স্বাধীন অভিধান এর সংস্করণ ২ গত ১১তারিখ উন্মুক্ত করা হয়েছে! তো দেখা যাক স্বাধীনে নতুন সংস্করণে কি থাকছে... 🙂
স্বাধীন অভিধান হচ্ছে বর্তমানে উন্নত, হালনাগাদকৃত এবং সর্বোচ্চ সুবিধা যুক্ত অভিধান সফটওয়্যার। এটি শুধু অভিধান নয়, এর সাথে যুক্ত আছে বাংলা এইড কিট এবং এডুকেশনাল কিট।
এর আছে বিশাল শব্দ ভান্ডার (১৯০০০+ এন্ট্রি)।
এটা সত্য যে ডাটাবেজ এখনো খুব বিশাল হয়নি, তবে আমরা আশাবাদি, আগের মত ব্যবহারকারীদের সাহায্য পেলে একসময় এইটা বিশাল হবেই... 🙂
স্বাধীন অভিধানে নতুন যে সব বৈশিষ্ট যুক্ত করা হয়েছে তার কিছু নিচে দেয়া হয়েছেঃ
এবং আরো অনেক কিছু...
অফিশিয়াল পাতায় সব সুবিধা দেয়া আছে... 🙂
স্বাধীন অভিধানের নতুন সংস্করণ চালাতে আগের মত কোনো রানটাইমের প্রয়োজন নেই। শুধু ইনস্টল এবং চালু!
আগের থেকে স্বাধীন এখন উন্নত এবং গতিময়... 🙂
নতুন স্বাধীনের সাথে যে সব অতিরিক্ত এ্যাপ যুক্ত থাকছে তাদের তালিকা, বিশেষ বৈশিষ্ট্য এবং স্ক্রিনসট দেয়া হল-
এইটা মূলত ৯ম থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন সমাধান করতে সাহায্য করবে।
কোনো নাম না পাওয়া গেলে আমাদের ফিডব্যাক এ্যাপ দিয়ে নামগুলো আমাদের পাঠাতে ভুলবেননা... 🙂
(বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন)
ছবি গুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।
শেষ একটা কথাই বলা, স্বাধীন অভিধান,
এতে নেই বলে কিছু নেই...
যে কোনো সমস্যা/মন্তব্য/মতামত সরাসরি স্বাধীনের ফিডব্যাক এ্যাপ থেকে দিতে পারেন অথবা এখানে অথবা এ পোষ্টেও দিতে পারে।
স্বাধীন মুক্ত সফটওয়্যার...
আর মুক্ত সফটওয়্যারের উন্নয়নের পিছনে এর ব্যবহারকারীদেরই অংশগ্রহনই আসল।
আমাদের ইচ্ছা আছে স্বাধীনের কিছু অংশ/এ্যাপ ওপেন-সোর্স করা। আশা করি এ নিয়ে শিঘ্রই জানতে পারবেন... 🙂
ধন্যবাদ।
* ডাউনলোড লিঙ্ক পরিবর্তনশীল, তাই ডাউনলোড পাতার লিঙ্ক দেয়া হয়েছে।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
অনেক ভালো একটি প্রোজেক্ট! এগিয়ে যান। এটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। নতুন সংস্করণ আনার জন্যে ধন্যবাদ।