ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-০৮]

ফরেক্সে লসের কারন

আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে।

  • অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।
  • সিগন্যালের ওপর নির্ভরশীলতাঃ অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন।
  • উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন। বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে।
  • বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।
  • ট্রেডিং স্ট্রাটেজি না থাকাঃ আপনার অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত। তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. তাই সবার প্রথমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন। অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন।
  • নিজের ওপর আত্মবিশ্বাস থাকাঃ অনেক ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া। কিন্তু মানুষই মানুষের শত্রু। নিজেকে বিশ্বাস করবেন না। মার্কেট কি বলে তা দেখুন।

কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ

  • লোভ করবেন না
  • ইমোশনাল হবেন না
  • নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
  • মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
  • ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
  • অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না

একজন ফরেক্স ট্রেডারের আত্মকাহিনী

অয়ন একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি নেটে টুকটাক কাজ করে। সে অনেক দিন থেকেই ফরেক্সের কথা শুনেছে, কিন্তু কোন বিস্তারিত আইডিয়া নেই। অনেক জায়গায় বিজ্ঞাপন দেখেছে $১০০ ডিপোজিট করলে মাসে $১০০০ আয়ের নিশ্চয়তা। তাই সে সিদ্ধান্ত নিল সে ফরেক্স করবে।

ফরেক্স কিভাবে করা যায়? এক ব্লগে দেখল জাফর নামে একজন একটি ব্লগ পোস্ট করেছে "ফরেক্স শিখুন, আনলিমিটেড আয় করুন", তা দেখে তো অয়ন খুশী হল। ভাবল এবার তার কাছে নিশ্চয়ই ফরেক্স শেখা যাবে। পোস্ট থেকে জাফরের ফোন নাম্বার নিয়ে ফোন করল। জাফর বলল, ফরেক্স অনেক কঠিন। কিন্তু আমরা অনেক এক্সপেরিয়েন্সড ট্রেডার। আমরা আপনাকে সিগন্যাল দিয়ে সাহায্য করব। আপনাকে আমাদের রেফারেল দিয়ে $১০০০ ডিপোজিট করতে হবে। আয়ন তারপর ডেমো অ্যাকাউন্ট ওপেন করল। ২-৩ দিন ট্রেড করে দেখল ভালই লাভ হচ্ছে। তারপর সে ভাবল এখন রিয়েল ট্রেড শুরু করে দেয়া দরকার। বড়লোক হবার আর বেশী দেরি নেই।

অনেক কষ্টে বাসা থেকে $১০০০ কেনার মত টাকা জোগাড় হল। ফরেক্সে $১০০০ ডিপোজিট করল জাফর ভাইয়ের আন্ডারে। ডিপোজিট করার পর জাফর ভাইকে ফোন করলে তিনি আর ধরছেন না। ডিপোজিট করা শেষ, এখন ফোন ধরার কি প্রয়োজন, অয়ন ট্রেড করলে তিনি তো কমিশন পাবেনই। আয়ন এরপর ভাবল নিজেই ট্রেড করবে। বেবিপিপস পড়ে এবং ইন্টারনেট থেকে সে শিখল সব সময় কোন রিস্ক নিয়ে ট্রেড করতে হবে, লোভ করা যাবে না, অ্যানালাইসিস করতে হবে। ভাবল এই জিনিস গুলো তো সে জানত না!!

শুরু হয়ে গেল আয়নের ট্রেডিং। প্রথম দিন ০.০১ স্ট্যান্ডার্ড লটে ১০ সেন্ট পিপস পিপস ভ্যালু দিয়ে একটি ট্রেড ওপেন করল। প্রথম ট্রেডেই ১০০ পিপস প্রফিট। $১০০০ থেকে $১০১০ হয়ে গেল। ২য় ট্রেডে আবার $১২ ডলার প্রফিট। ইন্ডিকেটর দেখে ট্রেড করছে, স্টপ লস, টেক প্রফিট ব্যবহার করছে। এভাবে ১০টা ট্রেড করল। ৩টা লস, ৭ টাতে প্রফিট। ৩ দিনে ব্যালেন্স এখন $১০৯৫।

