Dolancer এর প্রতারণা থেকে সাবধান!

আউটসোর্সিং-এর বিষয়ে যাঁরা খোঁজখবর রাখেন তাঁরা আশা করি Dolancer-এর নাম শুনেছেন। দেশের ছোট-বড় শহর থেকে শুরু করে গঞ্জে-গ্রামেও পৌঁছে গেছে এরা। আপনার ভাই-বন্ধু কেউ না কেউ নিশ্চয়ই Dolancer থেকে টাকা কামাচ্ছেন, আর আপনাকে বারবার তাগিদ দিচ্ছেন একটা একাউন্ট খোলার জন্যে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে সাবধান করে দিচ্ছি। ডুল্যান্সারে চলছে বড় ধরণের প্রতারণা। আবার বলছি, ডুল্যান্সারে প্রতারণা চলছে! এর মাধ্যমে কেউ কেউ হয়তো টু-পাইস কামাচ্ছেন, কিন্তু সেটা কেমন আর কতোটা সন্তোষজনক আপনি জানেন? কতজন বিমুখ হয়েছে সে খবর কে রাখে! আপনাকে খুলে বলি চলুন।

সদস্য ফিঃ
এরা নিজেদের পরিচয় ফ্রিল্যান্সিং সাইট হিসেবে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং সাইটগুলো হল oDesk.com, Freelancer.com, Guru.com, eLance.com ইত্যাদি। আপনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসুন, এই সাইটগুলোর কোনটাতেই সদস্য হতে টাকা লাগে না। অথচ এই Dolancer-এ সদস্য হতে আপনাকে দিতে হবে ১০০ ডলার, যার ১০ ডলার সদস্য হওয়ার সময় আর বাকি ৯০ ডলার তিন মাসে সমান কিস্তিতে। এই লাইনটি মনে রাখুন।

বয়স ১২ বছরঃ
ডাহা একটা মিথ্যা কথা। এই সাইটের ডোমেইন কেনা হয়েছে GoDaddy থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে। হালনাগাদ করা হয়েছে গত ২৭ সেপ্টেম্বর তারিখে। হোস্টিং কেনা হয়েছে SoftLayer নামক সস্তা একটি প্রতিষ্ঠান থেকে। ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিংক http://who.godaddy.com/whois.aspx?domain=dolancer.com&prog_id=GoDaddy

এটি আমেরিকান কোম্পানিঃ
আবার মিথ্যাচার। এই কোম্পানির জন্ম হয়েছে ঢাকার মিরপুরের জনৈক ব্যক্তির ঔরসে। তবে ইনি সম্ভবত আমেরিকায় থাকেন। আরেকটা বিষয় ভাবুন, সদস্য ফি ১০০ ডলার। অথচ সেটা নেওয়া হয় বাংলাদেশি টাকায় ৭০০০ টাকা। ইউএস ডলাদের বর্তমান বাজার দর ৭৪-৭৫ টাকা, সেই হিসেবে ১০০ ডলার হওয়ার কথা ৭৪০০-৭৫০০ টাকা! বাকি টাকা কি সাহেব তার পকেট থেকে দেন? আরেকটা বিষয়, এই সাইটের ৯৯.১% ভিজিটর বাংলাদেশ থেকে!

রোকন ইউ আহাম্মদ বাংলাদেশি এজেন্টঃ
এই ব্যক্তির কথাই বলছিলাম। ইনিই মিরপুরের কৃতি সন্তান। ডুল্যান্সাররা দাবী করেন রোকন সাহেব এই ডুল্যান্সারের বাংলাদেশ অফিসের প্রধান। ইনি কি আমেরিকা থেকে বাংলাদেশ অফিস চালান? রোকন সাহেবের অস্তিত্বের ব্যাপার বলি। এই ডুল্যান্সারের ফেইসবুক ফ্যানপেইজে যান (http://www.facebook.com/dolancerinc) পেইজের বাম দিকে নিচে দেখবেন Likes-এর নিচে Rokon U. Ahammed. এটার অর্থ আশা করি জানেন। রোকন ইউ আহাম্মেদ-এর একটি ফ্যানপেইজ আছে, আর ডুল্যান্সার ফ্যান পেইজের এডমিনের একমাত্র পছন্দ রোকন সাহেবের ফ্যান পেইজই! কতোটা আপন সম্পর্ক ভাবুন! ব্যক্তিগত ইচ্ছে থাকলে রোকন ইউ আহাম্মেদ সম্পর্কে খোঁজ নিতে পারেন।

আয়-রোজগারঃ
আপনাকে দৈনিক ১০০টি (সম্ভবত) লিংক/এড দেওয়া হবে। আপনি সেই লিংকগুলোতে ক্লিক করবেন। প্রত্যেক ক্লিকে পাবেন ১ সেন্ট, ১০০ ক্লিকে ১ ডলার। সেই হিসেবে মাসে ৩০ ডলার, সেটা দিয়ে আপনি আপনার এক মাসের কিস্তি শোধ করবেন। ৩ কিস্তি শোধ করার পর আপনি নিজের পকেটে টাকা তুলতে পারবেন। থাকবে আপনার ধৈর্য? এই পিটিসি’র কাজই যদি করতে চান, অন্য কোনও বিশ্বস্ত সাইটে গিয়ে করুন। আজ থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে।

সাইটের কাজের পরিসংখানঃ
এটি হচ্ছে The world's largest outsourcing
& Website leasing marketplace! অথচ এখন পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ৪৫২৬৮, প্রোজেক্ট আছে ৩১টি আর এখান থেকে সম্পন্ন হওয়া প্রোজেক্টের সংখ্যা শূন্য (জ্বি, ঠিকই দেখেছেন!)। সদস্যরা মোট আয় করেছেন ৫৯৮১০৫.৫০ ডলার, এই অংকটা অবশ্য খারাপ না!

সাইটের অবস্থাঃ
Freelancer.com-এর সাথে যাঁরা পরিচিত তাদের কাছে Dolancer-এর চেহারাটা চেনা মনে হবে! যখন ডুল্যান্সার জন্ম নেয়, তখন Freelancer.com-এর ঠিক এরকমই চেহারা ছিল। শুধু রঙের একটু তারতম্য!
এই সাইট কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে করা হয়েছে। যাঁরা জানেন, তাঁরা ঘটনা আঁচ করেছেন। সাইটের SQL ইনজেক্ট করা যায়! কয়েকটি লিংক দেখলে কিছুটা বুঝতে পারবেন।
লিংক একঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/flag, পেইজের এক জায়গায় পাবেন
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: pName
Filename: project/viewAllProjects.php
Line Number: 20

লিংক দুইঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/0 দেখুন, জগাখিচুড়ি!
লিংক তিনঃ http://dolancer.com/?keyword=&c=search&category=&group1=Providers এই পেইজ লোড হয় না।
লিংক চারঃ http://dolancer.com/?keyword= একই কেইস।
লিংক পাঁচঃ http://dolancer.com/index.php/about লিংকের পুরোটা খেয়াল করুন, একটা সাইটের লিংক কখনো এরকম হয়?

বড় গলার গল্পঃ
আমি একজনকে এই কথাগুলো বলেছিলাম। উত্তরে তিনি আমাকে অনেকগুলো নীতিকথা শুনিয়েছিলেন। আমি যেন মন থেকে এইসব চিন্তা বের করে ফেলি, এর মাধ্যমে বেকার সমস্যা দূর হচ্ছে, এসব বলাতে তাঁর কোনও স্বার্থ নেই ইত্যাদি ইত্যাদি। আপনিও হয়তো এমন কথা বহুবার শুনেছেন। এটা জানেন নিশ্চয়ই এই Dolancer-এর কারো রেফারেন্স ছাড়া সদস্য হওয়া যায় না। পুরো এমএলএম, স্বার্থ কোথায় বুঝছেন?
অনেক কিছু বলে ফেললাম। এরপর আপনি কি করবেন সেই সিদ্ধান্ত নিবেন আপনি। আউটসোর্সিং যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে নিরাপদ ও বিশ্বস্ত পথে আসুন। আপনাদের সবার জন্যে নিরন্তর শুভকামনা।
আরও বিস্তারিত জানুন এখানে
আউটসোর্সিং করার কয়েকটি নিরাপদ ও বিশ্বস্ত পথ জানতে এই পোস্টই দেখতে পারেন, ক্লিক করুন

Level 0

আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good

Vai, ami nijei dhuksilam… 700 taka dia. 🙁
Dhoirjo nai. Tai pura taka mair gelo.. 🙁

Tara je dekhae .: Sorkar er certified copy ase? Etake ki bolben?

kintu vai, je vabe tara income kortase..

ekdin deksilam 29 koti , 2 din porei 32 koti income !!! :O

    @MD. নাজমুল সাকিব: এই তথ্যগুলো তো ওদেরই দেওয়া, সহজে বিশ্বাস করা কি বুদ্ধিমানের কাজ হবে ভাই? যেহেতু অনেকগুলো প্রতারণার খবর আমরা পেয়েছি।

    Level 0

    vai najmul, apnar to tahole lease ar bepare kno dharona nai………….!!!!
    500$ lease nile se 2.5 $ protidin pabe. dolancer ar 50000$ damer o website ache. abar apni hisab korun ……………na parle kono Math student ar kach theke jene niben.

Level 0

“এই পিটিসি’র কাজই যদি করতে চান, অন্য কোনও বিশ্বস্ত সাইটে গিয়ে করুন। আজ থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে।”
To Koekat PTC er link den to dekhi vai……….

    @rabby22: পিটিসি সাইটগুলো সম্পর্কে খুব ভালো জানি না আমি। তবে পিটিসি সাইটগুলো বেশিরভাগই ভুয়া হয়, এরকম কথা শোনা যায়।

    @rabby22: google adsens batito r onno kon web theke ptc er kaj kore k koto taka income koreche ??

    Parle prof dekhan………

    niche onek golo site er nam dekhlam. ami egolor modhe 4 ta te kaj korechi.
    ekta thekeo taka pai nai

Level 0

To, Vai apni Dolance er bepar ta jor dia kivabe bollen??

    @rabby22: কোন কথাটা ভাই? আমি একটা কথাও কি অনুমানে বলেছি? প্রত্যেকটা কথাই তো প্রমাণ সহ দিয়েছি। জোর আমি দিতেই পারি ভাই।

Level 0

“Oi Semri Tui kandos ken re?? : nah, amar ceharai emon.”
Vai, Asole cehara jai hok.. apni nije protarito hoe tarpor Emon jor dia bola ucit cilo… vai, amake abar oder sodosso mone koben na….

    @rabby22: হা হা হা
    হাসাইলেন ভাই। এমন কমেন্ট কইরেন না, পাবলিক আপনারে পাগল ভাববো। বিষ খেয়ে দেখতে হয় না, না খেয়েই বোঝা যায় ওটা বিষ।
    আপনার সমস্যা ধরতে পারছি না। একটা প্রতিষ্ঠান সৎ হলে এরকম প্রতারণামূলক তথ্য দেবে কেন?

    Level New

    @rabby22: আপনার কথা শুনে মজা পাইলাম। পিটিসি সম্পর্কে কোনো ধারণা আছে ভাই? তাহলে এই কথা বলতেন না যে ধরা খেয়ে পরে কথা বলেন। অনলাইন আয়ের তালিকায় পিটিসির অবস্থায় বরাবরই সর্বনিম্ন অবস্থানে, তবুও তারা টিকে আছে তাদের চটকদার কথাবার্তা আর আমাদের সতর্ক না থাকার জন্য।
    apni nije protarito hoe tarpor Emon jor dia bola ucit cilo
    এই ধরণের সচেতনতামূলক উপদেশ জীবনে প্রথম দেখলাম।

বড় বড় হ্যাকার রা যেখানে সরকারী সাইটগুলা হ্যাক করছে, কিন্তু এই সকল সাইট গুলা কেন ছাড় পেয়ে যায়, সেটাই বুঝি না। এগুলো কে হ্যাক করে দেখান…………………।:D

    @ক্যাপস্ লক: আমি হ্যাকার না ভাই। ডাক্তার না হলেও বোঝা যায় একজন মানুষের অসুখ, চিকিৎসা করা ডাক্তারের কাজ।

Dolancer is fake 50000% sure … ei sob ajaira site e kan je eto member jay allah jane

Level 0

আপনাকে অনেক থাঙ্কস, আমিও এই বিসয় নিয়া এক টা লিখা রেডি করেসি, সুধু সময় এর অভাব এ পোস্ট করতে পারসি না/

Level 0

shotorkotamulok tune korar jonno thnx bro
ei TT tei 2 din age ekjon Dolancer er advertise kore tune diechhilo, moderator post delete kore dieachhe, oshikkhito lokjon dhoka khay,mana jay, kintu shikkhito polapaan der keno etobar bujhie dite hobe? eder ki nijeder buddhi nai? reference business manei vua, ei beparta public bojhena keno?

Level 0

Vai, bis er udahoron dilen? mosa marte kaman?? to 2/1jon oi bis khee morese sei udahoron den to deki………..

হ্যা আপনার কথাগুলো ভালই। তারা দাবি করছে তারা ১২ বছর ধরে আছে(!) আমার একবন্ধু এই সাইটের মাধ্যমে টাকা আয় করতে আগ্রহী ছিল এখনও আছে, তখন আমি সাইটটির whois দেখে অবাক যেই সাইটের জন্ম ৬ মাস(তৎকালীন) হলে, তারা কিনা লিখে রেখেছে 12 Years of Success. ব্যাপারটি হাস্যকর লেগেছিল। তবে সে কিছু টাকা পেয়ে আরও অধিক আগ্রহি হয়ে এখন ৪ টা একাউন্ট চালাচ্ছে (৪X৭০০০/- = ২৮০০০/-) দেখি শেষ পর্যন্ত তার হিসাবের খাতায় কি থাকে। তারা আরও ছড়াচ্ছে জানুয়ারী থেকে নাকি একাউন্ট কিন্তে ১৪০০০ টাকা করে লাগবে। ২০০ ইউএস ডলার ১৪০০০/- মানে ১USD=৭০BDT সত্যি হাস্যকর….

Level 0

Etihas sommondhe apnar deki dharona e nai, class a poren ni naki??!!!!!! Jar jar abiskar takei to porikka korte hoy>>> vai “Cor er dore bow nengta koiren na…”

    @rabby22: আপনি এই পোস্টে কমেন্ট না করে আরও কয়েকটা একাউন্ট করে ক্লিক করতে থাকেন, সময় নষ্ট করার দরকার কি!

amar friend r monthly 40000 r opore income hoi dolancer thake.Tarpor o ami join korta chena…
ke korbo bujte partechena….

দয়াকরে কেউ লেজ কাটা শেয়ালের মতো করবেন না। 🙂

ওদের প্রচারনাইতো বলে দেয় ওরা ভূঁয়া। যাদের মাধ্যমে আয় করার সম্ভব তাদের এত প্রচার প্রচারনা লাগে বলে আমার মনে হয় না। এদের কার্যক্রম আমার কাছে ডিসটিনির মত মনে হয় বিধায় এটাও ডিসটিনির মতই হবে বলে ধরে নিয়েছি। oDesk.com, Freelancer.com, Guru.com, eLance.com ইত্যাদি প্রতিষ্টানের চেয়ে এরা কিভাবে সেরা হল তা বোধগম্য নয়।

কি যে করি ? ভাবছিলাম dolencer এ যোগ দিমু আর আপনারা patch লাগাইলেন………

টিউনার মেধাবী ডট কম ভাই আপনার সাহায্যর জন্য phone নম্বর চাই……।।(apnar)

Vi post ta sundor…bt akta posno selo…..ptc ba ppc koira tk to income kora jai….and aida to may b seo r akta kaj…to ai company ptc thake tk income kore and user der tar laver akta ongsho that mean per link 1 sent dai…Bt akta jinish dakhen vi,apni bux.to bolen ba onno kono site e bolen oi khane id khula tk income kore tk withdraw korte koto problem hoi….bangladesh ar mto jaygay oi gula thake ai dolancer ke kharap? jodio tader kesu information vul And id khulte 7000 tk lagtase….tobu o ai pojonto to kono payment a jamela hoi nai…and jara may b kaj kortase tara tk income kortase……..

