আমরা যারা ফ্রীল্যান্সার বা ওডেস্ক এ কাজ করছি বা করার চেষ্টা করছি তারা সবাই জানি প্রথম কাজ পাওয়া কত কঠিন। আমি আজ আপনাদের সাথে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। প্রায় বছর দেরেক আগের কথা। আমি তখন সবেমাত্র ফ্রীল্যান্সার একাউন্ট খুলেছি। কয়েকটা কাজে বিড করার পরেই আমার কাছে একজন এমপ্লয়ার মেসেজ পাঠালো। সেই মেসেজে লেখা যে তিনি আমাকে তার কাজের জন্য নির্বাচন করেছেন।আমি ত মহা আনন্দিত। (আমার তখন ফ্রীল্যান্সার.কম বিষেয়ে তেমন কোন ধারনাই নেই।) সেই মেসেজে কাজের নিয়মিত পেমেন্ট এর বাইরে অনেক বোনাস এর কথা জেনে আমি ত পুরাই পাগল। সে আমাকে ৭ দিন কাজ করার পর $২০০ দেবার অঙ্গিকার করল সাথে বিভিন্ন বোনাস ত আছেই। সাত দিন কাজ করে যখন এমপ্লয়ার কে খুজলাম তখন তার আর কোন খজ পেলাম না (ক্যাপচার কাজ ছিল)। পরে বুঝতে পারলাম যে আমি ধোকা খেয়েছি। কিন্তু ততখনে অনেক দেরী হয়ে গেছে। সেই এমপ্লয়ার আমার কাছ থেকে প্রায় ১২k ক্যাপচা সল্ভ করিয়ে নিয়েছে। এই ঘটনা আমাকে এত ব্যাথা দিয়েছিল যে আমি ফ্রীল্যান্সের.কম এ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম । এই ধরনের ঘটনা এখনো ঘটছে। কিছুদিন আগে আমার এক বন্ধু এইভাবে ধোকা খেয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ নতুন কাজ পেলে ভেবে চিন্তে এমপ্লয়ার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কাজ করুন। দেখে নিন এমপ্ল্যার পেমেন্ট ভেরিফাইড কিনা। কাজের সাথে পমেন্ট এর সামঞ্জস্য আছে কিনা চিন্তা করে দেখুন। মনে রাখবেন অনলাইনে এমপ্লয়ারদের কাজ দেবার কারন কম খরচে কাজ করানো। তাই কেউ সাধারন কাজের জন্য বিশাল পেমেন্ট দেবে না। আর আপনি যদি নিশ্চিত হতে না পারেন তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিন কাজ করার আগে। সবশেষে আপনাদের সবার সাফল্য কামনা করছি।
এটা আমার প্রথম টিউন , তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন।টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি Mushfique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you