নতুন চিন্তা আসলো আয়নের মাথায়। লাভ তো হচ্ছে। ০.০১-০.০২ লটে সে ট্রেড করছে এখন। লট সাইজ তা যদি একটু বাড়ানো যেত, লাভটা আরও বেশী আসতো। সবাই প্রতিদিন কয়েকশো ডলার লাভ করে আর সে কিনা মাত্র $৯৫ ডলার লাভ করেছে ৩ দিনে? এবার থেকে সে ০.০৫ লটে ট্রেড শুরু করে দিল। প্রথম ট্রেডেই $২৫ লস। ২য় ট্রেডে অবশ্য $৫০ লাভ হল। তারপরের ট্রেডে $৩০ ডলার। লাভ বেড়েই চলেছে। আয়ন এবার লট সাইজ ডাবল করে দিল। পার পিপস $১ করে। ১ দিনেই $২৩০ লাভ করে ফেলল। তারপরের ১ সপ্তাহে লাভ লস মিলিয়ে ব্যালেন্স $২৫০০ হয়ে গেছে। এখন আয়ন আরও বেশী রিস্ক নিয়ে ট্রেড করে। মাঝে মাঝে $৫ পিপস ভ্যালু দিয়েও স্ক্যাল্পিং করে। ৩ সপ্তাহের মাথায় আয়নের ব্যালেন্স $৩২০০ হল। আয়ন নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। ফরেক্স অনেক সহজ, কে বলেছে এত অ্যানালাইসিস লাগে? বেড়ে গেলে সেল দিলেই হয়, আবার কমে গেলে বাই। সহজ!!!

NFP নিউজ। আয়ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে না। স্টপ লসও ব্যবহার করে না। এইসব নিউজ গুলো কোন কাজে আসে না। বরং মার্কেটে যে ভোলাটিলিটি সৃষ্টি হয়, তাতে ভাল স্ক্যাল্পিং করা যায়। আয়ন ০.৫ লট ($৫ পিপস ভ্যালু) দিয়ে একটি ট্রেড ওপেন করলো EURUSD বাই। হঠাৎ স্পাইকের কারনে মার্কেট ৯০ পিপস পরে গেল। আয়নের যেহুতু এসব ব্যাপারে অভিজ্ঞতা নেই, সে ভাবল নিশ্চয়ই মার্কেটে কিছু একটা হয়েছে। ভাবল প্রাইস তো একটু পরে বাড়বেই। সে ০.৫ লটে আরও একটি বাই ট্রেড ওপেন করল। মার্কেট এবার আরও পড়ছে। $৩২০০ থেকে আয়নের ইকুইটি এখন $১৫০০ ডলার। কি করবে বুঝতে পারছে না। যেহুতু প্রাইস কমছে, সে ভাবছে এতো তো কমার কথা না, একটু পরে প্রাইস আবার বাড়বে, তাই এখন যদি আরও ২টি ট্রেড ওপেন করা যায়, প্রাইস বাড়লে কম হলেও ব্যালেন্স $৫০০০ হয়ে যাবে। এবার ০.৫ লটে সে ২টি ট্রেড ওপেন করে দিব। প্রাইস একটু বাড়ল। দেখল ব্যালেন্স খুব দ্রুত রিকভার হচ্ছে। ইকুইটি এখন $২০০০ ডলার। সে কিছুটা আশান্বিত হল। হঠাৎ প্রাইস আরও ১০০ পিপস কমে গেল। আয়নের ৪টি ট্রেডই মারজিন কলের কারনে বন্ধ হয়ে গেল।

আয়নের ব্যালেন্স এখন $০.১০ মাত্র। নিজের কাজের কারনে সে অনুতপ্ত। কেন যে এট রিস্ক নিতে গেল? $৩২০০ থেকে যদি $১০০ আগে উইথড্র করে রাখতো। ইসস!!!