    @Sporsher baire: কিন্তু একটা প্রতিষ্ঠান কখন প্রতারণামূলক তথ্য দেয়? যখন প্রতারণা করার ইচ্ছে থাকে। Unipay2u-এর খবর রেখেছেন?

R apnadero Desk.com, Freelancer.com, Guru.com, eLance.com A bid kore kaj neya sotota and oviggota deya kaj kora lage….bangladesh a emn onk manush ase jara bid korte pare na…tara to ptc koira tk income korte pare…:d ke bolen vi ra….Amar mote site ta ai pojonto ase and jodi future a tika thake tobe onk bangladeshi vi ar onk upokar e hobe….Aida amar dishtikon thake bollam….vul hoila maf korben:-)

Ha vi sona bikri koira tk dai:d….bt ara to vi sona bikri koira tk detase na…..ptc thake ara lav kortase and laver akta ongsho detase…Vi ami ke thik bolse? R aida o thik ara 12 yr dhoira ase aida vul….hoito ara companyr marckting korar jonna use korse….bt aktu kheal kore dakhen ader lav and tk kevabe paytase and user der detase…tahola may b onk ar confusion dur hoa jabe:-)

প্রথমে মেধাবী ডট কম কে ধন্যবাদ জানাচ্ছি তার গনসচেতনতা মূলক টিঊন করার জন্য।
এইবার আমার বক্তব্য——
আমার এক খান সন্দেহ আছে Dolancer নিয়ে। আমি একটি বেসরকারি ইন্সটিটউটের ছাত্র। বর্তমানে ৪র্থ বর্ষে আছি। আমার স্যার একজন তরুন মানুষ। তিনি আমার বন্ধুকে একদিন বললেন এখন নাকি ক্লিক করেই মাসে ৳২১০০ পাওয়া যায়। তুমি তোমার বন্ধুদের সবাইকে নিয়ে আমার কাছে এসো। আমি বিষয়টি বুঝিয়ে বলবো। এই কথা শুনে বন্ধু আর কাউকে না পেয়ে আমার কাছে ফোন করলো। সে বলল স্যার যেতে বলেছে। আমি বললাম ঠিক আছে কাল যাব। গিয়ে দেখি তিনি Dolancer এ কাজ করছেন। তারপর সব শুনলাম (যদিও আমি কয়েক বছর আগে থেকেই Dolancer সম্পর্কে জেনেছিলাম )। ইতি মধ্যে স্যারের ক্লাস নেবার সময় হয়ে এল। তিনি আমাকে বললেন যে আমি তো ক্লাসে যাচ্ছি তুমি যদি আমার এই লিঙ্ক গুলো ভিজিট কর তাহলে আমার একটু সুবিধা হয়। আমি স্যারের কথামত কাজ শুরু করলাম Dolancer নিয়ে। আমি প্রায় ৬৪ টির মত লিঙ্ক ভিজিট করেছিলাম।
এখানে আমি একটা বিষয় দেখলাম বেশিরভাগ সাইটই বন্ধ ছিল। হয়তো বলবেন আপনার নেট কানেকশনে সমস্যা ছিল। হতেই পারে না। আরেকটা বিষয় সব গুলো সাইটে ছিল গুগল অ্যাডসেন্স এর অ্যাড। মনে হল তারা গুগল অ্যাডসেন্স থেকে ইঙ্কাম বাড়ানোর জন্য এটা করছে। তখন মনে হলো যদি এদের গুগল অ্যাডসেন্স আইডি কোন কারণে বাতিল হয়ে যায় তাহলে আমার মতে যে সাইট গুলো এখানে দেওয়া হয়েছিল সেগুলো আর থাকবে না। যদি লিঙ্ক প্রভাইডাররা লিঙ্ক দেওয়া বন্ধ করে তাহলে তো কম্পানি হওয়া হয়ে যাবে। আমার ধারণাটা যদি ভুল না হয় তাহলে খুব তারাতারি Dolancer বন্ধ হবে।
তাই যারা এখানে ইনভেস্ট করেছেন তারা যদি তাদের ৳৭০০০ উঠাতে পারেন তাহলে তো কোন কথাই নেই। আর যারা মনে করেন আমার কাছে ৳৭০০০ টাকা কোন ব্যাপারইনা তারা রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারেন। সম্পুর্নটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। টিউনার টিউন করেছেন সচেতনতা বাড়ানোর জন্য। তিনি তো কিছু প্রমান উপস্থাপন করেছেন। মিছামিছি টিউনারকে ঝারি দেবার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। পারলে আপনার পক্ষ থেকে প্রমান নিয়ে টিউন করেন।

“অফটটপিক” আমার এই সাইটে কিছু ভিজিটর দরকার প্লিজ ভিজিট করুন। ক্লিক করলে নতুন উইন্ডোতে ওপেন হবে

http://itgadge8.blogspot.com/

    @সোনারদেশ: আপনি মুক্তকণ্ঠে কমেন্ট করেছেন এটা কপি করা, ভাই ‘নাজমুল আহসান’ নামে পোস্টটি আমিই দিয়েছি। আপনার পর্যবেক্ষণের জন্যে ধন্যবাদ।

আপনারা জানেন কি না জানিনা ২-৩ দিন আগে ওদের ওয়েবসাইট আপগ্রেট দিতে গিয়ে ওয়েবসাইট রিস্টোর করে ফেলে এতে করে সবার একাউন্টের ডলার গচ্চা যায়…কেউ কেউ অবশ্য তাদের ডলার ফিরে পেয়েছেন আর বাকিরা বুঝতেই পারছেন 🙁 তাদের জন্য রইল আমার পক্ষ থেকে গভীর সমবেদনা 🙁

একটা আউটাসোর্সিং কোম্পiনী,যাদের মেইন কাজ এ হচ্ছে ওয়েবসাইট-এ তাদের ওয়েবসাইট-এর ই সিকিউরিটি নাই, তো বুঝাই যায় যে এরা কী, বাট্‌পার নাকি…..:p

ভাই আপনি যদি আজ এ টিউন না দিতেন তাহলে তো আমি সেষ হয়ে যেতাম। আমি কালকে ৬ টা আকাউন্ট খোলার জন্য জাইতাম। খুব ভাল লাগল আপনার টিউন টা। ভাই আপনার ফোন নাম্বার দিলে আপনার সাথে কথা বলতাম।

Level 0

Dolancer ba ei jatyo freelancer company ba site gula ki apnar bara vate sai dise naki? ba apnar putkir moddhe bassh? Apnader moto kisu kisu motherchod type er lokera sob kisute akta kharap dik ber korar chestai thake. beshi jonodorodi howa valo na vai. sheshe nijer putki ke mara khawar jonno jonogon ke dite hoy. so kono post dear age jar bepare ditesen tar porinam jene tarpor dien. ete apnar jmon valo sobaro apnar post theke upoker hobe.

milton vai,vodro vabe comment koren.apnake keu jor kore ai tune porte boleni j apni gali diye katha bolben.just future ta dekhe jan.

ভাই আমার বয়স কম এত কিছু বুঝি না । যদি কেউ পারেন কয়েকটা বিশ্বস্ত পিটিসি’র লিংক দেন যেখানে click to earn এর সুযোগ আছে যাতে মাস গেলে ইন্টারনেট এর বিল তা দিতে পারি । তাহলে সবাই উপক্রিত হব । সচেতনতামুলক tune এর জন্য আপনাকে ধন্যবাদ ।

@মেধাবী ডট কমঃ ভাই আমি ত ৩০ তারিখ একটা একাউন্ট নিতাম।আপ্নি ত সব গল পাকায়া দিলেন আখন কি করি?
DOLANCER.COM বলতেসে প্রতি ক্লিক এ ৩-সেন্ট পায় আর আমাদের ১ সেন্ট করে দিবে কিন্তু কিভাবে দিবে ? তার income টা কথায়?
এটা একটা Ready Adsense account। তাই যদি হয় তার ত কন Add click porche na তাহলে 3-সেন্ত পায় কিভাবে?
এখন keu help koren ami ki korbo.

আপনার এই কথা আমি অনেক আগে শুনেসি ।উপকার করতে না পারলে ক্ষতি করবেন না।পারলে ভাল উপদেশ দিনেন ।

    Level 0

    @DOLANCER.COM: apnar jobab ekdom niche ase, chor kothakar, manusher koster taka lutpat koro? lekhapora sikka ei sikso?

Level 0

Superb tune Brother !!
———–But, If you did this a little B4, Many victims would be saved.
— No problem, Good tune. 🙂

Hope Govt. will take some actions against them.

জারা PTC করতে চান তাদের জন্য http://www.scamdetector.info/ ডান পাশে দেখবেন লেখা——->
Elite PTC Sites ও Legit PTC Sites এ জেশব website er list ase oigula trasted

vai,,,,,,,,,,,,, plz bolen j apnar life e apni koto jon k taka diye help koresen………….

Level 0

admin er drishti akorshon korchi , pls comments a like and report option ja joruri, bishesh kore report option ta … kichu manush na bujhe emon comments kore ja ekhane manay na …. hats off medhabi dot com ….

কিছু কথা বলতে চাই।

আমার ৪-৫ জন বন্ধু ডোলান্সারে কাজ করে।প্রায় ৬ মাসের মত।তারা এই পর্যন্ত ভালমতই টাকা উঠিয়েছে । তারা কোমাপানিকে লিজ ও দিয়েছে। ৩৫ হাজার টাকার মত।এবং লিজের টাকা লাভসহ ঠিক মত উঠাতেও পারছে।

এখন আপনিই বলেন এই কোম্পানিকে কিভাবে প্রতারক বলব যেইখানে তারা ঠিকমত টাকা পরিশোধ করছে।

আশা করব জিনিসটা আপনি একটু পরিস্কার করে দিবেন ভাই।আমার মাথা তো ঘুরতেসে। 🙁

    @শরীফ আহমেদ জনম: ভাইরে, সবার টাকা মেরে দিলে তো কোম্পানি চলতে পারবে না। আর টাকা দেবে কিনা সেই দৃষ্টিতে আমি প্রতারক বলি নি, প্রতারক বলেছি কারণ এরা প্রতারণামূলক তথ্য দিয়েছে।

Level 0

সময় উপযোগী টিউন, ধন্যবাদ। MLM এর প্রতারনার ব্যবসা নিপাত যাক। MLM এর প্রতারনা সম্পর্কে জানতে এই টিউন টি পড়ুন https://www.techtunes.io/reports/tune-id/93223/

Level 0

@মেধাবী ডট কম : ভাই একটা কাজের টিউন দিছেন । আমিও প্রায় ধরা খাবার চিন্তা কইরা ফালাইসিলাম…বাচাইলেন । তয় আমার কথা হইল যেইখানে অনেক ফ্রী এবং বিশ্বস্ত সাইট আছে টাকা ইনকামের জন্য সেইখানে টাকা দিয়া মাগনা ধরা খাবার দরকার কি । আপনার কি মনে হয় ?

    @Don Arif: হ্যা, সেটাই। আমি বুঝতে পারছি না সবাই আমাকে ভুল বুঝছে কেন? আমি এই পোষ্ট দিয়েছি এতে আমার ব্যক্তিগত কোনও লাভ আছে? মানুষের ভালো চাওয়া কি অপরাধ নাকি? এখানে তো তাও ভালো আছে, মুক্তকণ্ঠে (http://www.muktokontho.com/796) আমার বাপ-মা তুলে গালাগালি করছে। 🙁

Level New

এক কথায় অসাধারণ হয়েছে, খুবই ভালো বলেছেন।

Level 0

খামোখা লোকের খারাপ কথায় কান দিয়ে মনকষ্ট পাবেন না । আপনি আপনার কাজ চালিয়ে যান যে যাই বলুক । আমরা সবসময় আপনার ও টিটির সাথে ছিলাম, আছি , থাকব । ভাল কাজের ফল পেতে একটু দেরিই
হয় । ধৈর্য ধরুন । আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর প্রতিদান দিবেন ।

Level 0

আমার মনে হয় dolancer.com একটি সহজে আয় করার সাইট, Odesk.com বা অন্য যে কোন বড় freelance সাইট থেকে কাজ পাওয়াটা অত সহজনা এবং অনেক কষ্ট করে কাজ করতে হয়। সে দিক থেকে dolancer.com ভাল, কারন-আমরা যারা অল্পজানি তারা কিন্তু এখান থেকে আয় করতে পারি খুব সহজে। তবে বাংলাদেশি সাইট ও যদি হয় তবে খারাপ কি? আপনি বরং dolancer কে বলেন, ভাই দেশের ছেলেদের সাথে যেন বেইমনি না করেন। তবে আপনি যে একটা ধাক্কা কোথাও খাইছেন তা বুজতে পারছি।

    @sheponmiah: আমি কোনও ধাক্কা খাইনি ভাই। ওখানে ইনভেস্ট করার মতো টাকা আমার কোনোকালেই ছিল না।

    Level 0

    I suggest you groom yourself to the best of your ability to find jobs in odesk, freelancer.com and many other such trusted freelancing sites. Be an independent proud Bangladeshi. Clicking and earning is nothing creative. It makes an individual indolent and indifference towards learning challenging things which will help both the person and the country. Not to be intentionally demeaning, but if I train a rickshawpuller on computer, internet and just clicking 100 sites, he too can easily do it.

Level New

ভাই ।thanks for information.আমি ও dolancer এ কাজ করি ১ মাস যাবত।আমি যা invest করছি তা উঠাইতে পারসি।company র information সম্পর্কে জানানর জন্য ধন্যবাদ।আমী জানি যে কোন outsourcing company কে tax দিতে হয় না।কিন্তু dolancer কে দিতে হয় কেন?এ টার পক্ষে ও বিপক্ষে কিছু তথ্য দিলে উপকার হত।কারন tax ঠিক মত দিলে সরকার দেশ থেকে dolancer কে যেতে দিবে না।please সঠিক answer দিন।উপকার হবে।:)

যে সাইট শুরুতেই মিথ্যা তথ্য দিয়ে যাত্রা শুরু করেছে তারা ভবিষ্যতে সটকে পড়ার সম্ভাবনা শতভাগ ।
সনামধন্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ফ্রি সাইনআপ না করে পাবলিক যে ক্যান এইসব ডেসটিনি কোম্পানীর কাছে যায় ক্যান বুঝিনা ।

Level 0

Dear all Tuners

Just for your Info.. Do lancer CEO+Chairman+CFO [Cheif Financial Officer] they are 3 brothers..
Only from Registration Fee They Income 46000 x 7000= BDT 322000000/- [32 Crore]..
Lease Income I didn’t add here.

Very soon they will Income 100 crore and that is there Target..
My Question how they pay 46000x70x30= BDT 96600000/- [9.6 Crore Per Month]
And How Long they can Pay that Money to user????

B/R
Arif

    @a1systems: ভাই, Do lancer CEO+Chairman+CFO [Cheif Financial Officer] তারা তো আর নিজ পকেট থেকে টাকা দিচ্ছেনা যে আপনি বলছেন “How Long they can Pay that Money to user????” আপনার মনেহয় PTC সম্পর্কে কোনো ধারনা নেই। তাই এটা বলছেন।

Level 0

bujlam na ami post korlam amar ta move kore deya holo ar against ey likha holo sheita rakhlo valo kotha aro kotha kothao shunano holo. ar dolancer nia eto kotha ora je redisone party dilo , tread license dekhano holo , protita prove ora dekhaise tar porer kotha polapan valoi income korteche ami nijeo kortechi apnara je shob siter udahoron disen sitalk unipay oder nijer kono office ki bd te chilo? ora ki kichu dekhaite parche kono legal documents, dolancer pay per click ke je site gula ahce shob site google add and oder page rank minimum 2 theke shuru okhane theke daily per user theke oder income ashe avg 6usd oikhan dia ora per user k 1usd dile ki ashey jay company vagbe keno tacahra kon ei type company gov ke tax dey dolancer dey anyway nindukera onek kothai bolbe dekha jak ki hoy amra ekhono er kharap kono dik pai nai paile to apnader kothai sotti>>>>>>>>>>>>>>

Level 0

vai ami to kalke akta account kolsi

A sokol website ar admin k dui Kaner Opor thappor dia desh thakay ber kore deya ucit….

