতে পারলাম যে সেটা হবে ৩ ই ডিসেম্বর।so........ i am very sad now........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ২ সিম এ ৭৫ এম্বির প্যাক কিনে ২ জিবি করে পাইছি।।এখন কি ১০ টাকা দিয়ে ১জিবি পাওয়া যাবে।।

কই ভাই ্‌পাইলাম না তো

আমি ১০.৩৫ টাকায় ২ জিবি পেয়েছি আমার নতুন সিমে। তাহলে কি আমি ৭৫ mb কিনে আরও ২ জিবি ডাটা পেতে পারি?

dhonnobad bhaia.

Level New

ami to bondho Sim calu kore 29 tk recharge kore 30 tk die 75 mb kine 2gb free paisi eivabe ami 10 gb porjonto nisi. meyad 7 din Dai r wowbox er 20 mb free nie 3 mas meyad kore nisi. by the way wowbox sudhu bondhu Sim er jonne projojjo

ভাই ৭৫এম্বি জতবার কিনবেন তত বার পাবেন…২জিবি করে ৭৫গন্টা সময়ের মদ্দে…।

৭৫ এম্বির প্যাক কিনে আমি ২ জিবি করে পাইছি।।

@নাদিমুল হক জুলাস, বন্ধ সিমে। পাবেন কিনা চেক করতে পারেন। যে কোনো গ্রামীণফোন সিম থেকে Maynumberলিখে 9999 নম্বরে পাঠিয়ে দিন। উদাহরণঃ May 01712345678 আর পাঠিয়ে দিন 9999 নম্বরে।

দুঃখিত! কমেন্ট এডিট করার অপশন পাচ্ছিনা। উপরের কমেন্টে May আর number এক হয়ে গেছে। উদাহরণ লক্ষ করুন।
আর যদি এমন কোনো সিম থাকে যাতে গত তিন মাসে ইন্টারনেট ইউজ করেননি, তবে সে সিমে ৯ টাকায় ১ গিগা পাবেন। এর জন্য ঐ সিম থেকে *500*91# ডায়াল করুন।

    অসংখ্য ধন্যবাদ! আমার হয়ে কমেন্ট এর উত্তর দেবার জন্য। আসলে সময়ের অভাবে যথাসময়ে উত্তর দিতে পারিনি….এজন্য দুঃখিত! @সবাই

সবাইকে লক্ষ্য করে বলছি, বন্ধ সিমে কি ৭৫ এমবি যত বার নেওয়া হবে ততবারই ২জিবি দিবে? আমি তো জানি, প্রতি মাসে পর পর ১ বার এই অফার নেওয়া যাবে।
বিষয় সবাই ক্লিয়ার করবেন।

ভাই আমি ফেসবুকের 1 জিবির ব্যালান্স কিভাবে চেক করব। এবং ওই 1 জিবি পিসিতে কিভাবে ব্যবহার করব?

ভাই আমি ফেসবুকের 1 জিবির ব্যালান্স কিভাবে চেক করব। এবং ওই 1 জিবি পিসিতে কিভাবে ব্যবহার করব?
একটি সিমে লেখা আসসে Sorry, the customer is not eligible for the offer. এটি 10 মাস বন্দ আছে।

আমি ২ জিবি ৯ টাকায় অফার টা পেয়েছি, ফেবুকের ১ জিবির অবস্থা খুব খারাপ, স্পীড নাই, তবে জেনারেল ১ জিবি পুরা ৩জি, আর আমি ৭৫ মেগা কিনলে ২ জিবি ফ্রি পাব কিনা জানার জন্য may mynumber দিলে সরি আসে, কি করব??

Level 0

আমি 75MB লিখে 5000 এ পাটাইছি কিন্তু কাজ হয় না………taka o kate na mb o day na….10.35 takay 1 Gb paici

vai ami 9takay 1gb paice and may lakhy number sent 9999 korce abong The customer is eligible for Free Facebook and Buy Starter data Pack and Get 2 GB Free offer ai sms ta paice tooo ami 75 md pack kinla 2gb pabo