রিয়েল অনলাইন-আয় অভিজ্ঞতা [পর্ব-৭] :: ইন্টারনেটে আয় করতে Bidvertiser

কেমন আছেন সবাই . ব্যস্ততার কারনে অনেক দিন পর আসলাম আপনাদের কাছে ।যারা বিডভারটাইজার নিয়ে যারা কাজ করেন তাদের জন্য পেমেন্ট নিয়ে কিছু অজানা তথ্য সকলের সামনে উপস্থাপন করছি.ভুলেও কেউ বিডভারসার এ চেক রিকোয়েষ্ট দিবেন না। যারা গুগল এডসেন্স পাননি তারা হয়তো বিডভারটাইসার নিয়ে কাজ করতে পারেন .কিন্তু যদি পেমেন্ট নিয়ে যদি হয়রানী হতে তবে কাজ করে লাভ কি ? তাই আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়ে ছিলাম তা তুলে ধরছি ,যেন আপনাদের হয়রানী না হতে হয় । যত এড কোম্পানী আছে তাদের মধ্য পেমেন্টের জন্য বিডভারটাইসার খুবই বিশ্বস্ত । প্রশ্ন করতে পারেন তাহলে হয়রানী কিসের ? গোলাপের যেমন কাটা আছে তেমনি সুবাস ও আছে তেমনি বিডভারটাইজার ক্ষেত্রেও .আসুন বিস্তারিত জানি । তাদের পেমেন্ট সিষ্টেম হলোঃ ১.পেপাল মিনিমাম $10 ২. চেক মিনিমাম $100 ৩.Wire tansfar মিনিমাম $500 তবে এখানে আমার গর্ববোধ করার মত একটা বিষয় আছে .কারন wire tansfar টা আমার অনুরোধে যোগ করা হয়েছে । এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি ।এখন আসুন জানি সমস্যা ও সততা গুলো কি কি ?

পেপাল হলে ১০

ডলার উঠাতে পারবেন সত্য কিন্তু এখানে বড় সমস্যা হলো বাংলাদেশে পেপাল অনুমোদন নেই . তাই প্রথমে ভূয়া একটা পেপাল একাউন্ট করে টাকা উঠালেও পরে পেপাল এক্যাউন্টটি লিমিট করে রাখে । পরের পেমেন্ট $100 উপরে সেটা শাকিল আরেফিন ভাইয়ের সহযোগিতায় আমেরিকায় অবস্থানরত তার এক বন্ধু সহযোগিতা নিয়ে আনলাম .

অনেকে প্রশ্ন করতে পারেন

চেক আনলেন না কেন ?

একটু অপেক্ষা করুন .এটাই আমার আজকের আলোচনার মূল বিষয় ।

পরবর্তী মাসে $150উপরে আর্ন হলো কিন্তু ঐ পেপালে আর পেমেন্ট দিলনা .পেপালে টাকা তাড়াতাড়ি পাওয়া যায় তাই চেক রিকোয়েষ্ট করলাম না । কিন্তু পরের মাসেও একই অবস্থা পেমেন্ট করলো না এদিকে আমার ক্লীক ব্যালেন্স হলো $530 আমিতো দিশেহারা কেন পেমেন্ট দিচ্ছেনা আবার একাউন্ট ব্যান ও করছেনা । অবশেষে জানলাম পার্সোনাল পেপাল একাউন্টে মাসে $500 বেশী লেনদেন করা যায়না .তখন বুঝলাম যে আমার অন্য বিজনেজ পেপাল একাউন্ট খোজ করতে হবে .আর বিডি থেকে বিজনেস এক্যাউন্ট পাওয়া প্রায় অসম্ভব .অবশেষে বাধ্য হয়ে চেক রিকোয়েষ্ট করলাম ।

চেক রিকোয়েষ্ট পরদিন সব পানির মত পরিস্কার হয়ে গেল ।

Bidvertiser এক কর্মকর্তা আমাকে এই

Hello Md Rubel Ahmed,

Any reason that you have changed your payment from check to paypal?

The check that we will send you is from an Israeli bank.

Thanks

মেইল পাঠালো ।

আমি যতটুকু জানতামি ইসরাইলের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নেই .তাই নিশ্চিত

ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করলাম .উনিও তাই জানালেন যে ইসরাইলের সাথে বাংলাদেশের লেনদেন সম্ভব না ।

আমি তাকে এই

Dear sir .

oh! i am really sorry bangladesh bank will not support israili bank

check .if can send me usa bank check tell me .otherwise i want to go

back paypal method . i hope you will pay paypal .

thanks & best regards

Md. Rubel Ahmed

মেইলটি রিপ্লাই করলাম ।

Unfortunately, We are are not able to send checks from other countries,only from Israel.

Please keep us updated when your paypal will be active, and we will start transferring you the money.

Best Regards,

তিনি আমাকে জানালেন ইসরাঈল ব্যতিত অন্য কোন দেশের চেক তারা দিতে পারবেনা ।

বললাম তাহলে পেপালে কেন পেমেন্ট দিচ্ছেন না ?

উনি আমাকে এই

Dear sir,

last payment 28/4/2011

Since then we get "Denied" from Paypal - "This recipient is currently unable to receive money."

We can check the option of wireing it to your bank account.

Can you please check why we can't transfer funds to your paypal account?

Thanks.

