স্বাধীন অভিধান সংস্করণ ২ উন্মুক্ত করা হয়েছে! স্ট্যান্ড-অ্যালোন এবং উন্নত…

স্বাধীন অভিধান এর সংস্করণ ২ গত ১১তারিখ উন্মুক্ত করা হয়েছে! তো দেখা যাক স্বাধীনে নতুন সংস্করণে কি থাকছে... 🙂

স্বাধীন অভিধান হচ্ছে বর্তমানে উন্নত, হালনাগাদকৃত এবং সর্বোচ্চ সুবিধা যুক্ত অভিধান সফটওয়্যার। এটি শুধু অভিধান নয়, এর সাথে যুক্ত আছে বাংলা এইড কিট এবং এডুকেশনাল কিট

Shadhin Ovidhan 2x

কি কি আছে এতে?

এর আছে বিশাল শব্দ ভান্ডার (১৯০০০+ এন্ট্রি)।
এটা সত্য যে ডাটাবেজ এখনো খুব বিশাল হয়নি, তবে আমরা আশাবাদি, আগের মত ব্যবহারকারীদের সাহায্য পেলে একসময় এইটা বিশাল হবেই... 🙂

স্বাধীন অভিধানে নতুন যে সব বৈশিষ্ট যুক্ত করা হয়েছে তার কিছু নিচে দেয়া হয়েছেঃ

  • শব্দ যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন করার সুবিধা
    যদি মনে হয় কোনো শব্দ অভিধানে নেই অথবা কোনো শব্দে গন্ডগোল আছে তো নিজেই ঠিক করে নিন। স্বাধীনের সমার্থক শব্দের সুবিধা থাকলেও কোনো সমার্থক শব্দ ডাটাবেজে নেই! তো আপনি চাইলে নিজেই তা যুক্ত করে নিতে পারেন... 😉
  • ডাটাবেজ ব্যাকআপ রাখার সুবিধা
    ডাটাবেজের যে পরিবর্তন করবেন তা চাইলে ব্যাপআপ করে রাখতে পারবেন। ফলে স্বাধীনের নতুন সংস্করণ ইনস্টল আপনার পরিবর্তন করা ডাটাবেজে নতুন ডাটাবেজে যুক্ত করতে পারবেন।
    চাইলে যেসব শব্দ নেই সেসব শব্দ যুক্ত করে আমাদের ব্যাকআপ ফাইলটিও পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারেন... 🙂
  • সমার্থক শব্দ যুক্ত করার সুবিধা
    সমার্থক শব্দের সুবিধা যুক্ত করা হয়েছে, তবে ডাটাবেজে কোনো সমার্থক শব্দ নেই... 🙁 তবে আপনার দরকার হলে আপনি নিজে যুক্ত করে নিতে পারবেন, যত খুশি... 🙂
    ইনশাল্লাহ পরের সংস্করণে ডাটাবেজে সমার্থক শব্দের অন্তর্ভুক্তি যুক্ত থাকবে... 🙂
  • অভিধানের ফন্ট পরিবর্তনের সুবিধা
  • ওয়ার্ডমার্কস (নিজস্ব শব্দ তালিকা)
    গবেষনার জন্য শব্দের তালিকা বানাতে পারবেন চাইলে। এখানে একসাথে বাংলা এবং ইংরেজী উভয় শব্দই যুক্ত করা যাবে।
  • পোর্টেবল সংস্করণ তৈরির সুবিধা
    যদি চান বারবার ইনস্টল না করতে বা পেনড্রাইভ থেকে ব্যবহার করতে, তাহলে এ সুবিধাটি আপনার জন্যই... 🙂

এবং আরো অনেক কিছু...

অফিশিয়াল পাতায় সব সুবিধা দেয়া আছে... 🙂

স্ট্যান্ড-অ্যালোন

স্বাধীন অভিধানের নতুন সংস্করণ চালাতে আগের মত কোনো রানটাইমের প্রয়োজন নেই। শুধু ইনস্টল এবং চালু!

গতি

আগের থেকে স্বাধীন এখন উন্নত এবং গতিময়... 🙂

অতিরিক্ত এ্যাপ

নতুন স্বাধীনের সাথে যে সব অতিরিক্ত এ্যাপ যুক্ত থাকছে তাদের তালিকা, বিশেষ বৈশিষ্ট্য এবং স্ক্রিনসট দেয়া হল-

মেট্রো বাংলা দিনপঞ্জী

  • মেট্রো রূপে বাংলা দিনপঞ্জী গ্যাজেট।
  • এটি কম্পিউটারের গতির উপর দৃশ্যত কোনো প্রভাব ফেলেনা।
  • নিজের মত করে সাজানোর সুবিধা।

Metro Bangla Calendar

বাংলা এইড কিট

  • কম্পিউটারে সব ধরনের (ডেস্কটপ, ব্রাউজার ইত্যাদি) বাংলা সমস্যার সমাধান একটি অ্যাপেই!
  • ফোল্ডার/আইকন এর ফন্ট পরিবর্তন সুবিধা।
  • মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা সমস্যা সমাধানের উপায়।

Bangla Aid Kit

বৈজ্ঞানিক নাম সংগ্রহশালা

  • জীববিজ্ঞানের প্রাণি এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামের একটি সংগ্রহশালা।
  • বাংলা এবং বৈজ্ঞানিক নাম আলাদা ভাবে অনুসন্ধান সুবিধা।
  • ৩০০+ অন্তর্ভুক্তি।