ধন্যবাদ ভাই।

ধরা খামু নাকি ভাইজান?

Level 0

আপনার পাগলা আলাপ শুনে আমি dolacner.com এর উর্ধ্বতন কর্মকর্তার নিকট ফোন করে ছিলাম এবং জানতে পারলাম আপনি আগে dolancer.com এ কাজ করতেন আপনার অসৎ উদ্দেশ্য dolancer জানতে পেরে আপনাকে বরখাস্ত করেছে আর তাই আপনি পাগলা কুত্তার মত dolancer এর বিরোদ্ধে অপ-প্রচার চালাচ্ছেন। আর তা না হলে আপনি বা এত খবর কোথা থেকে পেলেন। সবাই যে বুঝে ফেল্ল ভাই! আপনি আসলে একটা———————-

    @sheponmiah: আমি জেনে খুব অবাক হলাম যে আপনাদের Dolancer-এর উর্ধ্বতন কর্মকর্তা বলে একটা জিনিষ আছে! Dolancer-এর কোনও এক চেলা, যার পরিচয় লেখা আছে “Freelancing Consultant, Marketing Agent & Branch Office Administrator at Dolancer outsourcing incorporation” আমাকে ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে! কি মতলব কে জানে!
    ভাই শোনেন, আমি গরিব মানুষ। বাপের কষ্টের টাকায় চলি, ৭০০০ টাকা আমার বেশি হয় নি যে আমি বা**ল্যান্সারে মেম্বার হতে যাবো, আপনাদের Dolancer-কে আমি **দি না।

Level 0

HOI MIYA KONO KISU POST KORAR AGE BUIJA POST KOIRO.TUMI JE BOLLA 12YEARS doira compani ase,kothata je bolla aita keu bole na.tumi ki mone koro? dolancer r ate kiso ase jai,tumi je softlink r kotha bolla google giya search diya deaiko aita ki jinis.r ami nije web leasinger madome mase 104000tk mase income krori.tumi personaly amar sathe contact koro ,tomi tik hoya jaiba.mathay tar chir che…tumi public re wrong information diya ,tumar nijer akta link diya disos.motherfuker.

Level 0

tore fuck kora dorkar.kiso janos na bujos na kangkir pula.khali ajaira post koira boro hoite chas.

    @WWE30: Vai Apner Mone Hoy Adik Udik Zaower Ovvash Ase…AIDS Hoye Jaber Re Vai…Ar Dolencer.com Ar Dalali Korer Dorkar Nai…..Apner Moto Manush Kay 100 Taka Dia Onno Manusher Matay Bari Deya Jay…. Valo Hon….Nilay Dui Kner Oper Thapria INDIA Phatai Dibo….

    Level 0

    Dear WWE30:

    I hope you did not join here just to bash the author of this article. If you think dolancer.com is unfeigned, why do you even bother to comment here. Go on! Enjoy your life. Please do not use such language!

    Level 0

    @WWE30: vasa thik koren mia…..

Level 0

http://www.redorbit.com/news/business/2062598/largest_outsourcing_and_website_leasing_company_dolancer_is_going_to

Jara Dolancer bisoa confuse achen tara ai link a click korun tahola janta parben fraud k Dolancer or মেধাবী ডট কম………
Asolaeমেধাবী ডট কম akjon মেধাবী bcz sa janay kno blog porata hola ar tar maddoma income korta hola amn akta topics nia likhta hoba ja kina sobai k confused kora dea thakay…………..
u r r8 ব্যবহারে নাকি বংশ পরিচয় as like u…………….
Tmr বংশ পরিচয় o amader buja hoa gaca………………..
Bustrated kothakar………………..

পাগলা কুত্তায় দেশটা ভইরা গেল, ফখরুদ্দিনরে আবার ক্ষমতায় আনতে হইব।

Level 0

Amar banglar manus hoch-chay vay-rar pal, mula zolay sob kichu korano jai.

Mula ta hoch-chay taka, lov a pap are pap A sorbo nash……………!

PTC web ad, google ad sense accept koray na, dolancer ad gulo-tay dekhben AD Choice lekha, (jai site ad sense accept koray na tatay Ad Choice lekha Thakhay) Ptc site a besi din Ad choice show korlay, are ad a click porlay Ad sense Account Batil…..!

Dolancer 2012% Fraud (Within 6 months Dolancer will be Closed)

Dolancer amar apnar taka tai sobar mod-dhay distribute korchay. tader AD thakay kono income nai, Are jai Site gulo Ad hisabay show korchay ta o tader nijay der.

…………………………………………. Dolancer 2012% Fraud ………………………………………………..

Level 0

যতটুকু জানি এবং দেখেছি এধরনের ব্যবসা ৮-১০ মাসের বেশি টিকে থাকতে পারেনা বা থাকতে চায়না।

আমার রুমে wifi এর স্পীড কেমন পায় দেখতে এই মাত্র আসল CSE এর তমাল। কারন ওর রুমে নাকি এর স্পীড ভাল না। আমার পিসি থেকে “dolancer” ওরফে “GOOlancer” এর সাইট এ ঢুকতেছিল । আমি জিগেস করলাম কেমন ইঙ্কাম করতেসে । অ বলল ওর গ্রুপ থেকে নাকি কয়েকজনের ID তে ঢোকা যাচ্ছে না । মানে ID ই গায়েব !!! আর এই রকম অনেকের ই হইছে । এর মানে আর কি !! মেধাবী ডট কম ভাই কে বলতেছি “কুকুরের কাজ কুকুর করেছে……” বুঝে নিবেন। লালন এর একটা গান মনে পরছে “সত্য কাজে কেউ নয় রাজি সব ই দেখি তা না না না” । আপনার যুক্তিগুলো আমি অবশ্য সামুতে দেখসিলাম। এবং সবগুলোই অকাট্য । কেউ যদি ইনকাম করে করুক । আপনার যা দায়িত্ব তা আপনি করেছেন । আমারটাও করসি । রুমমেট এর কানের উপর দিয়া কইসি তর যদি IT রিলেটেড কাজ লাগে আমারে বলিস । আমি কস্ট করে ম্যানেজ করে দিব । এখন ঠান্ডা হইছে । আর টি টি এর প্রতি একটা সাজেশন না রিকোয়েস্ট থাকল , এর মান বজায় রাখতে যে কাজগুলো অবশ্যি করা উচিত তা হল — হুট করে কাউকে পোস্ট বা কুমেন্ট করার পারমিশন না দিয়ে , একটা নির্দিষ্ট সময় টিউনার কে পর্যবেক্ষন এ রাখুন “উদা ঃ সামু” । গালাগালির এত ছড়াছড়ি টেকটিউন এর পরিবেশে মানায় না। পারলে যুক্তির খন্ডন করুন @ “dolancer lovers”।

    @দীনার: ধন্যবাদ ভ্রাতা। মুক্তকণ্ঠ, আলো ব্লগ আর এইখানে ডুল্যান্সারদের সামাল দিতে গিয়ে আমি টায়ার্ড 🙁

    @দীনার pls vai ekhon jeye apnar oi bondho ke jeghes koron ID gorol ki khobor

সবচেয়ে মজার ব্যাপার হল কি জানেন? আমি তো “হা হা প গে”
আপনি নাকি oDesk.com ,freelancer.com এর দালালি করতেছেন !!!!!!!
কিয়ের লগে কি পান্তা ভাতে ঘি ।
ওরা মনে করসে ওডেস্ক এর কাস্টমার যোগাড় করতে এম এল এম করা লাগে। খুব ই দরিদ্র অবস্থা । হা হা হা হা হা।

Level 0

Redisone program hobar por theke eishob public opo prochar chlaiteche ulta amar post ta pending kore rakhse

Level 0

this cheaters are just making fool some newbie freelancer.,

Level 0

kangkir pula post remove koros ke,tui je link gula disos tar aktao tik nai.motherchod.sisterchod.parle postta rakise.

Level 0

tora sob jaigay akrokom post korsos.are beta asol kotha gula toe tui lokaya raksos, r manuser mone danda lagaya dissos ,magir dalali korte parbi.toder moto pulapinra last a ai kajei kore.

@মেধাবী ডট কম: ভাই আপনি নিজের খেয়ে নিজের পরে মানুষের উপকার করতে গেলেন কান?? জানেন না এরা বাঙ্গালী ?? যারা Dolancer করে তারা আসলেই টাকা পাইছে এটা একদম সত্যি । কারন টাকা না দিলে তো কেউ ই এর মদ্ধ্যে আসবে না । আমার একটা দোস্ত টাকা পাচ্ছে দিব্যি । কারন কোম্পানী জানে যে প্রথম প্রথম টাকা না দিলে ওদের যে টার্গেট তা ফিল আপ হবে না। আর বাঙ্গালী হুজুগে মাতাল । যে কয়টা উলটা পালটা অযৌক্তিক কমেন্ট করেছেন তারা তাদের সাময়িক প্রাপ্তির উপর নির্ভর করেছেন । আসল খেলা তো শুরুই হয়নি । আপাতত অনেক আই ডি পুরপুরি ভ্যানিশ । মানুষ যে এত “মাথাফুলা” হয় যে করাপ্টেড লিঙ্ক গুলো কেন লোড হচ্ছে না তার জন্য আপনাকে ঝারতেসে । আমার মনে হয় আপনার এখন এই পোস্ট আর ঢুকার ই দরকার নাই । পড়ুক সবাই, যার মাথায় মাল আছে বুঝব, আর মাথাফুলা গুলা গালাগাল দিব । ভাল থাকবেন।

    Level 0

    দীনার , আপনি হয়তো জানেন না ,তাই এমন কমেন্ট করছেন। যাদের id ভ্যানিশ হয়ে গেছে সার্ভার ত্রুটির কারনে ,তারা তা আবার নতুন করে id করতে পেরেছে।
    নিচে একটু ভাল মত পড়লে কোম্পানি কতদিন থাকবে তা বুঝতে পারবেন।
    ভাই কোম্পানের তো লাভ হচ্ছে ।সরকারী ডকুমেন্ট আছে। সরকারকে tax দিচ্ছে ……….তাহলে কেন কোম্পানি যাবে ???????
    (একটা কথা জোর দিয়ে বলতে চাই , সেটা হল একমাত্র আল্লহ্ জানে এটার স্থায়িত্ব কতদিন কারন হিসেবে আল্লহ্ পাক হলেন বিচারক দের মধ্যে শ্রেষ্ঠ বিচারক)

      Level 0

      Kiron best:

      If the company pays tax to the government, they must have the VAT challan and other tax deducted at source documents. Care to with us please?

    Level 0

    If you say this to one of my friends who was persistently trying me to involve in dolancer.com, he will say such: “Some dolancer.com users have been using auto-clicking software. That is why accounts associated with those users have been blocked.” Now bro you decide how you respond to their replies.

বুঝলাম না হয় যে Dolancer ভাল না কিন্তু post করলে delete করা কি ভাল মানুশের কাজ ।

    Level 0

    ভাই এই সাইটের এডমিন dolancer পছন্দ করে না , তাই উনিইইইইই dolancer a ভাল দিক পোষ্ট করলে কেটে দেয় । আমাদের সাধারনের কিছু করার নাই …………

Level 0

ভাল কাজের পিছনে নানা বাধা আসে চিন্তা নেই ভাল টাকাই কামাচ্ছি, dolancer.com কে বলি আপনার পোস্ট কেন ডিলেট করে তা এখনো বুঝলেন না? দালালে দেশটা ভরে গেছে।

Level 0

Bujlen to vai babohari bongsher porichoy. to amar bongsher porichoy khoja to apnar kaj na. parle nijer bongsher porichoy ta WWE30 er kas theke jene nen. amar cheye uni apnar jonno onek unnoto vasha babohar korse. R apnar ai poster jonno koto lok koto bar sign up korse tar to kono sonkha nai. Goriber Ghora rog ase sunsi kintu hati rog ase jantam na. karo biruddhe post dia mainshe idaning 2 pais kamaitese tar utkristo udhahoron apni. kenona apnar akhane joto sign up hoy tar binimoye apnar futa pokete 2 pais ase. to vai chalaya jan. tobe aktu kheyal rakhben onner hogay angul dile nijer hogayeo aksomoy angul khaite hoy.

Level 0

R amar mone hoy apnar post e apnar sopokkhe kotha bolse apnari kisu vara kora chamcha.

আমাদের জনগনের প্রধান সমস্যা হচ্ছে ভালভাবে না বুঝে কোন কিছুতে জড়িয়ে পড়া। (সেটা যাদি অর্থ সক্রান্ত ব্যাপার হয় তা হলেতো কথাই নেই।)
এই খানে এই কাজ করলে টাকা পাওয়া যায়, শুনলেই দৌড়। কিভাবে পাওয়া যায়, কেন পাওয়া যায় এ সম্পর্কে জানার দরকার নেই। অবস্থাটা এরকম, যার টাকা নেই তার দরকার, যার আছে তার আরো বেশি দরকার!
কিছু চালাক ধোঁকাবাজ, বেকুব বাঙালীদের প্রাচীন কালে ঠকিয়েছে, বর্তমানে ঠকাচ্ছে, আশাকরি ভবিষ্যতেও ঠকাবে। বলির পাঁঠা কে কে হেয়েছেন, কে হবেন যার যার ব্যক্তিগত বিষয়।

Dolancer.com সম্পের্ক আলোচনা করলে যা দাঁড়ায়, এটি আত্মপ্রকাশ করেছে ফিল্যান্ছিং ওয়েবসাইট হিসাবে; কিন্তু এর কর্ম পদ্ধত্তি কি বিশ্বের নামী দামী ওয়েবসাইট এর মতো? অবশ্যই না। এটি মূলত ফিল্যান্ছিং ওয়েবসাইট এর নামে এম. এল .এম ব্যবসা। আর ফিল্যান্ছিং বলতে পিটিসি ওয়েবসাইট এর মতো; যা অনেকটা ফাইজল্যামির মতো। এম. এল .এম ব্যবসা যদি করবে তাহলে বাংলাদেশে অন্যান্য এম. এল .এম কোম্পানির মতো লাইসেন্স প্রাপ্ত? অবশ্যই না। যেখানে অন্যান্য এম. এল .এম কোম্পানির অস্তিত্ব, কর্মপদ্ধতি নিয়ে সমালোচনা হোচ্ছে সেখানে Dolancer.com এর অবস্থান কোথায়?

