অনলাইনে আয়ের সহজতম পথ সাইট টক!! পর্ব -৩

আসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আপনাদের ব্যপক সাড়া আমাকে ৩য় পর্বে হাত দেওয়ার সাহস জোগাল। তাহলে চলুন শুরু করি।

প্রায় নতুন একটি স্যোসাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ইতোমধ্যে সাইট টক ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। গত কয়েক দিন আগে সাইট টকের নতুন ভার্সন চালু হয়েছে। sitetalk.com এর হোম পেজটা অনেক সুন্দর করা হয়েছে। যাই হোক আজ আমি আপনাদের জানাবো কিভাবে জয়েন করে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনি আয় কারতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যত বেশী Referrer থাকবে তত বেশী আয় করা সম্ভব ।

একজন অ্যাক্টিভ মেম্বার হিসাবে আপনাকে কি করতে হবেঃ

  • বন্ধুদের সাথে চ্যাট করতে হবে।
  • সাইট টকে বিচরণ করবে পারেন এবং অন্য বন্ধুদের Status বা Comments পড়তে পারেন।
  • আপনার স্ট্যাটাস আপডেট করতে পারেন।
  • কোন বন্ধুকে অ্যাড করতে পারেন।
  • কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন।
  • একটি গ্রুপ তৈরি করতে পারেন।
  • আপডেট কমেন্ট করতে পারেন।
  • কোন গ্রুপে সক্রিয় থাকতে পারেন।
  • আপনার প্রোফাইল আপডেট করতে পারেন।
  • প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারেন।

সপ্তাহে এক দিন উপরে উল্লেখিত যে কোন একটি কাজ করলে আপনি অ্যাক্টিভ মেম্বার হিসাবে গন্য হবেন।

কিভাবে আয় করবেনঃ

  • যত বেশী সম্ভব আপনার Refer তৈরি করুন।
  • তাদেরকে সাইন আপ করান আপনার রেফারেল লিঙ্কে ( আপনার রেফারেল লিঙ্ক হবেঃ http://www.sitetalk.com/username)
  • নতুন মেম্বারদের অ্যাক্টিভ মেম্বার হতে সাহায্য করুন।

কিভাবে আপনার আয় পাবেনঃ

  • যখন আপনার সুবিধা হবে তখন একটি মেম্বারশীপ প্যাকেজ ক্রয় করতে পারেন ( বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন)
  • প্যাকেজ কেনার পর আপনি একটি মাস্টার কার্ড পাবেন যা দিয়ে আপনি যে কোন সময় যে কোন দেশ থেকে টাকা উঠাতে পারবেন।
  • যদি আপনার সরাসরি লিঙ্কে ১০০ জনের উপর অ্যাক্টিভ মেম্বার থাকে তাহলে আপনি আয় করবেন ১৫০০০+ টাকা।
  • আবার আপনার কাজ শেষ, আপনার অ্যাক্টিভ মেম্বাররা কাজ করলে আপনার কাজ সহজ হয়ে গেল ( অ্যাক্টিভ মেম্বার না থাকলে আপনাকেই কষ্ট করতে হবে)

সাইট টক মেম্বারশীপ প্যাকেজ সমূহঃ

  • ব্যসিক মেম্বারশীপ প্যাকেজঃ মূল্য ১৪৯  ইউরো

সুবিধাঃ

আপনি একটি Towah Master Card পাবেন যা দিয়ে আপনি বিশ্বের যে কোন দেশ থেকে টাকা উঠাতে পারবেন।

  • ব্রোঞ্জ মেম্বারশীপ প্যাকেজঃ মূল্য ৫০০ ইউরো

সুবিধাঃ

* Towah Master Card

*Holidayplus ( ভ্রমনকালীন সময়ে বিশ্বের যে কোন দেশের পাচ তারকা হোটেলে  থাকা ফ্রী)

* Mandatory অ্যাকাউন্টঃ ৫০ ইউরো ( সাথে সাথে ব্যাক)

* ২০০০ অ্যাড ক্লিক্স।

* Oxford Module (MBA Degree).

