ওডেস্ক বা ফ্রীল্যান্সারে নতুনদের জন্য সতর্কবার্তা

আমরা যারা ফ্রীল্যান্সার বা ওডেস্ক এ কাজ করছি বা করার চেষ্টা করছি তারা সবাই জানি প্রথম কাজ পাওয়া কত কঠিন। আমি আজ আপনাদের সাথে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। প্রায় বছর দেরেক আগের কথা। আমি তখন সবেমাত্র ফ্রীল্যান্সার একাউন্ট খুলেছি। কয়েকটা কাজে বিড করার পরেই আমার কাছে একজন এমপ্লয়ার মেসেজ পাঠালো। সেই মেসেজে লেখা যে তিনি আমাকে তার কাজের জন্য নির্বাচন করেছেন।আমি ত মহা আনন্দিত। (আমার তখন ফ্রীল্যান্সার.কম বিষেয়ে তেমন কোন ধারনাই নেই।) সেই মেসেজে কাজের নিয়মিত পেমেন্ট এর বাইরে অনেক বোনাস এর কথা জেনে আমি ত পুরাই পাগল। সে আমাকে  ৭ দিন কাজ করার পর  $২০০ দেবার অঙ্গিকার করল সাথে বিভিন্ন বোনাস ত আছেই। সাত দিন কাজ করে যখন এমপ্লয়ার কে খুজলাম তখন তার আর কোন খজ পেলাম না (ক্যাপচার কাজ ছিল)। পরে বুঝতে পারলাম যে আমি ধোকা খেয়েছি। কিন্তু ততখনে অনেক দেরী হয়ে গেছে। সেই এমপ্লয়ার আমার কাছ থেকে প্রায় ১২k ক্যাপচা সল্ভ করিয়ে নিয়েছে। এই ঘটনা আমাকে এত ব্যাথা দিয়েছিল যে আমি ফ্রীল্যান্সের.কম এ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ।  এই ধরনের ঘটনা এখনো ঘটছে।  কিছুদিন আগে আমার এক বন্ধু এইভাবে ধোকা খেয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ নতুন কাজ পেলে ভেবে চিন্তে এমপ্লয়ার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কাজ করুন। দেখে নিন এমপ্ল্যার পেমেন্ট ভেরিফাইড কিনা। কাজের সাথে পমেন্ট এর সামঞ্জস্য আছে কিনা চিন্তা করে দেখুন। মনে রাখবেন অনলাইনে এমপ্লয়ারদের কাজ দেবার কারন কম খরচে কাজ করানো। তাই কেউ সাধারন কাজের জন্য বিশাল পেমেন্ট দেবে না। আর আপনি যদি নিশ্চিত হতে না পারেন তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিন কাজ করার আগে। সবশেষে আপনাদের সবার সাফল্য কামনা করছি।

এটা আমার প্রথম টিউন , তাই ভুল ত্রুটি  ক্ষমা করবেন।টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Mushfique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank you

Level 0

প্রথমে এই রকম আমাকেও মেসেজ পাঠিয়েছিল। এটাও ক্যাপচার কাজ ছিল।আমি এমপ্লইয়ার এর প্রোফাইল দেখলাম উনি এই পর্যন্ত কাউকে পেমেন্ট করেনি। তাছাড়া পরে জানলাম আমি কাজ জিতলে Freelancer আমাকে মেসেজ দিবে… ধন্যবাদ শেয়ার করার জন্য।

odesk এ কাজ করার আগে কাজ ভালো করে শিক্ষা উচিত এর জন্য আমারা এই সাইট টাতে ঢুকে দেখতে পারি http://www.bdlance.com

    Level 0

    @RASHADUL ISLAM RAKIB: আপনার সাইট trozan virus এর কারখানা ।আগে নিজের সাইট clean করেন ।তারপর সাইট এ আসার invite করেন ।

    @RASHADUL ISLAM RAKIB: মারা এই সাইটে ত্রোজান হ্ররস আছে। কি মিয়া সবাইরে বোকা বানান… পুরাই খাচ্ছত খারাপ… 😛