আমি এম. এল .এম ব্যবসা বলতে বুঝি নিজেদের টাকা পয়সা (অলীক স্বপ্ন দেখিয়ে) নিজেরাই ভেঙ্গে খাওয়া। ধরুন ৫ মানুষ এর কাছে ১০ টাকা করে আছে। এদের এক জনের ২০ টাকার দরকার হলো; তাকে অবশ্যই অন্য এক জনকে নি:স্ব করে ২০ টাকার মালিক হেতে হবে। একটু খেয়াল করে দেখুন ৫ জনের ১০ টাকা করে মোট ৫০ টাকার কোন পরিবর্তন হোচ্চে না। অর্থাত ৫ জনের মোট টাকার পরিমান ৫০ টাকার বেশী সঠিক ভাবে বাড়াতে হলে তাকে অন্য একটা গ্রুপ থেকে টাকা আনতে হবে। আমি বলতে চাচ্ছি সঠিক পথে বিদেশ থেকে টাকা উপার্জন করতে হবে। আর এম. এল .এম ব্যবসা কিভাবে দেশের উন্নতি করবে? ওদের একটা ভাল যুক্তি আছে, ওরা কোন বিজ্ঞাপন দেয় না, বিজ্ঞাপনের টাকা সবার মাঝে ভাগ করে দেয়…. আরে ব্যাটা বিজ্ঞাপন না দিলে দেশের মিডিয়া গুলো (পত্রিকা, টিভি, রেডিও) কিভাবে চলবে?
কাজেই আমার মনে হয় বুদ্ধিমান পাঠক Dolancer.com সম্পের্ক আমার আভিমত বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে সমস্যা নেই, কিছু আহাম্মক না থাকলে এ সকল কোম্পানি যে পথে বসে যাবে। আর দু একজন বেকুব ভুল না করলে আমরা কিভাবে সতর্ক হবো। কাজেই বলির পাঁঠা কে কে হবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিন।

    Level 0

    ভাই , আপনাকে কে বলছে …MLM কোম্পনি ?? MLM কোম্পানি হচ্ছে সেটাই যেটা লোক ঢুকালে ইনকাম নতুবা নাই ………..কিন্তু dolancer আপনাকে দিচ্ছে website visit, bid , lease , forum (upcoming…….) . এখন আমার প্রশ্ন এই কাজ করে যদি আমি ইনকাম করতে পারি , তাহলে সমস্যা কোথায় ?
    ভাই যারা অন্যান্য MLM সাথে যুক্ত তারা কখনও dolancer এর ভাল চাইতে পারে না , যেমন টা আপনি এবং এই সাইটের এডমিন। কারন হিসেবে যখন dolancer ar positive তুলে ধরা হয়ে ছিল তখন এডমিন তা ডিলিট করে দিয়েছিল , আর এখন কিন্তু করছে না !!!!!!!!!!!!!!!!!!!

vi aktu kom buji to…tai valo vabe bujte chai…onnano j sob outsourcing website ase,segulo theke kivabe tk uthano jay ta aktu bolan…kaj kora jay but tk hate ase na…

ami sob jaygate ee kom besi kaj kore si…but kopal kahraap tai tk pai nai…

je sob link disen segula theke ki bujate chassen…
amra sobai tho asob SQL /MSQL buji na…

manus k bujaya bolen…amra oo suni…

Level 0

বর্তমান সময়ের সবথেকে বেশি আলোচনা হচ্ছে ডুল্যান্সার আউটসোর্সিং কোম্পানি কে নিয়ে…… পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে, কিন্তু একটা জিনিস কেও কি লক্ষ্য করেছেন যারা বিপক্ষে বলছেন তারা কিন্তু কোম্পানির যে সব সাইট গুলাতে ডেভোলপ করেতেসে সেগুলাতে ইঙ্গিত করতেসে। অথচ PTC সাইট গুলাতে যেই লিঙ্ক গুলো visit করানো হচ্ছে সেই সাইট গুলো কিন্তু Rank বাড়ানোর জন্য visit করানো হচ্ছে। তাতে ইউজার রা যেমন উপকৃত হচ্ছে তেমনি Page টির value তৈরি হচ্ছে। আর আমাদের দেশের অবস্থা অনুযায়ী একজন ইউজার মাসিক ২১০০ টাকা করে ইনকাম করতে পারতেসে এই পজিটিভ ব্যাপার টা যারা সমালোচনা করতেসে তারা এড়িয়ে যাচ্ছে, তাদের যুক্তি ৭০০০ টাকা ($100) দিয়ে কেন মেম্বার হতে হবে???

আজীবন একটা সোর্স থেকে ইনকাম করতে চান আর তার জন্য আপনি একবার পেমেন্ট করবেন না সেটা
কেমন কথা!!!!!!!!:o

আর আপনি কিছু সময় দিয়ে যেই ইন কাম টা অর্জন করতেসেন, এতো সহজে(Click 2 Earn) টাকা ইনকাম করা যায় কিনা আমার অন্তত জানা নাই।

Online এ সবাই উপার্জন করতে চাই সহজে, আর DOLANCER সেই সুযোগ টাই করে দিচ্ছে সবাইকে। আমার কাছে এখন পর্যন্ত এর কোনো খারাপ দিক চোখে পরে নাই…(মাঝে মাঝে সার্ভার ডাউন ছাড়া)

আরো অনেক ধরণের উৎস (Ex: Post 2 Earn) তৈরি করে ইনকামের সুযোগ করে দিয়ে DOLANCER এ দেশের বেকারত্ব হ্রাস করতে সহায়তা করবে সেই কামনায় করি..
ami ei posta korchi amar post keno pending

vai apne akta kotha janen naki jani na, sata holo gold ar moddaow khad thake, r sai khad pore geya joma hoi dustbine. apne apner nam desan “madhabi dot com” asa kori apne baki ta bujhe jaben vaia. jak apnek r akta kotha boli “chel kan neya gace kentu kaow nejar kan porok kore na dakhe sai celar pechone cutce” asa kori apne ai kothataow bujhe jaben, onno akta fouram a post apne TT te copy past marcen othocho apne neja ki akber “Dolancer” somporke akber valo kore jancen mne hoi na. ami amr nejar oveggota thake boltace am “Dolancer” ar kno lancer or dalal na am nrml akjon user, am neja dolancer thake tk income krtace. vaia akhn apner kase amr aktae question thaklo asa kri ai question ar ans apne deban. Question ta holo am konta biswas krbo vaia nejak naki apnek. asa kori vaia ar por kno fouram thake copy past kre or neja sata jachai na kore manushk vhul kno infomatin deban na. Thanks valo thakben.

Level 0

DEAR TECH TUNES U HAVE A LOT OF MISSING.
I HOPE U WILL GWT CLEAR BEFORE POST
avoid (possible) (may be)
সদস্যরা মোট আয় করেছেন ৫৯৮১০৫.৫০ ডলার, এই অংকটা অবশ্য খারাপ না! aviod hitting
U MAY CONCIOS PEOPLE BUT AFTER BEING CLEARED
WISHING THE BEST OF every one Good Night.
FOR more info
Enjoy the conversation

Level 0

DEAR TECH TUNES U HAVE A LOT OF MISSING.
I HOPE U WILL GWT CLEAR BEFORE POST
avoid (possible) (may be)
সদস্যরা মোট আয় করেছেন ৫৯৮১০৫.৫০ ডলার, এই অংকটা অবশ্য খারাপ না! aviod hitting
U MAY CONCIOS PEOPLE BUT AFTER BEING CLEARED
WISHING THE BEST OF every one Good Night.
Enjoy the conversation
FOR more info
ASK
[email protected]

Level 0

ha ha ha bujhar karo kisu baki ase

Level 0

Dolancer এ কেন আমরা Entity হব……………!!!
কারন :
১. যেহেতু বাংলাদেম সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় , এজন্যে ইন্টারনেটের দক্ষতা প্রয়োজন, সেক্ষেত্রে dolancer এর ঢুকার দ্বারা সে ইন্টারনেটের প্রতি আসক্তি হয়ে পড়ে এবং সহজে সে ইন্টারনেট বুঝতে পারে।
২. Dolancer এ শুধু যারা এডুকেটেড অর্থাৎ যারা ছাত্র,শিক্ষক, ডাক্তার , অন্যান্য সহ যারা কম্পিউটার + ইন্টারনেট বুঝে dolancer শুধু তাদের জন্যে।
৩. অধিকাংশ তরুন বা যুব সমাজ যারা ইন্টারনেটে bad site ঢুকে , dolancer তাদের নিয়ে আসে আলোর পথে। অর্থাৎ এই dolancer ব্যবহার দ্বারা পড়ালিখার পাশে যখন সে ইন্টারনেট ব্যবহার করে , তখন ঐ সময়টুকু সে dolancer এ সময় দেয়।
৪. Dolancer হল লাইক odesk/freelancer etc . অর্থাৎ এখানেও বিড করে কাজ পাওয়া যায়। আস্তে আস্তে এর আরও কাজের প্রচার ঘটবে।
৫. Dolancer এ post to earn এর মত (Upcoming….) কিছু কাজ আসতেছে।
৬. Dolancer provide করছে Eastern bank এর VISA card (বাংলাদেশ ব্যাংক অনুমোদিত)
৭. এবং আরও অনেক কিছু…..

পরিশেষে : ………………………………………………………….

*** যারা dolancer নিয়ে বাজে মন্তব্য করছেন (যেমন – ধান্দাবাজি) তারা মনে হয় বাংলাদেশের উন্নতি চায় না বা বাংলাদেশকে টেকনোলজি থেকে অনেক দূরে রাখতে চায়। তাদেরকে বলবো , ভাইয়ারা, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন dolancer কি করছে বা কি করতে চাচ্ছে ।

*** সবাই একই প্রশ্ন করে !!! কোম্পানি থাকবে তো ? কোম্পানি টিকবে কয়দিন ? কোম্পানি কেন টাকা নিবে ?

উত্তর : ভাই কোম্পানি থাকবে কি থাকবে না , এটা আমার আর আপনার উপর নির্ভর করে। আমরা চাইলে থাকবে আর না চাইলে থাকবে না। আর কোম্পানি টাকা নিচ্ছে কারন : কোম্পানি (যদি সে outsourcing এর কাজ করে) ৩/৩.৫ মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

*** অন্যন্য কোম্পানির সাথে dolancer এর তুলনা :
# odesk,elancer ,freelancer,sitetalk etc এসব থেকে টাকা উঠানো একটু কঠিন । আর যারা নতুন তারাতো কিছুই বুঝবে না।(যারা খুবই expert তাদের জন্যে সহজ)
# কিছু MLM কোম্পানি আছে (নাম বলা যাবে না …..!!) , সেখানেও কিন্তু টাকা দিয়ে entity হতে হচ্ছে , তার বিনিময়ে কিন্তু কোন কাজ সে পাচ্ছে না। তারপর অনেক টাকা ইনভেস্ট করে প্রডাক্টের মাধ্যমে টাকা আয়ের সন্ধান মিলে নিচ্ছে। । অথবা নেটওয়ারকিং এর মাধ্যমে (সর্বোচ্চ ২১$ matching সহ) তুলে নিচ্ছে।
কিন্তু dolancer এ Entity এর মাধ্যমে সে website visit at least 100 site, forum(upcoming..),bids etc কাজ করতে পারছে। দিনে কমপক্ষে ১$ আয় করতে পারছে।
# নেটওর্য়াকিং কি ?? Internet এর ভাষায় networking কে affiliate program বলা হয়। লিংক : search in google.
উদাহরন: কোম্পানির এই কাজের কথা যদি অন্য কাউকে বলি এবং সে যদি ইন্টারেস্ট হয় , এক্ষেত্রে যদি কোম্পনি আমাকে কার Entity এর ১০% দেয় , তাহলে সমস্যা কোথায় ? (এক্ষেত্রে আমারা শুধু তাকেই বলি যার pc + internet আছে) । আর এক্ষেত্রে dolancer অন্যান্য কোম্পানি হতে % বেশি দিচ্ছে। (dolancer দিচ্ছে সর্বোচ্চ ৩০$ matching সহ) । যেহেতু এটি একটি outsourcing firm.

Do-lancer ,,
Aida to boro fakibaj jaiga, Jara buija na bojar ovinoy koren abon nijea k besi gani r buddiman vaben tader jonno bolci, dolancer to apni nejeay banatea paren tobeay keno onno k taka deben … ata susdu teder jonno jaja dhora khaiben ba khaicen…

Level 0

মেধাবী ডট কম ভাই , আপনি নতুন এসে অনেক নাম কামিয়ে ফেলেছেন(এই সাইটের এডমিনের অনুপ্রেণনায়)। যাই হোক, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমনি সকল কোম্পানি একই রকম না।
১.প্রথমে বলছি, কোম্পানি যেহেতু আমাদের দ্বারা ক্লিক করে তাদের ইনকাম হচ্ছে , তাহলে কেন তারা টাকা নিবে ?? (হ্যাঁ আমি এটাও স্বীকার করছি অনেক সাইটের domain বন্ধ) কিন্তু এরপরেও যতগুলা সাইট অপেন হয় , সেখানে তারা প্রচুর এড পাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু প্রচুর টাকা আয় করছে । তাহলে কেন টাকা নিচ্ছে ????
উত্তর : dolancer যেহেতু নতুন এসেছে ,এদের কিছুদিন সময় দিন কিছু করার । Dolancer (upcoming forum…) সহ প্রতিদিনই টাকা আয়ের সুযোগ দিচ্ছে , তাহলে তার টাকা টা ফিরে পেতে বেশী দিন লাগবে না। (আপনি মনে করুন না, এটা আপনি ব্যাংক এ জমা রাখছেন)। আরেকটা বিশেষ কারনে টাকাটা নেয়া হচ্ছে আর সেটা হল (এটা আপনার জন্যে optional): আপনি যদি কোম্পানির affiliate program (marketing) করেন , তার রেফারের ১০% আপনি পাবেন। কারন হিসেবে , একবার চিন্তা করে দেখুন , আপনি কিন্তু কাজ করে টাকা টা পেয়েছেন। যেহেতু কোম্পানির এড কোন newspaper or TV দেয় নি । আমি যদি এই কাজের কথা(click+bid+forum ) অন্যকে বলি , তাহলে কোম্পানির ১০% পেলে সমস্যা কোথায় ???
2. ভাই , বর্তমানে ৫০০০/৭০০০ টা: কিন্তু বেশী না। আপনি একটা ভাল সু কিনলেও আপনাকে কমপক্ষে ২০০০ টাকা + দিতে হয়। আর একটা tuition করলেও ৬/৭ হাজার টাকা পাওয়া যায় । আজকে যদি কোম্পানি ফ্রী দিত , তাহলে মনে হয় সবার আগে আপনি আসতেন। উদাহরণ: odesk, elancer, freelancer , sitetalk etc এই সাইটগুলোতে কাজ করলে টাকা পাওয়া যায় সত্য(fake buyer ছাড়া) কিন্তু সেখান হতে টাকা উঠানো কিন্তু অনেক কঠিন। যারা expert এবং বুঝে তাদের জন্যে সহজ। আর dolancer এ আপনাকে টাকা উঠানোর জন্যে office + balance trans করে বন্ধুর/আপলাইনের নিকট হতে সহজে টাকা উঠানো যায়। (সত্যতার জন্যে অফিসে আসুন)। সবচেয়ে বড় সুবিধা হল তারা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত Eastern Bank এর VISA card দিচ্ছে। এছাড়াও GOV অনুমোদিত http://www.roc.gov.bd
3. ভাই dolancer এর কিছু তথ্য (এটা যে USA কোম্পানির):
1. http://www.newszone.us/business/e-commerce/317629-largest-outsourcing-and-website-leasing-company-dolancer-is-going-to.html
2. http://www.prweb.com/releases/2011/6/prweb8553236.htm
3. http://www.redorbit.com/news/business/2062598/largest_outsourcing_and_website_leasing_company_dolancer_is_going_to
4. http://news.yahoo.com/largest-outsourcing-website-leasing-company-dolancer-going-operate-070839176.html

    @Kiron Best: ভাই তাহলে মেধাবী ডট কম এর যুক্তিগুলোর বিপরীতে যুক্তি দেখান । আলাদা কিছুই না। পোস্ট এ দেয়া তথ্যগুলো যে মিথ্যা তা প্রমান করেন ওনার তথ্যের উপর ভিত্তি করে । আর এক্সট্রা কিছু না প্লিজ ।

    Level 0

    @Kiron Best: PRWeb হচ্ছে একটা প্রেসরিলিজ সাইট। এইখানে গিয়ে – http://service.prweb.com/pricing/compare-packages/ টাকা খরচ করে আপনি যে কোনো নিউজ পাবলিশ করতে পারেন। ওদের ওখানে প্রেস রিলিজ পাবলিশ করলে হাজার হাজার সাইট সেটাকে সিন্ডিকেট করে।
    হুজুগে বাংগালী… ক্লিক করলেই নাকি টাকা আসে। খালি শর্টকাট…
    ভাই আগে কাজ শিখুন, তার পরে কাজ করুন… ভালো ইনকাম করতে পারবেন।
    সবাই ভালো থাকবেন।

Level 0

যেহেতু কোম্পানির লাভ হচ্ছে ।সরকারী ডকুমেন্ট আছে। সরকারকে tax দিচ্ছে ……….তাহলে কেন কোম্পানি যাবে ???????
(একটা কথা জোর দিয়ে বলতে চাই , সেটা হল একমাত্র আল্লহ্ জানে এটার স্থায়িত্ব কতদিন কারন হিসেবে আল্লহ্ পাক হলেন বিচারক দের মধ্যে শ্রেষ্ঠ বিচারক)
**** No Risk No Gain

    @Kiron Best: ভাইয়া আমি আপনার কথার সাথে একমত No Risk No Gain

Level 0

ভাই মিষ্টি খেলে বুঝা যায় এর স্বাদটা কেমন । আপনি dolancer এ না এসে বুঝে ফেললেন এবং অন্যদের কেউও বুঝিয়ে ফেলালেন dolancer এর স্বাদ !!!! সত্যি হাস্যকর !!!!!
ভাই আপনি তো বিশাল গণক হয়ে গেলেন, নতুন কিছু আসার সাথে সাথেই আপনার টিউনের অপেক্ষায় রইইইলাম ……….!!!!!