* OFC পাবেন ১০০০+

  • গোল্ড মেম্বারশীপ প্যাকেজঃ মূল্য ২০০০ ইউরো

সুবিধাঃ

* Towah Master Card

* Holiday plus ( ভ্রমনকালীন সময়ে বিশ্বের যে কোন দেশের পাচ তারকা হোটেলে  থাকা ফ্রী

* Mandatory অ্যাকাউন্টঃ ২৫০ ইউরো ( সাথে সাথে ব্যাক)

* ১০০০০ অ্যাড ক্লিক্স।

* Oxford Module (MBA Degree).

* সাইট টক সিম কার্ড( ২৩০+ দেশে রোমিং ফ্রী এবং স্যাটেলাইট নেটওয়ার্ক কাভারেজ)।

* ব্যক্তিগত ব্যবসায়ীক ইমেইল অ্যাকাউন্টঃ [email protected]

* OFC পাবেন ৮০০০+

ব্রোঞ্জ ও গোল্ড মেম্বারশীপ প্যাকেজে আরও অনেক বিশেষ গিফট আছে!!

সাইট টক সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য নিচের ওয়েবসাইট গুলো দেখতে পারেনঃ

http://www.presidentclub.biz/

http://www.alexa.com/siteinfo/sitetalk.com

http://www.mysitecost.com/

http://www.unaico.com/

http://www.sitetalk.com/

http://www.sitetalkmail.com/

http://www.sitetalksim.com/

http://www.sitetalkcoffee.com/

http://www.sitetalkme.com/

http://www.presidentclub.biz/

http://www.sitetalkmall.com/

http://www.oxfordprogramme.co.uk/

http://www.towahbanking.com/

http://www.sitetalktravel.com/

টেকটিউনসের অবদানে আমার একটা ব্লগ আছে http://projuktirtips.blogspot.com  ইচ্ছে হলে ডু মারতে পারেন। সকলে ভাল থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি ইউরো পাইসেন ? আমি ৭ মাস ধরে দেকতাসি খালি ইউরো অফ করে দেয় আমার কাসে আর ভালো লাগেনা sitetalk আমার referrer link http://www.sitetalk.com/rakibrps_unaico

হাহাহাহা…. সকলের উদ্দেশ্যে বলছি। এই কোম্পানী বাংলাদেশে এখনও কোনো অনুমোদন পায় নাই। এইসব মলম পার্টির খপ্পরে আর পইরেন না ভাইয়েরা। এর চেয়ে এই টাকা ভালো কোথাও কাজে লাগান, অনেক উপকারে আসবে। ৯মাস আগে শুনছিলাম যে ২ সপ্তাহের মাঝেই নাকি অনুমোদন পাবে, সেই ২ সপ্তাহ এখনও শেষ হয় নাই। আর এম এল এম নীতিমালা প্রনয়নের আগে বাংলাদেশে কোনো কোম্পানীর অনুমোদন দেয়া হবে না। সো, এম এল এম খপ্পরে আর পইরেন না

Level 0

Valo laglo tobe ar ektu bistarito hole valo hoto

সাইটটক লগইন-লগআউট+অটো ইনভাইটেশন সফটওয়্যার লাগলে মেইল করতে পারেন [email protected] -এই ঠিকানায়।

Vai master card Bangladesh theke dibe naki bidesh theke ashbe??? Jodi baire theke ase tar jonno ki ki lagbe??? Exp: passport or voter id? Ai 2 tar aktao na thakle ki korbo???? And Bangladesh er IP use kore unico te login deya jai na ken???? Doya kore aktu ans koren.

আপনার ৩ টা পোস্ট ই পড়লাম Site Talk Related। আপনার দ্বিতীয় পোস্ট টিতেও শুরুটা হয়েছিল প্রথম পোস্ট এ ব্যাপক সাড়া পাওয়ার মাধ্যমে, তৃতীয় টিতেও তাই দ্বিতীয় পোস্ট এ ব্যাপক সাড়া পাওয়ার মাধ্যমে। কিন্তু আপনার কাছে “ব্যাপক সাড়া” শব্দ দুটোর কি মানে তা আমার বোধগম্য হল না। আমি তো দেখলাম বেশির ভাগ কমেন্ট ই Negative. যাই হোক আমার মতে এইসব MLM Business গুলোতে যারা Success তাদের এই ব্যাপার গুলো নিজেদের মধ্যেই রাখা ভাল। কারন এইসব MLM Business এ Positive Site টার চাইতে এর সুদুরপ্রসারী Negative Site টাই আমাদের চোখে পরে বেশি। আর সবাই এইসব Fake ব্যাপার গুলা Maintain করতে অভ্যস্ত না। আর Fake ID খোলা সাড়া Site Talk এ Improve করা সম্ভবও না।