Level 0

ভালো লাগলো -তবে বিস্তারিত হলে নতুনদের ভালো্ হত? শুভ কামনা রইল।

Level 0

@AS TUTUL …ভাই সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না। চেষ্টা করব পরে সময় পেলে লিখার। ধন্যবাদ।

akmot

Level 0

oDesk e kaj korte akhon SEO sekhai valo. Somoy kom lagbe but kaj onek.http://onlyfreelancer.blogspot.com

Level 0

এই জন্যই আওয়ারলি জব করতে হয়। 🙂 ফিক্সড জবে পেমেন্ট গ্যারান্টেড না হলেও নতুনরা করতে পারে পেমেন্ট পাক বা না পাক অভিজ্ঞতা তো হবে 😛

Odesk এ এখন Captcha -র কাজ নিষিদ্ধ।

ভাইয়া , আপনি ভুল করেছেন । Freelancer.com এ কাজ accept করার আগে বায়ার কে বলুন milestone payment দিতে । Milestone Payment হল যে টাকা টা freelancer.com এর কাছে জমা থাকবে । আপনিও টাকাটা নিতে পারবেন না যতক্ষণ না ক্লায়েন্ট release করবে । আর ক্লায়েন্ট ও ফেরত নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি cancel করবেন । প্রোজেক্ট নিয়ে কোন সমস্যা হলে dispute এর মাধ্যমে freelancer.com এর stuff সমাধান করবে । অনেক নতুন বায়ার এ এটা প্রথম প্রথম বোঝে না, তবে আপনি যদি তাকে বুঝিয়ে বলতে পারেন , যে আপনি তার milestone payment নিয়ে পালিয়ে যেতে পারবেন না , তখন সে অবশ্যই milestone payment করবে । নতুন ফ্রীলান্সার দের জন্য আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করছি। ইচ্ছা করলে ভিসিত করুন http://bit.ly/ursWp1

Level 0

@ঘুম চোর:::::: তখন আমি ফ্রীল্যান্সার.কম এ নতুন কিছুই বুঝতাম না। ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছিল না শুধু মেসেজ এ বলেছিল যে আমাকে কাজের জন্য নির্বাচিত করেছে। 🙁 আপনার সাইটটি দেখলাম, আশা করি নতুনদের কাজে আসবে।

@আরমান :::::: ভাই ফ্রীল্যান্সার.কম এউ এখন ক্যাপচা প্রজেক্ট নিষিদ্ধ।

আপনার মূল্যবান টিউনের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

আপনার পোস্ট এর ব্যাপারে আমি সহমত।
আমি অনেক পুরোনো Net User. আমার কম্পিউটার সেক্টরে Joomla,PHP,HTML,Dreamweaver,Photoshop,MS-Excel ইত্যাদি ক্ষেত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে। বর্তমানে আমি ফ্রি-ল্যান্সিং করতে চাচ্ছি। আমার ঠিক কিভাবে আগানো উচিৎ তা জানাবেন কি? I need some guidance from anyone.

Level 0

details thakle valo hoito

Level 0

ফ্রিল্যান্স টিম মেম্বার আবশ্যক

এস ই ও, আর্টিকেল রাইটার এবং গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট কিন্তু অনলাইনে ইনকাম এ সফল হননি , খুঁজছি এমন প্রতিভাধরদের । আপনার কাজ আর আমাদের প্রয়াসে অর্জিত আয়ের অংশিদারিত্ত হবে সমতার ভিত্তিতে , বেতন বা ঘণ্টা হিশাবে নয়। টিম মেম্বারদের প্রতি শ্রদ্ধাশীল , বিশ্বাসী, সহনশীল মানসিকতা সম্পন্নরাই যোগাযোগ করুন। বিষয় উল্লেখ করে C V পাঠিয়ে দিন [email protected] । নির্বাচিতদের ফিরতি মেইলে বিস্তারিত জানানো হবে।