মেধাবী ডট কম ভাই আপনাকে শুভেচ্ছসহ ধন্যবাদ !
যারা বলেন ৭০০০ হাজার টাকা দিয়ে একাউন্ট করে মাসে ২১০০ টাকা আয়া করা যায় কিন্তু ভিতরের হিসাব তারা বলেন না আমি আপনাদের দেখাচ্ছি। মূলধন=৭০০০+ ইন্টারনেট প্রতি মাসে বিল কম পক্ষে বাংলালায়নের পোষ্ট পেইড 512 Kbps Safari 4.5 Tk.650+ ভ্যাট ১৫%=৭৫০ টাকা প্রায় + প্রতি দিন ১০০ এড দেখতে আপনাকে সময় দিতে হবে কমপক্ষে ২-৩.৫ ঘন্টা এবং মাঝে মাঝেই সাইটে এড দেখা যায় না গত ২দিন ১০০টি এড দেখতে আমার আত্মীয়রে সময় লাগছে প্রতি দিন ৫ ঘন্টা করে তার ২টি একাউন্ট আছে। EBL এর কার্ড এখন আর চলে না ।প্রতিদিন ২*৩০= মাসে ৬০ ঘন্টা দিয়ে আপনি পাচ্ছনে ২১০০-৭৫০=১২৫০ টাকা । যারা ফ্রিলান্স করতে চান তারা যদি এই সময় যে কোন কাজ শিখতে ব্যয় করেন তাহলে আমার বিশ্বাস আপনি ৬ মাসের ভিতরে মাসে ৫০০*৭৫=৩৭৫০০ হাজার টাকা আয় করতে পারবেন। শর্ত হল যে কোন একটি কাজ ভাল ভাবে শিখতে হবে এবং English মোটামুটি দক্ষতা অজর্ন করতে হবে। এমএলএম থেকে দূরে থাকুন এবং অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বাঁচান ।
যাদের ২.৫ ঘন্টা সময় ব্যয় করে দিনে ৭০ টাকা আয় করার ইচ্ছা থাকলে dolancer এ investment করতে পারেন নিজ দায়িত্বে। আমার এই আত্মীয় আমকেও dolancer এ
যোগ দেয়ার জন্য বলেছেন আমি যোগ দেইনি । যখন তিনি আমাকে ডান হাত বাম হাত দেখালেন তখনি সিদ্বান্ত নেই আমি যোগ দিবো না । যারা MLM করতে পছন্দ করেন তাদের জন্য হয়ত ভাল কিন্তু যারা কাজ করে আয় করতে চান তাদের জন্য ভাল নয় উপরের হিসাবই তা বলে দেয়।

আরো জানতে এই লিংক গুলোতে গিয়ে পড়ে আসুন——-
Dolancer.com — সতর্ক হওয়ার এখনই সময় http://techprithibi.com/934/ পোষ্টটি লিখেছেন: জাবেদ মোর্শদ

আপনি পাচ্ছনে ২১০০-৭৫০=১৩৫০ টাকা

Level 0

কিরন বেস্ট ভাই কে অনেক ধন্যবাদ এই জন্য যে এমন একটা চুকুল খুরের মুখে ঝামা ঘষে দিলেন।
ভাল থাকবেন।

Level 0

Dolancer a ami join kori 17 July. 5 account ar modde amar imcome only 5 month a ৭০ হাজার টাকা Income kori . tahole dolancer ki tar baper jomi bikri kore ki tk deace naki. tahole ki ami লেজ কাটলাম নাকি।

Level 0

smrkes ভাই, প্রথমে আপনাকে বলি যারা আগে থেকে ইন্টারনেট ব্যবহার করে , তাদের জন্যে সমস্যা কোথায় ?? এবং যারা নতুন ইন্টারনেট নিয়েছে , একবার ভেবে দেখুন, টাকাটাই জীবেন সবকিছু না, এই dolancer এর কারনে যারা ইন্টারনেট নিছে, তারা তো এখন ইন্টারনেট সর্ম্পকে ধারনা পাচ্ছে। আপনিতো জানেন , বাংলাদেশ সরকার চায় সবার দ্বারে ইন্টারনেট পৌঁছে দিতে । তাহলে প্রশ্ন হল ….আপনি বা না-বোধক কমেন্টকারী কি চান না যে সবাই ইন্টারনেট জানুক ??????
একটা উদাহরণ দিলাম: আমি একটা Event management এ কোন একজন brand promotor এর interview নেয়ার সময় তাকে যখন প্রশ্ন করা হল , ” আপনি কি ইন্টারনেট জানেন ?আপনি কি facebook ব্যবহার করেছেন ? উত্তরে সে বলল, অবশ্যই…কেন নয় !!! তখন প্রশ্ন কর্তা তাকে বলল , কিভাবে facebook একাউন্ট খুলতে হয় ? উত্তরে সে বলল : জী মানে…!! এক কপি ছবি লাগে, ইমেইল বা ফোন নাম্বার লাগে, সাটিফিকেটের ডকুমেন্ট লাগে ইত্যাদি ইত্যাদি । এখন আপনিই বলুন , সে প্রথমে চাকরি পাওয়ার জন্যে সত্য বলল নাকি মিথ্যা বলল !!!
আপনি বলেছেন , ” যারা ফ্রিলান্স করতে চান তারা যদি এই সময় যে কোন কাজ শিখতে ব্যয় করেন তাহলে আমার বিশ্বাস আপনি ৬ মাসের ভিতরে মাসে ৫০০*৭৫=৩৭৫০০ হাজার টাকা আয় করতে পারবেন। ” আপনিও তো এক ধরনের MLM করছেন। শুধু পার্থক্য হল , এই খানে কোন ইনভাইটের মাধ্যমে টাকা নাই, তাই এটাকে কেউ MLM বলে না।
আপনাকে বলছি , আপনি কেন dolancer কে MLM বলছেন ?? MLM হল সেটাই যেটা লোক ঢুকানো ছাড়া আয় নাই। আর আপনারে কি কেউ বলছে , যে আপনি dolancer এ MLM করেন !!! আপনার টাকা আয়ের তো বাকী ওয়ে গুলো আছে।
*** অনেকে dolancer যারা কাজ করে তাদের গাধা বা অন্য কিছু বলে !! শুধু তাদের কে বলব, এরা হলেন প্রত্যকে software engineer. রোকন আহমেদ নিজেই হলেন একজন php developer . আর যারা dolancer এর সাথে জড়িত , তারা আপনার মতই শিক্ষিত। বিশ্বাস না করলে , নিজে দেখে যেতে পারেন।
আপনারে বা লেখককে আরেকটা কথা বলতে চাই, অন্যান্য কোম্পানির মত dolancer এ যারে তারে entity করা হয় না ।
ভাই আর কি প্রমাণ দেখাব ………………
আপনি , টিউনার এবং অন্যান্যরা শুধু freelancer(odesk, elancer ,vworker etc) এ টাকা আয়ের কথা বলছেন । এটা তে আপনাদের জন্যে সহজ কিন্তু যারা নতুন তাদের জন্যে কি সহজ !!!!!

    Level 2

    @Kiron Best: আপনার জন্য বলি যে কোন MLM এ প্রবেশ বা কাজ করতে গেলেই ইনভাইট লাগে। আপনার এখানেও তাই। শুধু এই বিষয় টাতে অন্যান্য ফ্রিল্যান্সিং সাইট উন্মুক্ত ভাবে রেজিঃ করার সুবিধা দেয় যা করতে বিষয় ভিত্তিক জ্ঞান, ইন্টারনেট যুক্ত পিসি লাগে, আর dolancer.com তে রেজিঃ করতে টাকা + রেফার বা ইনভাইট দুটোই লাগে আর সাথে জ্ঞান+ ইন্টারনেট যুক্ত পিসি তো লাগেই। এ ব্যাপারে আপনার মন্তব্য কি???

    ডোলেন্সার দিয়ে ইন্টারনেটের কি শিখবে ভাই ??? জীবনে আজব আজব কথা শুনার আর কিছুই বাকি থাকলো না ।

Level 0

looks like u dnt have the money for signing in to dolancer……….bakita bujhsi…….sheyal tumi@nijeke j medhabi bole

Level 0

ami 1400tk invest kore ekhon porjonto…….total 28,000tk earn korsi
how’s tht possible@all the sick people

Level 0

math mone hoe vhaloi shikhsen……..dolancer er 2 ta account korte gp/robi/airtel/banglalink/banglalioner 1gb monthly net e enough……..it’s nt more than 350tk.boka lok………2ta account korte 1 hour lage 2ta browser die………r vhalo net hole to kothai ni……ami t&t r net use kori….amar download speed 160kbps…..r connection speed 1 mbps……..
ami 5 ta account o 1 ghontae shesh korte pari 5ta browser die…………………r kisu jante chan @smrkaes.seo

Level 0

bangalider……….er jonnoi unnoti hoe na……ekjon agate chaile 10jon tene dhore…r e vai dolancer er jara eto bodnam kortesen tara parle amader ekta jober bebostha kore den na……
ta to diben na…..parben shudhu dubaite………

Level 0

অপেক্ষার দিন শেষ ………..আর মাত্র একদিন । মানে ইনশাআল্লহ আগামীকালের মধ্যে সার্ভার প্রপারলি ঠিক হবে………
আশা করি সবাই দোয়া করবেন………..
http://www.facebook.com/pages/DolancerDaily-Income/151279591611676
http://www.facebook.com/ywcdolancer

আরে Kiron Best ভাই লিখেছেন
“প্রথমে আপনাকে বলি যারা আগে থেকে ইন্টারনেট ব্যবহার করে , তাদের জন্যে সমস্যা কোথায় ?? এবং যারা নতুন ইন্টারনেট নিয়েছে , একবার ভেবে দেখুন, টাকাটাই জীবেন সবকিছু না, এই dolancer এর কারনে যারা ইন্টারনেট নিছে, তারা তো এখন ইন্টারনেট সর্ম্পকে ধারনা পাচ্ছে। আপনিতো জানেন , বাংলাদেশ সরকার চায় সবার দ্বারে ইন্টারনেট পৌঁছে দিতে । তাহলে প্রশ্ন হল ….আপনি বা না-বোধক কমেন্টকারী কি চান না যে সবাই ইন্টারনেট জানুক ??????
Kiron Best লিখেছেন”*** অনেকে dolancer যারা কাজ করে তাদের গাধা বা অন্য কিছু বলে !! শুধু তাদের কে বলব, এরা হলেন প্রত্যকে software engineer. রোকন আহমেদ নিজেই হলেন একজন php developer . আর যারা dolancer এর সাথে জড়িত , তারা আপনার মতই শিক্ষিত। বিশ্বাস না করলে , নিজে দেখে যেতে পারেন।
আপনারে বা লেখককে আরেকটা কথা বলতে চাই, অন্যান্য কোম্পানির মত dolancer এ যারে তারে entity করা হয় না ।
ভাই আর কি প্রমাণ দেখাব ………………”
উদাহরণ: odesk, elancer, freelancer , sitetalk etc এই সাইটগুলোতে কাজ করলে টাকা পাওয়া যায় সত্য(fake buyer ছাড়া) কিন্তু সেখান হতে টাকা উঠানো কিন্তু অনেক কঠিন। যারা expert এবং বুঝে তাদের জন্যে সহজ। আর dolancer এ আপনাকে টাকা উঠানোর জন্যে office + balance trans করে বন্ধুর/আপলাইনের নিকট হতে সহজে টাকা উঠানো যায়। (সত্যতার জন্যে অফিসে আসুন)। সবচেয়ে বড় সুবিধা হল তারা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত Eastern Bank এর VISA card দিচ্ছে। এছাড়াও GOV অনুমোদিত http://www.roc.gov.bd

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । যারা আগে থেকে ইন্টারনেট ব্যবহার করে , তাদের জন্যে সমস্যা নয় । আসল কথা হলো বাংলাদেশ সরকার মুখে বলে সবাই ইন্টারনেট ব্যবহার করুক কিন্তু নেট যেনও সস্তা হয় স্পিড বাড়ানোর সেই ব্যবস্থা নেয় না কেন? আপনি বলেন dolancer এ MLM না তাহলে কি?

shahnewaj ভাই লিখেছেন ৫ টি একাউন্ট করে ৭০ হাজার টাকা আয় করেছেন ৫ মাসে তা কিভাবে করলেন তা যদি ব্যাখ্যা করেন আশা করি যারা বুঝার তারা ঠিকই বুঝতে পারবেন dolancer যে MLM কোম্পানি । ১মাসে ৫টি একাউন্ট থেকে ৫*২১০০=১০৫০০টাকা এবং ৫ মাসে ৫*১০৫০০=৫২,৫০০ হওয়ার কথা কিন্তু তিনি ৭০,০০০ টাকা আয় করেছেন – ৫২৫০০ বাদ দিলে ১৭৫০০টাকা আসল কোথা থেকে ?

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত Eastern Bank এর VISA card দিচ্ছে । আমি শুনেছি এখন নাকি এই কার্ড বাতিল করা হয়েছে। আপনি কি এখনও টাকা তুলতে পারেন Eastern Bank এর VISA card দিয়ে।

বাংলাদেশের সব MLM কোম্পানিই সরকার অনুমোদিত।
ভাই আপনি কি এমন প্রমাণ দিলেন যাতে বিশ্বাস করা যায় যে dolancer MLM না ।
তাহলে কাকে entity করা হয়
এজন্যই তো সাইট প্রায় সময় ডাউন থাকে।

সব MLM কোম্পানিতেই পণ্য বিক্রয় করে আয়ের সুযোগ আছে এটা জানি ।

pskhan_ywc ভাই আপনি লিখেছেন “ami 5 ta account o 1 ghontae shesh korte pari 5ta browser die…………………r kisu jante chan ”

সাবাস আপনিও তাহলে dolancer এর সাথে প্রতারণা করছেন dolancer যেমন প্রতারণা মিথ্যা তথ্য দিয়ে। আমি যতটুকু লিখেছি তা আমার আত্মীযের একাউন্ট পর্যবেক্ষণ করে তার বাংলালায়নের 512 Kbps Safari 4.5 প্যাকেজের অভিজ্ঞতায় । আমি যতটুকু জানি ১টি কম্পিউটার থেকে ১ সাথে ৫টি দেখা dolancer আইন বিরোধী কাজ করার পরও dolancer আপনার একাউন্ট বাতিল হওয়ার কথা। যদি dolancer তার আইন টিকমত বাস্তবায়ন করে তাহলে একদিন আপনার আমও যাবে সাথে চালাটাও যাবে। দয়াকরে dolancer এর আয়ে নিয়মাবলী ভালবাবে পড়ে নিন।
কারণ click to earn নিয়ম হলো ১টি কম্পিউটারে ১টি লিংকে click করে ৩০সেকেন্ট তা browser থাকতে হবে এ সময় অন্য কোন Tab খুলে কোন কাজ করা যাবে না কিন্ত dolancer তা করতে দিয়ে তাকে যারা এড দিচ্ছে সেই কোম্পানি গুলোর সাথে প্রতারণা করছে। যখন কোম্পানি গুলো জানতে পারবে তখন আর dolancer কে এড দিবে না ।

pskhan_ywc লিখেছেন
math mone hoe vhaloi shikhsen……..dolancer er 2 ta account korte gp/robi/airtel/banglalink/banglalioner 1gb monthly net e enough……..it’s nt more than 350tk.boka lok………2ta account korte 1 hour lage 2ta browser die………r vhalo net hole to kothai ni……ami t&t r net use kori….amar download speed 160kbps…..r connection speed 1 mbps……..
ami 5 ta account o 1 ghontae shesh korte pari 5ta browser die…………………r kisu jante chan

