আসসালামু আলাইকুম।
টেকটিউন্স কমিউনিটি ব্লগ সাইটে সবাইকে সালাম। এবং প্রকাশিত ৪৬ তম পোস্টে স্বাগতম। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব অসাধারন দুটি ভিডিও কনভার্টারের সাথে। কাজের তাগিদে মাঝেমধ্য ভিডিও কনভার্ট করতে হয় যেমন পিসি থেকে কোন মুভি কিংবা ভিডিও ফাইল ডাউনলোড করলেন এখন সেটি আপনার শখের কোন মোবাইল ডিভাইস কিংবা অন্য কোন মাল্টিমিডিয়া ডিভাইসে রান করবেন তাহলে অবশ্যই কনভার্টার প্রয়োজন পড়ে।
কনভার্টার হিসাবে অনেকেই বিভিন্ন ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকেন যেমন- Xillsoft, Any vedio converter, All to vedio converter, iwosoft converter, Total vedio converter, All in one vedio converter ইত্যাদি। আসলে কনভার্টারের তালিকা করলে তা প্রায় ১০০ ছাড়িয়ে যাবে। যাইহোক আমরা যাতে সাধারন মানের কাজ করতে পারি, পিসি যাতে স্লো না করে সেই দিকে লক্ষ্য রেখে এই কনভার্টারগুলো ভাল কাজে দিবে। অবশ্য আমি নিজেও ব্যবহার করছি।
এর মধ্যে অবশ্য Xillsoft ভিডিও কনভার্টারটাই বেশী ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। তবে Xillsoft এর পূর্বের ভার্সনগুলো সকল পিসিতে সমর্থন করত বর্তমানে নতুন সংস্করন অনেকের পিসিতে চালাতে সমস্যা সৃষ্টি করে। এর মূল কারন হচ্ছে পিসির কনফিগারেশন মাঝারি। অপরদিকে অন্য ভিডিও কনভার্টার দিয়ে এক কাজ করা যায় তো অন্য কাজ করা যায়না। তাছাড়া বর্তমানে সকল ভিডিও কনভার্টার ইউস করতে সিরিয়াল কিংবা প্যাচ ব্যবহার করেই কাজ করতে হয়।
তাই বেশ কয়েকদিন ধরে চিন্তা করছিলাম এমন কোন ভিডিও কনভার্টার আছে কিনা যেখানে যে কোন ধরনের পিসি সমর্থন করবে। ভিডিও কানভার্টার দ্বারা ভিডিও ফাইলের সকল কাজ করা যাবে। হ্যা বন্ধুরা এই রকম অসাধারন দুটি ভিডিও কনভার্টার খুজে পাইলাম তথারুপ- Oxylon media Converter এবং Allok Vedio Converter.
১। যে কোন পিসিতে এবং যে কোন অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) সমর্থন করবে।
২। Allok এমন একটা কনভার্টার যা দিয়ে আপনি যে কোন ভিডিও কে যে কোন ফরমেটে নিতে পারেন যেমন 3GP, MP4, Avi, Wmv ।
৩। ইচ্ছা মত সাউন্ড বাড়াতে পারেন কমাতে পারেন। আপনার ভিডিওর সাউন্ড ৪০০% পর্যন্ত বাড়াতে পারেন।
৪। কোন ভিডিওকে অডিওতে রূপান্তর করতে পারবেন। (use mpeg audio format)
৫। এটা দিয়ে ভিডিও কনভার্ট করতে কোন কোড লেখার প্রয়োজন হয় না।
এটি সম্পূর্ণ ফ্রিওয়্যার, সিরিয়াল/প্যাচ লাগবে না। এবং হ্যা এর সাথে প্লাগইন ফাইলটিও নামাবেন।
কনভার্টারটি ডাউনলোড করার পর পিসিতে ইনস্টল করুন এবং রেজি: করতে প্রদেয় সিরিয়াল কি ব্যবহার করলেই হবে।
এবং রেজি: কি পেতে নিচের লিংক অনুসরন করুন- এখানে
পরিশেষে আশা করি উক্ত ভিডিও কনভার্টার দ্বারা সহজেই ভিডিও ফাইল কনভার্টের কাজ করতে পারবেন। অবশ্য আমি নিজেও এই দুটি ভিডিও কনভার্টার দ্বারা ভালো ভাবেই কনভার্টের কাজ করতে পারছি। এই রকম আরো কিছু মজার মজার ভিডিও কনভার্টার পাইলে পরবর্তী সময়ে পোস্টে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।– আল্লাহ্ হাফেজ-
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
খারাপ না