মেইল দিলেন

তারপর অবশেষে খুজতে খুজতে একটা বিজনেস একাউন্ট পেয়ে টাকা হাতে পেলাম ।

এখানে Bidvertiser যে ভাল দিক গুলো আমি পেলাম অনেক দিন পেমেন্ট আটকে থাকার পরেও তারা আমাকে ব্যানড করে নাই এবং সর্ব্বোচ সহযোগিতা করে পেমেন্ট দিয়েছিল অন্য কোম্পানী হলে টাকা পেতাম কিনা সন্দেহ আছে ।

অবশেষে যারা bidvertiser এড পাবলিশার তারা কখনো চেক আনবেন না । আর ঔ কর্মকর্তা সাথে মেইলে আমার ভাল সখ্য গড়ে তাই আমি তাকে এই

sir i've a proposal for bidvertiser payment options .need add other

money tansfar system

example:   http://www.payoneer.com master card . moneybookers.com or

alertpay . i hope you will   CONSIDERATION my proposal .

BESTREGARDS

Md Rubel Ahmed

মেইলে অন্য পেমেন্ট অপশন যোগ করার আবেদন করি । উনি আমাকে এই

Dear sir,

we will check the options.

Thanks

মেইল রিপ্লাই করে গত মাস থেকে wire tansfar যোগ করেছে আশা করি বাংলাদেশ থেকে টাকা উঠাতে ভবিষ্যত্‍ এ আরো সহজ উপায় নিয়ে আসবেন তারা ।

আপনারা নিশ্চয়ই জানেন এই সাইট সহ আরো কিছু সাইটের মাধ্যমে বাংলাদেশে আমিই প্রথম পেপাল আন্দোলন শুরু করেছিলাম  http://www.facebook.com/paypalbd এই পেজটি এখনো কাজ করে যাচ্ছে পেপাল দাবিতে ।

পূর্ব প্রকাশঃ  http://www.facebook.com/groups/Onlineearninghelpline

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ উপকারি তথ্য শেয়ার করার জন্য।

Level 0

ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাই bidvertiser এর ক্লিক রেট কত Please বলবেন ? খুবই অপকৃত হইব Thanks

ভাই, খারাপ অবস্তায় আছি ! আমার সাইটের যা পেজরেঙ্ক!

Level 0

bidvertiser এর অ্যাড থাকা অবস্থায় Traffic Exchange করলে কোন সমস্যা হবে ? র Account Balance $ দেখবো কিবাবে Please Help Me

bitvertiser সম্পর্কে বিস্তারিত জানতে চাই

ভাই বিডএডর্ভারড ব্যানড হওয়ার কারন সমুহ একটু বলেন ? আর এটাতো বাংলা ব্লগে ব্যবহার করা যাবে ।

Level 0

ভাই bitvertiser সম্পর্কে বিস্তারিত জানান এবং এটাকি বাংলা ব্লগে ব্যবহার করা যাবে।

আর এই সাইটে আবেদন করতে হলে মিনিমাম কতটি পোস্ট করতে হবে ?

Level 0

ভাই আমি অনলাইনে ইনকাম করতে চাই কিন্তু কারো সাহায্য পাচ্ছি না। আপনার সাহায্য চাচ্ছি। [email protected] comfirm me in mail

আপনাকে অনেক ধন্যবাদ ভাই । সামনের পোস্টে এটি ব্যানড হওয়ার কারন সমুহ উল্লেখ করবেন আশা করি । আর আমি শুনলাম এগুলার ক্লীক নাকি ঠিকমত কাউন্ট হয়না ?@Md Rubel Ahmed:

Level 0

Thanks for your useful post.

So far I know, personal Paypal account(US) have no limit for withdraw and deposit if it is a verified account.

I would like to help if any body needs paypal balance or want to purchase online through paypal, or any paypal help. e-mail: [email protected]

Level 0

onek important akta bisoy niye alochona korar jonno apnake dhonnobad vaia …

Level 0

ভাই আমি bidvertiser এ account করেছি , এবং আমার সাইট এ অ্যাড ও দিয়াছি, কিন্তু প্রব্লেম হোল আমার ক্লিক এর জন্য কোন payment দিচ্ছে না। সবসমই এইটা থাকে
* Data is only available since May 1st, 2011. If you wish to see historical data please click here
PLEASE NOTE:
Conversion Revenue is not updated on real-time, it can take up to 72 hours for stats to fully update. Conversion Revenue figures in this table are valid starting from April 1st, 2011. This is part of our efforts to bring you the most up-to-date stats for your conversion revenue.
Conversion Revenue numbers were last updated at: Oct-25-2011
Next Update will be issued in 24-72 hours.
আর একন আমরা কি ফেইক paypal account করবো অথবা বাহিরের কোন আত্মীয়র নামে এখান থেকে account করবো?

বিজনেজ পেপাল একাউন্ট টা কি একটু বলবেন ???

ভাই ভুয়া পেপাল একাউন্ট কিভাবে খুলতে হয় আর কিভাবে সেটা থেকে টাকা তোলা যায় একটু জানাবেন কী?

Level 0

সাহায্য চাই…… সাহায্য চাই…… সাহায্য চাই……

ভাই আজ সারা রাত চেষ্টা করেও টিটি তে একটা পোস্ট কোরতে পারলাম না
কেউ কি আছেন এই অধম, নাদান, গাধাটাকে ওয়াডপ্রেস দেখাবেন
টিটিতে রেজিটিসান সহ পোস্ট করা পর্যন্ত স্কীন সট সহ সিখতে চাই।
প্লিজ আমাকে কেউ সেখাবেন?
কেউ সেখালে তার কাছে চির কৃতজ্ঞ থাকব।
জে,কে,আসাদ
ফোন ০১৯১৮-১৯০৬৯৪
ই-মেইল : [email protected]

Level 0

ভালো লিখেছেন। চেষ্টা করছি সাধ্যমত সফল হতে

Free Movie Download

এটাকেই বলে ” রিয়েল অনলাইন-আয় অভিজ্ঞতা ”
আপনার টিউনটা পরে অনেক কিছু বুঝতে ও শিখতে পারলাম।
অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

apnake onek dhonnobad…..

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।