আমার gp নেট ছিল যখন অন্য কোন সার্ভিস ছিল না তখন brows করতে কষ্ট হতো আর এড দেখাতো দূরে কথা । একটা profile pic দেখতেই অনেক সময় লাগতো
নিচে কিছু click to earn এর সাইট দিলাম যে গুলোতে আমিও প্রথম প্রথম কিছু আয়ের আশায় একাউন্ট করেছিলাম কিন্তু gp নেট দিয়ে তা দেখা বিরক্তি কর ছিল তখনই বুঝলাম কোন কাজ না করে আয় করা হল অনেক কষ্ট কর বিষয় তাই কাজ শিখতে শুরো করি SEO এবং মোটামুটি কিছুদিন SEO দিয়ে আয় করেছি এখন web devolapment & forex trade শিখছি। ইনশাআল্লাহ ২০১৩ সালের প্রথম দিকেই দিনে ৩০০ ডলার আয় করবো।
বাংলাদেশের মানুষ চায় কাজ না করে আয় করতে আর এই সুযোগকে MLM কোম্পানি গুলো ভালই কাজে লাগাচ্ছে। অল্পদিনে বাড়ি গাড়ির স্বপ্ন দেখায় কিছুদিন পরে লাভ তো দূরের কথা আসলও পাওয়া যায় না। আরো বড় একটি বিষয় বেশির ভাগ বাংলাদেশের মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নিলে আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতাম এতদিনে । চীন আমাদের পরে স্বাধীন হয়ে আজ পরিণত হচ্ছে বিশ্বের নেতৃত্ব স্থানীয় দেশে।

নিচে কিছু click to earn এর সাইট দিলাম এদের এখানে Free account করে click করে এড দেখেন আর dolancer click করে এড দেখেন নিজেই বুঝতে পারবেন dolancer ও একদিন এদের মত এক সাথে” 5 ta account 1 ghontae shesh korte 5ta browser” ব্যবহার করতে দিবে না ।

1.http://www.neobux.com/?
2.http://bux.to/?
3.http://www.modernbuxto.info/?
4.http://www.clixsense.com/
5.http://teenpunci.info/?
6.http://archerfish.co.uk/pages/index.php?
7.http://mybestpornobux.us/
8.http://www.golden-galaxy.com/
9.http://www.onapaid.com/index.php?
11.http://www.cash-harvest.com/index.php
12.http://www.baydefeisptc.info/index.php?
13.http://www.ptcwallet.com
14. http://www.paybox.me
যারা এই লিংক গুলোতে account করবেন তারা নিজ দায়িত্বে করবেন । এখান থেকে টাকা পাবেন কি না তা আমি জানি না।

সবশেষে আমার অতিপ্রিয় দুটি লাইন দিয়েই শেষ করছি।
Fear arise from our inner resistance to change. I welcome change.
I Love my country. I am developing my talent and skills,so I can be an asset for my country.

শাহনেওয়াজ রহমানী কে ভালো মতামতের জন্য শুভেচ্ছা সহ ধন্যবাদ।

pskhan_ywc কে মতামতের জন্য শুভেচ্ছা সহ ধন্যবাদ।

একটি গল্প লিখিছি pskhan_ywc জন্য এক রাতে ফজরের সময় এক চোর চুরি শেষে মসজিদের পুকুরের এক ঘাটে হাত মুখ পরিষ্কার করছিল তখন অন্য ঘাটে মুয়াজ্জিন এসে অযু করছিলেন আযান দেওয়ার জন্য । চোর মনে মনে বলল শুধু একা আমিই এই গ্রামে চোর না আমার মত আরেক জন চোর আছে তাহলে এই গ্রামে । আর মুয়াজ্জিন মনে মনে বললেন শুধু একা আমিই আগে আসিনি নামাজ পড়ার জন্য আমার চেয়েও ভালো মানুষ আগেই চলে এসেছেন নামাজ পড়ার জন্য ।

যে যে রকম সে সেই রকমই চিন্তা করে এটাই হলো এই গল্পের শিক্ষা। আমি কি বুঝাতে চাই যারা বুঝার তা ঠিকই বুঝতে পারবেন।

Level 0

smrkaes.seo, sorry bangla font akhon usr korte parchi na.
vai akhon to ami bahire apnar ans ami basay giye dibo.
Just one sentence for you: Patience has its reward …………..

বাহ চালিয়ে যান সবাই সত্যতা বের হয়ে আসুক। এতে জাতি উপকৃত হবে।

Level 0

smrkaes.seo bro….sorry jodi ami ulta palta kisu likhe thaki……….may b i knw less than u.
i just wanna knw the truth lyk others……..wish u’ll hlp me out

Level 0

zahirulislam@ procharona na thakle world e add bole kisu thakto na………onek boro company procharona kore na……….eta kemon dharona?

tv te j eto add dekhen oder add debar ki dorkar……..??????

january te dolancer er programm tv te dekhano hobe…….paper eo add dea hobe

just wait 4 ur answer………

@মেধাবী ডট কম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি করার জন্য কারন এই করার পর dolancer-এর signup কমে এসেছে। এখন অনেকেই plan দেখে নেগেটিভ হয়ে গেছে। 🙂

সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনার বাংলা ব্লগের লেখক সৈয়দ মাহফুজুর রহমান কয়েস এর ২টি লেখা পড়ার ।

মানুষ বড় হয় তার স্বপ্নের সমান http://www.sonarbangladesh.com/article.php?ID=3221

সফল জীবনের জন্য চাই আলোকিত জীবন দৃষ্টি http://www.sonarbangladesh.com/article.php?ID=5433

মন্তবের পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ ও বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা ।

পরিশেষে বলতে চাই সবাইকে নিজের বিবেকরে কাছে প্রশ্ন করলেই ভাল বা মন্ধরে উত্তর পাওয়া যায় কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না।

আপনি যে কাজ করছেন সেই কাজের জন্য মারা যাওয়ার পর যদি মানুষ আপনাকে শ্রদ্বার সাথে স্মরণ করে তাহলে আপনার জীবন সফল আর যদি ঘৃণার সাথে স্মরণ করে তা হলে আপনি ব্যর্থ হলেন জীবনে।

সবার সফল জীবন কামনা করি এবং সবাই সফল হোন নিজ নিজ কর্মক্ষেত্রে এই প্রাথনা করি মহান স্রষ্টার কাছে।

ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

Level 0

যারা Dolancer পক্ষে কথা বলেছেন তাদের মধ্যে অনেকের ভাষাই এতো টা খারাপ যে সেই সব মানুষের সাথে কোন বিষয়ে কথা বলাটাও ঠিক নয়। ভাই, আপনার কোন বিষয়ে প্রশ্ন থাকলে আপনি তা জিজ্ঞেস করুন বা আপনার মতের মত না হলে আপনি তা আপনার যুক্তি দিয়ে বিচার করুন। কিন্তু কাউকে বেক্তিগতভাবে আঘাত করাটা ঠিক নয়। সবারই মনে রাখা উচিৎ যে আপনার Behave যদি ভাল না হয় আপনি যে কোন স্থানে অসম্মানি হতে পারেন।

Level 0

অনেক international ptc site আছে যারা .০০১৳ দিয়ে add surf করায় । সেইখানে international মানের ptc site না হইয়াও ক্যামনে .০১ ৳ rate এ ১০০ add surf করায় । তা আসলেই ভাবার বিষয় । আর যার নিজের traffic এ ঠিক নাই ।google এ search দিলেই বুঝতে পারবেন , এর link building কি করুন অবস্থা । তারা এত add পায় কিভাবে । আর তাদের add suft এর যে script এর চেয়ে ভাল script net এ free পাওয়া যায় । so এখনই সাবধান হওয়া দরকার । না হলে পরে পস্তাতে হবে ।

Level 0

bhaiya…….. iliked your business policy. apni jei shundor bhabe dolancer er against e kotha bole nijer ptc site er marketingkorlen ta kono mlm company o korte pare na…………:) best of luck with your business…..

    Level 0

    ami just bortoman somoye aisob site kmn hy tai blte chaisi , er vitor business krlam koi @pro_lancer:

Level 0

business korle koyekta link o diya ditam . @pro_lancer

@ all Commentators

সদস্যরা মোট আয় করেছেন ৫৯৮১০৫.৫০ ডলার, এই অংকটা অবশ্য খারাপ ন!
যদি কারো এটা নিয়ে কোন রকম সংশয় থাকে তাহলে Eastern Bank এ গিয়ে এই ব্যাপারে খুঁজ নিয়ে সংশয় মুক্ত হয়ে আসবেন 🙂

SunnY
Administrator
http://www.AddaMasti.com

একটু কষ্ট করে সবাই এই লেখাটা পড়বেন 🙂
https://www.techtunes.io/freelancing/tune-id/99596/

Dolancer এর সঙ্গে ছিলাম,এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।।।।

Dolancer এর সঙ্গে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ‌ইনসাল্লাহ্ ।

Level 0

vai apni ato sure kore bolen kivabe .amra koyakjon bonndu mila korsi to amader tk othaite kono problem hoy na amra thik i to tk otitasi.apni to manusher valo dhekte paren na.amra student amra kono valo sith chara kj kori na.amader net bil
+hand khoroch hoy tai cholbe. FAUL chagol.

Level 0

id ta dia dilam apu_ ………ys

dolancer company k nea onekh, kotha na na torko boitorko sunlam..onekh e onekh bitorko onekh jukti dekhiechen asol jokti koto jon dite perechen jane na…ami dolancer ak jon member chilam ,akhon kaj stop kore diache kichu reasoner jonno . jokhon 1st ami dolancer e dhuke tokhon 10link chilo site somporke valo bistarito janer jonno amar ak boro bhai er sorona ponno hoi. unio support dilan dolancer er kotha. tokhon dolancer er bepare totally janer jonno chesta kore. jai hok mul bitorke ase medhabi bhai j ques gulo kore chilan ter answer gulo sposto answer kothao kothao pawa geche but kichu kichu pawa jai ne.. hmm onekh e bolchen je 12 years seta to dolancer success holo kobe seta to matro july mash e site khullo. bhai dolancer company fist chilo website builders der ,er jeta web development er kaj korto.ok aktar answer pelam.. nij country te transection korte hole govt. k tax dite hobe jemon bangladeshe transection korche bole dolancer tax dei temne speakasia india te tax dicche… bangladesh e keno aslo dolancer er answer pelam bangladeshe onekh clickers ache jeta hocche freelancing er main upokoron… upore ak boro bhai bolechilan je dolancer er site upgrade season e mistake er jenno onekh er account missing geche but bro apni ki janen je site upgrade korer age backup rakha hoe…so tera sei bebostha newa all ready suru kore diche…jai hok abar keo keo bolche mlm business totally fraud…bhaia dolancer er apni mlm business na koren taholeo apner income hobe…
jai hok asob ques amar onekh age chilo, answer khuje pewachilam.ami kaj bondho kore diache cause kichu answer pawa jaini bole….

1st ques: dolancer click to earn e sob jukhti thik per link e .01cent but amar kotha akhane link ache koto 100. ter moddhhe thik ache koto company . ami kaj koreche bhai ami dekheche keo keo jesob link off sesob link e jea boshe thakten & company ter jonno taka pay korche .but ptc er neyom hocche apni ak link din e akbar er beshi dhukte parben na.. tahole company keno vhortuki dicche ? er company jodi vortuki na dei tahole taka dicche k?

2nd ques: bid income nea. dolancer er onekh bid asche jacche but akhon porjonto aktao complete nei seta ki ajob na, bangladesh e onekh web developer ghore boshe kaj korche. amar ak close boro bhai tini multinational company te job koren. tini freelancer e web development kore onekh project complete korcen . ter moto onekh e ache dolancer.com e but bid complete nei keno?
3rd ques: manlam dolancer company sob kichu thik but asun dekhi dolancer site nia koto sontusto sobai. jara starter chilo tader upgrade season por theke dolancer server proti mash e 5 bar kore upgrade lagche , site jara daily new account khulche tader nana rokom cmnt . especially jara notun dhukche. eto boro site eto visitor control korte pare na samne 1lakh visitor hole to company idea add er moto loading, loading obosthar moto hoe jabe. ter upor ak choto vai amar kache ase bollo”vaia apne dolancer koren vebe dhukechilam akhon mase 25din server off er baki 5din income kore”.. choto vai k kosto kore santona dilam. outsourcing company er main site er behal obostha,security nea eto doubt keno tara site upgrade na kore eto radisson e party, laptop ,mobile gift dicche..advertise to vai tokhon hobe jokhon dolancer er site akta well developed site hobe,company jokhon strong position e jabe. site thik na hole tara service dibe ki?.. tai server keno tader well developed na ?

jai hok last month e kaj off kore diache ami…dolancer asokol ques er answer dewar por chinta koreche abar kaj suru korbo.jai hok amar mote dolancer er valo dik & kharap dik dutai ache. amar mote earn is not a matter . dolancer jodi honest thake amader appoti nei…kharap dik thakbe kono kichu te but ter matra jeno bhalor tulonai khudro hoe…dolancer k somai dewa uchit dekha jak samne ki hoe………………………………………

Level 0

পোস্ট টা অনেক ভাল করেছেন। dolancer.com কম্পানি এখনও target fill up করতে পারে নাই তাই এখনও
টাকা দিতেছে। সত্যি কথা বলতে MLM কম্পানি গুলির কোন বারতি ইন কাম নাই। তারা গ্রাহক দের টাকা এই গ্রাহক দের কে দেয়। শিক্কা, পণ্য ইতাদি দেখায় শুধু মাত্র eye wash করার জন্য। আমি একটি কম্পানি তে ২ বছর ছিলাম। একদিন আমি হিসাব করে দেখলাম আমার নেট এ যদি ৩ লাখ গ্রাহক সুবিন্নথহ ভাবে join করে তাহলে জত টাকা আমাদের সবাইকে commission তার ২ গুন টাকা কম্পানির লাভ থাকে। আপনারা পারলে অংকটি করে দেকবেন। MLM আমার অনেক অভিজ্ঞতা আছে। পরে এক সময় শেয়ার করব। সবাই ভাল থাকবেন।

ভাই আমাদের এমন কিছু ptc sit এর নাম দেন যার থেকে আমরা really incume পাব।

tnx

যারা dolancer নিয়া এতো কথা বলে, তাহলে যারা নাকি dolancer এর সবকিছু (সব ডকুমেন্ট) নিয়া পোস্ট করে মানুষ এর ভুল ভাঙ্গানর জন্য তাহলে তাদের পোস্ট কেন pending or remove করে দেয়। আসলে কথাটা হলয়”চোরের মন পুলশ পিলিশ”।

vai apnadesr onek thanks
apnader sob kotha sonlam
aber amar moto ami kicho kotha bolte chai

sorotei bolchi ami dolancer er ekjon member.

First question: apnara ki BFS (Bangladesh Freelancing Society) somporke janen?
lekhok bolechen :রোকন ইউ আহাম্মদ বাংলাদেশি এজেন্টঃ
এই ব্যক্তির কথাই বলছিলাম। ইনিই মিরপুরের কৃতি সন্তান। ডুল্যান্সাররা দাবী করেন রোকন সাহেব এই ডুল্যান্সারের বাংলাদেশ অফিসের প্রধান। ইনি কি আমেরিকা থেকে বাংলাদেশ অফিস চালান? রোকন সাহেবের অস্তিত্বের ব্যাপার বলি। এই ডুল্যান্সারের ফেইসবুক ফ্যানপেইজে যান (http://www.facebook.com/dolancerinc) পেইজের বাম দিকে নিচে দেখবেন Likes-এর নিচে Rokon U. Ahammed. এটার অর্থ আশা করি জানেন। রোকন ইউ আহাম্মেদ-এর একটি ফ্যানপেইজ আছে, আর ডুল্যান্সার ফ্যান পেইজের এডমিনের একমাত্র পছন্দ রোকন সাহেবের ফ্যান পেইজই! কতোটা আপন সম্পর্ক ভাবুন! ব্যক্তিগত ইচ্ছে থাকলে রোকন ইউ আহাম্মেদ সম্পর্কে খোঁজ নিতে পারেন।

dori nichi apni dabi korchen rokon u ahmed bangladesh e nai. abon tini ekjon protarok.

tai jodi hoy tahole pls visit: http://www.facebook.com/photo.php?fbid=154228034660033&set=pt.107586829324154&type=1&theater

amar prosno akjon protarok k keno BFS award deoa hoy? ebong tao abar ekjon minister hat hote??

