সবাইকে অনেক ধন্যবাদ আমার লেখা গুলো সাদরে গ্রহন করার জন্য .
জেনে ভাল লাগছে আমার টিপস্ মেনে অনেকেই গুগল এডসেন্স একাউন্ট এপ্রোভ করাতে পেরেছেন ।আর যারা পারেননি বা অপকর্মের কারনে ব্যানড হয়েছেন তারা পালাবেন না আপনি যদি পরিশ্রমী হন তবে এডসেন্সের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন http://www.bidvertiser.com
অনেকে হয়তোবা বিশ্বাস করবেন না যে এডসেন্সকে হার মানাতে পারে বিডভারটাইজার ! যখন কিছুতেই গুগল এডসেন্স এপ্রোভ করাতে পারছিলাম না তখন শাকিল আরেফিন ভাই আমার সাইটে বিডভারটাসার এড বসিয়ে দিয়ে বলেছিল চেষ্টা করে যান ।
আমি এপর্যন্ত অনলাইনে যত উপার্জন করেছি বিডভারটাইসার তার সিংহভাগ দখল করে আছে ।
যদি কারো সন্দেহ থাকে তবে আমার পেমেন্ট তালিকাটি দেখে নিতে পারেন ।
তবে বিডভারটাইসারের টাকা উঠাতে অনেক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাকে যা আমার পরবর্তী লেখাগুলোতে প্রকাশ করবো । যেন বিডভারটাইসার নিয়ে অন্য কারো আমার মতো সমস্যায় পড়তে না হয় ।
অন্য যেকোন এড কোম্পানীর চেয়ে নিঃসন্দেহে বিডভারটাইসারকে ভাল মনে করি কেন ?
১.আপনি চাইলেই বিডভারটাইসার থেকে এড আনতে পারবেন . তারা আপনার সাইট রিভিউ করেনা ।
২. বাংলা সাইট বিডভারটাইসার সার্পোট করে ।
৩.আমরা বাঙ্গালীরা নকলের রাজা .আমার পরামর্শ নকল করবেন না । তবুও যদি কপিরাইট সমস্যায় গুগল থেকে ব্যানড হয়ে থাকেন তবে বিডভারটাইসার নেটওয়ার্কে আসতে পারেন ।
৪.আপনার কাজের পারফমেন্স ভাল হলে কনভেজ বোনাস পেতে পারেন ।
৫.আছে রেফারেল থেকে টাকা আয়ের সুযোগ ও তাদের টুলবার ব্যবহার করেও টাকা উপার্জন করতে পারেন ।
কি লোভ হচ্ছে বিডভারটাইসার নেটওয়ার্কে আসতে ?
থামুন !
আগে জেনে নিন । বিডভারটাইসার থেকে উপার্জন করতে সাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে ।যদি সাইটে ভিজিটর না থাকে খামাখা কষ্ট করতে যাবেন না । কারন বিডভারটাইসার গুগলের মত সারাক্ষন এড দিতে পারেনা ।
বিডভারটাইসারের ক্লীকরেট কেমন ?
আমি পার ক্লীক ৩সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত পেয়েছি । আর বিডভারটাইসার আপনার উপার্জনের হিসাব রিভিউ করে ২৪ঘন্টা পর পর আপনার ড্যাশবোর্ডে আপডেট করবে তাই ধৈর্য্য হারানোর কিছু নেই । আজ এপর্যন্ত
আগামী পর্বে বিডভারটাইজার পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।
পূর্ব প্রকাশঃ http://www.facebook.com/groups/Onlineearninghelpline
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ডাউনলোড করে নিতে পারেন Kaspersky KIS 2012 Keys. Updated Daily / [12.10.2011]।
ক্লিক করেন এখানে
http://downloadsoftwaremovies.blogspot.com/2011/10/kaspersky-kis-2012-keys-updated-daily.html