গাজী মোঃ ইয়াছিন ভাই এবং যারা MLM Business এ Interested তাদের জন্য ২ টা PDF File Upload করলাম আমাদের সবার প্রিয় MediaFire এ। আশা করি কিছুটা হলেও MLM Business এর সুদুর প্রসারী প্রভাব সম্পর্কে আমরা ধারনা লাভ করতে পারব। যারা MLM Business এ Included এবং যারা Included না, সবাইকেই Request করছি PDF File দুটো পরার জন্য। Especially গাজী মোঃ ইয়াছিন ভাই যদি PDF File দুটো পরেন তবে আশা করি একটা Positive Comment পাব আপনার কাছ থেকে।
সবাই ভাল থাকবেন।
http://www.mediafire.com/?3c49ook7vc0gccz

আমার মতেও সাইট টক থেকে দূরে থাকাই ভাল। সাইট টক থেকে কেউ টাকা পাইছে আজ পর্যন্ত শুনি নাই।
আর এম এল এম এর কথা শুনলেই তো বমি আসে, সেখানে কাজ করা …… 🙁 🙁

Level 0

আমার দেখা মতে সবচেয়ে খারাপ ইনকাম সিস্টেম হচ্ছে সাইটটক। কেমন লাগবে আপনার যখন আপনি রাতের পর রাত কষ্ট করে হাজার হাজার ফেক আইডি খুললেন, সেগুলো মেইন্টেইন করলেন আর শেষে জানতে পারলেন যে আপনি নিজের পকেট থেকে কমপক্ষে ১৭০০০ টাকা না দিলে ইনকাম পাবেন না।

এমনটাই কিন্তু হচ্ছে। সাইটটক এ আপনাকে জয়েন করানোর আগে কোন আপ্লাইন আপনাকে বলবে না যে আপনাকে টাকা পেতে হলে ১৭০০০ টাকা সাইটটক কে দিতে হবে।

ফ্রিলান্সিং করুন, এটা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। আমি ত বল্ব…দলে দলে ওডেস্ক এ যোগ দিন।

সাইটটক সম্পর্কে পরিস্কার ধারনা থাকায় ইয়াছিন ভাই এর পোস্ট না পড়েই এই কমেন্ট দিলাম। আমি এই ফালতু ইউনাইকো-সাইটটক পিরামিড সিস্টেম এর শিকার।

সাবধান!!! ইনকাম ত পাবেন ই না, বরং আপনার শ্রম, সময়, সব পানিতে যাবে। ইয়াছিন ভাইদের মত মানুষদের বলব, ‘নিজে মরতে যাবেন ত আর দশজন কে নিয়ে মরবেন কেন। একাই মরেন না!!!’ ধন্যবাদ 😀

    Level 0

    @ Foisal vai –
    Shotti bolte apnar kotha 100% correct. life e MLM er kom khoppore porinai. Last e ei SiteTalk tai baki silo, but dicision nite partesilam na. Thankzzzz apnake apnar korun shotto kothata SHARE korar jonno.

      Level 0

      @tecbaba: আপনাকেও ধন্যবাদ।

টাকা আসেনা আমি কয়দিন কাজ করেছিলাম । ১৫০০০/=টাকা পানিতে ফেলেছি।***** সবাই সাবধান *****

instaforex এ কাজ সিখেন কাজে দিবি আমার স্যার এর ওয়েব সাইট http//bdlance.com http://bdforex.comসাইট টাতে ঢুকে দেকতে পারেন 100% পর্যন্ত লাভ ট্রয় করে দেকতে পারেন

Level 0

Still these cheats are here ha ha…