ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-১২]

ট্রেন্ড লাইন

টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।

ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।

লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।

যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।

নিচের চার্টটি ফলো করুনঃ

ট্রেন্ড ৩ রকমঃ

  • আপট্রেন্ড (higher lows)
  • ডাউনট্রেন্ড (lower high)
  • সাইডওয়ে ট্রেন্ড (ranging)

আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।

ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ

  • অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
  • সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
  • জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে তানভীর ভাই আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি যুগপোযগী বিষয় নিয়ে টিউন করার জন্য। আমি ফরেক্সে ইনভেস্ট করতে আগ্রহী। আমি এখন জানতে চাচ্ছি এখানে সর্বনিম্ন কত ইনভেস্ট করলে সুবিধা করা যেতে পারে। মানে আমি বলতে চাচ্ছি- যে সর্বনিম্ন কত ইনভেস্ট করলে লস হলেও সেটা রিকভার করা যেতে পারে। অবশ্যই কম পরিমান লস।

    @সোনারদেশ: আপনি ১০০$ দিয়ে শুরু করতে পারেন। ছোট লট সাইজ ইউজ করে ভালভাবেই ট্রেড করতে পারবেন। অনেকে বলে $১০০০ এর কমে ট্রেড শুরু করা যায় না। এটা ভুল। বেশি আমাউন্ট দিয়ে শুরু করলে প্রথমেই লস খাবেন। এটা আপনাকে বেশি ডিপোজিট করিয়ে বেশি কমিশন খাওয়ার বুদ্ধি। প্রথমে যা ইনভেস্ট করবেন তা লস করার মানসিক প্রস্তুতি রাখবেন। মনে রাখবেন আগে শিখতে হবে। যদি অ্যাকাউন্ট ডাবল করে ফেলার সুযোগ পান, তবে ভুলেও করবেন না। মনে রাখবেন সুযোগ বারবার আসবে, কিন্তু বারবার টাকা ডিপোজিট করার সামর্থ্য নাও হতে পারে। রুলস ইজ রুলস এটা মেনে চলতে হবে। মানি ম্যানেজমেন্ট ভুলবেন তো লস করবেন। আজ হোক, আর কাল হোক।

      @তানভীর জেড আহমেদ: ভাই আমাকেও একজন বলেছিল $১০০০ এর কথা। আমি তো $১০০ এর টাকায় যোগার করতে পারছি না। আমার এখন মনে হচ্ছে তিনি কমিশন পাবার জন্য এটা বলেছিলেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুপরামর্শের জন্য।

Level 0

1. initial stop 2.trailing stop ai gola ki?@
তানভীর জেড আহমেদ …. kivaba use korta hoi

Hello everybody, Forex is the most liquid international currency market in the world. It is a 24 hours market. Various types of Bangladeshi banks has been invested 1000 croror taka in forex market. So you can earn money from forex market by using your time and money. Get free forex signal and earn 50 to 3000 dollar per months by forex trading. visit for details – http://www.bux-world.com/home_based_online_jobs.html

Level 0

bd theke kivabe ei business kra jy…bd te ki kno broker er office ase nki…

Level 0

r amr personal opinion about forex is these anslysis have a very little value the main thing about forex is market sentiment and news releases

Level 0

ভাল হচ্ছে।

Level 0

ফ্রি ফরেক্স বোনাস – রিয়েল ট্রেড করুন। এখন কোন ব্রোকার এ বোনাস দে। দিলে কোন কোন ব্রোকার দে একটু জানাবেন কি?

Level 0

টেকনিক্যাল অ্যানালাইসিস ভাল ভাবে বুঝতে চাই, তাই আপনার skyp/Y msg id ta share করুন please.

Level 0

Thanks a lot of for saring forex.

vai, do not invest dolancer, Start forex trading, you will earn more money.

I invest $100, after 9 days, i have already earned 27$. So vai, do not invest dolancer, start personal business, and earn 50 to 3000 per months