Biological Scientific name in Bangla

এইটা মূলত ৯ম থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন সমাধান করতে সাহায্য করবে।
কোনো নাম না পাওয়া গেলে আমাদের ফিডব্যাক এ্যাপ দিয়ে নামগুলো আমাদের পাঠাতে ভুলবেননা... 🙂

আল্লাহ্‌র ৯৯টি নামঃ

  • আল্লাহ্‌র ৯৯টি নামের ইংরেজী, বাংলা ও আরবি উচ্চারণ এবং অর্থ।
    আর কি চান জানান... 🙂

The 99 names of Allah

যে সব ফন্ট যুক্ত থাকছে

  • সিয়াম রুপালী (OmicronLab)
  • কালপুরুষ (OmicronLab)
  • নিরমালা ইউআই (Microsoft Corporation)
  • মুক্তি ন্যারো (মুক্ত বাংলা ফন্ট প্রোজেক্ট)
  • একুশে লোহিত (ekushey.org)

ডাউনলোড

অফিশিয়াল ডাউনলোড পাতা*

অভিধানের নতুন উইন্ডোর বিভিন্ন অংশের পরিচিতি

স্বাধীন অভিধান - প্রধান উইন্ডোর বিভিন্ন অংশ

(বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন)

আরো কিছু স্ক্রিনসট

ছবি গুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

শেষ একটা কথাই বলা, স্বাধীন অভিধান,

এতে নেই বলে কিছু নেই...

যে কোনো সমস্যা/মন্তব্য/মতামত সরাসরি স্বাধীনের ফিডব্যাক এ্যাপ থেকে দিতে পারেন অথবা এখানে অথবা এ পোষ্টেও দিতে পারে।

ডাউনলোড

অফিশিয়াল ডাউনলোড পাতা*

স্বাধীন মুক্ত সফটওয়্যার...
আর মুক্ত সফটওয়্যারের উন্নয়নের পিছনে এর ব্যবহারকারীদেরই অংশগ্রহনই আসল।

আমাদের ইচ্ছা আছে স্বাধীনের কিছু অংশ/এ্যাপ ওপেন-সোর্স করা। আশা করি এ নিয়ে শিঘ্রই জানতে পারবেন... 🙂

ধন্যবাদ।

* ডাউনলোড লিঙ্ক পরিবর্তনশীল, তাই ডাউনলোড পাতার লিঙ্ক দেয়া হয়েছে।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো একটি প্রোজেক্ট! এগিয়ে যান। এটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। নতুন সংস্করণ আনার জন্যে ধন্যবাদ।

    @রাজিব: আপনাকেও ধন্যবাদ.

আল্লাহর ৯৯ নাম যুক্ত করার কারনে বেশী আকর্শনী হয়েছে।

Level 0

আগের টা ব্যাবহার করছি আশা করি এটা আগের চেয়েও ভালো হবে, আল্লাহর ৯৯ নাম দেয়ার জন্য খুব ভালো লাগছে, আর আপনাদের মতো টিউনার রা আছেন বলেই এখন টিটিতে আছি এবং আসি। খুব সুন্দর টিউন, এরকম আরো ভালো টিউন এর আশায় থাকলাম।

অনেক দেরি করলেন,তবুও ধন্যবাদ।
আশা করি আগের ভার্ষনের চেয়ে সমৃদ্ধশালি হবে।

আপনারা কি চারু চন্দন ফন্টটা একটা ট্রাই দিবেন।ফন্টটা জটিল লাগে আমার কাছে

    @Bootable Ishraque: ফন্টটার লিঙ্কটা দিয়েন তো..

Level 0

অনেক কাজের একটা সফট্ওয়্যার দিলেন। সাথে আল্লাহর ৯৯ নাম সমূহ যোগ করে আরও মহিমান্বিত করেছেন। পাশাপাশি android এর জন্য যদি বের করতেন তাহলে আরও উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে।

    @laabib: আগামী বছর ইনশাল্লাহ এন্ড্রয়েড এবং লিনাক্সের জন্য কাজ শুরু করা হবে..

আগেও ইউস করেছি । নতুন টা খুব সুন্দর । বাট বাংলা ডেট ভুল দেখায় । কোন সমাধান ।

    Level 0

    @নীলোৎপল বেদী: দয়া করে কেও এটা আপলোড করেন সাইট থেকে ডাউনলোড হচ্ছে না।

      @Mosarof_BD: সাইট দিনে ঠিক হয়ে যাবে..

      @Mosarof_BD: ওখানে তো লিঙ্ক ঠিক আছে , আমি ডাউনলোড করেছি ।

    @নীলোৎপল বেদী: ক্যালেন্ডারটা বাংলাদেশের নিয়ম অনুসরন করে চলে.. সে অনুযায়ী তো তারিখ ঠিক ই আছে… একটু দেখুন আপনার পিসির টাইম ঠিক করা আছে কিনা..

      @সোহাগ: আমি তো ইন্ডিয়া থেকে । বাট আমি যতদূর জানি আপনাদের ডেট আর আমাদের ডেট তো একই হবার কথা ।

উপরের লিংক থেকে ডাউনলোড হচ্ছে না। দয়া করে ঠিক করে দিন আমরা তো দিনে নেট চালাতে পারি না ভাই আমরা রাতের নিশাচর।

    @রাকিব আল আজাদ: সাইট আপ এখন.. 🙂