ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-০৫]

আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই টিউনে আলোচনা করা হবে।

মেটাট্রেডারে অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।

EURUSD তে ট্রেড ওপেন করার জন্য "Market Watch" উইন্ডো থেকে EURUSD তে ডাবল ক্লিক করুন।

নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই করতে চাইলে "BUY" এ ক্লিক করুন।

নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।

Stop loss বা Take profit সেট করতে চাইলে SL বা TP তে ডাবল ক্লিক করুন।

একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।

দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।

ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। SL/TP প্রাইসে গেলে ট্রেডটি একাকী ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।

দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।

ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।


এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১.

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়ছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এখন মনে হয়তেছে forex করতে পারুম। কিন্তু কত দেয়া শুরু করুম সেটা বুজতেছি না।

    @shohag ahmed: এতো তাড়াতাড়ি? এখন তো টেকনিক্যাল অ্যানালাইসিসই শিখলেন না। আগে শিখুন ভাল করে, প্রফিট করার অনেক সময় পাবেন। এখন ডিপোজিট করে ট্রেড করে যদি লস করেন, তবে মনে হবে ফরেক্স ভুয়া, কখনই লাভ করা যায় না। অ্যানালাইসিসের ব্যাপার গুলো বুঝলেই দেখবেন মার্কেট অনেকটা আপনার দখলে। কিন্তু সময় লাগবে। এটা দেখতে পারেনঃ

    http://bdpips.com/school/five-step-to-be-a-trader

ফরেক্স সম্পর্কে জানতামইনা কিছু , অনেক ধন্যবাদ আপনাকে এতগুলো টিউন করার জন্য , শেষ পর্যন্ত চালিয়ে যাবার অনুরোধ রইল

ভাই একদিনে আমি কতবার বাই বা সেল buy/ sell করতে পারব?

    @গোধুলী আকাশ: আপনি আনলিমিটেড বাই-সেল করতে পারবেন। ওপেন করে সাথে সাথেই ক্লোজ করে দিতে পারবেন। আবার চাইলে ৫ বছরও ট্রেড রানিং রাখতে পারবেন। তবে কিছু কিছু ব্রোকারের অন্তত ২ মিনিট রুলস থাকে।

Level 0

ভাল হচ্চে। চালিয়া যান।

Level 0

তানভী্র @ ভাই আমি আক সাথে কইটা ট্রেডিং করতে পারব।যেমন; EUR/USD,akta korlem, একসাথে EUR/GBP আরেক ট্রেড করতে পারব।

    @riaz522: আপনি আনলিমিটেড বাই-সেল করতে পারবেন। ওপেন করে সাথে সাথেই ক্লোজ করে দিতে পারবেন। আবার চাইলে ৫ বছরও ট্রেড রানিং রাখতে পারবেন। তবে কিছু কিছু ব্রোকারের অন্তত ২ মিনিট রুলস থাকে

(HOT!!!) ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-৬]

https://www.techtunes.io/freelancing/tune-id/97302/

আমার কয়েকটি প্রশ্ন আছে। আমি একাউন্ট সেটাপ করার সময় যে ৫০০০ সিলেক্ট করেছি সেটা কি ৫০০০ ডলার? বাই বা সেল করার সময় প্রফিট সেকশনে যে প্লাস বা মাইনাস ফিগার শো করে সেটা কি ইন্ডিকেট করে ডলার নাকি সেন্ট?

Level 0

ভাই আমি at a time কইটা ট্রেইড চালাইতে পারব।

    @arjabed: আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে ১০০০টা খুলে বসতে পারেন। কেউ কিছু বলবে না। কিন্তু লস জেন না করেন সেটা মাথায় রেখে ট্রেড খুলবেন।

ekta problem e porechi….eur/usd buy dile market close dekhay..problem ta kothay?

    @knightrider: শনি এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে।

      @তানভীর জেড আহমেদ: ট্রেডটি এখন $১ লাভে আছে। ভাই এটা কিভাবে বুঝলেন ? আমি আসলে বিষয় টা বুঝতে পারতেছি না । “Balance, Equity, Margin, Free Margin, Margin Level”- এগুলো কী নির্দেশ করে ? ধন্যবাদ ।

please verify operation parameters and try again later…lekha ase
how can i solve it in demo version?

ok bro<< thanks for your reply

Level 0

আমিও করতে চাই কত টাকা লাগবে? ব্রোকার হাউজের ঠিকানা দেন।