সদস্য ফিঃ
এরা নিজেদের পরিচয় ফ্রিল্যান্সিং সাইট হিসেবে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং সাইটগুলো হল oDesk.com, Freelancer.com, Guru.com, eLance.com ইত্যাদি। আপনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসুন, এই সাইটগুলোর কোনটাতেই সদস্য হতে টাকা লাগে না। অথচ এই Dolancer-এ সদস্য হতে আপনাকে দিতে হবে ১০০ ডলার, যার ১০ ডলার সদস্য হওয়ার সময় আর বাকি ৯০ ডলার তিন মাসে সমান কিস্তিতে। এই লাইনটি মনে রাখুন।

sotti na heshe parlam na.

sikar korchi freelancer \ odesk etc te joinig free.
kinto apni jodi daily onek beshi bid korte chan tahole apnake proti mashe fixed ekta fee dite hobe.

sotorang dolancer jodi life time ptc er kaj deoar jonno apner kach theke 7000/- niye thake tate dosher ki.

এটি আমেরিকান কোম্পানিঃ
আবার মিথ্যাচার। এই কোম্পানির জন্ম হয়েছে ঢাকার মিরপুরের জনৈক ব্যক্তির ঔরসে।

vai ami apnke ekta address dichi. pls ekhane contact koron
1513 North 11th Avenue, Hanford,, Hanford, CA 93230
tahole apni jene jaben eti usa er company na bangladeshi company….

Level 0

bhai bolle bishas korben kina jani na..ami nijei er protaronar sikar..amr 1maser rater ghum haram hoye gesa ai f…..guy er jonno…sry mukh kharap korar jonno..plz…beCAREFUL!

Level 0

আমি রুকন উ আহম্মেদের খুব ঘনিষ্ট বন্ধু ! হে হিসাবে বলছি তিনি প্রতারনা করার লোক নন। কিন্তু, আমি ডলারেন্সার এর পক্ষপাতি নই, কেনানা সাইটি যে, এম.এল.এম+পি.টি.সি। তাই সকলকে আন্তরিকভাবে লিখছি, আপনাকে যত প্রলোভান দেখানো হোক না কেন, যত বাস্তব প্রমান দেখানো হোক না কেন, এম.এল.এম ও পি.টি.সি থেকে সাবধান! সাবধান!! সাবধান!!!!

@dolancer.com
vai
sob
dolancer.com
website e
Contact Us
about US
e
Bangladesh
office
Address
PhoneNumber
etc add korte bolen Rokon U.Ahmed ke.

@www.dolancer.com vai sob
আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন দয়াকরে প্রমানসহ উত্তর দিবেন।
উত্তর দিলে আমিসহ অনেকেই খুব উপকৃত হবো।
১। এই কোম্পানী কয়দিন টিকবে বলে আপনি মনে করেন।এর সিউরিটি কি?
২। বাংলাদেশ সরকারের অনুমোদন আছে কিনা ? প্রমানপত্রসহ উত্তর চাই?
৩। লিজের টাকা ওরা কোথায় পায়..এতো টাকা দেয় কিভাবে?
৪। ক্লিক করলে কোম্পানীর লাভ কি? এবং টাকাটা আসে কিভাবে দয়াকরে বিস্তারিত বলবেন।
৫। কোম্পানী চলে গেলে আমাদের ইভেস্টকৃত টাকা ফেরৎ পাবার কোন উপায় থাকবে কি?
৬। আমরা যে http://www.dolancer.com ঢুকি এটাই কি আমেরিকার ডুল্যান্সার নাকি এটা সাবডোমেইন।
৭। ডুল্যান্সার কোন কোন দেশে কাজ করছে।
৮। ভিসা কার্ড কি সবাই পাবে?
৯) about us o contact us a Bangladesh er office address and phone number dite bolben Rokon U. Ahmed ke..?
http://www.dolancer.com jobi asol freelancing site hoia thake TV/Radio/Newspaper /Dish Antena te Advertise
dite bolen…

thanks…

ha ha ha….hai…?????????//

Level 0

Dolancer Outsourcing Inc. is an American C corporation company, regulated and certified by California Secretary of State, USA. FEIN: 26-4731991 (California) SIC Code: 573701 (Computer Software) NAICS Code: 443120

http://123.49.32.35/rjsc_web/nc_search.aspx
keyword : Dolancer Outsourcing Limited

https://delecorp.delaware.gov/tin/controller
keyword : Dolancer Outsourcing Inc ফাইল number : ৫০৩০১০৮

http://i44.tinypic.com/2ynnu5h.jpg tread লাইসেন্সে

@ Medhabi Dot Com: apnar moto medha sunno public ai duniyay ro 2/1 ta dorkar ace jara vetorta na dhuke montobbo kore.akta golpo mone pore gelo, ak bekti america na giyei america probashik americar golpo sunacche.porer tuku r naiba bollam.bujhe niben. o sorry medhahin vai,kake ki bolci jar kono medhai nei.duniyar pagol sagol.bujhchi,comment pete valo lageto tai mone hoy bine poysay likhe comment kamacche.asob aborjona j kottheke ase?

@ Silent hacker vai: oi gordhob Medhahin vaik jodi hijrar sathe biye dite partam khub valo lagto?

@Silent hacker vai: Medha hin k jodi 512kbps a download kore apnar kace pathaite partam tahole x-ray kore dekha jeto kotto boro mara khaice?

Level 0

dolancer এর মত আর একটা ভুয়া কম্পানি চালু হয়তে যাইতেছে নাম skylancer, এটা সম্পর্কে একটা পোস্ট লিখেন, নয়ত এটাতে ও মানুষ জইন দিয়া ঠকবে, hubuhu এটা dolancer এর মত, বেকুব রা ধুমায়া জইন দিব, একটা পোস্ট লিখে সতর্ক করেন, oder site, skylancer.weebly.com ,

Level 2

bia ami dolancer ar akjon member.facebook a amder onak grup asa,onak bakti asa apni ai kotha gulo facbook a post koran sobaika dakhan amader grup a post kora amra sobai dakhi.tarpor ar protibad hola amra bujbo ata fake naki……………….apniato boro uddog nisan kostokora aitao nan……………aj koran sobar chok kuladan ar noy to………..

bd te aro 100 minimum new company ase jara in korse 4 month to 10 month business korar janno… r about dolancer if any want to talk then talk with me…01674911639…its my number.. i am so happy to say that amar team a karo e one month a 25000tkr niche income kore ni.. r amar team a kono wrong information ni.. i give u 100% nagitive information about dolancer but after my presentation people join with me.. so help ur self..

Level 0

Ekta Investigation.
Dolancer.com id= 15320 days ago [0 post]
Sada manus idid= 15320 days ago [0 post]
WWE30id= 15320 days ago [0 post]
a1systemsid= 15320 days ago [0 post]
S.m.al-razi id= 15320 days ago [185 days ago]
sheponmiah id= 15320 days ago [0 post]
milton 444id= 15320 days ago [0 post]
Sporsher baireid= 15320 days ago [0 post]
maximumrisk =252 days ago[0 post]
saquibulhassan id= 15320 days ago [0 post]
rabby22 id= 15320 days ago [0 post]
MD. নাজমুল সাকিব id= 15320 days ago [01 post]
মাঝখান পর্যন্ত নামছি, আর নামি নাই, কি অবাক মিল তাইনা? ফেক আইডির, তাইনা?

Level 0

আরো আপডেট
Ekta Investigation.
Dolancer.com id= 15320 days ago [0 post]
Sada manus idid= 15320 days ago [0 post]
WWE30id= 15320 days ago [0 post]
a1systemsid= 15320 days ago [0 post]
S.m.al-razi id= 15320 days ago [185 days ago]
sheponmiah id= 15320 days ago [0 post]
milton 444id= 15320 days ago [0 post]
Sporsher baireid= 15320 days ago [0 post]
maximumrisk =252 days ago[0 post]
saquibulhassan id= 15320 days ago [0 post]
rabby22 id= 15320 days ago [0 post]
MD. নাজমুল সাকিব id= 15320 days ago [01 post]
+++++++++++++++++++++++++++++++
সাইলেন্ট হ্যাকার=15320 days ago [o post]
Tanveer Ahmed=15320 days ago [o post]

Level 0

pls read this about dolancer and then answer me bro….
এই সময়ের বহুল আলোচিত বিষয়টাকে আরেকটু আলোর সামনে তুলে ধরার প্রেক্ষাপটে এবং কিছু ব্যাখ্যা দেয়ার প্রচেষ্টায় আমার একান্ত নিজের মতামত তুলে ধরলাম।
Dolancer কি,কেন,কি করে,কিসের জন্য,এসব বলে সময় নষ্ট না করে মূল কথা বলে বিদায় নেই।
সবাইত কম বেশি জানে এখানে কাজ করতে হলে একটি পেইড অ্যাকাউন্ট লাগবে,কিন্তু সেই টাকার হিসেবটা কেউ কি জানেন ?
প্রথমে আসুন দেখি ৭০০০৳ যাচ্ছে কোথায়।
এইখানে যদি নেটওয়ার্ক এর জন্য ১০% না দিত আমি ১০০% গ্যারান্টি দিয়া বলতে পারি কেউ কাউকে বলত না যে Dolancer এর মাধ্যমে ক্লিক করে টাকা ইনকাম করা যায়।এটা আমাদের একটা দুষ নিজে করবো কিন্তু অন্যকে বলবনা কিভাবে করি!আমরা যারা আরও আগে থেকে Freelancer হিসেবে আছি তারা একটু কষ্ট করে ফ্ল্যাশ ব্যাক করুন আপনার প্রথম সময়টা ।আমার নিজের লাইফের একটা ঘটনা আছে এইরকম ।তাই আমি খুব ভালো করেই বুঝি Dolancer কেন প্রতি অ্যাকাউন্ট এর জন্য ৭০০০৳ নিচ্ছে ।যদি আমাদের বলা হতো যে “আপনারা এটার মার্কেটিং করে ডাউন লাইন এ অ্যাকাউন্ট খুলে দিন, আপনার সাথে সাথে সেও কিছু ইনকাম করুক” তাহলেতখন আপনি কি করতেন একটু ভেবে দেখবেন কি ? আমি জানি কিছু সুবিধাবাদী লোক তখন কি করতো,হয়ত আপনারাও বুঝার বাকি নেই।অনেক জনকেই বলতে শুনেছি এই ৭০০০৳ নাকি কোম্পানি নিয়ে নেয়।(মানে বুঝাতে চায় ভাগার আগে ভাণ্ডার পূর্ণ করে নেয়া )
এটার বেশির ভাগটা বলতে ৮০% + যায় নেটওয়ার্কিং এর জন্য,অফিস ম্যানেজমেন্ট এর জন্য ধরি ১০% যাচ্ছে।থাকল কত? মাত্র ৭-৮% ।এত কিছু করার পর কি এই লভ্যাংশটা কোম্পানির প্রাপ্য না ?
ভাই এটা এইখানে লিখে সবটা বুঝাতে পারবনা।আর যারা Dolancer এর মেম্বার আছেন আশা করি আপনাদের কাছে বিস্তারিত ভেঙে দেখাতে হবেনা।আর যাদের একান্তই জানার ইচ্ছে আছে তারা দয়া করে দেখুন আপনার চেনাজানার মাঝে হয়ত এমন কাউকে পাবেন যে Dolancer এর মেম্বার।আর না হলে আমার সাথেই যোগাযোগ করে জেনে নিতে পারেন। Dolancer আমাদের টাকা দেয় কিভাবে !(নিজের পকেট থেইকা প্রতি মাসে এতো টাকা কোম্পানি আমাদের দিচ্ছে)
আমিতো ভাই মূর্খ মানুষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে।সবার কাছে না যারা এইখানের জ্ঞানীগুণী ও বিজ্ঞ ওয়েব ডেভেলপার,সাইট ডিজাইনার এবং বিভিন্ন সাইট এর মালিক আছেন তাদের জন্য।প্রশ্নের আগে আপনার উত্তরের জন্য আমি কিছু হিন্ট দিয়ে দিচ্ছি।
*আপনার সাইট এর প্রতিদিনের ভিজিটর এর সংখ্যা ২৫০০+
*Alexa তে আপনার সাইট এর ওয়ার্ল্ড রেঙ্কিং আছে ৫০,০০০ এর নিচে।
*আপনার সাইট অ্যাড হিসেবে আছে GOOGLE এর Adsense ,সাথে আছে infolinks এর অ্যাড।আরও কিছু না হয় বাদ দিলাম এই হিসেব থেকে।
প্রশ্নঃপ্রতিদিন আপনি এই সাইট থেকে কত ডলার পাচ্ছেন/পাবেন ?
আমার নিজের ধারণাটা আপনাদের দিয়ে দিচ্ছি।আমার সাইট এর প্রতিদিন uniq ভিজিটর আছে ৫০০ জন,ওইটার জন্যই GOOGLE প্রতিদিন আমাকে 2-5$ দিয়ে থাকে।
আর ২৫০০ ভিজিটর +Alexa রেঙ্কিং এ ভালো Reputaion পাওয়া সাইট কে কতো দিবে নিজেই বের করে নিন। Infolinks এর হিসেব কিন্তু বাকি রইল।
Dolancer এর নিজস্ব ওয়েব সাইট এর তালিকা দিতে গেলে লিখত,লিখতে আমার হাতের ১২ থেকে ১৩ এবং আমার কীবোর্ড এর শনি লেগে যেতে পারে।

ওরে ভাইরে আপনার বউ ভাগছে :O (আসলেই কি তাই ? আগে একটু ঘরে যেয়ে খবর নিন)
অনেকেই বলে,সামনে আশা করি আরো বলবে।বলতে,বলতে কথা শেষ হয়ে যাবে,আমাদের ভুলত্রুটি গুলো শুধরানো শেষ করে যখন আমরা সর্বশিখরে উঠে যাব তখনো এরা বলে যাবে।আমরা যখন আমাদের নিজস্ব আইটি ভিলেজ এ বসে বাংলাদেশকে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ বানানোর অংশীদার হব।তখন এরা অলস সময় কাটানোর জন্য আমাদের ভুলত্রুটি গুলো শিরোনাম হিসেবে বিভিন্ন জায়গায় প্রকাশ করে যাবে।এরা হল সেই লোক…ওহ! আরেকটু সময় নষ্ট করবো আপনাদের।
“এক ঈগল একবার
বনমুরগীর বাসায় ডিম পেরে গেল।
বনমুরগী ডিমে তা দিল। বাচ্চা ফুটল।ঈগলের
বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত
হতে লাগল।
… স্বভাবও তার হয়ে উঠল মুরগীর মত। বনমুরগীর মত
ডাকে। উড়তেও পারে না।
একদিন সে দেখল
আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল।
সে বিস্ময়ে প্রশ্ন করল, এটা কি?
বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল। অসাধারন পাখি।
তুমি ওর মত দেখতে হলেও তুমিবনমুরগী হয়ে গেছ।
ওর মত কখনো হতে পারবে না।
ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোনদিন উড়ার
চেষ্টা ও করল না। এভাবেই সেকাটিয়ে দিল তার
পুরোটা জীবন। একসময় তার মৃত্যু হল।
তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য,
কিন্তু তা সে জানতেও পারল না!
নীতিশিক্ষাঃ অধিকাংশ মানুষও এরকম।অসীম
ক্ষ মতা নিয়ে জন্মায়। বেশীরভাগই
তা কাজে লাগাতে পারে না।‘’