আবার ডিপোজিট করবে সে, একটু সাবধান হলে আর এটা হত না। পরবর্তীতে আরও সতর্ক থাকতে হবে তাকে। এবার $৫০০ কোনরকমে জোগাড় করল সে। ভাবল এবার একা ট্রেড করবে না, অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে। পত্রিকায় বিজ্ঞাপন দেখল এখানে ফরেক্স শেখানো হয়। আয়ন সেখানে গিয়ে জায়েদ নামে এক ফরেক্স ট্রেডারের সাথে পরিচয় হল। তিনি নাকি অনেক অভিজ্ঞ ফরেক্স ট্রেডার, ৭ বছর থেকে ফরেক্স করেন, মাসে লাখ লাখ ডলার ফরেক্স থেকে লাভ করেন। তিনি বললেন, আমরা ফরেক্স সিগন্যাল দেই। মাসে ২৫০০ টাকা। ১০০% প্রফিট গ্যারান্টি। আয়ন ভাবল জায়েদ ভাইয়ের সাথে আগে কেন দেখা হলোনা? জায়েদ ভাই তাকে কিছু টেকনিক শিখিয়ে দিল। বলে দিল কখন স্টপ লস ব্যবহার না করতে। শুধু তারা যেভাবে বলে সেভাবে ট্রেড করতে হবে। আয়ন রাজি হল। আয়ন তার বন্ধু রাজকে বলল, দোস্ত আজ একজন জটিল ফরেক্স ট্রেডারের সাথে পরিচয় হল। জোশ ট্রেড করে। আমি এখন থেকে তার কাছ থেকে সিগন্যাল নিব। তার কাছে ভর্তি হয়েছি। রাজ বলল, যে মাসে লাখ লাখ ডলার আয় করে, সে কেন ২৫০০ টাকায় সিগন্যাল দেয়? তার কাছে তো ২৫০০ টাকা কোন টাকাই হবার কথা না। আয়ন এসব কথায় কান দিল না। রাত ৮ টায় জায়েদ ভাই ফোন দিয়ে বলল, ১.৪৬০০ তে একটা বাই দাও। EURUSD এবার ১.৫০০০ যাবে শিওর। আয়ন কথামত বাই দিল। সে মোটামুটি টেনশন ফ্রি। প্রোফেসনাল ট্রেডারের সিগন্যাল ফলো করছে, তার প্রফিট আর ঠেকায় কে? সকালে ঘুম থেকে উঠে দেখে EURUSD ১.৪৪৫২ তে। জায়েদ ভাইকে ফোন দিল, ভাই কি করব? জায়েদ ভাই বলল, এটা মার্কেটের সাধারন মুভমেন্ট, প্রাইস ১.৫০ তে যাবেই। তুমি বরং ওই প্রাইসে আরও ১টা বাই ট্রেড ওপেন করে রাখো আর আমার সিগন্যালের ওপর আস্থা রাখো। আর যদি ১.৪৩০০ তে যায়, তবে আরেকটা বাই করো। ২ দিন পর, প্রাইস ১.৪০৯৮ এ। জায়েদ ভাইয়ের সিগন্যালে আয়নের ব্যালেন্স আবার জিরো। আয়ন এখন আর ফরেক্স ট্রেড করে না।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তানভীর ভাই কথা কিন্তু সত্যি, ফরেক্সে শুধুমাত্র ৫% ট্রেডার নিয়মিত প্রফিট করতে পারে বা টিকে থাকে। বাকি ৯৫% ই একসময় হারিয়ে যায় :(। না পেরে শেষে বলে ফরেক্স জুয়া খেলা 🙂

    @M H BULBUL: সহমত। সবাই চায় ১ দিনেই অ্যাকাউন্ট ১০০% করে ফেলবে। কিন্তু তা করতে যেয়েই সবাই জিরো হয়।

    Forex trading is get rich slow, not get rich quick.

