কম্পিউটারের হার্ড ডিস্কে আমরা নিত্যদিনের প্রয়োজনীয় ডাটা এবং ফাইল সংরক্ষণ করি।তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার। হার্ড ডিস্কে আমরা এমন সব গুরুত্বপূর্ণ তথ্য রাখি যা হয়তো আমাদের অতীব জরুরী।কিন্তু কোনোভাবে যদি পিসির এই অংশ অনাকাঙ্কিতভাবে নষ্ট হয়ে যায় তাহলে কী ঘটবে? কী ঘটবে না ঘটবে সটা আপনারাই অনুধাবন করতে পারবেন।তবে আপনারা যাতে এই ধরনের বিপদে না পড়েন মূলত তার জন্যই আমার এই টিউন। এ ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আজ আপনাদের সাথে একটি অসাধারণ এওয়ার্ড উইনিং সফটওয়্যার শেয়ার করছি।হার্ড ডিস্ক ভালো রাখার দুর্দান্ত টিপস তো সাথে থাকছেই।
হার্ড ডিস্ক সেন্সিনেল
"""""""""""""""""""""""
হার্ড ডিস্কের সকল ধরনের তথ্যই আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে পাবেন।তাছাড়া হার্ড ডিস্কের সঠিক রক্ষণাবেক্ষণ, যত্ন-আতি করতে হার্ড ডিস্ক সেন্সিনেলের বিকল্প নেই।তবে দামও কিন্তু কম নয়। 35$। দাড়ান...দাড়ান... কোথায় যাচ্ছেন? আমি আপনাদেরকে সফটওয়্যারটি ফ্রি দেব।
কেন হার্ড ডিস্ক সেন্সিনেল ব্যবহার করবেন? কারণ এটি-
► রিয়েল টাইম হার্ড ডিস্ক
ড্রাইভ (HDD) এবং সলিড স্টেট
ডিস্ক (SSD) অবস্থা
পর্যবেক্ষণ করে ফলাফল প্রদান করবে।
► হার্ড ডিস্কের স্বাস্থ্য,
তাপমাত্রা বা কর্মক্ষমতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নটিফিকেশন বারে শো করবে।
► হার্ড ডিস্কের খুটিনাটি সমস্যা ডিটেক্ট করে ফিক্স করবে।
► হার্ড ডিস্ক ফেইলার সম্পর্কিত বার্তা প্রদর্শন করবে।ফলে আপনি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পারবেন।
► এতে রয়েছে অটোমেটিক এবং ম্যানুয়াল ডাটা ব্যাকাপ অপশন।
► আপনার পিসির হার্ড ডিস্ক কত দিন পর্যন্ত ভালো থাকবে, ব্যাড সেক্টর কী পরিমাণে আছে তাও এই সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে।
► এছাড়াও Hard Disk Summary
Hard Disk Number,1
Interface,USB
Hard Disk Model ID,
Hard Disk Revision,
Hard Disk Serial Number, Hard Disk Total Size,
Properties, S.M.A.R.T, রিমোট কন্ট্রোলিং, এডভান্সড হার্ড ডিস্ক কন্ট্রোলসহ এতে আরও অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তাহলে আর দেরী কেন? ডাউনলোড করতে নিচের লিংকে ঝাঁপিয়ে পড়ুন :p
এক্টিভেশন প্রক্রিয়াঃ-
"""""""""""""""""""""
প্রথমে সফটওয়্যারটি অন্যান্ সফট গুলোর মতোই ইনস্টল করুন।তবে ডিফল্ট ইনস্টলেশন ডাইরেক্টরি চেঞ্জ করবেন না। ইনস্টলেশন প্রক্রিয়াঃ সম্পন্ন হলে সফটওয়্যারটি অপেন না করে Patch ফোল্ডার থেকে Patch.exe ফাইল রান করান। Patch ফাইলটি অপেন হলে চিতাবাঘের মুখের সাথে একটি বাটন আসলে ঐ বাটনে ক্লিক করে এপ্লাই করুন।ব্যস। কাজ শেষ।এবার সফটওয়্যারটি অপেন করে দেখুন ফুল রেজিস্টার্ড হয়ে গেছে।
- - - - - - - - - - - - - - - -
হার্ড ডিস্ক ভালো রাখার কিছু দুর্দান্ত টিপসঃ-
► প্রতি পার্টিশনে অন্তত ২০% ফাকা জায়গা রাখুন।
► সপ্তাহে একবার বুট টাইম ডিফ্র্যাগ করুন। অর্থাৎ পেজফাইল, হিবারফিল ইত্যাদি সহ সিস্টেম
ফাইল ডিফ্র্যাগ করুন।
► হার্ডডিস্ক এর তাপমাত্রা মনিটর করুন। দরকার হলে ক্রিটিকাল তাপমাত্রা সেট করে
দিন যেন বেশি গরম হয়ে গেলে
আপনি নোটিফিকেশান পান।
►হার্ডডিস্ককে ধুলাবালি থেকে দূরে রাখুন। মনে রাখবেন ছোট্ট একটা কণা যা আপনার মাথার চুলের
দশভাগের একভাগ সেটা আপনার
ডিস্ক হেডকে নষ্ট করে দিতে
পারে।
► ইউপিএস ব্যবহার করুন।
►ছয়মাস বা একবছর পর পর সুযোগ পেলে হার্ডডিস্ক এর সকল ডাটা
ব্যাকআপ নিয়ে ডিস্ক লো লেভেল
ফরম্যাট করে নিন। এতে ব্যাড সেক্টর সহ কোন সমস্যা থাকলে তা
দূর হয়ে যাবে।
► উইন্ডোজ এর ইনডেক্সিং বন্ধ করে দিন। ইনডেক্সিং এর মাধ্যমে উইন্ডোজ হার্ডডিস্ক এর সকল ফাইল
এর লিস্ট তৈরি করে এবং সার্চ
করলে দ্রুত ফলাফল দেখায়। কিন্তু ইনডেক্স এর কারণে অযথাই ডিস্ক
ঘুরতে থাকে এবং শক্তি বা
ব্যাটারি ক্ষয় হয়।
>
ডিযেবল করতে My Computer এ
গিয়ে যে কোন হার্ড ড্রাইভ এ
রাইট ক্লিক করুন তারপর
Properties এ যান। তারপর এই
লিখা "Allow indexing service to index this hard drive for faster
searching" এর পাশের টিক তুলে
দিন। তারপর ওকে করুন। প্রসেস টি
শেষ হতে একটু সময় লাগবে।
না বুঝলে স্কিনসর্ট দেখুন
► নিয়মিত ডিফ্র্যাগ করুন। ডিফ্র্যাগ করতে Iobit Defrag ব্যবহার করতে পারেন।
Download Link
- - -
কোনো সমস্যা হলে টিউমেন্টে অথবা আমার ফেসবুক আইডিতে জানান।সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।
আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন।আর উৎসাহ দিতে ভূলবেন না। খোদা হাফেজ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nyc tune thnx bro