এবার আপনারা যারা বলেন যে কোম্পানি ভাগবে তারা আমাকে আগে একটু শুধু বলেন, একটা কোম্পানি কেন তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে চলে যায় ?
ভালো(!) কিছু সাইট এর সাথে Dolancer এর তুলনা দিয়েছে অনেকেই।ভাই আমাকে একটু বলবেন কি Sitetalk নিয়েতো কেউ কম লাফানো লাফায়নি ! কিন্তু ওইটার বাংলাদেশ এ কি ছিল?কখনো কি ওইটা থেকে টাকা তুলেছেন?আর যদি পেয়েই থাকেন তো সেটা কিভাবে তুলেছেন?হুম…আমার মনে হয় এক বিমানে গিয়ে আরেকটা বিমানে টাকা সহ বাংলাদেশ ফেরত এসেছেন। :p উফফ…এমনও হয়তো হতে পারে আপনাকে একটা নামিদামি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে হয়তো বলেচে,”রাত এ কাজ গুলো শেষ করে পরের দিন তোমার টাকা তুমি যে কোন ATM থেকে তুলে নিও।আসল কথা কি জানেন ভাইয়া আমাদের দেশের সবথেকে বড় প্রব্লেম হল কাজের টাকা হাতে পাওয়া।আর সেই কারনেই আমরা যে কোন সময় পারি বাংলাদেশ থেকেই টাকা উঠিয়ে নিয়ে পকেটে ভরতে।মাসের পর মাস চেক এর জন্য ওয়েট করিনা।
কোম্পানির সব ডকুমেন্ট যদি কেউ চান দেখতে পারেন যেটা আপনাদের Speak Asia , Site Talk কখনো দেখায়নি দেখাতে পারতও না।আর Unipay এর কথা ?এদের মূল প্রোডাক্ট নাকি ছিল “স্বর্ণ” যেটা ওরা দেখাতেই পারলো না।বুঝতে পারছি আমি ওরা কি করচে!পিতলের বার কিনে স্টক করে রেখেছিলো :p হয়তো আশা ছিল পরশ পাথর দিয়ে সব আসল স্বর্ণ বানাবে।
ভাই আমার একটা কথা খুবি আপত্তি পূর্ণ লাগছে,কোন কারণে বলেন কোম্পানি ভুয়া!যা,যা করবে বলেছে তাইত করেছে এবং সামনে আরও করবে।আরেকটা দাবি আছে আমাদের মূল প্রোডাক্ট হল ওয়েব সাইট আর ভালমানের ওয়েব সাইট থেকে কত টাকা আসে সেটার ধারণা আশা করি পেয়েছেন।আর যদি বলেন যে ওয়েব সাইট থেইকা টাকা আসেনা তাইলে সবাই এতো সাইট খুলেন কেন?ফাও,ফাও কি ডোমেইন আর হোস্টিং এর জন্য টাকা দিচ্ছেন?o_0
ভাই Dolancer এর মেম্বারতো কিছুদিনের ৫০,০০০ হবে।তখন ধরেন ২০,০০০ অ্যাকাউন্ট এর ডেবিট কার্ড থাকবে।আচ্ছা ভাই আপনার আরেকটু সহজ করে বুঝাই,আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এ নাই টাকা আর আপনি যদি এটিএম বুথে যাইয়া কার্ড ঢুকাইয়া চাপাচাপি করেন তাহলে কি আপনাকে টাকা দিবে ?
তার মানে EBL এর সাথে Dolancer এর বড় কোন চুক্তির মাধ্যমেই জামানত দিয়ে নিজস্ব লোগো সহ মেম্বারদের জন্য ডেবিট কার্ড এর সুবিধা দিচ্ছে যা কিনা আজ পর্যন্ত কোন কোম্পানি করতে পারেনি।
(আরো লেখার ইচ্ছে ছিল কিন্তু আজ এখানেই সমাপ্তি পরবর্তী লেখায় বলব Server সম্মন্ধে।Server এর ব্যাপারে কয়েকজন কিছু কথা বলেছিল,পণ্ডিত সব ভাইয়েরা আমার আর কি কি কারণে ভুয়া ভাবছেন একটু জানালে ব্যাখ্যা দিতে সুবিধা হইত আর কি :p।সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই J আর মেধা সবার মাঝেই থাকে কিন্তু কাজে লাগায় পুঁজিবাদীরা। কথাটার মানে একটু কষ্ট করে বের করে নিবেন J আর বের করতে পারলে নিজের মেধাটাকে স্বল্পমূল্যে কারো কাছে ভাড়া দিয়ে সেটার অপচয় করবেন না :p )

    __–কিছু লেখার ইচ্ছা ছিল না তবে hispeed-it এর লেখা পড়ে আর চুপ থাকতে পারলাম না । আমরা বাংগালি তো তাই সবাই লোভের বশে যা পাই তাই করি । অনেকে বলে ডোলেন্সার নাকি ফ্রিল্যান্সিং এর সাইট । ফ্রিল্যান্সিং কি তাদের কাছে আমার প্রশ্ন তারা কি তা জানে ? hispeed-it এর কাছে প্রশ্ন এর আগে কি আপনি PTC নিয়ে কাজ করেছেন ? বাংগালি জনসাধারণকে বলদ পেয়ে ফ্রিল্যান্সিং এর সাইট এর নাম করে সবাই যেন সহজে তাদের পাতা ফাদে পা দেয় তার জন্য PTC সাইট হিসেবে Dolancer আত্নপ্রকাশ করেছে । আমার অনলাইন আর্নিং জীবন শুরু করি এই PTC দিয়ে । বিশ্বের জনপ্রিয় PTC সাইট neobux & onbux যখন Scam হয় তখন থেকেই কাজ বাদ দিয়েছি । PTC এর গ্যারান্টি কেউ দিতে পারে না (অনেকটা হাইপ এর মত) । এমএলএম কে আমি খারাপ বলি না । তবে আমাদের দেশে এর মর্যাদা আমরা দিতে পারি নাই যার ফলে এই ধরনের ফাউল কোম্পানি এসে ভরে যাচ্ছে । তাই কেউ হুজুগে বাংগালি না হয়ে ভেবে চিন্তে ডিসিশন নিন । টাকা উপার্জন এত সহজ হলে আর মানুষ ফ্রিল্যান্সিং ছেড়ে এই PTC ধরত । আমাদের দেশের কিছু সুযোগ সন্ধানীরা এই সব বাটপারি করে টাকার পাহাড় গড়ছে আর নিংস্ব হচ্ছে আম জনতা

Level 0

01829097207
আমারও একাউন্ট আছে …………..

কিছু লেখার ইচ্ছা ছিল না তবে hispeed-it এর লেখা পড়ে আর চুপ থাকতে পারলাম না । আমরা বাংগালি তো তাই সবাই লোভের বশে যা পাই তাই করি । অনেকে বলে ডোলেন্সার নাকি ফ্রিল্যান্সিং এর সাইট । ফ্রিল্যান্সিং কি তাদের কাছে আমার প্রশ্ন তারা কি তা জানে ? hispeed-it এর কাছে প্রশ্ন এর আগে কি আপনি PTC নিয়ে কাজ করেছেন ? বাংগালি জনসাধারণকে বলদ পেয়ে ফ্রিল্যান্সিং এর সাইট এর নাম করে সবাই যেন সহজে তাদের পাতা ফাদে পা দেয় তার জন্য PTC সাইট হিসেবে Dolancer আত্নপ্রকাশ করেছে । আমার অনলাইন আর্নিং জীবন শুরু করি এই PTC দিয়ে । বিশ্বের জনপ্রিয় PTC সাইট neobux & onbux যখন Scam হয় তখন থেকেই কাজ বাদ দিয়েছি । PTC এর গ্যারান্টি কেউ দিতে পারে না (অনেকটা হাইপ এর মত) । এমএলএম কে আমি খারাপ বলি না । তবে আমাদের দেশে এর মর্যাদা আমরা দিতে পারি নাই যার ফলে এই ধরনের ফাউল কোম্পানি এসে ভরে যাচ্ছে । তাই কেউ হুজুগে বাংগালি না হয়ে ভেবে চিন্তে ডিসিশন নিন । টাকা উপার্জন এত সহজ হলে আর মানুষ ফ্রিল্যান্সিং ছেড়ে এই PTC ধরত । আমাদের দেশের কিছু সুযোগ সন্ধানীরা এই সব বাটপারি করে টাকার পাহাড় গড়ছে আর নিংস্ব হচ্ছে আম জনতা ।

Level 0

PTC site এর মধ্যে আমার মনে হয় http://www.clixsense.com/?3896924 বেস্ট. অনেকদিন ধরে ব্যবসা করলেও বাংলাদেশ থেকে এটা করা যেত না। recently এটা বাংলাদেশীদের জন্য ‍চলু হয়েছে।

Level 0

PTC site এর মধ্যে http://www.clixsense.com/?3896924 বেষ্ট. বাংলাদেশ থেকে এটা inactive ছিলো। কিছুদিন হলো এটা ‍active হয়েছে।

Level 0

dolancer যেকোন সময় close হয়ে যাবে। loss খাবার possibility অনেক বেশী। পিটিসি তে কাজ করার জন্য http://www.clixsense.com/?3896924 বেস্ট। ২০০৭ এর যাত্রা শুরু। বাংলাদেশে চালু হয়েছে ২৩ নভেম্বর, ২০১১. এর সেবার মান ভাল, সহজে টাকা পাওয়া যায়, আছে শক্তিশালী ফোরাম। এ পর্যন্ত এদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই।

Vai re ami to khub shundor taka income koira jaitesi….. Jst clicking ar maddhome….. Tutiony kore ja income kortam akhon dolancer ar maddhome ghore boshei ta income kortesi….. Ete ami amar internet bill+hat khoros chalaitesi….. Amar to taka tulte kokhonoi problem hoynai….. R ha amar nijer ID o akbar venish hoia gesilo…. jst 1diner jonno….Porer din e ID ferot paisi….Amar to dolancer a ashar age tutiony kore nijer khoros chalano lagto….Student ar bashay jaite rickshaw vara dite ditei amar hate r kisu thakto na….. Now to ami ager che valo asi….Problem ta ki vai???

Level 0

আমি আর কি বলব, সব ত মেধাবী ডট কম:D ই বলে দিছেন; আপনি কি আমাকে সহযে কিছু কাজ করার উপাই বলবেন।
বিশেস করে photoshope,data entry নিরভর।

Level 0

ভাই dolancer করে ধরার মদ্ধে আছি । যারা এর প্রশংসা করে তারা নিজেদের স্বার্থে করে

Level 0

ধুর

Level 0

যত দিন পাবলিকের টাকা পাবে তত দিন ই এরা থাকবে

Level 0

sob dhoroner ptc site theke biroto thakun.jodi truely kono trusted site theke earn korte chan.tahole justbeenpaid,wealth4allteam,bannersbroker….agulo korun.details jante ai num a jogajog korun-01675121764

Level 0

ভাইজান, এই সব বাদ দিয়ে আসুন, freelancing training করি, http://elanguageclub.com

@High Speed: এক দেশে ছিল শেয়াল। মুরগি চুরি করতে গিয়ে ফাঁদে পড়ে শেয়ালের লেজ কাটা পড়লো। বাড়ি ফিরে শেয়াল সবাইকে বলতে লাগলো- ‘দেখো, লেজ একটা অবাঞ্ছিত জিনিষ, লেজ ছাড়াই আমাদের সুন্দর লাগে। তোমরা সবাই লেজ কেটে ফেলো’!
মাথায় কিছু থাকলে বাকিটা বুঝে নিয়েন। 😀

@মেধাবী ডট কম:
ভাইয়া আমার জানা মতে এরকম আরেকটি গল্প আছে 🙂 ওইটা বাদ দিলাম কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে “ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়”
আমার মনে হচ্ছে আপনার লেজ অনেক আগেই কাটা পরেছিল 🙂 কয়টা ধরা খাইছেন ভাইয়া ?? :O

@সাইলেন্ট হ্যাকার: কুমু, আমার লেজ কাটা পড়লে সবাইকে লেজ কাটার জন্যে বলতাম। গর্দভ 😀

@মেধাবী ডট কম: ভাই অনন্যার ভাল কেও ডেকতে পারে না যেমন হইছেন আপনি। আর আপনি যেকয়টা ঊপায়ে ইন্টারনেট এ আয় করা যায় এই সবগুলো শিখতে হয়। এই শেখার টাকা কি আপনি দেবেন। আমার তো মনে হই আপনের লেজই তাহলে আপনি অন্যকে আর কি বলবেন ভাই বলেন। আর আরএকটা কথা আছে “পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়”। আসা করি আপনার বুজতে আর বাকি নাই কিছু।

@মেধাবী ডট কম:
হায়রে গর্দভের বাচ্ছা 🙂 কথা না বুইঝা বান্দরের মত ফাল মারো কেন ! তোমার লেজ কি Dolancer কাটবে নাকি ? অনেক আগেইত Sitetalk আর Speak Asia কে দিয়ে কাটিয়ে ফেলছ।
তুমিনা ভাইয়া Free Lancing কর, আমাকে একটু বলত তুমি কি কি কাজ পারো…

@সাইলেন্ট হ্যাকার: ke valo ar ke khara ta kisu din pore dheka jabe .

vai aponar mobile number gulo den and
Present o Permanent address ta den to
to vai. ami account khulbo in dolancer.com

@সাইলেন্ট হ্যাকার: @www.dolancer.com vai sob
আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন দয়াকরে প্রমানসহ উত্তর দিবেন।
উত্তর দিলে আমিসহ অনেকেই খুব উপকৃত হবো।
১। এই কোম্পানী কয়দিন টিকবে বলে আপনি মনে করেন।এর সিউরিটি কি?
২। বাংলাদেশ সরকারের অনুমোদন আছে কিনা ? প্রমানপত্রসহ উত্তর চাই?
৩। লিজের টাকা ওরা কোথায় পায়..এতো টাকা দেয় কিভাবে?
৪। ক্লিক করলে কোম্পানীর লাভ কি? এবং টাকাটা আসে কিভাবে দয়াকরে বিস্তারিত বলবেন।
৫। কোম্পানী চলে গেলে আমাদের ইভেস্টকৃত টাকা ফেরৎ পাবার কোন উপায় থাকবে কি?
৬। আমরা যে http://www.dolancer.com ঢুকি এটাই কি আমেরিকার ডুল্যান্সার নাকি এটা সাবডোমেইন।
৭। ডুল্যান্সার কোন কোন দেশে কাজ করছে।
৮। ভিসা কার্ড কি সবাই পাবে?
৯) about us o contact us a Bangladesh er office address and phone number dite bolben Rokon U. Ahmed ke..?
http://www.dolancer.com jobi asol freelancing site hoia thake TV/Radio/Newspaper /Dish Antena te Advertise
dite bolen…

Level 0

@khairulislam2011:
Dolancer Outsourcing Inc. is an American C corporation company, regulated and certified by California Secretary of State, USA. FEIN: 26-4731991 (California) SIC Code: 573701 (Computer Software) NAICS Code: 443120

http://123.49.32.35/rjsc_web/nc_search.aspx
keyword : Dolancer Outsourcing Limited

https://delecorp.delaware.gov/tin/controller
keyword : Dolancer Outsourcing Inc ফাইল number : ৫০৩০১০৮

http://i44.tinypic.com/2ynnu5h.jpg tread লাইসেন্সে

Level 0

আপনি কিছু শিকলে, তা শিকবেন আপনার জন্য। আপনি আপনার সময় এবং টাকা invest করে যে ফল পাবেন, তা সারাজীবনের আর dolancer.com এ ৭০০০ টাকা বিনিয়োগ করে পাবেন ১০০ টা click এর বিনিময়ে কিছু টাকা- যেটার কোনো নিচ্ছিওতা নেই।

@আকাশ: ভাই, এইটা তো আমার লেখার নকল 🙁