      Level 0

      @তানভীর জেড আহমেদ: ফরেক্স আসলেই স্লো ইনকাম, অন্তত আমার কাছে এখন তাই মনে হয়। 🙁 অথচ শুরুতে কি ঝড়টা না তুলেছিলম 🙂

      @তানভীর জেড আহমেদ:

      বুলবুল ভাই, ভাই ঠিক বলেছেন।
      স্পাইক মানে কি , বলতে পারেন ?
      ধন্যবাদ।

      @আশেকুর রহমান: স্পাইক হল হঠাৎ প্রাইসস বেড়ে/কমে যাওয়া এবং একটু পর আবার পূর্বের অবস্থানে ফিরে আসা। যার ফলে অনেক সময় আপনার কোন ট্রেডে SL দেয়া থাকলে তা ক্লোজ হয়ে যেতে পারে। সাধারনত নিউজ পাবলিশের পরে অনেক সময় স্পাইক ঘটে।

ভালো বলেছেন

Level 0

Sell/buy Korar somoy je menu ase thathe “Volume,meximum deviation” ai ta jinish bujinai. aktu ki help korben.

    @riaz522: volume/Lot দিয়ে আপনি নির্ধারণ করে দিতে পারবেন প্রতি পিপস পরিবর্তনে আপনি কত লাভ বা লস করতে চান। ব্রোকারভেদে এবং অ্যাকাউন্ট টাইপের ওপর নির্ভর করে লট এর ভ্যালুও পরিবর্তন হয়। লট ভ্যালু সম্পর্কে জানার জন্য https://www.techtunes.io/freelancing/tune-id/96824/ দেখুন।

    যেসব ব্রোকারে রিকোটস হয়, আপনি meximum deviation ব্যবহার করে রিকোটস avoid করতে পারেন।

Level 0

vi forex er taka withdraw korbo ki vabe?

Akto procedure ta bolole den

Level 0

মি: জেড তানভির আপনার forex নিয়ে লেখাটি সত্যি অসধারণ যা ভাষায় প্রকাশ করা যাবেনা, যায় হোক আপনার জন্য সূভো কামনা রইলো । ভাই আমার কিছু প্রশ্ন ছিল:

১: Price Action Strategy কি? Nial Fuller নামে একজন Australian বেক্তি Price Action শিখান এটাকি খুব কার্যকরী?

২: Moving Average কিভাবে ব্যবহার করব?

৩: Technical Analysis করে কত পার্সেন্ট সফলতা পাওয়া যাবে? টেকনিকেল অনাল্যসিস নাকি ৮০% সফলতা নিশ্চিত করে?
৪: জবের পাশাপাশি forex এ সময় দিয়ে সফলতা পাওয়া যাবে?
ধন্যবাদ

    @Readul87:

    1. Price Action Strategy হল প্রাইসের মুভমেন্ট বেস করে ট্রেড করা। দেখা যায় অধিকাংশ ট্রেডার ইন্ডিকেটর ইউজ করেন। ইন্ডিকেটর গুলো হল কিছু ক্যালকুলেশন মাত্র আপনি নিজেও করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সময়সাপেক্ষ। ইন্ডিকেটর আপনাকে বাই-সেল সিগন্যাল দিয়ে, মার্কেট overbought-oversold ইত্যাদি নির্দেশ করে আপনার ট্রেডনেক সহজ করে দিবে। কিন্তু প্রাইস অ্যাকশান স্ট্রাটেজি হল কোন ইনডিকেটর ইউজ না করে শুধু মার্কেটের মুভমেন্ট এবং প্রাইস ক্যানডেল দেখে ট্রেড করা। আপনি এটা দেখতে পারেনঃ
    http://bdpips.com/topic/2948-new-perspective-for-new-traders/
    কিন্তু আপনি যদি বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের টার্ম গুলো ভালভাবে না বুঝেন, তবে ট্রেড করতে সমস্যা হবে। তাই সব ভাল ইন্ডিকেটর সম্পর্কে ধারনা রাখা ভাল, কিন্তু আপনি কি বেস করে ট্রেড করবেন তা আপনার ট্রেডিং স্ট্রাটেজির ওপর নির্ভর করে। Nial Fuller নামে আমি কার নাম শুনিনি। হয়ত ভাল থাকতে পারে। নেটে সার্চ করলেই পেয়ে যাবেন।

    2. মুভিং এভারেজের বেসিক ইউজ স্ট্রাটেজি হল মুভিং এভারেজের যে লাইনটি থাকে, তার নিচে যদি কোন ক্যানডেল ক্লোজ হয়, তবে তা সেল সিগন্যাল/ডাউনট্রেন্ড নির্দেশ করে। আর যদি ওপরে ক্যানডেল ক্লোজ হয়, তবে তা বাই সিগন্যাল/আপট্রেন্ড নির্দেশ করে। মুভিং স্ট্রাটেজি নিয়ে অনেক পড়াশোনা করতে হবে।

    অনেক রকম মুভিং এভারেজ আছে। EMA, SMA etc. বিডিপিপসে মুভিং এভারেজ সম্পর্কে কিছু আইডিয়া পাবেন। নেট সার্চ করলে অনেক কিছুই জানতে পারবেন। ফরেক্সের সব কিছুই নেটে পাবেন। কোন কোর্স করার প্রয়োজনই হয়না। শেখার ইচ্ছা থাকলে সব পেরে যাবেন।

    3. TA অধিকাংশ সময় কাজ করে। কিন্তু ফান্ডামেনটাল নিউজ যেকোন সময় মার্কেট ঘুরিয়ে দিতে পারে। তাই নিউজ গুলোর দিকেও নজর রাখবেন। TA and FA দুইটাই জরুরী।

    4. অনেকেই পাচ্ছে। জবের পাশাপাশি কেন, স্টাডির পাশাপাশিো অনেকেই সাফল্য পাচ্ছে। কিন্তু আসল জিনিস হল লভ। ফরেক্সে এত তাড়াতাড়ি প্রফিট আসে, দেখে অনেকেই ইমোশনাল হয়ে পড়ে এবং বেশি রিস্কে ট্রেড দেয়। ফলাফল, আজ হোক, কাল হোক অ্যাকাউন্ট জিরো।

      Level 0

      প্রথমত, আমার খুবই ভালো লাগলো আপনি আমার প্রশ্নের উত্তর গুলি খুব তারতারি দিলেন । আমি ইতিমধ্যে babypips.com full পরে ফেলেছি এবং আপনের bdpips ও এবং সেই সাথে দুটো লিডিং ইন্দিকেতর ববহার করছি এবং JAPNESE CANDLE PATTERN উপর পড়াশুনা করছি । এর পরেও আপনার কি মনে হয় আরো কি বিষয়ের উপর পড়া উচিত যা আমার trade a সহায়ক হবে, আমাকে একটু হেল্প করুন প্লীজ ধন্নবাদ আবারও।

    @Readul87: দ্যাটস গুড!! ফরেক্সে যত বেশি স্টাডি করবেন, মার্কেট সম্পর্কে আইডিয়া তত ভাল ক্লিয়ার হবে। নিয়মিত ফরেক্স নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। দেখেবেন অনেক নিউজ আপনার চোখ এড়িয়ে গেছে, কিন্তু অন্যরা তা আপনাকে জানতে সাহায্য করবে। হয়তো আপনি মার্কেটকে একভাবে দেখবেন, কিন্তু অন্য কেউ ভিন্নভাবে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে শেখাবে। যে যতই প্রোফেসনাল হোক, সে যে সব কিছু জানে, তা কেউ কখনই দাবি করতে পারবে না। প্রতিদিন মার্কেটের সাথে আপডেটেড না থাকলে পিছিয়ে পড়বেন।

ফরেক্স এ প্রফিট করতে চাইলে অবশ্যই নিজেকে নিউজ এর উপর আপডেট রাখতে হবে।

forex er news gulo kivabe pabo? ektu bolle khusi hotam bro…post gulo onek informative….