নিয়ে নিন আপনার খুব প্রয়োজনীয় কিছু সফটওয়্যারের Offline Installer

আমাদের প্রয়োজনীয় কিছু সফটওয়্যারের মধ্যে ফ্লাস ভিডিও, ওয়েবসাইট দেখার জন্য Adobe Flash Player, অনলাইন যোগাযোগের জন্য জনপ্রিয় Skype, Yahoo Massenger, ব্রাউজিং এর জন্য Google chrome ব্রাউজার, অনলাইন ফাইল স্টোর Google Drive অন্যতম। কিন্তু সমস্যা হচ্ছে এই সফটয়্যার গুলো সরাসরি ডাউনলোড করা যায় না। ইন্টারনেটের মাধ্যমে অটোমেটিক ইনস্টল হয়। এর ফলে আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। এছাড়া উইন্ডোজ ইনস্টল করার পর আবার নতুন করে অনলাইনের মাধ্যমে ইনস্টল করতে হবে। যাদের বাসায় ইন্টারনেট থাকবে না তাদের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু আপনার কাছে এই লিংক গুলো থাকলে যেকোন সময় অফলাইন ইনস্টলার ডাউনলোড করতে পারবেন। আপনার বন্ধুদের শেয়ার করতে পারবেন।

Adobe Flash Player ডাইরেক্ট ডাউনলোডারঃ

Adobe Flash player
নিচের লিংকগুলো হতে আপনার পছন্দ অনুযায়ী ভার্সন ডাউনলোড করতে পারবেন।

Skype Off অফলাইন ইনস্টলারঃ
Skype

http://www.softpedia.com/get/Office-tools/Fax-Telephony/Skype.shtml#down...\

Yahoo Massenger অফলাইন ইনস্টলারঃ
Yahoo Messenger

http://filehippo.com/download_yahoomessenger/download/b2ed35b81f02143d98...

Google Drive অফলাইন ইনস্টলার ও একটু কথাঃ

google drive
গুগোল ড্রাইব ডাউনলোড করার আগে ভার্সন টা দেখে নেন। নিচে আমি আপনাদের যে ভার্সনের (1.17.7290.4094) লিংক দিয়েছি তা সর্বশেষ। কিন্তু কিছুদিন পর যখন নতুন ভার্সন আসবে তখন কিন্তু এই লিংক থেকে ডাউনলোড করলে তা আগের ভার্সন তথা 1.17.7290.4094 এই ভার্সন ডাউনলোড হবে। এর সমাধানও আছে। আপনারা ভার্সনের নামারটার স্থানে নতুন-পুরাতন যে কোন ভার্সনের নাম্বার লিখে এন্টার দিলে তখন সেই ভার্সন ডাউনলোড হবে।
https://dl.google.com/drive/VersionNumber/gsync.msi (এটা হচ্ছে ডেমো লিংক।)
https://dl.google.com/drive/1.17.7290.4094/gsync.msi (For PC)
https://dl.google.com/drive/1.17.7290.4094/installgoogledrive.dmg (For Mac)

Google Chrome অফলাইন ইনস্টলারঃ
Google Chrome

নিচের লিংকটি হচ্ছে গুগল ক্রোম সরাসরি ডাউনলোড করার মেইন পেইজঃ
https://support.google.com/installer/answer/126299?hl=en
আর নিচের লিংকটি হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড লিংক।
http://www.softpedia.com/get/Internet/Browsers/Google-Chrome.shtml#download (For PC)

আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন।

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস